বিষয়বস্তুতে চলুন

আলজেরীয় ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা InternetArchiveBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৬:৫৩, ২৪ ডিসেম্বর ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল (১টি উৎস উদ্ধার করা হল ও ১টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.8.5)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

আলজেরীয় ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত২১ অক্টোবর ১৯৬২; ৬২ বছর আগে (1962-10-21)[]
সদর দপ্তরআলজিয়ার্স, আলজেরিয়া
ফিফা অধিভুক্তি১৯৬৪[]
ক্যাফ অধিভুক্তি১৯৬৩[]
সভাপতিআলজেরিয়া চরফ এডাইন আমারা
ওয়েবসাইটwww.faf.dz

আলজেরীয় ফুটবল ফেডারেশন (আরবি: الإتحادية الجزائرية لكرة القدم, ফরাসি: Fédération algérienne de football, ইংরেজি: Algerian Football Federation; এছাড়াও সংক্ষেপে এএফএফ নামে পরিচিত) হচ্ছে আলজেরিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬২ সালের ২১শে অক্টোবর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১ বছর পর ১৯৬৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অবস্থিত।

এই সংস্থাটি আলজেরিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে আলজেরীয় পেশাদার লীগ ১, আলজেরীয় কাপ, আলজেরীয় অনূর্ধ্ব-২১ কাপ এবং আলজেরীয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে আলজেরীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন খেইরেদিন জেতচি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মোহামেদ সাদ।

কর্মকর্তা

১২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি খেইরেদিন জেতচি
সহ-সভাপতি
সাধারণ সম্পাদক মোহামেদ সাদ
কোষাধ্যক্ষ আদেল্লাহ গুয়েদ্দাহ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক আবুদ সালাহ-বে
প্রযুক্তিগত পরিচালক চাফিক আমেউর
ফুটসাল সমন্বয়কারী দিয়ামেল জেম্মাম
জাতীয় দলের কোচ (পুরুষ) দিয়ামেল বেলমাদি
জাতীয় দলের কোচ (নারী) মাজিদ তালেব
রেফারি সমন্বয়কারী মোহামেদ ঘুতি

তথ্যসূত্র

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. CAF and FIFA, 50 years of African football - the DVD, 2009

বহিঃসংযোগ