২০১১-১৩ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১১-১৩ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশীপ
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনলিস্ট এএকদিনের আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
বিজয়ী আয়ারল্যান্ড
অংশগ্রহণকারী দলসংখ্যা

২০১১-১৩ আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশীপ নব-প্রবর্তিত আইসিসি আন্তর্মহাদেশীয় কাপের সীমিত ওভারের প্রতিযোগিতাবিশেষ। আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতাটি একদিনের আন্তঃমহাদেশীয় কাপ নামে পরিচিত। জুন, ২০১১ থেকে অক্টোবর, ২০১৩ পর্যন্ত প্রতিযোগিতাটি চলবে। এর পাশাপাশি ২০১১-১৩ আইসিসি আন্তঃমহাদেশীয় কাপ প্রতিযোগিতা চলবে। আইসিসি’র সহযোগী ও অনুমোদিত সদস্যভূক্ত ৮টি দেশ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এ প্রতিযোগিতায় ২০১০ সালের আইসিসি বিশ্ব ক্রিকেট লিগ প্রথম বিভাগ থেকে ৬টি দল খেলায় যোগ্যতা লাভ করে।

এছাড়াও, ২০১১ সালের দ্বিতীয় বিভাগ থেকে নিম্নের দুই দল অংশ নেয়।

রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম বিভাগের আওতাধীন দলগুলোর খেলাগুলো একদিনের আন্তর্জাতিকের মর্যাদা পায়। দ্বিতীয় বিভাগের খেলাগুলো লিস্ট এ ক্রিকেটের মর্যাদা পায়।

শীর্ষস্থানীয় দুই দল ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলার জন্য সরাসরি যোগ্যতা অর্জন করবে। বাদ-বাকী ছয়টি দলকে ২০১৩ সালের ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের প্রতিযোগিতায় অংশ নিয়ে শীর্ষস্থানীয় দুই দল বিশ্বকাপে অংশ নিবে।[১]

সময়সূচী[সম্পাদনা]

প্রত্যেক দল প্রতিপক্ষের বিরুদ্ধে দুইবার প্রতিদ্বন্দ্বিতা করবে। খেলার সময়সূচী নিম্নরূপ:[২]

রাউন্ড সময়কাল স্বাগতিক দল সফরকারী দল খেলার মর্যাদা ফলাফল
জুন-জুলাই, ২০১১  আয়ারল্যান্ড  নামিবিয়া লিস্ট এ ২-০
 স্কটল্যান্ড  নেদারল্যান্ডস ওডিআই ২-০
 কেনিয়া  সংযুক্ত আরব আমিরাত লিস্ট এ ১–১
 কানাডা  আফগানিস্তান ওডিআই ০-২
সেপ্টেম্বর-অক্টোবর, ২০১১  আয়ারল্যান্ড  কানাডা ওডিআই ২-০
 নামিবিয়া  স্কটল্যান্ড লিস্ট এ ০-২
 নেদারল্যান্ডস  কেনিয়া ওডিআই ২-০
 আফগানিস্তান  সংযুক্ত আরব আমিরাত লিস্ট এ ০-২
মার্চ-এপ্রিল, ২০১২  আফগানিস্তান  নেদারল্যান্ডস ওডিআই ১-১
 সংযুক্ত আরব আমিরাত  স্কটল্যান্ড লিস্ট এ ২-০
 কেনিয়া  আয়ারল্যান্ড ওডিআই ১-১
 নামিবিয়া  কানাডা লিস্ট এ ১-১
জুন-জুলাই, ২০১২  আয়ারল্যান্ড  আফগানিস্তান ওডিআই ১-০
 কেনিয়া  নামিবিয়া লিস্ট এ ১-১
 স্কটল্যান্ড  কানাডা ওডিআই ১-০
 নেদারল্যান্ডস  সংযুক্ত আরব আমিরাত লিস্ট এ ২-০
মার্চ-এপ্রিল, ২০১৩  কেনিয়া  কানাডা ওডিআই ২-০
 নামিবিয়া  নেদারল্যান্ডস লিস্ট এ ০-২
 সংযুক্ত আরব আমিরাত  আয়ারল্যান্ড লিস্ট এ ০-২
 আফগানিস্তান  স্কটল্যান্ড ওডিআই ২-০
জুলাই-আগস্ট, ২০১৩  কানাডা  সংযুক্ত আরব আমিরাত লিস্ট এ ০-২
 স্কটল্যান্ড  কেনিয়া ওডিআই ২-০
 নেদারল্যান্ডস  আয়ারল্যান্ড ওডিআই ০-১
 নামিবিয়া  আফগানিস্তান লিস্ট এ ০-২
সেপ্টেম্বর-অক্টোবর, ২০১৩  আয়ারল্যান্ড  স্কটল্যান্ড ওডিআই ২-০
 আফগানিস্তান  কেনিয়া ওডিআই ২-০
 কানাডা  নেদারল্যান্ডস ওডিআই ০-১
 সংযুক্ত আরব আমিরাত  নামিবিয়া লিস্ট এ ২-০

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

দল খেলা জয় পরাজয় টাই ফলাফল হয়নি পয়েন্ট নেট রান রেট অগ্রসরমান
 আয়ারল্যান্ড ১৪ ১১ ২৪ +০.৯৮৫ ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ
 আফগানিস্তান ১৪ ১৯ +০.৭৬৫
 সংযুক্ত আরব আমিরাত ১৪ ১৮ +০.৩৫৯ ২০১৪ ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব
 নেদারল্যান্ডস ১৪ ১৮ +০.৬২১
 স্কটল্যান্ড ১৪ ১৫ –০.১১৭
 কেনিয়া ১৪ ১০ -০.৪৬১
 নামিবিয়া ১৪ ১২ –১.১৬২
 কানাডা ১৪ ১১ –০.৯৩১

খেলা[সম্পাদনা]

১ম রাউন্ড[সম্পাদনা]

২৮ জুন, ২০১১
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২৫৫/৭ (৫০ ওভার)
 নেদারল্যান্ডস
২৪০ (৪৯ ওভার)
কাইল কোয়েতজার ৬৪ (৯২)
পিটার বোরেন ৩/৫২ (১০ ওভার)
টম কুপার ৭৫ (১০৩)
মজিদ হক ৪/৩৩ (১০ ওভার)
স্কটল্যান্ড ১৫ রানে বিজয়ী
ম্যানোফিল্ড পার্ক, অ্যাবরদিন, স্কটল্যান্ড
আম্পায়ার: নিলস বাগ (ডেনমার্ক) ও পিটার নিরো (ওয়েস্ট ইন্ডিজ)
  • স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: স্কটল্যান্ড ২, নেদারল্যান্ডস ০

২৯ জুন, ২০১১
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
১৮০/৯ (৫০ ওভার)
 স্কটল্যান্ড
১৬২/৫ (৩৯.১ ওভার)
পিটার বোরেন ৭১* (১০৭)
সাফিয়ান শরীফ ৪/২৭ (৮ ওভার)
স্কটল্যান্ড ৫ উইকেটে বিজয়ী (ডি/এল)
ম্যানোফিল্ড পার্ক, অ্যাবরদিন, স্কটল্যান্ড
আম্পায়ার: নিলস বাগ (ডেনমার্ক) ও পিটার নিরো (ওয়েস্ট ইন্ডিজ)
  • স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • স্কটল্যান্ডের ইনিংসে ১৭ ওভার চলাকালে বৃষ্টি নামে ও ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪১ ওভারে ১৬২ রানের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়।
  • পয়েন্ট: স্কটল্যান্ড ২, নেদারল্যান্ডস ০

৪ জুলাই ২০১১
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
২৪১ (৪৯.৫ ওভার)
 নামিবিয়া
২১৫ (৪৮.৪ ওভার)
জন মুনি ৮৬ (৭৩)
ক্রিস্টি ভিলজোয়েন ৩/৩৮ (১০ ওভার)
আয়ারল্যান্ড ২৬ রানে বিজয়ী
সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব, স্টরমন্ট, বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড
আম্পায়ার: যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা) ও রিচার্ড স্মিথ (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: আয়ারল্যান্ড ২, নামিবিয়া ০

৫ জুলাই ২০১১
স্কোরকার্ড
নামিবিয়া 
১৭৫ (৩৬ ওভার)
 আয়ারল্যান্ড
১৭৬/২ (৩০.২ ওভার)
নিকোলাস সোলজ ৩৫* (২৯)
জন মুনি ৩/৩১ (৭ ওভার)
আয়ারল্যান্ড ৮ উইকেটে বিজয়ী
সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব, স্টরমন্ট, বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড
আম্পায়ার: যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা) ও রিচার্ড স্মিথ (আয়ারল্যান্ড)
  • নামিবিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: আয়ারল্যান্ড ২, নামিবিয়া ০

২৫ জুলাই ২০১১
স্কোরকার্ড
কেনিয়া 
২১০ (৪৯.৩ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১১৯/৮ (৩৫ ওভার)
আমজাদ আলী ৩০ (৩১)
রাজেশ ভুদিয়া ৫/২১ (৭ ওভার)
কেনিয়া ৬৬ রানে বিজয়ী (ডি/এল)
জিমখানা ক্লাব মাঠ, নাইরোবি, কেনিয়া
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
  • কেনিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • সংযুক্ত আরব আমিরাতের ইনিংস চলাকালে ৩৫ ওভারের সময় বৃষ্টি নামে ও ডি/এল পদ্ধতিতে ৩৫ ওভারে ১৮৬ রানের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়।*পয়েন্ট: কেনিয়া ২, সংযুক্ত আরব আমিরাত ০

২৬ জুলাই ২০১১
স্কোরকার্ড
কেনিয়া 
২৩০/৯ (৫০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
২৩৩/৬ (৪৬.৪ ওভার)
রাকেপ প্যাটেল ১২৪ (১৫৪)
সাকিব আলী ৩/২৮ (৮ ওভার)
খুররম খান ৬৫* (৬০)
লুকাস ওলুচ ২/৪৬ (৭.৪ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৪ উইকেটে বিজয়ী
জিমখানা ক্লাব মাঠ, নাইরোবি, কেনিয়া
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: কেনিয়া ০, সংযুক্ত আরব আমিরাত ২

৭ আগস্ট ২০১১
স্কোরকার্ড
কানাডা 
২৩০ (৪৪.৫ ওভার)
 আফগানিস্তান
২১৩/৮ (৪১.১ ওভার)
শাবির নুরি ৯৪ (১০৯)
হিরালাল প্যাটেল ৪/২৮ (৬.১ ওভার)
আফগানিস্তান ২ উইকেটে বিজয়ী (ডি/এল)
ম্যাপল লিফ ক্রিকেট ক্লাব, কিং সিটি, কানাডা
আম্পায়ার: গ্রিগোরি ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও ক্রিস গাফানি (নিউজিল্যান্ড)
  • আফগানিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আফগানিস্তানের ইনিংস চলাকালে ২২ ওভারের সময় বৃষ্টি নামে ও ডি/এল পদ্ধতিতে ৪৩ ওভারে ২১৩ রানের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়।
  • পয়েন্ট: কানাডা ০, আফগানিস্তান ২

৯ আগস্ট ২০১১
স্কোরকার্ড
আফগানিস্তান 
১৫০ (১৮.৩ ওভার)
 কানাডা
১৩৩/৯ (২০ ওভার)
  • আফগানিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে উভয় দলের ইনিংস ২০ ওভারে নির্ধারণ করা হয়।
  • পয়েন্ট: কানাড ০, আফগানিস্তান ২

দ্বিতীয় রাউন্ড[সম্পাদনা]

১২ সেপ্টেম্বর ২০১১
স্কোরকার্ড
কেনিয়া 
২০৮/৮ (৫০ ওভার)
 নেদারল্যান্ডস
১৯৮/২ (৪২ ওভার)
সেরেন ওয়াটার্স ৭১ (১০০)
আহসান মালিক ৩/৩৮ (১০ ওভার)
নেদারল্যান্ডস ২ উইকেটে বিজয়ী (ডি/এল)
স্পোর্টপার্ক ওয়েস্টভ্লিয়েট, ভুরবার্গ, নেদারল্যান্ডস
আম্পায়ার: যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা) ও ইয়ান রামাগে (স্কটল্যান্ড)
  • কেনিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • কেনিয়ার ইনিংস চলাকালে বৃষ্টিজনিত কারণে ডি/এল পদ্ধতিতে ৪৩ ওভারে ১৯৬ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
  • পয়েন্ট: নেদারল্যান্ডস ২, কেনিয়া ০

১৩ সেপ্টেম্বর ২০১১
স্কোরকার্ড
কেনিয়া 
১৮৪/৮ (৫০ ওভার)
 নেদারল্যান্ডস
১৮৭/৬ (৪৫ ওভার)
নেদারল্যান্ডস ৪ উইকেটে বিজয়ী
স্পোর্টপার্ক ওয়েস্টভ্লিয়েট, ভুরবার্গ, নেদারল্যান্ডস
আম্পায়ার: যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা) ও ইয়ান রামাগে (স্কটল্যান্ড)
  • কেনিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: নেদারল্যান্ড ২, কেনিয়া ০

১৯ সেপ্টেম্বর ২০১১
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
৩২৮/৬ (৫০ ওভার)
 কানাডা
১৯৫ (৪৮.৪ ওভার)
এড জয়েস ৮৮ (৯৮)
খুররম চৌহান ৩/৬৫ (১০ ওভার)
উসমান লিম্বাডা ৫০ (৮১)
জন মুনি ৪/২৭ (৮.৪ ওভার)
আয়ারল্যান্ড ১৩৩ রানে বিজয়ী
ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, ডাবলিন, আয়ারল্যান্ড
আম্পায়ার: নিলস বাগ (ডেনমার্ক) ও মার্ক হথোর্ন (আয়ারল্যান্ড)
  • কানাডা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: আয়ারল্যান্ড ২, কানাডা ০

২০ সেপ্টেম্বর ২০১১
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
২৪৯/৭ (৫০ ওভার)
 কানাডা
১৯৩ (৪৬.৩ ওভার)
জিমি হংস্র ৩৮ (৬২)
অ্যালেক্স কুসাক ২/১১ (১.১ ওভার)
আয়ারল্যান্ড ৫৬ রানে বিজয়ী
ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, ডাবলিন, আয়ারল্যান্ড
আম্পায়ার: নিলস বাগ (ডেনমার্ক) ও মার্ক হথোর্ন (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: আয়ারল্যান্ড ২, কানাডা ০

২৮ সেপ্টেম্বর ২০১১
স্কোরকার্ড
নামিবিয়া 
২৫৭ (৫০ ওভার)
 স্কটল্যান্ড
১৩৭/২ (২৬ ওভার)
ক্রিস্টি ভিলজোয়েন ৭৮ (৯২)
মাজিদ হক ৩/৬৬ (১০ ওভার)
স্কটল্যান্ড ৩৪ রানে বিজয়ী (ডি/এল)
ওয়ান্ডেরার্স ক্রিকেট মাঠ, উইন্ডহক, নামিবিয়া
আম্পায়ার: জেফ লাক (নামিবিয়া) ও র‌্যানমোর মার্টিনেজ (শ্রীলঙ্কা)
  • নামিবিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • স্কটল্যান্ডের ইনিংস চলাকালে ২৬ ওভারের সময় বৃষ্টি নামে ও ডি/এল পদ্ধতিতে ২৬ ওভারে ১০৪ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
  • পয়েন্ট: নামিবিয়া ০, স্কটল্যান্ড ২

২৯ সেপ্টেম্বর ২০১১
স্কোরকার্ড
নামিবিয়া 
২৬৬/৮ (৫০ ওভার)
 স্কটল্যান্ড
২৪৭/৭ (৪৪.৫ ওভার)
ক্রেগ উইলিয়ামস ১১৬ (১১৭)
গর্ডন গুডি ৪/৫৫ (১০ ওভার)
স্কটল্যান্ড ৩ উইকেটে বিজয়ী (ডি/এল)
ওয়ান্ডেরার্স ক্রিকেট মাঠ, উইন্ডহক, নামিবিয়া
আম্পায়ার: উইন্যান্ড লো (নামিবিয়া) ও র‌্যানমোর মার্টিনেজ (শ্রীলঙ্কা)
  • নামিবিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • স্কটল্যান্ডের ইনিংস চলাকালে ২৪ ওভারের সময় বৃষ্টি নামে ও ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪৫ ওভারে ২৪৭ রানের জয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
  • পয়েন্ট: নামিবিয়া ০, স্কটল্যান্ড ২

১০ অক্টোবর ২০১১
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
১৯৮ (৪৪.৩ ওভার)
 আফগানিস্তান
১৮৩ (৪৮.৩ ওভার)
খুররম খান ৫৩ (৪৮)
দৌলত জাদরান ৩/২৪ (৭ ওভার)
গুলবাদিন নায়েব ৪৩ (৫৫)
খুররম খান ৪/২৫ (৯.৩ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ১৫ রানে বিজয়ী
শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও বুদ্ধি প্রধান (নেপাল)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: আফগানিস্তান ০, সংযুক্ত আরব আমিরাত ২

১২ অক্টোবর ২০১১
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
২২১/৮ (৫০ ওভার)
 আফগানিস্তান
১৫২ (৪৪.৪ ওভার)
খুররম খান ৪৩ (৪৯)
হামজা হোতাক ৩/৪৩ (৮ ওভার)
আসগর স্তানিকজাই ৩৩ (৬৯)
খুররম খান ৩/২৯ (৯ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৬৯ রানে বিজয়ী
শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও বুদ্ধি প্রধান (নেপাল)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: আফগানিস্তান ০, সংযুক্ত আরব আমিরাত ২

তৃতীয় রাউন্ড[সম্পাদনা]

১৮ ফেব্রুয়ারি ২০১২
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
২০০ (৪৭.৩ ওভার)
 কেনিয়া
২০১/৩ (৪২.৪ ওভার)
তন্ময় মিশ্র ৭০* (৭৬)
জন মুনি ১/২৭ (৭ ওভার)
  • আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: কেনিয়া ২, আয়ারল্যান্ড ০

২০ ফেব্রুয়ারি ২০১২
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
২৩৭/৯ (৫০ ওভার)
 কেনিয়া
১২০ (৩৫.১ ওভার)
এড জয়েস ৮৮ (১২৫)
হিরেন ভারাইয়া ৩/৪৬ (১০ ওভার)
আয়ারল্যান্ড ১১৭ রানে বিজয়ী
মম্বাসা স্পোর্টস ক্লাব, মম্বাসা, কেনিয়া
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: এড জয়েস (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: কেনিয়া ০, আয়ারল্যান্ড ২

৭ মার্চ ২০১২
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
১৬৭ (৪৮.৫ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১৭১/৬ (৪৭.৫ ওভার)
ক্রেগ ওয়ালেস ৪০ (৭৪)
খুররম খান ৩/২৯ (৮.৫ ওভার)
শাইমন আনোয়ার ৫৮ (১১৫)
রিচি বেরিংটন ২/১৫ (৫ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৪ উইকেটে বিজয়ী
শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত
আম্পায়ার: বুদ্ধি প্রধান (নেপাল) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: সংযুক্ত আরব আমিরাত ২, স্কটল্যান্ড ০

৯ মার্চ ২০১২
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২০৫/৯ (৫০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
২০৯/৮ (৪৯.৫ ওভার)
কাইল কোয়েতজার ৭৩ (১০৬)
আরশাদ আলী ৩/৩৫ (৮ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ২ উইকেটে বিজয়ী
শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত
আম্পায়ার: বুদ্ধি প্রধান (নেপাল) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
  • স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: সংযুক্ত আরব আমিরাত ২, স্কটল্যান্ড ০

২৯ মার্চ ২০১২
স্কোরকার্ড
আফগানিস্তান 
১৫৩ (৩৯.২ ওভার)
 নেদারল্যান্ডস
১৫৬/১ (২৬.২ ওভার)
মোহাম্মাদ নবী ৪১ (৬৩)
পিটার বোরেন ৪/৩২ (১০ ওভার)
নেদারল্যান্ডস ৯ উইকেটে বিজয়ী
শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত
আম্পায়ার: ক্রিস গাফানি (নিউজিল্যান্ড) ও সারিকা প্রসাদ (সিঙ্গাপুর)
  • আফগানিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: আফগানিস্তান ০, নেদারল্যান্ডস ২

৩১ মার্চ ২০১২
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
২৫৬/৯ (৫০ ওভার)
 আফগানিস্তান
২৫৯/৫ (৪৬.২ ওভার)
করিম সাদিক ১০০ (৭৪)
টিম ফন ডার গাগটেন ২/৩৫ (৭ ওভার)
আফগানিস্তান ৫ উইকেটে বিজয়ী
শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত
আম্পায়ার: ক্রিস গাফানি (নিউজিল্যান্ড) ও সারিকা প্রসাদ (সিঙ্গাপুর)
  • আফগানিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: আফগানিস্তান ২, নেদারল্যান্ডস ০

১০ এপ্রিল ২০১২
স্কোরকার্ড
নামিবিয়া 
১৮৩ (৪৭.১ ওভার)
 কানাডা
১৮৪/৮ (৪৮.৫ ওভার)
কানাডা ২ উইকেটে বিজয়ী
ওয়ান্ডেরার্স ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহক, নামিবিয়া
আম্পায়ার: ওয়েন চিরোম্বি (জিম্বাবুয়ে) ও জেফ লাক (নামিবিয়া)
  • কানাডা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: নামিবিয়া ০, কানাডা ২

১২ এপ্রিল ২০১২
স্কোরকার্ড
নামিবিয়া 
১৫৪ (৪৫.৫ ওভার)
 কানাডা
১৩৩ (৪৬.৫ ওভার)
টাইসন গর্ডন ৩৮ (৯৬)
সারেল বার্গার ৩/১৮ (৮.৫ ওভার)
নামিবিয়া ২১ রানে বিজয়ী
ওয়ান্ডেরার্স ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহক, নামিবিয়া
আম্পায়ার: ওয়েন চিরোম্বি (জিম্বাবুয়ে) ও জেফ লাক (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: নামিবিয়া ২, কানাডা ০

চতুর্থ রাউন্ড[সম্পাদনা]

৩ জুলাই, ২০১২
স্কোরকার্ড
কোন বল মাঠে গড়ানো ছাড়াই খেলা পরিত্যক্ত
ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, ডাবলিন, আয়ারল্যান্ড
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও রিচার্ড স্মিথ (আয়ারল্যান্ড)
  • বৃষ্টির কারণে ৩ ও ৪ জুলাই খেলা হয়নি।
  • পয়েন্ট: আয়ারল্যান্ড ১, আফগানিস্তান ১

৫ জুলাই ২০১২
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
১৬৩ (৪৭ ওভার)
 আফগানিস্তান
১০৪ (৩৩.১ ওভার)
এড জয়েস ৬৭* (১২৪)
শাপুর জাদরান ৩/২০ (৮ ওভার)
আয়ারল্যান্ড ৫৯ রানে বিজয়ী
ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, ডাবলিন, আয়ারল্যান্ড
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও রিচার্ড স্মিথ (আয়ারল্যান্ড)
  • আফগানিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: আয়ারল্যান্ড ২, আফগানিস্তান ০

৯ জুলাই ২০১২
স্কোরকার্ড
কোন বল মাঠে গড়ানো ছাড়াই খেলা পরিত্যক্ত
ক্যাম্বাসডুন নিউ গ্রাউন্ড, আয়ার, স্কটল্যান্ড
আম্পায়ার: মার্ক হথর্ন (আয়ারল্যান্ড) ও ইয়ান রামাগে (স্কটল্যান্ড)
  • বৃষ্টির কারণে ম্যানোফিল্ড পার্কে স্থানান্তরিত করা হয়।
  • ৯ ও ১০ জুলাই বৃষ্টির কারণে খেলা হয়নি।
  • পয়েন্ট: স্কটল্যান্ড ১, কানাডা ১

১২ জুলাই ২০১২
স্কোরকার্ড
কানাডা 
১৭৬ (৪৯.১ ওভার)
 স্কটল্যান্ড
১৭৭/৬ (৪২.১ ওভার)
স্কটল্যান্ড ৪ উইকেটে বিজয়ী
ক্যাম্বাসডুন নিউ গ্রাউন্ড, আয়ার, স্কটল্যান্ড
আম্পায়ার: মার্ক হথোর্ন (আয়ারল্যান্ড) ও ইয়ান রামাগে (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যানোফিল্ড পার্কে স্থানান্তরিত করা হয়।
  • ১১ জুলাই বৃষ্টির কারণে খেলা হয়নি।
  • পয়েন্ট: স্কটল্যান্ড ২, কানাডা ০

২১ জুলাই ২০১২
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
৯৬ (৩১.২ ওভার)
 নেদারল্যান্ডস
৯৭/৩ (২১.৪ ওভার)
টম কুপার ৩৭ (৩৫)
আহমেদ রাজা ২/২২ (৩.৪ ওভার)
  • নেদারল্যান্ডস টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: নেদারল্যান্ডস ২, সংযুক্ত আরব আমিরাত ০

২৩ জুলাই ২০১২
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
২২১/৯ (৫০ ওভার)
 নেদারল্যান্ডস
২২২/৭ (৪৮.৪ ওভার)
খুররম খান ৭১ (৮৫)
পিটার সিলার ৪/৩২ (১০ ওভার)
  • নেদারল্যান্ডস টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে হাজেলারওয়েগে স্থানান্তর করা হয়।
  • পয়েন্ট: নেদারল্যান্ডস ২, সংযুক্ত আরব আমিরাত ০

৪ অক্টোবর ২০১২
স্কোরকার্ড
নামিবিয়া 
১২৯ (৪৩.১ ওভার)
 কেনিয়া
১৩২/৪ (৩০.৫ ওভার)
কেনিয়া ৬ উইকেটে বিজয়ী
ওয়ান্ডেরার্স ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহক, নামিবিয়া
আম্পায়ার: ডেভিড ওদিয়াম্বো (কেনিয়া) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
  • কেনিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মূলতঃ ১১ জুন খেলাটি অনুষ্ঠিত হবার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে পিছিয়ে নেয়া হয়।
  • নিরাপত্তাজনিত কারণে জিমখানা ক্লাব মাঠে স্থানান্তর করা হয়।
  • পয়েন্ট: কেনিয়া ২, নামিবিয়া ০

৬ অক্টোবর ২০১২
স্কোরকার্ড
কেনিয়া 
১৮৭ (৪২.১ ওভার)
 নামিবিয়া
১৮৮/৩ (৪২.০ ওভার)
নামিবিয়া ৭ উইকেটে বিজয়ী
ওয়ান্ডেরার্স ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহক, নামিবিয়া
আম্পায়ার: ডেভিড ওদিয়াম্বো (কেনিয়া) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
  • নামিবিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মূলতঃ ১৩ জুন খেলাটি অনুষ্ঠিত হবার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে পিছিয়ে নেয়া হয়।
  • নিরাপত্তাজনিত কারণে জিমখানা ক্লাব মাঠে স্থানান্তর করা হয়।
  • পয়েন্ট: নামিবিয়া ২, কেনিয়া ০

পঞ্চম রাউন্ড[সম্পাদনা]

৬ মার্চ ২০১৩
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
১৯৯/৮ (৫০ ওভার)
 আফগানিস্তান
২০৩/৩ (৩৩.৫ ওভার)
নওরোজ মঙ্গল ১১২ * (৯৬)
ইয়ান ওয়ার্ডল ২/৫২ (১০ ওভার)
আফগানিস্তান ৭ উইকেটে বিজয়ী
শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত
আম্পায়ার: রুচিরা পল্লিয়াগুরু (শ্রীলঙ্কা) ও সারিকা প্রসাদ (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: নওরোজ মঙ্গল (আফগানিস্তান)
  • স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: আফগানিস্তান ২, স্কটল্যান্ড ০

৮ মার্চ ২০১৩
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২৫৯/৯ (৫০ ওভার)
 আফগানিস্তান
২৬১/৫ (৪৮.৪ ওভার)
আফগানিস্তান ৫ উইকেটে বিজয়ী
শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত
আম্পায়ার: রুচিরা পল্লিয়াগুরু (শ্রীলঙ্কা) ও সারিকা প্রসাদ (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান)
  • আফগানিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: আফগানিস্তান ২, স্কটল্যান্ড ০

১১ মার্চ ২০১৩
১০:০০
স্কোরকার্ড
কানাডা 
২২৭/৮ (৫০ ওভার)
 কেনিয়া
২২৮/৪ (৪৭.৩ ওভার)
ইরফান করিম ৬৫ (১০৮)
হেনরি ওসিন্দে ২/৩৪ (৮ ওভার)
  • কানাডা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: কেনিয়া ২, কানাডা ০

১৩ মার্চ ২০১৩
স্কোরকার্ড
কানাডা 
২৫৩/৯ (৫০ ওভার)
 কেনিয়া
২৫৪/৪ (৪৮ ওভার)
ইরফান করিম ১১২ (১৩৭)
রায়ান পাঠান ২/৫০ (৬ ওভার)
  • কানাডা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • কানাডা ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ থেকে বঞ্চিত হয়।

১৮ মার্চ ২০১৩
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
১৬৫ (৪৬.৪ ওভার)
 আয়ারল্যান্ড
১৬৯/৫ (৪২ ওভার)
গ্যারি উইলসন ৭২* (১০২)
নাসির আজিজ ৩/২৬ (১০ ওভার)
আয়ারল্যান্ড ৫ উইকেটে বিজয়ী
শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত
আম্পায়ার: রব বেইলি (ইংল্যান্ড) ও বিনীত কুলকার্নি (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: গ্যারি উইলসন (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: আয়ারল্যান্ড ২, সংযুক্ত আরব আমিরাত ০

২০ মার্চ ২০১৩
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
১৯৬ (৪৯.৪ ওভার)
 আয়ারল্যান্ড
১৯৯/৪ (৪৭.৪ ওভার)
আয়ারল্যান্ড ৬ উইকেটে বিজয়ী
শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত
আম্পায়ার: রব বেইলি (ইংল্যান্ড) ও বিনীত কুলকার্নি (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: ট্রেন্ট জনস্টন (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: আয়ারল্যান্ড ২, সংযুক্ত আরব আমিরাত ০

১৬ এপ্রিল ২০১৩
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
২৬৯/৯ (৫০ ওভার)
 নামিবিয়া
২৩৭ (৪৮.৫ ওভার)
নেদারল্যান্ডস ৩১ রানে বিজয়ী
ওয়ান্ডেরার্স ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহক, নামিবিয়া
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও উয়েন্যান্ড লো (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: নেদারল্যান্ডস ২, নামিবিয়া ০

১৮ এপ্রিল ২০১৩
স্কোরকার্ড
নামিবিয়া 
২৩৬/৫ (৫০ ওভার)
 নেদারল্যান্ডস
২৪০/৯ (৪৮ ওভার)
রেমন্ড ফন শুর ৯৩* (১৩০)
পিটার বোরেন ২/৩৪ (৮ ওভার)
নেদারল্যান্ডস ১ উইকেটে বিজয়ী
ওয়ান্ডেরার্স ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহক, নামিবিয়া
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও উয়েন্যান্ড লো (নামিবিয়া)
  • নেদারল্যান্ডস টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • নামিবিয়া ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ থেকে বঞ্চিত হয়।

ষষ্ঠ রাউন্ড[সম্পাদনা]

৩০ জুন ২০১৩
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২৪২/৪ (৫০ ওভার)
 কেনিয়া
২৩০ (৪৯.১ ওভার)
ম্যাট মাচান ১১৪ (১১১)
নেলসন ওদিয়াম্বো ৩/৪৮ (১০ ওভার)
তন্ময় মিশ্র ৬১ (৫৬)
ইয়ান ওয়ার্ডল ৪/৪৫ (১০ ওভার)
স্কটল্যান্ড ১২ রানে বিজয়ী
ম্যানোফিল্ড পার্ক, অ্যাবরদিন, স্কটল্যান্ড
আম্পায়ার: গ্রিগোরি ব্রাদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও ইয়ান রামাগে (স্কটল্যান্ড)
  • কেনিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: স্কটল্যান্ড ২, কেনিয়া ০
  • স্কটল্যান্ডের পক্ষে ফ্রেদি কোলম্যানের একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।

২-৩ জুলাই ২০১৩
স্কোরকার্ড
কেনিয়া 
১৮৩ (৪৬.৩ ওভার)
 স্কটল্যান্ড
১৩৯/৬ (৩৩.৪/৩৫ ওভার)
তন্ময় মিশ্র ৫৯ (৮২)
নেইল কার্টার ৩/২৭ (১০ ওভার)
কাইল কোয়েতজার ৫৭ (৮০)
রাঘব আগা ২/৩২ (৫ ওভার)
স্কটল্যান্ড ৪ উইকেটে বিজয়ী (ডি/এল)
ম্যানোফিল্ড পার্ক, অ্যাবরদিন, স্কটল্যান্ড
আম্পায়ার: গ্রিগোরি ব্রাদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও ইয়ান রামাগে (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • প্রথম দিন স্কটল্যান্ডের ইনিংস চলাকালে ৬.৩ ওভারের পর বৃষ্টি নামে ও দ্বিতীয় দিন স্কটল্যান্ডের ইনিংস ৩৫ ওভারে নির্ধারণ করা হয়।
  • ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করা থেকে কেনিয়ার বিদায়।

৭ জুলাই ২০১৩
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
২৩৬ (৪৯.৫ ওভার)
 নেদারল্যান্ডস
১৪৮ (৩৬ ওভার)
আয়ারল্যান্ড ৮৮ রানে বিজয়ী
ভিআরএ ক্রিকেট গ্রাউন্ড, আমস্টেলভিন, নেদারল্যান্ডস
আম্পায়ার: ক্রিস গাফানি (নিউজিল্যান্ড) ও মার্ক হথর্ন (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: আয়ারল্যান্ড ২, নেদারল্যান্ডস ০
  • নেদারল্যান্ডসের পক্ষে মাইকেল রিপনের একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।

৯ জুলাই ২০১৩
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
২৬৮/৫ (৫০ ওভার)
 নেদারল্যান্ডস
২৬৮/৯ (৫০ ওভার)
এড জয়েস ৯৬* (১১৩)
মুদাচ্ছার বুখারী ২/৬৩ (১০ ওভার)
খেলা টাই
ভিআরএ ক্রিকেট গ্রাউন্ড, আমস্টেলভিন, নেদারল্যান্ডস
আম্পায়ার: ক্রিস গাফানি (নিউজিল্যান্ড) ও মার্ক হথর্ন (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আয়ারল্যান্ড ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ খেলায় অংশগ্রহণের যোগ্যতা লাভ করে।

৬ আগস্ট ২০১৩
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
২৬৯/৪ (৫০ ওভার)
 কানাডা
২২৩ (৪৬.৫ ওভার)
শাইমন আনোয়ার ১০২* (১০৯)
হারভির বাইদোয়ান ২/৫১ (১০ ওভার)
উসমান লিম্বাদা ৫৮ (৮৬)
নাসির আজিজ ৪/৩৩ (১০ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৪৬ রানে বিজয়ী
ম্যাপল লীফ ক্রিকেট ক্লাব, কিং সিটি, কানাডা
আম্পায়ার: সমীর বান্দেকর (যুক্তরাষ্ট্র) ও সাইমন ফ্রাই (অস্ট্রেলিয়া)
  • কানাডা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: সংযুক্ত আরব আমিরাত ২, কানাডা ০
  • লিস্ট এ ক্রিকেটে সিসিল পারভেজের অভিষেক ঘটে।

৮ আগস্ট ২০১৩
স্কোরকার্ড
কানাডা 
১৭৯/৯ (৫০ ওভার)
 সংযুক্ত আরব আমিরাত
১৮৩/৮ (৪৮.৫ ওভার)
হিরাল প্যাটেল ৫৩ (৫০)
নাসির আজিজ ৪/২০ (১০ ওভার)
শাইমন আনোয়ার ৫৭ (৯৩)
রিজওয়ান চিমা ৪/১৬ (৭.৫ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ২ উইকেটে বিজয়ী
ম্যাপল লীফ ক্রিকেট ক্লাব, কিং সিটি, কানাডা
আম্পায়ার: সমীর বান্দেকর (যুক্তরাষ্ট্র) ও সাইমন ফ্রাই (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: নাসির আজিজ (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: সংযুক্ত আরব আমিরাত ২, কানাডা ০

৯ আগস্ট ২০১৩
স্কোরকার্ড
আফগানিস্তান 
২৮৯/৪ (৫০ ওভার)
 নামিবিয়া
৯৯ (৩২.১ ওভার)
মোহাম্মদ শাহজাদ ১১৩ (১৩০)
জেসন ডেভিডসন ১৪৮ (৮ ওভার)
স্টিফান বার্ড ৩০ (৩৫)
মোহাম্মাদ নবী ৫/১২ (৮.১ ওভার)
আফগানিস্তান ১৯০ রানে বিজয়ী
ওয়ান্ডেরার্স ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহক, নামিবিয়া]]
আম্পায়ার: আর্দ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও ওয়েন্যান্ড লো (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: আফগানিস্তান ২, নামিবিয়া ০

১১ আগস্ট ২০১৩
স্কোরকার্ড
নামিবিয়া 
১৯৩ (৪৬.২ ওভার)
 আফগানিস্তান
১৯৯/৫ (৩১.৪ ওভার)
আফগানিস্তান ৫ উইকেটে বিজয়ী
ওয়ান্ডেরার্স ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহক, নামিবিয়া
আম্পায়ার: আর্দ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও ওয়েন্যান্ড লো (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: আফগানিস্তান ২, নামিবিয়া ০

সপ্তম রাউন্ড[সম্পাদনা]

২৭-২৮ আগস্ট ২০১৩
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
১৪৩ (২৭.৫ ওভার)
 কানাডা
৬২/১ (১০ ওভার)
বেন কুপার ৭৪ (৫৯)
কেনেথ কামুকা ৪/৩৮ (৫.৫ ওভার)
  • কানাডা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • কানাডার পক্ষে কেনেথ কামুকা এবং নেদারল্যান্ডসের পক্ষে বেন কুপারের একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।

২৯ আগস্ট ২০১৩
স্কোরকার্ড
কানাডা 
৬৭ (২৪.৪ ওভার)
 নেদারল্যান্ডস
৭০/১ (১০.৪ ওভার)
নেদারল্যান্ডস ৯ উইকেটে বিজয়ী
ম্যাপল লিফ ক্রিকেট ক্লাব, কিং সিটি, কানাডা
আম্পায়ার: গ্রিগোরি ব্রাদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও পিটার নিরো (ওয়েস্ট ইন্ডিজ)
  • নেদারল্যান্ডস টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • নেদারল্যান্ডস ২, কানাডা ০

৬ সেপ্টেম্বর ২০১৩
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
২২৩/৯ (৫০ ওভার)
 আয়ারল্যান্ড
২২৫/৯ (৪৯.৫ ওভার)
প্রিস্টন মমসেন ৯১* (১২২)
জর্জ ডকরেল ৪/২৪ (১০ ওভার)
আয়ারল্যান্ড ১ উইকেটে বিজয়ী
সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব, বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড
আম্পায়ার: যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা) ও রিচার্ড স্মিথ (আয়ারল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আয়ারল্যান্ড ২, স্কটল্যান্ড ০
    • স্কটল্যান্ড ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়।

৮ সেপ্টেম্বর ২০১৩
স্কোরকার্ড
স্কটল্যান্ড 
১৬৫ (৪৯.৩ ওভার)
 আয়ারল্যান্ড
১৬৬/৩ (৩৩ ওভার)
আয়ারল্যান্ড ৭ উইকেটে বিজয়ী
সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব, বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড
আম্পায়ার: যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা) ও রিচার্ড স্মিথ (আয়ারল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আয়ারল্যান্ড ২, স্কটল্যান্ড ০

২৭ সেপ্টেম্বর ২০১৩
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত 
১৯৭ (৪৬.১ ওভার)
 নামিবিয়া
৩৯ (২৪.৪ ওভার)
জান্ডার পিচার্স ১৩ (৩৩)
খুররম খান ৩/২ (৪.৪ ওভার)
  • নামিবিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: সংযুক্ত আরব আমিরাত ২, নামিবিয়া ০

২৯ সেপ্টেম্বর ২০১৩
স্কোরকার্ড
 নামিবিয়া
৮০ (৩১.৩ ওভার)
  • নামিবিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: সংযুক্ত আরব আমিরাত ২, নামিবিয়া ০
    • নেদারল্যান্ডস ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করা থেকে বঞ্চিত হয়।

২ অক্টোবর ২০১৩
স্কোরকার্ড
কেনিয়া 
৮৯ (৩৭.৫ ওভার)
 আফগানিস্তান
৯৫/২ (১৭.৫ ওভার)
মরিস উমা ২৪ (৪৮)
হামিদ হাসান ৪/১৯ (১০ ওভার)
নওরোজ মঙ্গল ৫৭* (৬০)
হিরণ বারৈয়া ২/১২ (১.৫ ওভার)
  • কেনিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: আফগানিস্তান ২, কেনিয়া ০

৪ অক্টোবর ২০১৩
স্কোরকার্ড
আফগানিস্তান 
৯৬/৩ (২০.৫ ওভার)
 কেনিয়া
৯৩ (৪৩.৩ ওভার)
মোহাম্মাদ নবী ৪৬* (৪২)
শ্যাম এনগোচি ২/৩০ (৪.৫ ওভার)
মরিস উমা ৩৯ (৬০)
হামজা হোতাক ৩/১৯ (১০ ওভার)
  • আফগানিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: আফগানিস্তান ২, কেনিয়া ০
    • সংযুক্ত আরব আমিরাত ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলা থেকে বঞ্চিত হয়।
    • আফগানিস্তান ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ করে।

পরিসংখ্যান[সম্পাদনা]

সর্বাধিক রান[সম্পাদনা]

শীর্ষ পাঁচ রান সংগ্রহকারীর তালিকা নিচের ছকে দেয়া হলো:[৩]

খেলোয়াড় দল রান ইনিংস গড় স্ট্রাইক রেট সর্বোচ্চ ১০০ ৫০
শাইমন আনোয়ার  সংযুক্ত আরব আমিরাত ৬২৫ ১৪ ৫২.০৮ ৬৯.৫৯ ১০২*
কাইল কোয়েতজার  স্কটল্যান্ড ৫৯৫ ১১ ৫৯.৫০ ৮১.৮৪ ১৩৩
উইলিয়াম পোর্টারফিল্ড  আয়ারল্যান্ড ৪৭৫ ১৩ ৩৬.৫৩ ৭৪.৬৮ ৭৯
এড জয়েস  আয়ারল্যান্ড ৪৬২ ১১ ৫১.৩৩ ৭৩.১০ ৯৬*
মোহাম্মাদ নবী  আফগানিস্তান ৪২৩ ১১ ৫২.৮৭ ১০১.৯২ ৮১*

সর্বাধিক উইকেট[সম্পাদনা]

শীর্ষ পাঁচ উইকেট সংগ্রহকারীর তালিকা নিম্নের ছকে দেখানো হলো:[৪]

খেলোয়াড় দল উইকেট খেলা গড় স্ট্রাইক রেট ইকোনোমি সেরা বোলিং
ক্রিস্টে ভিলজোয়েন  নামিবিয়া ২৩ ১৪ ২১.৭৮ ৩০.৭০ ৪.২৫ ৪/৪০
জর্জ ডকরেল  আয়ারল্যান্ড ২১ ১৩ ১৭.০০ ৩০.২০ ৩.২৮ ৪/২৪
মুদাচ্ছার বুখারী  নেদারল্যান্ডস ২১ ১৪ ২৩.৮০ ৩১.৮০ ৪.৪৯ ৪/৩২
মোহাম্মাদ নবী  আফগানিস্তান ২০ ১৩ ১৮.৩৫ ৩০.৯০ ৩.৫৬ ৫/১২
খুররম খান  সংযুক্ত আরব আমিরাত ১৯ ১৪ ১৪.৩৬ ২৪.৮০ ৩.৪৭ ৪/২৫

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ICC spells out 2015 WC qualification plan"ESPNcricinfo। ১১ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১ 
  2. "ICC Intercontinental Cup 2011–13 fixtures and participating teams announced"। ICC। ৬ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১১ 
  3. "Most runs"। EPSNcricinfo। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১১ 
  4. "Most wickets"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]