বিষয়বস্তুতে চলুন

পরাণ বন্দ্যোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পরাণ বন্দ্যোপাধ্যায়
পরাণ বন্দ্যোপাধ্যায়
২০১০ সালে পরাণ বন্দ্যোপাধ্যায়
জন্ম (1940-10-18) ১৮ অক্টোবর ১৯৪০ (বয়স ৮৫)
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামপরাণ ব্যানার্জী
পেশাঅভিনয়শিল্পী
অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী

পরাণ বন্দ্যোপাধ্যায় (জন্ম: ১৮ অক্টোবর ১৯৪০)[] একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চ অভিনেতা। তিনি বাংলায় অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন। সন্দীপ রায় পরিচালিত সত্যজিৎ রায়-এর গল্পের ওপর ভিত্তি করে নির্মিত যেখানে ভূতের ভয় [] চলচ্চিত্রে তিনি তাড়িনীখুড়ো চরিত্রে অভিনয় করেছেন ।[] এছাড়া তিনি জি বাংলার জনপ্রিয় কমেডি অনুষ্ঠান মীরাক্কেলের [α]) একজন নিয়মিত বিচারক। তিনি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক বয়েই গেলোতে অভিনয় করেছেন।[]

ব্যক্তিজীবন

[সম্পাদনা]

পরাণ বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেন। তিনি খুব কমবয়সে মাতৃহারা হন এবং তার বাবা তাকে ছেড়ে চলে যান। এরপর তিনি তার পিসির মাধ্যমে বড় হন। তার সাথেই দমদম কলকাতায় পরাণ বন্দ্যোপাধ্যায় তার শৈশব অতিবাহিত করেন। সেখানে তিনি ছোট-খাটো নাটকে অভিনয় করতেন। ১৯৬২ সালে তিনি পশ্চিম বাংলার পিডব্লিউ রোডে কাজ করা শুরু করেন।[]

চিত্রজগত

[সম্পাদনা]

২০০০ সালে পরাণ বন্দ্যোপাধ্যায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তারপর থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি প্রায় ৩৫টি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরমধ্যে বিখ্যাত কিছু ছবি যেমন ভূতের ভবিষ্যৎ, নোবেল চোর উল্লেখযোগ্য।

অভিনীত চলচ্চিত্র

[সম্পাদনা]
বছর শিরোনাম চরিত্র পরিচালক মন্তব্য
২০০১ দেখা
২০০২ মন্দ মেয়ের উপাখ্যান
২০০৩ বোম্বাইয়ের বোম্বেটে সন্দীপ রায়
২০০৬ ভালবাসার অনেক নাম তরুণ মজুমদার
২০০৮ হচ্ছেটা কি?
২০১০ দ্য জাপানিজ ওয়াইফ
শোনো মন বলি তোমায়
টিনটোরেটোর যিশু সন্দীপ রায়
২০১১ চলো পটল তুলি
বিন্দাস প্রেম
রয়েল বেঙ্গল রহস্য সন্দীপ রায়
গোঁসাইবাগানের ভূত নীতীশ রায়
২০১২ যেখানে ভূতের ভয় সন্দীপ রায়
ভূতের ভবিষ্যৎ অনীক দত্ত
নোবেল চোর
২০১৩ ছায়াময় হরনাথ চক্রবর্তী
গয়নার বাক্স অপর্ণা সেন
প্রলয় (চলচ্চিত্র) রাজ চক্রবর্তী
কিডন্যাপার
২০১৪ বাদশাহী আংটি সন্দীপ রায়
চার সন্দীপ রায়
২০১৯ পূর্ব পশ্চিম দক্ষিণ রাজর্ষী দে
২০২১ টনিক জলধর সেন অভিজিৎ সেন
বব বিশ্বাস কালী দা অন্নপূর্ণা ঘোষ
২০২২ হাত্যপুরী দুর্গাগোতি সেন/ডিজি সেন
সৎভূত অদ্ভুত
অপরাজিত সিএম বিমান রায় অনীক দত্ত সত্যজিৎ রায়ের জীবনী অবলম্বনে
কিশমিশ বিশেষ উপস্থিতি রাহুল মুখোপাধ্যায়
২০২৩ প্রধান জীবন কৃষ্ণ সরকার অভিজিৎ সেন
একটু সরে বসুন প্রাণনাথ কমলেশ্বর মুখোপাধ্যায়
অঙ্গুমান এমবিএ
কীর্তন অবিনাশ অভিমন্যু মুখোপাধ্যায়
মায়ার জঞ্জাল ইন্দ্রনীল রায়চৌধুরী
নন্টে ফন্টে ড্রাগন অনির্বাণ চক্রবর্তী
দিলখুশ
মানবজমিন বারীন বাবু শ্রীজাত
২০২৪ বেলাইন শমীক রায়চৌধুরী []
তিলোত্তমা সৌম্যজিৎ আদক
সেদিন কুয়াশা ছিল অর্ণব কে মিদ্যা
বাদামী হায়নার কবলে শ্রীস্বপনকুমার দেবালয় ভট্টাচার্য্য
টেক্কা অনুব্রত সৃজিত মুখোপাধ্যায়
যমালয়ে জীবন্ত ভানু কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়
২০২৫ পাটালীগঞ্জের পুতুলখেলা শুভঙ্কর চট্টোপাধ্যায়
ম্যাডাম সেনগুপ্ত যদু বাবু সায়ন্তন ঘোষাল

ওয়েব ও টিভি ধারাবাহিক

[সম্পাদনা]
বছর শিরোনাম চরিত্র টিভি/ওটিটি মন্তব্য
১৯৯৯ সত্যজিতের গোপ্পো সাধনের প্রতিবেশী
২০০৪ সত্যজিতের প্রিয় গল্প বটেশ্বর
২০১৩ - ২০১৫ বয়েই গেলো জি৫
২০১৭ - ২০১৮ হলি ফাক অমিত হইচই
২০২২ শব চরিত্র ক্লিক
পাঁচফোড়ন প্যাচাল দাদু
২০২৩ আবর প্রলয় জি৫

টেলিভিশন

[সম্পাদনা]
  • ডিডি বাংলায় জন্মভূমি (দিবাকর হিসেবে)
  • ডিডি বাংলায় সাধন বাবুর সন্দেহো (সত্যজিতের গপ্পো) (১৯৯})
  • ইটিভি বাংলায় বটেশ্বরের অবোধ-সত্যজিতের প্রিয় গল্প (২০০০)
  • স্টার জলসায় গানের সুখের হয় রোমনির গান (২০১২-২০১৪)
  • Proloy Asche (২০১১) সানন্দা টিভিতে
  • সানন্দা টিভিতে নায়িকা (২০১১-১২)
  • বয়েই গেলো (২০১৩-১৪) জি বাংলাতে ভোভোতাশ বসাকের চরিত্রে
  • ব্যোমকেশ (২০১৪-১৫) কালার বাংলায় অনুকূল বাবুর চরিত্রে
  • জি বাংলায় সিজন ৯ পর্যন্ত বিচারক হিসেবে মীরাক্কেল

পুরস্কার এবং মনোনয়ন

[সম্পাদনা]
  • ২০১৭ - শ্রেষ্ঠ অভিনেতা-পুরুষের জন্য ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার জিতেছেন - সিনেমাওয়ালার জন্য বাঙালি
  • ২০১৭ - সিনেমাওয়ালার জন্য একটি প্রধান ভূমিকায় সেরা অভিনেতার জন্য পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার জিতেছে
  • ২০২০ - বোরুনবাবুর বন্ধুর জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য ফিল্মস অ্যান্ড ফ্রেম ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ড (বাংলা) জিতেছেন
  • ২০২১ - বোরুনবাবুর বন্ধুর জন্য সহায়ক ভূমিকায় শ্রেষ্ঠ অভিনেতার জন্য পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার জিতেছে
  • ২০২২ - টনিক (চলচ্চিত্র) এর জন্য একটি প্রধান ভূমিকায় শ্রেষ্ঠ অভিনেতার জন্য পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার জিতেছে
  • ২০২২ - প্রধান চরিত্রে (পুরুষ) সেরা অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছে - টনিক (চলচ্চিত্র) এর জন্য বাংলা
  • ২০২২ - বব বিশ্বাসের জন্য ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার সেরা পার্শ্ব অভিনেতা মনোনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ভট্টাচার্য্য, তোর্ষা (১৮ অক্টোবর ২০২৩)। "ছোটবেলায় জানতামই না, জন্মদিন বলে বিশেষ কোনও দিন হয়: পরাণ বন্দ্যোপাধ্যায়"bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৪
  2. "Paran Bandopadhyay profile"। Bengali Movies। ২২ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১২
  3. "Tarini Khuro's screen saga"Times of India। ৭ জুন ২০১২। ৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১২
  4. "জম্পেশ টিভি ধারাবাহিক"। ২৮ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ 01 August 2013 {{ওয়েব উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  5. "Paran Bandopadhyay, 70"http://www.harmonyindia.org/। ২১ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১২ {{ওয়েব উদ্ধৃতি}}: |প্রকাশক=-এ বহিঃসংযোগ (সাহায্য)
  6. "Tollywood: পরান বন্দ্যোপাধ্যায় 'বেলাইন'! এক যুবতীর ডাকে সাড়া দিয়েছেন?"www.aajkaal.in। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৫

কিছু কথা

[সম্পাদনা]
  1. Spelling according to Zee Bangla website ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ অক্টোবর ২০১২ তারিখে

বহিঃসংযোগ

[সম্পাদনা]