বিষয়বস্তুতে চলুন

ব্রাত্য বসু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রাত্য বসু
তথ্যপ্র‌যুক্তি মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০ মে, ২০১৬
গভর্নরএম কে নারায়াণান
পর্যটন মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার
কাজের মেয়াদ
২০ মে, ২০১৪ – ১২ মে, ২০১৬
গভর্নরএম কে নারায়াণান
পূর্বসূরীহিতেন বর্মন
উত্তরসূরীগৌতম দেব
উচ্চশিক্ষা মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার
কাজের মেয়াদ
২০ মে, ২০১১ – ২০ মে, ২০১৪
গভর্নরএম কে নারায়াণান
পূর্বসূরীপ্রোঃ সুদর্শন রায় চৌধুরী
উত্তরসূরীপার্থ চট্টোপাধ্যায়
বিধায়ক
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০১১
গভর্নরএম কে নারায়াণান
পূর্বসূরীগৌতম দেব
নির্বাচনী এলাকাদমদম
ব্যক্তিগত বিবরণ
জন্মব্রাত্যব্রত বসু রায়চৌধুরী
(1969-09-25) সেপ্টেম্বর ২৫, ১৯৬৯ (বয়স ৫৫)
নাগরিকত্বভারতীয়
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলতৃণমূল কংগ্রেস
দাম্পত্য সঙ্গীপৌলামী বসু
প্রাক্তন শিক্ষার্থীপ্রেসিডেন্সি কলেজ, কলকাতা

ব্রাত্যব্রত বসু রায়চৌধুরী (জন্ম: ২৫ সেপ্টেম্বর ১৯৬৯)[] একজন ভারতীয় বাঙালি নাটককার, নাট্যকার, নাট্য পরিচালক, কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, অনুবাদক, সম্পাদক, অভিনেতা ও রাজনীতিবিদ। তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা ও বিদ্যালয় শিক্ষা বিভাগের মন্ত্রী। ২০১১, ২০১৬, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি দমদম বিধানসভা কেন্দ্র থেকে পর পর তিনবার বিধায়ক নির্বাচিত হন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

ব্রাত্য বসু বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বিষ্ণু বসুর পুত্র। তিনি প্রেসিডেন্সি কলেজ (বর্তমানে বিশ্ববিদ্যালয়) ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য অধ্যয়নের পর কলকাতার সিটি কলেজে অধ্যাপনার কাজে যোগ দেন। 'গণকৃষ্টি' নামে একটি থিয়েটার গ্রুপে সাউন্ড অপারেটর হিসেবে তার নাট্যজীবনের সূচনা। পরে তিনি দলের জন্য নাটক রচনা ও পরিচালনা করতে শুরু করেন। আল্ট্রা-মডার্ন নাটক অশালীন (১৯৯৬) তার রচিত প্রথম নাটক। তার অন্যান্য উল্লেখযোগ্য নাটকগুলি হল-- অরণ্যদেব, শহরইয়ার, উইঙ্কল্‌ টুইঙ্কল্‌ ও হত্যারহস্যমূলক নাটক চতুষ্কোণ। ১৯৯৮ সালে তিনি 'শ্যামল সেন স্মৃতি পুরস্কার' ও ২০০০ সালে 'দিশারী পুরস্কার' অর্জন করেন। ২০০৮ সালে তিনি 'ব্রাত্যজন' নামে নিজস্ব একটি থিয়েটার দল গঠন করেন।[] ২০০৯ সালে দেবব্রত বিশ্বাসের জীবন অবলম্বনে নির্মিত নাটক রুদ্ধসংগীত তার একটি কিংবদন্তী সৃষ্টি।

রাজনীতি জীবন

[সম্পাদনা]

২০১১ সালের বিধানসভা নির্বাচনে ব্রাত্য বসু তৃণমূল কংগ্রেসের হয়ে দমদম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে তিনি তৎকালীন ক্ষমতাসীন সিপিআই (এম) মন্ত্রী গৌতম দেবকে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মন্ত্রীসভায় তাকে উচ্চশিক্ষা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তিনি বিজ্ঞান, প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি মন্ত্রীর দায়িত্বও সামলেছেন বেশকিছু দিন। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় পর্যায়ের মন্ত্রীসভায় তিনি উচ্চশিক্ষা মন্ত্রকের দায়িত্ব সালমাচ্ছেন।

চলচ্চিত্র

[সম্পাদনা]

তিনি পাঁচটি চলচ্চিত্র পরিচালনা করেছেন: রাস্তা, তিস্তা, তারা, ডিকশনারি ও হুব্বা। প্রথমটির বিষয়-- এক যুবকের সন্ত্রাসবাদী হয়ে ওঠা এবং তৃতীয়টির বিষয়-- সমাজ ও প্রেমের ব্যর্থতা। তিনি কালবেলা-সহ একাধিক চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। []

এগারো বছর পর তিনি পুনরায় 'ডিকশনারি' নামে চলচ্চিত্র নির্দেশনার কাজ করছেন। তার শেষ নির্মিত চলচ্চিত্র 'হুব্বা'।

অভিনেতা হিসেবে

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা পরিচালক সূত্র
২০০৫ হারবার্ট ধন্না সুমন মুখোপাধ্যায়
২০০৯ স্থানিও সংবাদ মিঃ পল মৈনাক বিশ্বাস ও অর্জুন গৌরিসারিয়া
কালবেলা রমেন গৌতম ঘোষ
২০১১ হ্যালো মেমসাহেব মেনন সাহেব শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়
ইচ্ছে মানস শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়
কাগজের বউ মানিক সাহা বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়
২০১২ টিনের কন্যা অগ্নিদেব চট্টোপাধ্যায়
মুক্তধারা অরিন্দম শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়
হেমলক সোসাইটি রক্তিম গাঙ্গুলি সৃজিত মুখার্জি
বালুকাবেলা.কম শুভঙ্কর পার্থ সেন
২০১৩ রোদচশমা ঋতুপর্ণ ঘোষ
মহাপুরুষ ও কাপুরুষ শ্রী শ্রী সদগজানন্দ মহারাজ/পদ অনিকেত চট্টোপাধ্যায়
গোলমালে পিরিত করো না নেবু কাকা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়
২০১৪ পারাপার গোপাল সঞ্জয় নাগ
২০১৫ যোগযোগ মধুসূদন সেখর দাস
নাটকের মতো অমিতেশ দেবেশ চট্টোপাধ্যায়
কল্কিযুগ এসিপি দিলীপ দত্ত দেবারতি গুপ্তা
অ্যাবি সেন নীলাদ্রি অতনু ঘোষ
২০১৬ ডাবল ফেলুদা মনিমোহন সমাদ্দার সন্দীপ রায়
গ্যাংস্টার জামাল বিরসা দাশগুপ্ত
আসমাপ্টো মলয় সুমন মুখোপাধ্যায়
২০১৭ চিলেকোঠা ফুলু কাকা প্রেমাংশু রায়
বারান্দা গিরিজাপতি রেশমি মিত্র
২০১৮ মনোজদের অদ্ভুত বাড়ি গোয়েন্দা বরদাচরণ অনিন্দ্য চ্যাটার্জি
২০১৯ বহমান সুব্রত অনুমিতা দাশগুপ্ত
ধুলোবালি কথা রাজাদিত্য মল্লিক বিপ্লব বন্দ্যোপাধ্যায়
দ্য লাভলি মিসেস মুখার্জি কালিদাস মুখোপাধ্যায়/ব্রাত্য ইন্দ্রনীল রায়চৌধুরী
২০২০ স্বপ্নজাল বিশ্বম্বর গিয়াস উদ্দিন সেলিম
২০২১ মায়ার জঞ্জাল গণেশ সামন্ত ইন্দ্রনীল রায়চৌধুরী
২০২২ সহবাসে অঞ্জন কাঞ্জিলাল []
ঝরা পালক
২০২৪ মানিকবাবুর মেঘ অভিনন্দন বন্দ্যোপাধ্যায়
চালচিত্র: দ্য ফ্রেম ফ্যাটাল প্রতিম ডি. গুপ্ত
২০২৫ লহো গৌরাঙ্গর নাম রে গিরিশ চন্দ্র ঘোষ সৃজিত মুখোপাধ্যায়

পরিচালক হিসেবে

[সম্পাদনা]
বছর শিরোনাম শিল্পী মন্তব্য
২০০৩ রাস্তা অমিতাভ ভট্টাচার্য, মিঠুন চক্রবর্তী, রজতাভ দত্ত
২০০৫ তিস্তা দেবশ্রী রায়, বাদশা মৈত্র, চন্দ্রায়ী ঘোষ
২০১০ তারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পাওলি দাম
২০২১ ডিকশনারি মোশাররফ করিম, আবীর চট্টোপাধ্যায়, নুসরাত জাহান
২০২৪ হুব্বা মোশাররফ করিম, ইন্দ্রনীল সেনগুপ্ত

সম্মাননা

[সম্পাদনা]

নাট্যকার ব্রাত্য বসু ২০২১ খ্রিস্টাব্দে “মীরজাফর ও অন্যান্য নাটক” গ্রন্থটির জন্য ভারত সরকারের সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Book Excerptise: nATak samagra by Bratya Basu"www.cse.iitk.ac.in। সংগ্রহের তারিখ ২০২৪-১০-৩১ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১১ 
  3. "IMDB"IMDB। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৭ 
  4. Desk, Eisamay Online (২০১৯-০৪-২৬)। "নাটক থেকে সিনেমায় পা অঞ্জনের, চমক প্রতিপদে..."Eisamay Online। সংগ্রহের তারিখ ২০২৪-১০-৩১ 
  5. "সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেলেন ব্রাত্য বসু"। সংগ্রহের তারিখ ২০২১-১২-৩১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]