শ্বেত রক্তকণিকা
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
শ্বেত রক্তকণিকা | |
---|---|
![]() শ্বেত রক্তকণিকার চিত্র | |
বিস্তারিত | |
শনাক্তকারী | |
লাতিন | leucocytus |
মে-এসএইচ | D007962 |
টিএইচ | H2.00.04.1.02001 |
এফএমএ | FMA:62852 |
শারীরস্থান পরিভাষা |
শ্বেত রক্তকণিকা (ইংরেজি: White blood cell or Leucocytes) মানবদেহের রক্তে বর্নহীন,নিউক্লিয়াসযুক্ত এবং তুলনামূলকভাবে স্বল্পসংখ্যক ও বৃহদাকার যে কোষ দেখা যায় এবং যারা দেহকে সংক্রমন থেকে রক্ষা করতে সাহায্য করে তাকে শ্বেত রক্তকণিকা বলে। প্রতি ঘন মিলিলিটার রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা প্রায় ৫০০০-৯০০০। লোহিত রক্তকণিকার তুলনায় শ্বেত রক্তকণিকার সংখ্যা অনেক কম হয়। লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত প্রায় ৭০০:১।[১]
প্রকারভেদ[সম্পাদনা]
গঠনগত ভাবে এবং সাইটোপ্লাজমের দানার উপস্থিতি বা অনুপস্থিতি অনুসারে শ্বেত রক্তকণিকাকে দুই ভাগে ভাগ করা যায় যথা:
- অ্যাগ্রানুলোসাইট (দানাবিহীন)। আকারের ভিত্তিতে এরা আবার দুই প্রকার যথা:
- লিম্ফোসাইট
- মনোসাইট
- গ্রানুলোসাইট (দানাযুক্ত)। নিউক্লিয়াসের আকারের ভিত্তিতে এরা আবার তিন প্রকার। যথা :
- নিউট্রোফিল
- ইওসিনোফিল
- বেসোফিল
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ [উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান বই (*বর্দ্ধন *সেন *ভক্ত )রচিত ক্যালকাটা বুক হাউস কর্তৃক প্রকাশিত।]