কমলা রকেট
কমলা রকেট | |
---|---|
পরিচালক | নূর ইমরান মিঠু |
প্রযোজক | ফরিদুর রেজা সাগর |
চিত্রনাট্যকার | নূর ইমরান মিঠু শাহাদুজ্জামান |
উৎস | মৌলিক সাইপ্রাস |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | ইমরান মাহমুদুল আরিন আশিক |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড |
মুক্তি | ১৬ জুন ২০১৮ |
স্থিতিকাল | ৯৬ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কমলা রকেট ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী নাটকীয় চলচ্চিত্র। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামক দুটি গল্প অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন শাহাদুজ্জামান ও নূর ইমরান মিঠু, চলচ্চিত্রটি পরিচালনা করেন নূর ইমরান মিঠু ও প্রযোজনা করে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। চলচ্চিত্রটি ১৬ জুন ২০১৮ সালে মুক্তি পায়।[১]
চলচ্চিত্রটি জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে “শ্রেষ্ঠ অভিষিক্ত পরিচালকের” পুরস্কার লাভ করে।[২] এছাড়া চলচ্চিত্রটি ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ‘১৬তম চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও ১৭তম তৃতীয় চোখ এশীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[২][৩] ২০১৯ সালে চলচ্চিত্রটি প্যারিসে অনুষ্ঠিত ৬ষ্ঠ এশীয় চলচ্চিত্র উৎসবে “জুরি পুরস্কার” লাভ করে।[৪] h
অভিনয়ে
[সম্পাদনা]- তৌকীর আহমেদ - আতিক
- মোশাররফ করিম
- জয় রাজ
- সামিয়া সাঈদ
- ফারিহা শামস সেওতি
- ডমিনিক গোমেজ
- আবু রায়হান রাসেল
নির্মান
[সম্পাদনা]চলচ্চিত্রটির পুরো শুটিং হয়েছে একটা লঞ্চে। এ জন্য লঞ্চটি ঢাকা থেকে মোরেলগঞ্জে (বাগেরহাটের একটি থানা) বেশ কয়েকবার যাতায়াত করে।
সঙ্গীত
[সম্পাদনা]কমলা রকেট | |
---|---|
ইমরান মাহমুদুল কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবামআরিন আশিক | |
মুক্তির তারিখ | ১৬ জুন ২০১৮ |
শব্দধারণের সময় | ২০১৮ |
ঘরানা | চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক |
দৈর্ঘ্য | ১৪:০০ |
ভাষা | বাংলা |
সঙ্গীত প্রকাশনী | ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড |
নং. | শিরোনাম | দৈর্ঘ্য |
---|---|---|
১. | "মনমাঝে" | ৩:১৫ |
২. | "মোমবাতি" | ৪:০৬ |
৩. | "কমলা রকেট" | ৩:০৫ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ঈদে সিনেমা হলে ইমপ্রেসের 'কমলা রকেট'"। মানবজমিন। ৩ জুন ২০১৮।
- ↑ ক খ "দুই আন্তর্জাতিক উৎসবে 'কমলা রকেট'"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১১ ডিসেম্বর ২০১৮। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "ভারত যাচ্ছে 'কমলা রকেট'"। ঢাকা টাইমস। ৪ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "ফ্রান্সে 'জুরি প্রাইজ' পেল 'কমলা রকেট'"। চ্যানেল আই। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে কমলা রকেট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে কমলা রকেট (ইংরেজি)