রানাঘাট উত্তরপশ্চিম বিধানসভা কেন্দ্র
রানাঘাট উত্তর পশ্চিম | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
কেন্দ্রের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১১′০″ উত্তর ৮৮°৩৫′০″ পূর্ব / ২৩.১৮৩৩৩° উত্তর ৮৮.৫৮৩৩৩° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | নদিয়া |
কেন্দ্র নং. | ৮৭ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ১৩. রানাঘাট |
নির্বাচনী বছর | ২১০,৮৪৪ (২০১১) |
রানাঘাট উত্তর পশ্চিম (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার একটি বিধানসভা কেন্দ্র। বীরনগর পৌরসভা
এলাকা
[সম্পাদনা]ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৮৭ নং রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রটি রানাঘাট পৌরসভা, তাহেরপুর নিদিষ্ট এলাকা, বীরনগর পৌরসভা এবং রামনগর-১, বারাসাত, কালিনারায়ণপুর-পাহাড়পুর এবং খিস্মা গ্রাম পঞ্চায়েত গুলি রানাঘাট-১ সমষ্টি উন্নয়ন ব্লক এবং অরবন্দি-১ এবং অরবন্দি-২ গ্রাম পঞ্চায়েত গুলি শান্তিপুর সমষ্টি উন্নয়ন ব্লক এবং ফুলিয়া টাউনশিপ এর অন্তর্গত।[১]
রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রটি ১৩ নং রানাঘাট লোকসভা কেন্দ্র (এসসি) এর অন্তর্গত। রানাঘাট পূর্ব এবং পশ্চিম কেন্দ্রটি পূর্বে নবদ্বীপ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।[১]
বিধানসভার বিধায়ক
[সম্পাদনা]নির্বাচনের বছর |
কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
১৯৫১ | রানাঘাট | বিজয়কৃষ্ণ সরকার | ভারতীয় জাতীয় কংগ্রেস[২] |
কেশব চন্দ্র মিত্র | ভারতীয় জাতীয় কংগ্রেস[২] | ||
১৯৫৭ | বিনয় কুমার চ্যাট্টার্জী | ভারতীয় জাতীয় কংগ্রেস[৩] | |
১৯৬২ | গৌড় চন্দ্র কুন্ডু | ভারতের কমিউনিস্ট পার্টি[৪] | |
১৯৬৭ | রানাঘাট পূর্ব | নিতাইপদ সরকার | ভারতের কমিউনিস্ট পার্টি[৫] |
রানাঘাট পশ্চিম | বিনয় কুমার চ্যাটার্জী | ভারতীয় জাতীয় কংগ্রেস[৫] | |
১৯৬৯ | রানাঘাট পূর্ব | নিতাইপদ সরকার | ভারতের কমিউনিস্ট পার্টি[৬] |
রানাঘাট পশ্চিম | গৌড় চন্দ্র কুন্ডু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[৬] | |
১৯৭১ | রানাঘাট পূর্ব | নরেশ চন্দ্র বিশ্বাস | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[৭] |
রানাঘাট পশ্চিম | গৌড় চন্দ্র কুন্ডু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[৭] | |
১৯৭২ | রানাঘাট পূর্ব | নিতাইপদ সরকার | ভারতের কমিউনিস্ট পার্টি[৮] |
রানাঘাট পশ্চিম | নরেশ চন্দ্র চাকি | ভারতীয় জাতীয় কংগ্রেস[৮] | |
১৯৭৭ | রানাঘাট পূর্ব | সতীশ চন্দ্র বিশ্বাস | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[৯] |
রানাঘাট পশ্চিম | গৌড় চন্দ্র কুন্ডু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [৯] | |
১৯৮২ | রানাঘাট পূর্ব | সতীশ চন্দ্র বিশ্বাস | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১০] |
রানাঘাট পশ্চিম | গৌড় চন্দ্র কুন্ডু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১০] | |
১৯৮৭ | রানাঘাট পূর্ব | বিনয় কৃষ্ণ বিশ্বাস | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১১] |
রানাঘাট পশ্চিম | গৌড় চন্দ্র কুন্ডু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১১] | |
১৯৯১ | রানাঘাট পূর্ব | বিনয় কৃষ্ণ বিশ্বাস | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১২] |
রানাঘাট পশ্চিম | সুভাষ বসু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১২] | |
১৯৯৬ | রানাঘাট পূর্ব | বিনয় কৃষ্ণ বিশ্বাস | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১৩] |
রানাঘাট পশ্চিম | শঙ্কর সিংহ | ভারতীয় জাতীয় কংগ্রেস [১৩] | |
২০০১ | রানাঘাট পূর্ব | অসীম বালা | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১৪] |
রানাঘাট পশ্চিম | শঙ্কর সিংহ | ভারতীয় জাতীয় কংগ্রেস [১৪] | |
২০০৬ | রানাঘাট পূর্ব | দেবেন্দ্রনাথ বিশ্বাস | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১৫] |
রানাঘাট পশ্চিম | অলোক কুমার দাস | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৫] | |
২০১১ | রানাঘাট উত্তর পশ্চিম | পার্থসারথি চ্যাটার্জী | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৬] |
নির্বাচনী ফলাফল
[সম্পাদনা]২০১১
[সম্পাদনা]২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের পার্থসারথি চ্যাটার্জী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) -এর মীনা ভট্টাচার্যকে পরাজিত করেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্র[১৬][১৭] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
তৃণমূল | পার্থসারথি চ্যাটার্জী | ১,০১,৩৯৫ | ৫৪.৪১ | +৭.৮৮# | |
সিপিআই(এম) | মীনা ভট্টাচার্য | ৭৪,০৫১ | ৩৯.৭৪ | -১০.৫৯# | |
বিজেপি | মেঘলাল কর্মকার | ৬,৭৬৯ | ৩.৬৩ | ||
বিএসপি | সুলতা রায় (প্রামাণিক) | ৪,১২২ | ২.২১ | ||
ভোটার উপস্থিতি | ১,৮৬,৩৩৭ | ৮৮.৩৮ | |||
সিপিআই(এম) থেকে তৃণমূল অর্জন করেছে | সুইং | +১৮.৪৭# |
১৯৭৭-২০০৬
[সম্পাদনা]২০০৬ সাল পর্যন্ত, রানাঘাট দুইটি বিধানসভা কেন্দ্র ছিল রানাঘাট পূর্ব এবং রানাঘাট পশ্চিম। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে।
রানাঘাট পূর্ব
[সম্পাদনা]২০০৬ সালের বিধানসভা নির্বাচনে,[১৫] সিপিআই (এম) -এর দেবেন্দ্রনাথ বিশ্বাস রানাঘাট পূর্ব (এসসি) কেন্দ্র থেকে জয়ী হন, তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের নীলিমা নাগ (মল্লিক)কে পরাজিত করেন। ২০০১ সালে সিপিআই (এম) -এর অসীম বালা তৃণমূল কংগ্রেসের ডা: রমেন্দ্রনাথ বিশ্বাসকে পরাজিত করেন।[১৪] সিপিআই (এম) -এর বিনয় কৃষ্ণ বিশ্বাস ১৯৯৬[১৩] এবং ১৯৯১ সালে[১২] কংগ্রেসের অখিল কুমার মজুমদারকে পরাজিত করেন এবং ১৯৮৭ সালে কংগ্রেসের ডা: রমেন্দ্রনাথ বিশ্বাস পরাজিত করেন।[১১] ১৯৮২ সালে সিপিআই (এম) সতীশ চন্দ্র বিশ্বাস নির্দলের নিতাইপদ সরকারকে পরাজিত করেন।[১০] এবং ১৯৭৭ সালে কংগ্রেসের সুশীল কুমার রায়কে পরাজিত করেন।[৯][১৮]
রানাঘাট পশ্চিম
[সম্পাদনা]২০০৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে,[১৫] সিপিআই (এম) -এর অলোক কুমার দাস রানাঘাট পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন, তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের শঙ্কর সিংহকে পরাজিত করেন। কংগ্রেসের শঙ্কর সিংহ ২০০১ সালে জ্যোতির্ময়ী সিকদারকে[১৪] এবং ১৯৯৬ সালে সিপিআই (এম) -এর সৌরেন্দ্র নাথ নাগকে পরাজিত করেন।[১৩] সিপিআই (এম) -এর সুভাষ বসু ১৯৯১ সালে কংগ্রেসের নরেশচন্দ্র চাকীকে পরাজিত করেন।[১২] সিপিআই (এম) এর গৌড়চন্দ্র কুন্ডু ১৯৮৭ সালে কংগ্রেসের শরদিন্দু বিশ্বাসকে,[১১] ১৯৮২ সালে কংগ্রেসের বিনয় চ্যাটার্জীকে[১০] এবং ১৯৭৭ সালে কংগ্রেসের নরেশচন্দ্র চাকীকে পরাজিত করেন।[৯][১৯]
১৯৬৭-১৯৭২
[সম্পাদনা]রানাঘাট পূর্ব
[সম্পাদনা]সিপিআই'র নিতাইপদ সরকার ১৯৭২ সালে জয়ী হন।[৮] সিপিআই (এম) -এর নরেশচন্দ্র বিশ্বাস ১৯৭১ সালে জয়ী হন।[৭] ১৯৬৯[৬] এবং ১৯৬৭ সালে সিপিআইয়ের নিতাইপদ সরকার জয়ী হন।[৫]
রানাঘাট পশ্চিম
[সম্পাদনা]কংগ্রেসের নরেশচন্দ্র চাকী ১৯৭২ সালে জয়ী হন।[৮] ১৯৭১[৭] এবং ১৯৬৯ সালে[৬] সিপিআই (এম) গৌড় চন্দ্র কুন্ডু জয়ী হন। কংগ্রেসের বিনয় কুমার চ্যাটার্জী ১৯৬৭ সালে জয়ী হন।[৫]
১৯৫১-১৯৬২ রানাঘাট
[সম্পাদনা]১৯৬২ এবং ১৯৫৭ সালে রানাঘাট একক আসন ছিল। সিপিআই এর গৌড় চন্দ্র কুণ্ডু ১৯৬২ সালে জয়ী হন।[৪] কংগ্রেসের বিনয় কুমার চ্যাটার্জী ১৯৫৭ সালে জয়ী হন।[৩] স্বাধীন ভারতের প্রথম নির্বাচন, ১৯৫১ সালে রানাঘাট একটি যৌথ আসন ছিল। কংগ্রেস বিজয় কৃষ্ণ সরকার এবং কেশবচন্দ্র মিত্র উভয়েই রানাঘাট কেন্দ্র থেকে জয়লাভ করেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪।
- ↑ ক খ গ "General Elections, India, 1951, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1957, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1962, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।
- ↑ ক খ গ ঘ "General Elections, Inda, 1967, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।
- ↑ ক খ গ ঘ "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।
- ↑ ক খ গ ঘ "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।
- ↑ ক খ গ ঘ "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।
- ↑ ক খ গ ঘ "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।
- ↑ ক খ গ ঘ "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।
- ↑ ক খ গ ঘ "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।
- ↑ ক খ গ ঘ "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।
- ↑ ক খ গ ঘ "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।
- ↑ ক খ গ ঘ "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।
- ↑ ক খ গ ঘ "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৪।
- ↑ "West Bengal Assembly Election 2011"। Ranaghat Uttar Paschim (ইংরেজি ভাষায়)। Empowering India। ২৭ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১১।
- ↑ "80 - Ranaghat East (SC) Assembly Constituency"। ১৯৭৭ থেকে দল অনুযায়ী তুলনা (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১০।
- ↑ "81 - Ranaghat West Assembly Constituency"। ১৯৭৭ থেকে দল অনুযায়ী তুলনা (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১০।