মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র
মোথাবাড়ি | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
পশ্চিমবঙ্গ | |
স্থানাঙ্ক: ২৪°৫৭′৪৯″ উত্তর ৮৮°০৫′২২″ পূর্ব / ২৪.৯৬৩৬১° উত্তর ৮৮.০৮৯৪৪° পূর্বস্থানাঙ্ক: ২৪°৫৭′৪৯″ উত্তর ৮৮°০৫′২২″ পূর্ব / ২৪.৯৬৩৬১° উত্তর ৮৮.০৮৯৪৪° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | মালদা |
কেন্দ্র নং. | ৫২ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ৮.মালদা দক্ষিণ |
নির্বাচনী বছর | ১৩৪,৯৪৪ |
মোথাবাড়ি (বিধানসভা কেন্দ্র) ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের মালদা জেলার একটি বিধানসভা কেন্দ্র। কালিয়াচক (বিধানসভা কেন্দ্র) ২০১১ সাল পর্যন্ত অস্তিত্ব ছিল। এই কেন্দ্রটি ভেঙ্গে দুটি নতুন নির্বাচন হয় মোথাবাড়ি (বিধানসভা কেন্দ্র) এবং বৈষ্ণবনগর (বিধানসভা কেন্দ্র)।
পরিচ্ছেদসমূহ
এলাকা[সম্পাদনা]
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৫২ নং মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রটি কালিয়াচক-২ সমষ্টি উন্নয়ন ব্লক এবং আলিনগর এবং কালিয়াচক-১ গ্রাম পঞ্চায়েত গুলি কালিয়াচক-১ সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[১]
কালিয়াচক বিধানসভা কেন্দ্রটি ৮ নং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[১]
বিধানসভার বিধায়ক[সম্পাদনা]
নির্বাচন বছর |
কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
২০১১ | মোথাবাড়ি | সাবিনা ইয়াসমিন | ভারতীয় জাতীয় কংগ্রেস[২] |
নির্বাচনী ফলাফল[সম্পাদনা]
২০১১/২০১৬[সম্পাদনা]
২০১৬ সালে বিধানসভা নির্বাচনে, সাবিনা ইয়াসমিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (এআইটিসি)র হেভিওয়েট এমডি. নজরুল ইসলামকে পরাজিত করেন। ২০১১ সালের নির্বাচনে, কংগ্রেসের সাবিনা ইয়াসমিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) -এর নাইমুদ্দিন শেখকে পরাজিত করেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা রাজ্য নির্বাচন, ২০১১: মোথাবাড়ি কেন্দ্র [২][৩] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
কংগ্রেস | সাবিনা ইয়াসমিন | ৪৭,৪৬৬ | ৪৪.১১ | ||
সিপিআই(এম) | নাইমুদ্দিন শেখ | ৪১,৪৪৬ | ৩৮.৫২ | ||
নির্দল | শেহনাজ কিউদেরি | ৪,৫০৫ | ৭.৯০ | ||
বিজেপি | নন্দন কুমার ঘোষ | ৬,৩৪০ | ৫.৮৯ | ||
পশ্চিমবঙ্গ রাজ্য মুসলিম লীগ | এমডি. ফারুক হোসেন | ১,৭৩৮ | |||
বিএসপি | ফিরোজ আকতার | ১,০৭০ | |||
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেলিনবাদী) লিবারেশন | রাজীব আলি | ১,০৩৪ | |||
ভোটার উপস্থিতি | ১০৭,৫৯৯ | ৭৯.৭৪ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "Delimitation Commission Order No. 18" (PDF)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৪।
- ↑ "West Bengal Assembly Election 2011" (ইংরেজি ভাষায়)। Empowering India। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১১।