মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র
মাটিগাড়া-নকশালবাড়ি | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
পশ্চিমবঙ্গ | |
স্থানাঙ্ক: ২৬°৪৩′ উত্তর ৮৮°২৩′ পূর্ব / ২৬.৭১৭° উত্তর ৮৮.৩৮৩° পূর্বস্থানাঙ্ক: ২৬°৪৩′ উত্তর ৮৮°২৩′ পূর্ব / ২৬.৭১৭° উত্তর ৮৮.৩৮৩° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | দার্জিলিং |
কেন্দ্র নং. | ২৫ |
আসন | (এসসি) জন্য সংরক্ষিত |
লোকসভা কেন্দ্র | ৪.দার্জিলিং |
মাটিগাড়া-নকশালবাড়ি (বিধানসভা কেন্দ্র) ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই আসনটি (এসসি) জন্য সংরক্ষিত।
এলাকা[সম্পাদনা]
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে ২৫ নং মাটিগাড়া-নকশালবাড়ি (এসসি) বিধানসভা কেন্দ্রটি মাটিগাড়া-নকশালবাড়ি সিডি ব্লক এবং অথারাখাই, চম্পাসারি (সিটং ফরেস্ট, সিভোক হিল ফরেস্ট, এবং সিভোক ফরেস্ট গ্রাম ব্যাতীত), মাটিগাড়া-১, মাটিগাড়া-২, পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত গুলি মাটিগাড়া সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[১]
মাটিগাড়া-নকশালবাড়ি (এসসি) বিধানসভা কেন্দ্রটি ৪ নং দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[১]
বিধানসভার বিধায়ক[সম্পাদনা]
নির্বাচন বছর |
কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
২০১১ | মাটিগাড়া-নকশালবাড়ি | শঙ্কর মালাকার | ভারতীয় জাতীয় কংগ্রেস[২] |
২০১৬ নির্বাচন[সম্পাদনা]
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬, কংগ্রেসের শঙ্কর মালাকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিএমসি এর অমর সিংহকে পরাজিত করেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬: মাটিগাড়া-নকশালবাড়ি (এসসি) কেন্দ্র | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
কংগ্রেস | শঙ্কর মালাকার | ৮৬,৪৪১ | ৪১.২৮ | জয়ী | |
তৃণমূল কংগ্রেস | অমর সিংহ | ৬৭,৮১৪ | ৩২.৩৮ | ||
বিজেপি | আনন্দময়ী বর্মণ | ৪৪,৬২৫ | ২১.৩১ | ||
কেপিপি | বিদুর বর্মণ | ২,৪৬৪ | ১.১৭ | ||
বিএসপি | সুদীপ মন্ডল | ১,৮৪৯ | ০.৮৮ | ||
নির্দল | গৌতম কৃত্যনিয়া | ১,৭৩৯ | ০.৮৩ | ||
এসইউসিআই(সি) | ক্ষিতীশ চন্দ্র রায় | ১,১৩৮ | ০.৫৪ | ||
নোটা | উপরের কেউ না | ৩,৩০৭ | ১.৫৮ | ||
ভোটার উপস্থিতি | ২০৯,৩৭৭ |
নির্বাচনী ফলাফল[সম্পাদনা]
২০১১[সম্পাদনা]
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১, কংগ্রেসের শঙ্কর মালাকার তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) -এর ঝাড়েন রায়কে পরাজিত করেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১:মাটিগাড়া-নকশালবাড়ি (এসসি) কেন্দ্র [২] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
কংগ্রেস | শঙ্কর মালাকার | ৭৪,৩৩৪ | ৪৫.১৯ | ||
সিপিআই(এম) | ঝাড়েন রায় | ৬৭,৫০১ | ৪১.০৩ | ||
কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি | অতুল চন্দ্র রায় | ১১,৯০৬ | ৭.২৩ | ||
বিজেপি | অসীম সরকার | ৭,৩৫১ | ৪.৪৬ | ||
style="background-color: টেমপ্লেট:ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেলিনবাদী)লিবারেশন/মেটা/রঙ; width: 5px;" | | [[ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেলিনবাদী)লিবারেশন|টেমপ্লেট:ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেলিনবাদী)লিবারেশন/মেটা/সংক্ষিপ্তনাম]] | দীপু হালদার | ৩,৩৯১ | ২.০৬ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৬,৮৩৩ | ৪.১৬ | |||
ভোটার উপস্থিতি | ১৬৪,৪৮৩ | ||||
কংগ্রেস জয়ী (নতুন আসন) |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "Delimitation Commission Order No. 18" (PDF)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (PDF) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।