বেনিয়াপুকুর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বেনিয়াপুকুর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিধানসভা কেন্দ্র। ১৯৫২ সালের বিধানসভা নির্বাচনেই শুধু এই কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল।[১] ১৮৮৯ সালে বেনিয়াপুকুরবালিগঞ্জ অঞ্চল দু’টি কলকাতা পৌরসংস্থার অন্তর্ভুক্ত হয়।[১] বেনিয়াপুকুর-বালিগঞ্জই ছিল কলকাতার একমাত্র দুই আসন-বিশিষ্ট বিধানসভা কেন্দ্র।[২] একটি আসন তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত ছিল এবং অপর আসনটি ছিল অসংরক্ষিত।[২]

উক্ত নির্বাচনে দু’টি আসনে জয়লাভ করেছিলেন যোগেশচন্দ্র গুপ্ত ও পুলিনবিহারী খাতিক। দু’জনেই ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী।[৩] নির্দল প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী যোগেন্দনাথ মণ্ডল ও ড. এ. এম. ও. গনি[৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Maitreyi Bardhan Roy (১৯৯৪)। Calcutta Slums: Public Policy in Retrospect (ইংরেজি ভাষায়)। Minerva Associates (Publications)। পৃষ্ঠা 1। আইএসবিএন 978-81-85195-62-9 
  2. Benoyendra Nath Banerjea (১৯৫১)। New Constitution of India (ইংরেজি ভাষায়)। A. Mukherjee। পৃষ্ঠা 167। 
  3. "General Elections, India, 1951, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ)178 (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৬ 
  4. Sekhar Bandyopadhyay (৩ জুন ২০০৯)। Decolonization in South Asia: Meanings of Freedom in Post-independence West Bengal, 1947–52 (ইংরেজি ভাষায়)। Routledge। পৃষ্ঠা 165। আইএসবিএন 978-1-134-01824-6