ইসলামপুর বিধানসভা কেন্দ্র, উত্তর দিনাজপুর জেলা
ইসলামপুর | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
পশ্চিমবঙ্গ | |
স্থানাঙ্ক: ২৬°১৬′ উত্তর ৮৮°১২′ পূর্ব / ২৬.২৬৭° উত্তর ৮৮.২০০° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | উত্তর দিনাজপুর |
কেন্দ্র নং. | ২৯ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | রায়গঞ্জ |
নির্বাচনী বছর | ১৪৯,৯৯২ (২০১১) |
ইসলামপুর (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার একটি বিধানসভা কেন্দ্র।
এলাকা
[সম্পাদনা]ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে ২৯ নং ইসলামপুর বিধানসভা কেন্দ্রটি ইসলামপুর পৌরসভা এবং আগদিমতী খান্তি, গাইসাল-১, গাইসাল-২, গুঞ্জারিয়া, ইসলামপুর, মাটিকুন্দা-১, মাটিকুন্দা-২,পন্ডিতপোতা-১, পন্ডিতপোতা-২,রামগঞ্জ-১ এবং রামগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েত গুলি ইসলামপুর সিডি ব্লক এর অন্তর্গত।[১]
ইসলামপুর বিধানসভা কেন্দ্রটি ৫ নং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। পূর্বে এটি দার্জিলিং লোকসভা কেন্দ্রের কেন্দ্রের অন্তর্গত ছিলো। [১]
বিধানসভার বিধায়ক
[সম্পাদনা]নির্বাচনের বছর |
কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
১৯৫১* | ইসলামপুর | চৌধুরী মোহাম্মদ আফাক | ভারতীয় জাতীয় কংগ্রেস[২] |
১৯৭৭ | আব্দুল করিম চৌধুরী | নির্দল[৩] | |
১৯৮২ | চৌধুরী এমডি. আব্দুল করিম | ভারতীয় জাতীয় কংগ্রেস[৪] | |
১৯৮৭ | এমডি. ফারুক আজম | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [৫] | |
১৯৯১ | আব্দুল করিম চৌধুরী | ভারতীয় জাতীয় কংগ্রেস[৬] | |
১৯৯৬ | আব্দুল করিম চৌধুরী | ভারতীয় জাতীয় কংগ্রেস[৭] | |
২০০১ | আব্দুল করিম চৌধুরী | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[৮] | |
২০০৬ | এমডি. ফারুক আজম | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[৯] | |
২০১১ | আব্দুল করিম চৌধুরী | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১০] |
.*নির্বাচনের সময়ে এলাকাটি বিহারে ছিল।
২০১৬ নির্বাচন
[সম্পাদনা]পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬, কংগ্রেসের কানাইয়া লাল আগরওয়াল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের আব্দুল করিম চৌধুরীকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
কংগ্রেস | কানাইয়া লাল আগরওয়াল | ৬৫,৫৫৯ | ৪৩.৮৮ | জয়ী | |
তৃণমূল | আব্দুল করিম চৌধুরী | ৫৭,৮৪১ | ৩৮.৭১ | ||
বিজেপি | সৌম্যরুপ মণ্ডল | ১৮,৬৬৮ | ১২.৪৯ | ||
জেডি(ইউ) | এমডি.আরসাদ | ১,৫২১ | ১.০১ | ||
বিএসপি | সেফালি রায় মণ্ডল | ১,১৬৪ | ০.৭৮ | ||
গোর্খা জনমুক্তি মোর্চা | আল্টামাস চৌধুরী | ১,০৬৯ | ০.৭১ | ||
এসপি | আব্দাস সুভান | ৯২৩ | ০.৬২ | ||
এসইউসিআই(সি) | দয়াল সিংহ | ৭১৬ | ০.৪৮ | ||
নোটা | উপরের কেউ না | ১,৯৪৩ | ১.৩০ | ||
ভোটার উপস্থিতি | ১,৪৯,৪০৪ |
নির্বাচনী ফলাফল
[সম্পাদনা]২০১১
[সম্পাদনা]২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের আব্দুল করিম চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) -এর সায়েদা ফারহাত আফরোজকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | আব্দুল করিম চৌধুরী | ৪৯,৩২৬ | ৪১.৪৮ | +২.৩৪# | |
সিপিআই(এম) | সায়েদা ফারহাত আফরোজ | ৩৮,০৫৪ | ৩২.০০ | -১৩.২১ | |
নির্দল | কানাইয়া লাল আগরওয়াল | ২০,৮৭০ | ১৭.৫৫ | ||
বিজেপি | নেপাল দত্ত | ৫,৭৭২ | ৪.৮৫ | ||
নির্দল | এমডি.নদীম আখতার | ২,৯৪১ | |||
বিএসপি | উমর আলি | ১,৯৪৪ | |||
ভোটার উপস্থিতি | ১,১৮,৯০৭ | ৭৯.২৮ | |||
সিপিআই(এম) থেকে তৃণমূল অর্জন করেছে | সুইং | ১৫.৫৫# |
১৯৭৭-২০০৬
[সম্পাদনা]২০০৬ সালের বিধানসভা নির্বাচনে,[৯] সিপিআই (এম) -এর এমডি. ফারুক ইসলামপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের আব্দুল করিম চৌধুরীকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ২০০১ সালে আবদুল করিম চৌধুরী তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেন[৮] এবং ১৯৯৬[৭] এবং ১৯৯১ সালে[৬] কংগ্রেস হয়ে প্রতিনিধিত্ব করেন, সিপিআই (এম) -এর এমডি. ফারুক আজমকে পরাজিত করেন। ১৯৮৭ সালে সিপিআই (এম) -এর এমডি. ফারুক আজম কংগ্রেসের আব্দুল করিম চৌধুরীকে পরাজিত করেন।[৫] ১৯৮২ সালে কংগ্রেস/নির্দলের আবদুল করিম চৌধুরী সিপিআই (এম) -এর এমডি. ফয়াইকাজমকে[৪] এবং ১৯৭৭ সালে নির্দলের গৌতম গুপ্তকে পরাজিত করেন।[৩][১২]
১৯৫১
[সম্পাদনা]১৯৭৭ সালে পশ্চিমবঙ্গে ইসলামপুর বিধানসভা কেন্দ্র গঠিত হয়েছিল, ১৯৫১ সালে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন বিহারের অংশ ছিল। ১৯৫১ সালে কংগ্রেসের চৌধুরী মোহাম্মদ আফাক ইসলামপুর কেন্দ্র থেকে আসন লাভ করেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1951, to the Legislative Assembly of Bihar" (পিডিএফ)। – Constituency No. 194 (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ২৯ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- ↑ "West Bengal Assembly Election 2011"। Islampur (ইংরেজি ভাষায়)। Empowering India। ১৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১১।
- ↑ "28 - Islampur Assembly Constituency"। ১৯৭৭ থেকে দল অনুযায়ী তুলনা (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০০৯।