ব্যবহারকারী আলাপ:Suvray/প্রাপ্তি-২

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হার্বাট সাইমন[সম্পাদনা]

দ্রুত সঠিক নামাকরণের জন্য ধন্যবাদ। —Faizul Latif Chowdhury (আলাপ) ১৬:০০, ১ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা সমস্যা/অভ্র সমস্যা/কীবোর্ড সমস্যা?[সম্পাদনা]

সুব্রতদা, আপনার পিসি'র অভ্র সফ্‌টওয়্যারটা ফেলে দিয়ে এইখান থেকে ডাউনলোড করে এটা ইন্সটল করে দেখুন তো। একটা ব্লগের লেখা দেখে ওটা ডাউনলোড করেছিলাম, তারপর ভুলে গেছি কোথায় ছিল। তাই স্কাইড্রাইভে তুলে রেখেছি পরবর্তি ব্যবহারের সুবিধার জন্য। এখানে ইউনিবিজয় লেআউট আলাদা ইন্সটল করে নিতে হয়, ইন্সটলেশনের পরে (ইন্সট্রাকশন দেয়া আছে)। ওমিক্রনল্যাবের ভার্সনটা মনে হয় কিছু কিছু পিসিতে কনফ্লিক্ট করে, আমার এক ভাগ্নি ওটা নামিয়ে বিপদে পড়ায় এটা নামিয়ে সুফল পেয়েছিল, তাই অনুগ্রহ করে দেখবেন কি এটা দিয়ে আপনার কী-বোর্ডের ঝামেলাগুলো মিটে কিনা। আমার এধরণের কোনো সমস্যা হয় না, তাই আপনাকে পরামর্শ দেয়া। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৪:০৯, ২৬ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ মঈনুল, অত্যন্ত আগ্রহ ও উৎসাহ সহকারে সহযোগিতামূলকভাবে অগ্রসর হবার জন্যে। অভ্রের বর্তমান ৫.১.০-এর পরিবর্তে পূর্বেকার ব্যবহৃত ৪.৫.১টিই আমার জন্যে বোধহয় মানানসই। কেননা নেভিগেশন টুলবার ও ট্যাব - উভয়ক্ষেত্রেই উইকিপিডিয়া শব্দের পরিবর্তে উইকপিডিয়ি (+ আ-কার) আসছে কিন্তু টাইটেল বারে সঠিকভাবেই উইকিপিডিয়া আসছে কিংবা দিন আসছে 'দনি' হয়ে। আরো দুঃখজনক হলো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কম-বেশী মাত্র ১৩টি সম্পাদনা হয়েছে, যা হতাশাব্যঞ্জক। আপনার সহযোগিতামূলক কথকতা নিঃসন্দেহে আনন্দদায়ক, সন্দেহ নেই। পুণরায় ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৪:৩৭, ২৬ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
দিন কেন দনি আসছে, সেটা Old Style Typing এবং Modern Style Typing-এর পার্থক্যের কারণে আসছে বলে মনে হচ্ছে। আপনি নতুন অভ্র টুলবার থেকে Tools > Fixed Keyboard Layout Options থেকে Use Modern Style Typing in Fixed Keyboard Layouts অপশনটি চেক করে দিন। তাহলে আপনি যখন দ + ি + ন লিখবেন, তখন তা "দিন" দেখাবে।
আরেকটা বিষয় আমার মনে হচ্ছে যে, নতুন অভ্র'র সাথে ইউনিকোড বাংলা সেটিংস এনেবল হয়নি। অনুগ্রহ করে চেক করুন: Start > Control Panel > Regional and Language Options-এ যান। এবার Languages ট্যাবে ক্লিক করুন। দেখুন Install files for complex script and right to left... চেক করা আছে কিনা। না থাকলে চেক করুন এবং WinXP'র একটা সিডি ঢুকিয়ে ইন্সটল সম্পূর্ণ করুন।
এছাড়া আপনি কি অভ্র'র Tools > Options... -এ একটা সেটিংস মিলিয়ে নিবেন:
  • Locale/Language : Automatically change "Input Locale" (Input Language) with Keyboard Mode চেক করে দিন। এবং Bangla (Bangladesh) চেক করুন।
ফায়ারফক্স ব্রাউযারে View > Character Encoding > Unicode (UTF-8) সিলেক্ট করে রাখুন। অপেরাতে View > Encoding > ...।
সমাধান হলে তো ভালো। নতুন ভার্ষণটা আমার আর রণদা'র (রণদীপম বসু) খুব পছন্দ হয়েছে। তাই আপনি ব্যবহার করতে পারছেন না জেনে আসলে কষ্টই হচ্ছে। দেখুন কিছু হয় কিনা। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:৫৮, ২৬ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ মঈনুল, আপনার শ্রমসাধ্য লেখনির জন্যে। সবকিছু ঠিক আছে। আবারো ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৬:১৮, ২৬ জানুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া: ভালো নিবন্ধ[সম্পাদনা]

দাদা, ভালো নিবন্ধের ব্যাপারে আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝি হয়েছে। একটা নিবন্ধকে প্রথম পাতায় যেতে হলে তাকে হতে হয় "নির্বাচিত নিবন্ধ", যেমনটা সম্প্রতি অ্যাঞ্জেলিনা জোলি হয়েছে। কিন্তু তারও আগে ঐ নিবন্ধকে হতে হয় "ভালো নিবন্ধ", সত্যি কথা বলতে কি "ভালো নিবন্ধ" না হলে নিবন্ধটা নির্বাচিত নিবন্ধের জন্য মনোনয়নই দেয়া যাবে না। যাহোক, ভালো নিবন্ধ করার ধাপগুলো হলো:

ধাপ ১: উইকিপিডিয়া:প্রস্তাবিত ভালো নিবন্ধ পাতায় দেয়া নির্দেশনা অনুযায়ী নিবন্ধটাকে ঐ পাতায় তালিকাভুক্ত করতে হবে। ব্যস, ঐ পর্যন্তই নিবন্ধকারের জন্য পদ্ধতিটা একরকম শেষ হয়ে যায়।
ধাপ ২: যেহেতু আপনি নিবন্ধটা তৈরি করেছেন, তাই ঐ নিবন্ধের পর্যালোচনা আপনি করতে পারবেন না, করবেন আপনি-ভিন্ন অন্য কেউ। তিনি তখন প্রয়োজনীয় সংশোধনের জন্য আপনার সহায়তা, পরামর্শ চাইতে পারেন মাত্র। তারপর তিনি/তাঁরা পর্যালোচনা করে যদি নিবন্ধটাকে মানসম্মত, এবং নিয়মতান্ত্রিকভাবে "ভালো নিবন্ধ" হবার যুক্তি পান, তাহলে সেটাকে তিনি/তাঁরা "ভালো নিবন্ধ" হিসেবে চিহ্নিত করবেন, আর সেই মর্যাদা না পেলে তা কারণ প্রদর্শনপূর্বক ঐ তালিকা থেকে বাদ দিবেন। যেমন: আমি পর্যালোচনা করে চর্যাপদ নিবন্ধটাকে "ভালো নিবন্ধের" মর্যাদা দিয়েছিলাম, আবার ঢাকা কলেজ নিবন্ধটায় এখনও কাজ বাকি আছে মর্মে কারণ দর্শিয়ে ওটার প্রস্তাবনা বাতিল করেছিলাম।

সুতরাং একটা নিবন্ধ ভালো নিবন্ধ হবে কি হবে না, তা নির্ধারণ করার দায়িত্ব নিবন্ধকারের হাতে নয়, বরং কম্যুনিটির হাতে। আর তার প্রথম ধাপ হলো ওটাকে ভালো নিবন্ধের জন্য প্রস্তাব করে রাখা। কেউ-না-কেউ ওটা পর্যালোচনা করে হয়তো যথাযথ সিদ্ধান্ত নিবেন তখন। আশা করি আমার অবস্থান পরিষ্কার করতে পেরেছি, দাদা। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:১২, ৭ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

দাদা, আসলে এটা আত্মপ্রচার নয়। আপনি একটা নিবন্ধে শ্রম দিয়েছেন, এবং একসময় মনে করলেন, নাহ্, নিবন্ধটা তো বেশ ভালোই দেখাচ্ছে। তাহলে কেন সেটা অন্য সবার চোখে ভালো হতে পারবে না। একটা চেষ্টা করা যাক। ব্যস, এই চিন্তা থেকে নিবন্ধটাকে "ভালো নিবন্ধ" করার জন্য প্রস্তাব করলেন। এটা আত্মপ্রচার নয়, বরং ঐ যে সংখ্যাগুলোর কথা বলছিলেন, তা বাড়ানোর নিয়মতান্ত্রিক উদ্যোগ। ...আরেকটা কথা, ভালো নিবন্ধের প্রস্তাবনা নিবন্ধকারকেই করতে হবে, এমন কোনো বিধিবিধান নেই। একজনের নিবন্ধ আরকেজনও প্রস্তাব করতে পারেন। তবু আমি মনে করি, একটা নিবন্ধে নিবন্ধকারের চেয়ে ভালো আর কে বুঝতে পারেন। তাই প্রস্তাবনাটা নিবন্ধকারের থেকে হলেই ভালো। আর, আমার ব্যক্তিগত অভিমত হলো: আমি ঐ পাতায় পর্যালোচনা করার জন্য যখন চোখ বোলাই, তখন তাকাই কোন নিবন্ধের বিষয়বস্তু আমার কাছে আকর্ষণীয় হতে পারে। অনেকগুলো প্রস্তাবিত নিবন্ধ থেকে তখন দেখা যায় কেবল পরম আকর্ষণীয় একটাকে বেছে নিই পর্যালোচনার জন্য। তাই আপনি মনোনয়ন দিয়ে রাখলে পর্যালোচনায় আগ্রহী কারো আগ্রহের সাথে মিলে যেতে পারে। তাই আপনাকে প্রস্তাবনা রাখার অনুরোধ করছি। আবারো বলছি, এটা আত্মপ্রচার নয়, নিয়মতান্ত্রিক অগ্রসরমানতা। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:১৭, ৭ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

Image:Advaita Mallabarmana, bacademy.jpg-চিত্র উৎস সমস্যা[সম্পাদনা]

Image Copyright problem
Image Copyright problem

Image:Advaita Mallabarmana, bacademy.jpg চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ।যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন,তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন তবে সেই ওয়েবসাইট লিঙ্কে, আপনি এই ফাইলের উপাদান ব্যবহারের শর্তাবলী পাবেন যা সাধারণত পর্যাপ্ত ভাবে বর্ননা থাকে। যদি কপিরাইট ধারক ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাদেরও কপিরাইট জানানো উচিত।উৎ‍সের তথ্য অবশ্যই যোগ করতে হবে যাতে অন্য ব্যবহারকারী তা যাচাই করতে পারেন।

যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎ‍স ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। উৎস-বিহীন ও ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। --জয়ন্ত (আলাপ | অবদান) ১৭:০৫, ৮ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

রোলব্যাক অনুরোধ[সম্পাদনা]

এই অনুরোধক্রমে আপনাকে রোলব্যাক অধিকার প্রদান করা হয়েছে। আশা করি উইকিপিডিয়ায় আপনার গঠনমূলক অবদান অব্যাহত থাকবে। রোলব্যাকার হিসেবে স্বাগতম ও আপনার অবদানের জন্য অনেক ধন্যবাদ। :) ‍‍‍— তানভিরআলাপ২০:৩১, ৯ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ জানাই আপনাকে, রোলব্যাক অধিকারের আবেদনকে যথাযথভাবে মূল্যায়ণের জন্যে। গঠনমূলক অবদান অব্যাহত থাকার স্বীকৃতিতে আপনার সম্পৃক্ততা আমাকে আরো উৎসাহিত ও উদ্বুদ্ধ করবে। উইকি'র সকল ব্যবহারকারীসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাই। শুভেচ্ছা সহযোগে - সুব্রত রায় (আলাপ) ০২:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

দ্রুত অপসারণ ট্যাগ যোগ[সম্পাদনা]

গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে নিবন্ধ খালি পেলে তাতে চট করে কিছু তথ্য ভরে দেয়াটা অনেক সহজ। যেমন, ক্লিমেন্ট অ্যাটলি। এসব ক্ষেত্রে স্পিডি ডিলিশন ট্যাগ না দিয়ে খালি ট্যাগ দিতে পারেন, যদি সম্প্রসারণের সময় না হয়। ভালো থাকুন। --রাগিব (আলাপ | অবদান) ০৭:০৫, ২৩ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

খালি নিবন্ধের ব্যাপারে আপনার সুচিন্তিত মন্তব্যের সাথে আমি পুরাপুরি একমত। একটু খেয়াল করলে এবং পুরানো আলোচনা ঘাটলে দেখবেন, এই ধরণের নিবন্ধ মোছার ব্যাপারে আমি নানা সময়ে প্রস্তাব রেখেছি এবং সেগুলোকে মুছে ফেলার জন্য খালি ট্যাগের প্রবর্তনের ব্যাপারে উদ্যোগ নিয়েছি।

সমস্যা হলো, এই ক্ষেত্রে খালি ট্যাগিং করলে সেটা খালি নিবন্ধের ক্যাটেগরিতে থাকে, ফলে কেউ খালি নিবন্ধের উপরে কাজ করতে চাইলে সেখান থেকে নিবন্ধ ধরে ধরে কাজ করতে পারে। স্পিডি ডিলিটের ট্যাগ আসলে যেসব নিবন্ধ এখনি মুছে ফেলা দরকার, তাদের ক্ষেত্রে লাগানো হয়। খালি ট্যাগ লাগিয়ে আমরা সাধারণত মাসখানেক সময় ধরে দেখি, উন্নতি হয় নাকি। না হলে মুছে ফেলা হয়। এজন্যই আপনাকে অনুরোধ করেছিলাম খালি ট্যাগ দিতে স্পিডির পরিবর্তে। বাকি সব পয়েন্টে পুরাই একমত আপনার সাথে। --রাগিব (আলাপ | অবদান) ০৯:২৩, ২৩ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

টুইঙ্কলে এই ট্যাগ না থাকাই হয়তো ট্যাগটা না প্রয়োগের কারণ। ‍‍‍— তানভিরআলাপ০৯:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেট:চেজগেমস‎[সম্পাদনা]

সুপ্রিয়, Suvray। Nasir8891-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

সুধীন্দ্রনাথ দত্ত[সম্পাদনা]

আমার নজরতালিকা বলছে আপনি উপরোক্ত নিবন্ধের আলাপ পাতায় কিছু একটা বলেছেন। কিন্তু ঐ নিবন্ধের আলাপ পাতায় কিছু দেখছি না। আমি কি কিছু মিস করছি?--বনমালী (আলাপ) ১৭:১২, ১ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

স্বাগতঃ জানাই আপনাকে, আমার আলাপে নিজেকে যুক্ত করায়। আপনার নজর তালিকায় তীক্ষ্ণ দৃষ্টি রাখায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার জ্ঞাতার্থে -
  • নিবন্ধ সৃষ্ট হবার পরক্ষণেই আলোচনা ট্যাবটি লাল থাকে, যা শুধুমাত্র ঐ নিবন্ধের জন্যেই প্রযোজ্য। সাধারণতঃ প্রতিটি নিবন্ধ রচিত হবার পর 'আলোচনা' অংশটুকু নিবন্ধের উপরে বাম দিকে লালচে রঙের থাকে।
  • এ অংশে অন্য কোন ব্যবহারকারীর মতামত ব্যক্ত করার সুবিধার্থেই আমার এ অংশগ্রহণ এবং আপনি নিজেও কোড প্রয়োগের মাধ্যমে তা করতে পারেন। কিন্তু তা বাধ্যতামূলক নয়! শুধুমাত্র কোড লিখলে তা সাদা পাতা হিসেবে দেখাবে। অর্থাৎ নিবন্ধের উল্লেখযোগ্যতা, কিংবা ভুল তথ্য উপস্থাপনা, বা নতুন কোন কিছু সংযোজনা-সহ বহুবিধ কারণে ব্যবহারের জন্যেই আলোচনা অংশের প্রয়োজনীয়তা।
  • এমনকি উক্ত অংশে অর্থাৎ আলোচনা অংশে নিবন্ধ রচয়িতা হিসেবে আপনি নিজেও সুধীন্দ্রনাথ দত্ত নিবন্ধ বিষয়ে আপনার নিজস্ব চাহিদা কিংবা বক্তব্য তুলে ধরতে পারেন।

সুতরাং, ব্যবহারকারী হিসেবে আমার পাতায় আপনার কৌতুহল নিবারণের লক্ষ্যে যে-প্রশ্ন তুলে ধরেছেন তাতে নিশ্চয়ই আপনি কোন কিছু মিস করেননি। আপনার আগ্রহ উদ্দীপক আগাম প্রশ্নের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৮:৩০, ১ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা সংখ্যা, সম্পাদনা সারাংশ পাতা, প্রণীত নিবন্ধ ইত্যাদি অবদান দেখতে গেলেই নিম্নলিখিত বার্তা দেখায়।

403: User account expired[সম্পাদনা]

The page you requested is hosted by the Toolserver user soxred93, whose account has expired. Toolserver user accounts are automatically expired if the user is inactive for over six months. To prevent stale pages remaining accessible, we automatically block requests to expired content.

If you think you are receiving this page in error, or you have a question, please contact the owner of this document: soxred93 [at] toolserver [dot] org. (Please do not contact Toolserver administrators about this problem, as we cannot fix it—only the Toolserver account owner may renew their account.)

HTTP server at toolserver.org - ts-admins [at] toolserver [dot] org

অন্য ব্যবহারকারীরা কী নিবন্ধ প্রণয়ন বা কোন কোন নিবন্ধে সম্পাদনা করেছেন, আমি আগে নিবন্ধ প্রণয়ন করেছি, কোন নিবন্ধে সম্পাদনা করেছি, কিছুই দেখতে পারছি না। উইকিপিডিয়ায় কাজ ব্যাহত হচ্ছে।Adib5271 (আলাপ) ১০:০৮, ৪ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ আপনাকে। আমিও ঠিক একই সমস্যায় ভুগছি অর্থাৎ সৃষ্ট/প্রণীত নিবন্ধের তালিকা কিংবা অন্য ব্যবহারকারীর তালিকাও দেখতে পারছি না। বোধ করি কোডিংজাতীয় কিংবা বাগজাতীয় সমস্যার দরুণ এ সমস্যার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রশাসকদের আলাপ পাতায় সমস্যা সম্পর্কে অবগত করতে হবে। - সুব্রত রায় (আলাপ) ১৩:৩৩, ৪ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

অবমুক্তি[সম্পাদনা]

সুব্রতদা, ব্যাপারটা একেবারেই আপনার নিজস্ব সিদ্ধান্ত, তবুও এভাবে কেনো চলে যেতে হচ্ছে আপনাকে জানি না। কারণটা জানলে, এবং তা যদি আমাদের কারও কোনো সমস্যা হতো তবে শোধরাবার চেষ্টা করতাম। যেখানেই থাকুন, ভালো থাকুন। — তানভিরআলাপ১৮:২৪, ২৬ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

এটা খুবই দুঃখজনক, দাদা। কী হলো? এভাবে কেন? আর, কেনইবা? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৫৯, ২৬ মার্চ ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ফের স্বাগতম, সুস্বাগতম, দাদা![সম্পাদনা]

দাদা, ফের স্বাগতম! অনেক ধন্যবাদ ফিরে আসার জন্য। আপনাকে সত্যি মিস করছিলাম। খুব ভালো লাগছে সাম্প্রতিক পরিবর্তনে আপনার পদচারণা দেখে। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ২০:০৫, ৯ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ, আপনার স্বাগতম বার্তায়! আশা করছি, সকলের আন্তরিক পরশে প্রাণবন্ত হয়ে উঠবে এ পাদপীঠ! - সুব্রত রায় (আলাপ) ০৩:৩৪, ১০ এপ্রিল ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
সুপ্রিয়, Suvray। Nhasive-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
সুপ্রিয়, Suvray। Nhasive-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

{{lang}} ব্যবহার[সম্পাদনা]

সুব্রতদা, ‘ইংরেজি ভাষায়:’ এবং এ টাইপের ভাষাভিত্তিক ব্যবহারের ক্ষেত্রে ম্যানুয়ালি না লিখে {{lang}} ব্যবহার করুন। যেমন: ইংরেজির জন্য লিখুন {{lang-en|Samba}} — এরকম। পর্তুগিজের জন্য {{lang-pt|Brasil}} — এরকম। তাছাড়া আপনি ‘:’-এর বদলে ‘ঃ’ দিচ্ছেন যা একটা ভুল। বিসর্গ বাংলা বর্ণমালার একটি বর্ণ, কোনো যতিচিহ্ন নয়। যতিচিহ্নটি হচ্ছে ‘:’ (কোলন)। এরকম অনেকগুলো ভুল আমার চোখে পড়েছে (শুধু আপনার না, অনেকের), আমি এগুলো সব বট দিয়ে ঠিক করছি। বট ইতিমধ্যেই কাজ শুরু করেছে (উদাহরণ: )। — তানভিরআলাপ১৯:৩৪, ২ জুন ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ তানভির, আপনার বার্তার জন্যে। অবচেতন মন থেকেই তা হয়েছে বলে ধারণা করি। আর ভুল হলে তা সংশোধনের দায়-দায়িত্বগুলো সকলে ভাগাভাগি করে শুধরালে উইকিও একটা ভাল পর্যায়ে যেতে পারে বৈ-কি? বিশেষ কৃতজ্ঞতা - উদাহরণসহ বট ব্যবহার করায়। সৃষ্ট নিবন্ধে আপনার-সহ সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ ও মতামত একান্ত কাম্য। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ০২:১৪, ৩ জুন ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্পে আপনার মতামত প্রয়োজন[সম্পাদনা]

প্রিয় অবদানকারী,

বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারী বৃদ্ধি ও নতুন ব্যবহারকারীদের জন্য সম্পাদনার পরিবেশ উন্নয়নের উদ্দেশ্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্প সফল করতে আপনার মতামত প্রয়োজন। ইতিমধ্যেই কিছু ব্যবহারকারী তাঁদের মতামত জানিয়েছেন। তাঁদের মতামতের প্রেক্ষিতে আমরা একটি সারকথায় উপনীত হয়েছি, যা এখানে পাওয়া যাবে

সেই সাথে সুনিশ্চিতভাবে কতোগুলো বিষয় নির্ধারণ করার উদ্দেশ্যে আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। অনুগ্রহ করে এই আইডিয়াগুলোর ওপর আপনার মতামত প্রদানসহ ঐ পাতায় উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর প্রদান করে আমাদের এই প্রকল্পটি এগিয়ে নিতে সহায়তা করুন। বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় অবদানকারী হিসেবে আপনার মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই সাথে এই প্রকল্প সম্পর্কিত যে-কোনো জিজ্ঞাসায় নিঃসঙ্কোচে আমার আলাপ পাতায় বার্তা রাখুন। এছাড়াও tanvir@wikimedia.org ঠিকানায় আমাকে ই-মেইলও করতে পারেন। আপনাদের সবার অংশগ্রহণে বাংলা উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হোক ও দ্রুত গতিতে এগিয়ে যাক! — তানভির রহমানআলাপ১০:২৫, ৩ জুন ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেট[সম্পাদনা]

টেমপ্লেট:Convert এর যে সব টেমপ্লেট আপনার দরকার ছিল, তা আমি করে দিয়েছি। আর টেমপ্লেট:Infobox Officeholder পাতায় যে সব টেমপ্লেট:তথ্যছক এর তালিকা রয়েছে তা সব টেমপ্লেট:Infobox Officeholder এ পুনর্নির্দেশ করা হয়েছে। পুনর্নির্দেশ কিভাবে করে তা আমার এই মুহূর্তে সঠিকভাবে জানা নেই। আমি তা জেনে এই গুলো সব পুনর্নির্দেশ করে দেব। আর আপনাকে অন্য কোন ভাবে সাহায্য করতে পারলে জানাবেন। ধন্যবাদ ---- ইয়াহিয়া (আলাপ) ১২:৩৪, ১৭ জুন ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ক, খ, গ সমস্যার সমাধান করেছি, কিন্তু 162–205 সে.মি. (৬৪–৮১ ইঞ্চি) এই ইংরেজি সংখ্যাকে অনুবাদ করতে পারছি না। এই জন্য আমি দুঃখিত। --- ইয়াহিয়া (আলাপ) ১৮:৩১, ১৭ জুন ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
টেমপ্লেট:Familytree নামে ইতিপূর্বে একটি টেমপ্লেট ছিল, কিন্তু আমি লহ্ম্য না করায় টেমপ্লেট:Family tree নামে আরও একটি নতুন টেমপ্লেট তৈরি করেছি। আশা করি খুব শীঘ্রহী টেমপ্লেট:Familytree কে টেমপ্লেট:Family tree এর সাথে একীকরণ করে দেব। অনুগ্রহ করে, আপনি টেমপ্লেট:Family tree নামে নতুন টেমপ্লেটটি ব্যবহার করুন। --- ইয়াহিয়া (আলাপ) ১৮:৩৭, ২০ জুন ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
আসলেই ছকটি তৈরী করা একটু কঠিন কাজ। প্রথম দিকে সমস্যা হলেও অবশেষে আমি তৈরী করতে পেরেছি। আমি মনে করি, ছকটি লিখে বুঝানো থেকে মুখে বুঝাতে পারলে সহজ হতো এবং বুঝতেও ভাল হতো।

যাই হক, ছকটি আমি এই ভাবে করেছি,

কবিতা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
মন্ময় বা গীতিকবিতাতন্ময় বা বস্তু-নিষ্ঠ কবিতা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
গাঁথা
 
মহাকাব্য
 
নীতি-কবিতা
 
রূপক
 
ব্যঙ্গ-কবিতা
 
লিপি-কবিতা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
ভক্তিমূলক কবিতা
 
স্বদেশ-প্রীতিমূলক
 
চিন্তামূলক
 
প্রেমমূলক
 
শোক-গীত
 
প্রকৃতিবিষয়ক
 
চতুর্দশপদী
 
লঘু বৈঠকী-কবিতা
 
স্তোত্র

কোন আপত্তি থাকলে বলতে পারেন। --- ইয়াহিয়া (আলাপ) ১০:১৮, ২১ জুন ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

মতামত প্রয়োজন[সম্পাদনা]

সম্প্রতি Gallus পাতাটিকে আমি গ্যালাস শিরোনামে স্থানান্তর করেছি, কিন্তু খালেদ সাহেবের মতে "ল্যাটিন Gallus আসলে একটি দ্বিপদ নামের গণ অংশ এবং এর কোন অনুবাদ হয় না। এর কোন জনপ্রিয় বাংলা পরিভাষাও নেই, যে আমরা সেটা ব্যবহার করতে পারব। তাছাড়া বিভিন্ন নিবন্ধে বাংলা গ্যালাসের চেয়ে ল্যাটিন gallus ই বেশি ব্যবহৃত হয় আর হওয়ার কথা। একই কারণে যেসব উপগোত্র, গোত্র বা বর্গের বাংলা নাম বা বাংলা পরিভাষা নেই, সেসবের ক্ষেত্রে ল্যাটিন নামটিই ল্যাটিন অক্ষরে প্রযোজ্য।" এ বিষয়ে এখানে আলাপ:গ্যালাস আপনার মতামত প্রযোজন। ধন্যবাদ। ---- ইয়াহিয়া (আলাপ) ১১:১৭, ৮ জুলাই ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ[সম্পাদনা]

গ্যালাসের ব্যাপারটা গুরুত্বের সাথে নেওয়ায় আপনাকে ধন্যবাদ, সুব্রতদা। উইকিতে আপনার অবদান কিন্তু কম নয়। সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আর আমি মাত্র ভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ি। খালেদ সাহেব বললে খানিকটা লজ্জিতই হই। শুধু খালেদ বলবেন। ধন্যবাদ আবারও।---Khaled0147 (আলাপ) ১৭:২৩, ৯ জুলাই ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

Article translation/collaboration request[সম্পাদনা]

Hi Subrata Roy, how are you? Mate, I am trying to find an editor/s who can help by translating User:Russavia/Polandball into Bengali. I noticed that you have created articles such as বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (Biman Bangladesh Airlines), and I was wondering if we could make a trade?

If you could translate that article into Bengali for me, I would be happy to upload approximately 40-50 Bangladeshi aviation photos to Commons from amongst the 200,000 I have permission to upload. I have uploaded a number of photos relating to Bangladeshi aviation to give you a brief idea of what I can upload, and I am keeping a gallery at User:Russavia of photos uploaded.

Would you be interested in such a "trade"? Do let me know, either by responding here, or on my talk page, or by emailing me. Cheers, Russavia (আলাপ) ১৯:৫৮, ১৩ জুলাই ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

thanks for ur offer. but i'm not interested that article such as Polandball. so, please pardon me. have a nice day. - সুব্রত রায় (আলাপ) ০২:৩০, ১৪ জুলাই ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
[n.b.: i didn't create the article 'বিমান বাংলাদেশ এয়ারলাইন্স' (Biman Bangladesh Airlines)]
Thank you for your response, it is appreciated. I will continue to look for interested editors, and will also continue to upload photos -- keep an eye on my userpage if you like to see latest uploads, etc. Russavia (আলাপ) ২২:১৩, ১৪ জুলাই ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

মতামত প্রয়োজন[সম্পাদনা]

সম্প্রতি Boxing নিবন্ধটি বাংলা মুষ্টিযুদ্ধ লেখা আছে। কিন্তু তৌকির হামিদ সাহেবে একে বক্সিং শিরোনামে স্থানান্তর করার জন্য অনুরোধ করেছেন কারণ, তিনি Pugilism -কে মুষ্টিযুদ্ধ শিরোনামে একটি নিবন্ধ তৈরি করতে চাচ্ছেন। এ বিষয়ে আপনার মতামত প্রযোজন। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ১৮:০৪, ৮ আগস্ট ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ দাদা[সম্পাদনা]

স্তন্যপায়ী প্রাণী নিয়ে ইদানীং কাজ করছেন দেখে সত্যি খুব ভাল লাগল দাদা। শুধু প্রাণী বিষয়ক নিবন্ধ রচনার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি না, অসংখ্য বৈচিত্র্যপূর্ণ নিবন্ধ অধ্যবসায়ের সাথে একের পর এক রচনা করার জন্যও ধন্যবাদ। চেষ্টা করব আপনার সৃষ্ট নিবন্ধগুলোতে নিজেও কিছু অবদান রাখতে। তবে সময় সুযোগ পাই খুব কম। আশা করি আপনার এই অক্লান্ত অধ্যবসায় একদিন না একদিন স্বীকৃতি পাবেই।----খালেদ (আলাপ) ০৪:৩৯, ২ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

খালেদ, আপনার উদ্দীপনামূলক লেখনী আমাকে ভীষণ আনন্দ যোগাচ্ছে। তবে, ইয়াহিয়া সাহেব কর্তৃক গ্যালাস বিতর্কই বোধহয় আমাকে আরো কাছে টেনে এনেছে প্রাণী-উদ্ভিদ সংক্রান্ত নিবন্ধ রচনাকল্পে। বাংলা উইকির শুরুর দিকে এ সংক্রান্ত সৃষ্ট রচনা (২০০৬-২০১০) এবং (২০১১-বর্তমান) প্রেক্ষাপট তুলনা করলে অসম বিভাজন চোখে পড়বে। এবং এ বিভাজনে আপনার নেতৃত্ব প্রশংসাতুল্য ও কৃতিত্বের দাবীদার। আর স্বীয় জ্ঞানভাণ্ডারও সীমিত পর্যায়ের বৈ-কি! ন্যূনতম জ্ঞান নিয়ে উইকি'র মতো বিশাল এক রহস্যময় বিশ্বকোষের জগতে কে, কার খবর রাখে বলেন! জানি না ক'দিন আমার ভূমিকা থাকবে? ইচ্ছে আছে, তারুণ্যে উজ্জ্বীবিত মনকে আরো সম্পৃক্ত করে উইকিকে তার আঁতুরঘর থেকে টেনে তুলে শৈশবে নিয়ে আসার। আসলে আমি কথায় নই, কাজে বিশ্বাসী! তবে, আমি-আপনি-ইয়াহিয়া সাহেবসহ প্রত্যেকেই যদি কিঞ্চিৎ অগ্রসর হই তাহলে উইকি'র দূরবস্থা থেকে উত্তরণ ঘটানো সম্ভব। কেননা, এক-দুই বাক্যে গড়া নিবন্ধের বিপরীতে আপনার-আমার বা আমাদের সকলের সৃষ্ট নিবন্ধগুলো বেশ বেমানান এবং হতাশাব্যঞ্জক বলে মনে হয়। আশা করবো, সৃষ্ট নিবন্ধে আপনার অংশগ্রহণ একান্তই প্রয়োজনীয় ও অপরিহার্য্য। এর মাধ্যমেই বোঝা যাবে কি কি ত্রুটি রয়েছে কিংবা আর কিভাবে একটি নিবন্ধকে সম্প্রসারণ করা যায়। আর আপনার নিবন্ধগুলোর নামগুলোও কিন্তু বেশ মিষ্টি ও নয়ন মনোহর। যদি পারেন তো বৈজ্ঞানিক নাম সহ প্রাণী-উদ্ভিদের বাংলা নামগুলোর তালিকা আমাকে মেইল করে পাঠাতে পারেন। চেষ্টা করবো আরো কিছু উপহার দেয়ার! আপনি-আমি-আমরা সবাই মিলে, স্বতঃস্ফূর্তভাবে অগ্রসর না হই, তাহলে অগ্রসর হবে কে বা কারা! সবিশেষভাবে ধন্যবাদ জানাই, আইইউসিএন লাল তালিকায় আপনার বলিষ্ঠ অংশগ্রহণের জন্যে। যে-কোনরূপ সহযোগিতায় আপনার প্রস্তাবনা ও উইকিতে নিয়মিত অংশগ্রহণ একান্ত কাম্য। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৪:৩৯, ২ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
"আপনি-আমি-আমরা সবাই মিলে, স্বতঃস্ফূর্তভাবে অগ্রসর না হই, তাহলে অগ্রসর হবে কে বা কারা!"- কথাটা ভালো লাগলো। বাংলার স্তন্যপায়ী প্রাণীদের একটা তালিকা আমি আপনাকে মেইল করেছি (৮৩ প্রাণীর বিশাল তালিকা, সবগুলো যে আপনাকে করতেই হবে এমন কোন কথা নেই; ব্যাপারটা প্রায় অসম্ভব!!)। আর কোন সমস্যা থাকলে নিঃসংকোচে আমাকে জানাবেন। শিগগিরই সরীসৃপ, উভচর, পাখি এগুলোর তালিকাও পাঠিয়ে দিতে পারব আশা করছি।----খালেদ (আলাপ) ০৫:০৮, ৩ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

দুঃখিত[সম্পাদনা]

সুব্রতদা, কাজের চাপে থাকার দরুন অনির্দিষ্ট কালের জন্য উইকিপিডিয়ায় আমার আসা সম্ভব হচ্ছে না। আসা করি খুব শীঘ্রই আপনাদের সাথে আবার কাজ করার সুযোগ হবে। আর আপনার নিবন্ধসমূহে বিষয়শ্রেণী সংযুক্ত করে আপনাকে সাহায্য করতে না পাড়ায়, আমি অত্যন্ত দুঃখিত। --- ইয়াহিয়া (আলাপ) ১৭:২০, ১৮ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই, দুঃখিত হবার কিছুই নাই। কাজের চাপ, সাংসারিক চাপ, বৈদ্যুতিক চাপ, সময়ের চাপ ইত্যাদি অনেক অনেক চাপ কিন্তু আমাকেও সহ্য করতে হয়। তবে, আপনার মন্তব্যে আমি বেশ হতাশাগ্রস্ত বা আশাহত হয়েছি। উইকি'র স্বল্পকয়েকজন শুভাকাঙ্খী ও একনিষ্ঠ ব্যবহারকারীর মধ্যে আপনিও যে একজন। যেভাবে নিরলসভাবে শ্রম দিচ্ছেন তা যে কতোটা গৌরবের ও আনন্দের তা-কি আপনি/আপনারা উপলদ্ধি করেন! সৃষ্ট নিবন্ধে আপনারসহ সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ আমাকে ভীষণ আনন্দ দেয়, নাড়া দেয় ও উজ্জ্বীবিত করে, তা নিশ্চয়ই জানেন। আশা রাখবো যেখানেই থাকুন না কেন দৈনিক স্বল্পসময়ের জন্যে হলেও একটু ঢুঁ মেরে যাবেন। ভাল থাকুন সবসময়। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৮:৫৮, ১৮ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যক্তিগত বাধ্যবাধকতা থাকলে সত্যিই কিছু করার থাকে না। সুব্রতদার মত আমিও বলি, সময় পেলে অবশ্যই একটু ঢুঁ মেরে যাবেন, কি হচ্ছে না হচ্ছে একটু দেখবেন। আর ফ্রি হলে তো কথাই নেই; আবার বাংলা উইকিতে আপনার অংশগ্রহণ দেখতে পাব এই আশায় রইলাম।-----খালেদ (আলাপ) ২১:২১, ১৮ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

অশেষ ধন্যবাদ[সম্পাদনা]

আপনার সহায়তার জন্য অশেষ ধন্যবাদ। আসলে আমি ঠিক অনুবাদক নই; শুধু তথ্যগুলো মেলানোর জন্য কিছু কিছু ক্ষেত্রে চেক করি নয়তো নিজের ভাষায়ই লেখি। আর তথ্যের বেশ বড় একটা উৎস আমার নিজের কাছেই আছে, বই-পত্র যথেষ্টই সংগ্রহ করা আছে সেখান থেকে কাট-কপি-পেস্ট করে ফেললেই চলছে! :) আবারো আপনাকে, আমায় পরামর্শ এবং সহায়তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। - Ashiq Shawon (আলাপ) ১৯:৪৯, ২৬ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

বানান সমস্যা[সম্পাদনা]

আলেকজান্ডার গ্রাহাম বেল ও অ্যালেকজান্ডার ফ্লেমিং - উভয়ই স্কটিশ, তাঁদের বানান একই হওয়ার পরও কেন এমন অবস্থা হলো অনুবাদ করার সময়? - Ashiq Shawon (আলাপ) ২১:৩৭, ২৮ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

আগ্রহোদ্দীপক ও চিত্তাকর্ষক বিষয়ে জিজ্ঞাসু দৃষ্টিভঙ্গীতে অগ্রসর হওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আসলে নাম তো নাম-ই। নামতো অনুবাদ হয় না। কিন্তু একই নামকে যখন দু'ভাবে লেখা হয়, তাতে পাঠক/ব্যবহারকারীদের মনে অবশ্যই প্রশ্নসূচক দৃষ্টিভঙ্গী আসবে। [(আপনার জ্ঞাতার্থে) নিবন্ধ দু'টো কিন্তু আমি রচনা করিনি।] সচরাচর [Alexander = আলেকজান্ডার] নামেই আমরা জানি। আমারতো মনে হয়, নিবন্ধ প্রণেতা তার মনগড়া অথবা উচ্চারণগত কারণে নিবন্ধের এরূপ নামকরণ করেছেন ও রিডাইরেক্ট করেছেন আলেকজান্ডার ফ্লেমিং নামে। সুতরাং, প্রত্যেক ব্যবহারকারীর উচিত হবে বিদেশী_শব্দের_প্রতিবর্ণীকরণ অংশের মাধ্যমে কিছুটা ধারণা লাভ করা। ব্যক্তিগত মত হচ্ছে - অ্যালেকজান্ডার ফ্লেমিংকে রিডাইরেক্টে রেখে তাঁর মূল নামে অর্থাৎ আলেকজান্ডার ফ্লেমিংয়ে নিবন্ধের নামকরণ করা। যেহেতু নিবন্ধের আলাপ পাতায় এ বিষয়ে আপনার মতামত তুলে ধরেছেন তাই প্রশাসকমণ্ডলীসহ নিয়মিত ব্যবহারকারীদেরকে তাদের মূল্যবান মতামতের প্রতিফলন ঘটানোর জন্যে অনুরোধ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ - সুব্রত রায় (আলাপ) ১৩:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ। ‍‍‍‍Ashiq Shawon (আলাপ) ১৭:২৫, ১৪ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

বিভ্রান্তি নিরসন প্রসঙ্গে[সম্পাদনা]

সুব্রতদা,

দৈনিক প্রথম আলোতে শরীফ খানের লেখা লড়াকু পাখি জলমোরগে Gallicrex cinerea কে জলমোরগ লেখা আছে আবার কোড়াও লেখা আছে। আমি লড়াকু পাখি জলমোরগ নিবন্ধটি ভিত্তি করে লিখেছি। যদি আপনাদের কাছে আরও তথ্য থাকে দিয়ে সংশোধন করতে পারেন।(Mohd. Toukir Hamid (আলাপ) ১৬:৩১, ৩ অক্টোবর ২০১২ (ইউটিসি))[উত্তর দিন]

সবুজ ঘুঘু[সম্পাদনা]

ধন্যবাদ দাদা,

সবুজ ঘুঘু নামটা ইংরেজি থেকে অনুবাদ করিনি। বাংলা বই-পুস্তক থেকে নাম ধার করেছি। আর আমি যতদূর জানি এটা রাজঘুঘু না। বাংলায় দু'টি রাজঘুঘু রয়েছে। একটা ইউরেশীয় রাজঘুঘু (কণ্ঠীঘুঘু নামেও পরিচিত), আরেকটা উদয়ী রাজঘুঘু। ভুল হলে জানাবেন। ধন্যবাদ।----খালেদ (আলাপ) ১৭:৩৮, ৪ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

নোটিশ[সম্পাদনা]

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ বর্তমানে একটি আলোচনা উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে।। আলোচনার বিষয় প্রশাসক হওয়ার আবেদন পাবেন। আপনাকে ধন্যবাদ। নাসির খান সৈকতআলাপ ১১:২২, ২৩ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়ায় স্বাগতম। আপনার সম্প্রতি তৈরিকৃত ২০১৪ আইসিসি টুয়েন্টি২০ বিশ্বকাপ পাতাটি উইকিপিডিয়ার নতুন পৃষ্ঠা তৈরির দিকনির্দেশনা অনুসরণ করেনি। তাই এটি শীঘ্রই অপসারণ করা হবে (যদি এটি এখনও করা না হয়ে থাকে)। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষা-নিরীক্ষার জন্য খেলাঘর ব্যবহার করুন। এছাড়া নতুন নিবন্ধ তৈরির ক্ষেত্র আপনি নিবন্ধ উইজার্ড ব্যবহার করতে পারেন। এছাড়া নতুন নিবন্ধ তৈরির আগে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পাঠ করে নিন। এছাড়া উইকিপিডিয়ায় সম্পাদনার নিয়ম-কানুন জানতে আপনি আমাদের ভূমিকা পাতাটি পড়ে দেখতে পারেন। ধন্যবাদ। বেলায়েত (আলাপ | অবদান) ১৬:২৪, ২৩ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়ায় স্বাগতম। আপনার সম্প্রতি তৈরিকৃত 2012 ICC World Twenty20 পাতাটি উইকিপিডিয়ার নতুন পৃষ্ঠা তৈরির দিকনির্দেশনা অনুসরণ করেনি। তাই এটি শীঘ্রই অপসারণ করা হবে (যদি এটি এখনও করা না হয়ে থাকে)। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষা-নিরীক্ষার জন্য খেলাঘর ব্যবহার করুন। এছাড়া নতুন নিবন্ধ তৈরির ক্ষেত্র আপনি নিবন্ধ উইজার্ড ব্যবহার করতে পারেন। এছাড়া নতুন নিবন্ধ তৈরির আগে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পাঠ করে নিন। এছাড়া উইকিপিডিয়ায় সম্পাদনার নিয়ম-কানুন জানতে আপনি আমাদের ভূমিকা পাতাটি পড়ে দেখতে পারেন। ধন্যবাদ। বেলায়েত (আলাপ | অবদান) ১৬:২৬, ২৩ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ বেলায়েত সাহেব আপনাকে ট্যাগ লাগানোর জন্যে। দুঃখের সাথে লিখতে বাধ্য হচ্ছি ২০১৪ আইসিসি টুয়েন্টি২০ বিশ্বকাপ নিবন্ধটি আমি রচনা করিনি; করেছেন ব্যবহারকারী:Leemon2010 যা পরবর্তীতে আমা কর্তৃক ২০১৪ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ সঠিক শিরোনামে স্থানান্তরিত হয়েছে। বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে ["২০১৪ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০" এর সংশোধনের ইতিহাস] পাতাটি অবলোকন করার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি।
{{lang|en|2012 ICC World Twenty20}টি সম্পর্কে বলতে পারছি না যে আমি তৈরী করেছি কি-না? কেননা, এটি ইতিমধ্যেই আপনা কর্তৃক মুছে ফেলা হয়েছে। এছাড়াও, ভূমিকা পাতাটির অধিকাংশই ইংরেজিতে লেখা রয়েছে। তাই বুঝতে পারছি না আপনি কি বুঝাতে চেয়েছেন। অনুগ্রহপূর্বক যদি একটু বিস্তারিত বুঝাতেন তো উইকি'র জন্যে মঙ্গলময় হতো। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৭:৩৩, ২৩ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Suvray। Nasir8891-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৮:১৬, ৩ নভেম্বর ২০১২ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।[উত্তর দিন]

নাসির খান সৈকতআলাপ ১৮:১৬, ৩ নভেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Suvray। Nasir8891-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৫:৩৬, ৫ নভেম্বর ২০১২ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।[উত্তর দিন]

নাসির খান সৈকতআলাপ ১৫:৩৬, ৫ নভেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Suvray। Nasir8891-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৭:০৯, ৭ নভেম্বর ২০১২ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।[উত্তর দিন]

নাসির খান সৈকতআলাপ ১৭:০৯, ৭ নভেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Suvray। Nasir8891-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০৪:৪১, ৯ নভেম্বর ২০১২ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।[উত্তর দিন]

গতকাল রাতেই সমাধান করেছিলাম। জানাতে দেরি হয়ে গেলো। নাসির খান সৈকতআলাপ ০৪:৪১, ৯ নভেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

নোটিশ[সম্পাদনা]

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভায় একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় নিবন্ধের মান উন্নয়ন/নতুন নিবন্ধ তৈরী। আপনাকে ধন্যবাদ। --নাসির খান সৈকতআলাপ ১৬:২৪, ২০ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

পরামর্শের জন্য[সম্পাদনা]

বানান নিয়ে একটা সমস্যায় পড়ছি। লিগ না লীগ কোন বানানটা আসলে ঠিক? যদি দুইটা বানানই ঠিক হয়, তাহলে এই নিবন্ধে ->বাংলাদেশ প্রিমিয়ার লীগ কোন বানান টা দেয়া ঠিক হবে? (আমি বিভিন্ন অনলাইন পত্রিকায় খুঁজে দেখছি, বেশীর ভাগ পত্রিকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ব্যাবহার করছে) --Leemon2010 (আলাপ) ১৬:৫৭, ২২ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

শৈশবকাল থেকেই জেনে আসছি লীগ (উদাহরণ: বাংলাদেশ আওয়ামী লীগ)। এছাড়া ডিকশনারীতেও লীগ! উইকিতে প্রিমিয়ার লীগ, উয়েফা চ্যাম্পিয়নস লীগ, দ্য ফুটবল লীগ, আইভি লীগ, বাংলাদেশ পেশাদার ফুটবল লীগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ, ঢাকা লীগ, কৃষক শ্রমিক জনতা লীগ, আরব লীগ নিখিল ভারত মুসলিম লীগ ইত্যাদি বিভিন্ন শিরোনামে অনেকগুলো [লীগ] রয়েছে। গুগল সার্চেও লিগ তুলনায় লীগ ৭ (সাত)গুণেরও বেশী এগিয়ে!! সুতরাং প্রয়োজনীয় ও যথোচিত সিদ্ধান্ত নেয়া একান্ত প্রয়োজন বলে মনে করছি। নয় কি? ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৭:২২, ২২ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

হ্যালো[সম্পাদনা]

হ্যালো, দয়া করে সাহায্য করতে পারেন সম্পর্কে এই নিবন্ধটি ঠিক করতে. আপনাকে অনেক ধন্যবাদ: মারিয়া দে লেওন.--81.33.96.6 (আলাপ) ১৬:০০, ৭ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

দাদা, আছেন কেমন?[সম্পাদনা]

সুব্রতদা, আপনার নিবন্ধের বিষয়বৈচিত্র্য নিয়ে রাগিব ভাইয়ের পদকটিতে সমর্থন ছিল আমারও। :) কিন্তু ইদানিং আপনার নিবন্ধগুলোতে শিরোনাম দেখেই হাত দেয়ার আগ্রহ পাই না, সবগুলোই মাথার উপর দিয়ে যায়। ;) কী সব খটমটে, কটমটে, চিচ্চিরি, অপরিচিত টার্ম কিংবা ব্যক্তি - আপনাকে অনেক ধন্যবাদ এগুলো নিয়ে লেখার জন্য। সত্যি বলছি, অনেকদিন হলো আপনার ধরা নিবন্ধে হাত দিতে ভয় পাই। :) ভালো আছেন আশা করি। ভালো থাকবেন। আপনি যেভাবে সক্রীয় আছেন, শীতে জমে যাবার কোনো ভয় দেখছি না। হা হা হা  :) ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১০:৩৪, ১১ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

মঈনুল সাহেব, ধন্যবাদ আমাকে স্মরণ করায় অর্থাৎ ভুলে যাননি বলে! আসলে আমি শুধু কথায় নয়; কাজেই বিশ্বাস করি সবচেয়ে বেশী!! নিবন্ধগুলোর শিরোনাম হয়তোবা বিচ্ছিরি? কিন্তু আমি চেষ্টা চালাচ্ছি ইংরেজি উইকি'র ন্যায়; যেখানে কোন শব্দ বা বিষয়ই লাল লিঙ্কে আবৃত থাকবে না। বলতে পারেন বাংলা উইকিকে আরো কিছুটা গ্রহণযোগ্য করতে প্রাণান্তকর প্রয়াসেই উইকিতে আমার অংশগ্রহণ! খটমটে, কটমটে, চিচ্চিরি, অপরিচিত টার্ম কিংবা ব্যক্তি - এ বিষয়গুলো হয়তোবা শূন্য পড়েছিল কিংবা পড়ে রয়েছে শুধুই আমারই জন্যে। তাহলে - রজনীকান্ত সেন, এডওয়ার্ড টেলার কিংবা পার্ল হারবার আক্রমণ নিবন্ধগুলোকে কী বলবেন? সবুজকরণের প্রয়াসে আমাকে প্রকৃতিপ্রদত্ত স্বেচ্ছাশ্রম দিতে হচ্ছে অনেক অনেক গুণ বেশী! অর্থাৎ বিশ্রাম পাচ্ছি না মোটেই। লাইম লাইটে আসুন; উইকি তরতর করে সবুজের বন্যায় ভেসে যাবে!!
(সম্মান সহযোগে) রাগিব সাহেবের পদকটি আসলেই অমূল্য রতন; সত্যিকার অর্থেই উনি জানেন কাকে, কিভাবে মূল্যায়িত করতে হয়! সত্যি বলতে কি, উনার অনুপস্থিতি বেশ পীড়াদায়ক ও হতাশাব্যঞ্জক; আশা করছি তিনি নিয়মিত হয়ে সংশ্লিষ্টদেরকে উদ্বুদ্ধ করবেন ও উইকিকে রক্ষা করবেন। স্বেচ্ছাশ্রমে গড়া এ উইকি ছেড়ে চলে গেলে হয়তোবা আপনি আমাকে এই - কটমটে, চিচ্চিরি শব্দের প্রয়োগই করতেন না। চিন্তার কিছু নেই; আমি আছি-না!! পদকে সমর্থন না দিলেও ক্ষতি নেই; পুরস্কারে সমর্থন দিবেন আশা করি। তবে, নিয়মিত সকলের প্রতিই কিন্তু আমার সমর্থন রয়েছে অকুণ্ঠভাবে। ভয় পাবার কিছু নেই; একটু ধৈর্য্য ও আগ্রহ নিয়ে ঝাঁপিয়ে পড়ুন না কেন আমার নিবন্ধে! দেখবেন অনেক অনেক 'ভুল বানান' রয়েছে! শীত - আসলেই বড্ড শীত। শৈত্য প্রবাহ যদি গ্রীষ্মকালে আর তাপদাহ যদি শীতকালে আসতো! অজস্র ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ভাল থাকবেন ও নিয়মিত যোগাযোগ রাখবেন সবসময়। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৩:৪১, ১১ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্য প্রয়োজন[সম্পাদনা]

ফেব্রুয়ারী মাসের আগে বাংলা ভাষা আন্দোলন নিবন্ধটি ফিচার্ড করতে চাই। ইংরেজি উইকিপিডিয়াতে এই নিবন্ধটি অনেক আগে থেকেই ফিচার্ড আছে। আমি ইংরেজি নিবন্ধটির সাথে মিল রেখে নিবন্ধের বেশ কিছু আপডেট করেছে, মূলত সম্পর্ণ নিবন্ধটিই পুনরায় লেখা হয়েছে। নিবন্ধের সাথে সংস্লিষ্ট সকল লিংকেই নিবন্ধ রয়েছে(বর্তমানে ১টি লাল লিংক আছে)। এবং {{বাংলা ভাষা আন্দোলন}} টেমপ্লেটের সবগুলো এবং {{বাংলাদেশের স্বাধীনতা}} টেমপ্লেটের অধিকাংশ নিবন্ধ তৈরী করা আছে।

এখন যে সাহায্যটি প্রয়োজন সেটি হল রিভিউ করা, ভুলগুলো ধরিয়ে দেয়া যেন সংশোধন করা যায়। আমি নিবন্ধটি দেখেছে, এবং অনেকদিন থেকেই যেহেতু আমি এই নিবন্ধে কাজ করছি তাই আমার নিজের রিভিউ করাটি যুক্তিযুক্ত নয়। --নাসির খান সৈকতআলাপ ১৪:৪৩, ১২ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ আপনার আগ্রহের জন্যে। চমকপ্রদ নিবন্ধ সন্দেহ নেই মোটেই। বেশকিছু ভুল-ভ্রান্তি রয়েছে। সময়ে সময়ে সংশোধনের প্রচেষ্টা চালাবো। মনঃপুত না হলে ঠিক করে ফেলবেন। এছাড়াও লাল লিঙ্ক অল্প কয়েকটি রয়েছে যার দু-একট সবুজকরণে অংশ নিতে পারবো বলে বিশ্বাস করি। পাশাপাশি সকল প্রশাসক এবং আগ্রহীদের অংশগ্রহণ করাও একান্ত জরুরী বিষয় বলে মনে করি। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৫:৫৩, ১২ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
বাংলা ভাষা আন্দোলন নিবন্ধটি ফিচার্ড করতে চাই। পর্যায়ক্রমে আপনি নিবন্ধটি সংশোধন করেছেন। উইকিপিডিয়া:প্রস্তাবিত ভালো নিবন্ধ পাতায় উল্লেখিত পদ্ধতি অনুযায়ী আপনার পর্যালোচনাটি নিবন্ধের আলাপ পাতায় উল্লেখ করার অনুরোধ করছি। ভালো নিবন্ধ হওয়ার আগে ফিচার্ড করার কোনো পদ্ধতি নেই। ভালো নিবন্ধ হওয়ার পর অন্যা একজনের আবার রিভিউ করতে হবে। আগামী ১ সপ্তাহের মধ্যে কি ফিচার্ড পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হবে? তাহলে ফেব্রুয়ারী মাসে নিবন্ধটি প্রধান পাতায় রাখার জন্য প্রস্থাব করা যেত। --নাসির খান সৈকতআলাপ ১৯:২৬, ৩০ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধের নাম[সম্পাদনা]

সম্ভবত,২০১৩ আফ্রিকা কাপ অব নেশন্স নিবন্ধটির নাম ২০১৩ আফ্রিকা কাপ অব নেশনস হবে।আমি গুগল সার্চ দিয়ে দেখছি,যেখানে বাংলাদেশের বেশির ভাগ পত্রিকা নেশন্স না লিখে নেশনস লিখেছে।ব্যাকরণ অনুসারে কোনটা সঠিক জানিনা, তবে আমার মনে হয় পত্রপত্রিকা যেটি বর্তমানে ব্যাবহার করছে সেটি ব্যাবহার করা। --Leemon2010 (আলাপ) ১৫:৩৪, ২১ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

বানান কোনটা সঠিক, ওইটা বলেন। সে অনুযায়ী এই বিষয়ের অন্যসব বিষয় তৈরি করব। --Leemon2010 (আলাপ) ১৫:৫১, ২১ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

লিমন ভাই, নিবন্ধের সূচনাংশেই প্রশ্নবান নিক্ষেপ করায় আনন্দিত! পাশাপাশি অতি দ্রুত আফ্রিকা কাপ অব নেশন্স-কে আফ্রিকা কাপ অব নেশনস-এ নিয়ে যাওয়ায় মর্মাহত হয়েছি (আমার দৃষ্টিকোণে); কেননা নিবন্ধের ইতিহাস অংশে রয়েছে [২৩:৪৬, ১৫ জুলাই ২০০৮‎ Zaheen (আলোচনা | অবদান)‎ অ . . (১৯,৪৯২ বাইট) (০)‎ . . (আফ্রিকান কাপ অব নেশন্স-কে আফ্রিকা কাপ অব নেশন্স-এ সরানো হয়েছে: সঠিক নাম)] যা আপনার লক্ষ্য করা উচিত ছিল। এ প্রেক্ষিতেই কিন্তু আমি ২০১৩ আফ্রিকা কাপ অব নেশন্স নামকরণ করেছি (অনেক ভেবে-চিন্তে); আবার পুনঃনির্দেশনা দিব ২০১৩ আফ্রিকা কাপ অব নেশন্‌স ইত্যাদি। লক্ষ্যণীয় যে, নেশন্স শব্দটিতে হসন্ত চিহ্ন বিদ্যমান (ন্‌ + স = ন্স বা ন্‌স) অর্থাৎ ন এর পর অ নেই! মানছি যে গুগল সার্চে তা বেশি; কিন্তু সার্চ ইঞ্জিনটি কিন্তু ভুল-শুদ্ধ সবটুকুকেই নির্দেশ করছে, পাশাপাশি তাদের সার্চ ইঞ্জিনে নেশনস শব্দের উপস্থিতি তুলে ধরছে। তা সঠিকও হতে পারে, আবার ...!!! অর্থাৎ, সার্চ ইঞ্জিনই সঠিক বানানের মাপকাঠি নয়! অভিজ্ঞতা বলে একটা কথা আছে না!! সুতরাং, প্রশাসকমণ্ডলীসহ অভিজ্ঞজনদেরকে এ বিষয়ে স্বীয় মতামত পেশসহ প্রয়োজনীয় সংশোধনী আনবেন আশা করি। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৬:২৫, ২১ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

তাহলে, আমি নেশন্স নামেই সবগুলিকে নামকরণ করে ফেলি। --Leemon2010 (আলাপ) ১৬:৩১, ২১ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Nomination of জলমোরগ for deletion[সম্পাদনা]

A discussion is taking place as to whether the article জলমোরগ is suitable for inclusion in Wikipedia according to Wikipedia's policies and guidelines or whether it should be deleted.

The article will be discussed at Wikipedia:Articles for deletion/জলমোরগ until a consensus is reached, and anyone is welcome to contribute to the discussion. The nomination will explain the policies and guidelines which are of concern. The discussion focuses on high-quality evidence and our policies and guidelines.

Users may edit the article during the discussion, including to improve the article to address concerns raised in the discussion. However, do not remove the article-for-deletion template from the top of the article.  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:২৪, ২৬ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Suvray। Bellayet-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৬:০৮, ২৭ জানুয়ারি ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।[উত্তর দিন]

বেলায়েত (আলাপ | অবদান) ১৬:০৮, ২৭ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আলাপ:বাংলা ভাষা আন্দোলন#পর্যালোচনা সংক্রান্ত পাতায় নতুন বার্তা এসেছে। নাসির খান সৈকতআলাপ ১৯:৫৮, ১ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন ইউজার নেম[সম্পাদনা]

সুব্রতদা, আপনি নতুন ব্যবহারকারী নামের আবেদন করেছিলেন। আপনার সে আবেদনের ভিত্তিতে নতুন নামে আপনার সকল কর্মকান্ড সরিয়ে নেওয়া হয়েছে। তাই অনুগ্রহ করে আপনি নতুন ইউজারনেম দিয়ে উইকিপিডিয়ায় লগইন করুন এবং সম্পাদনা করুন। যদি আপনি পুরাতন ইউজারনেম ব্যবহার করেন তাহলে তা আপনার সম্পাদিত কর্মতালিকায় যোগ হবে না, এবং যোগ করা সম্ভব হবে না। পুরাতন ইউজার নেমটি এখন একেবারে নতুন একটি অ্যাকাউন্টে পরিণত হয়েছে। তাই এটি আর ব্যবহার না করাই শ্রেয় হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ আপনাকে, বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করানোর জন্যে। বিদ্যুৎবিভ্রাটজনিত কারণেই এরূপ ঘটেছে। ইউজার নেম চেঞ্জ করেছি যা বাংলা উইকিতে এখন কাজ করছে। কিন্তু ইংরেজি উইকিতে নতুন ইউজার নেম এখনো কাজ করছে না কেন? বোধকরি বৈশ্বিকভাবে একীভূত হয়নি! পুরনো নামেই চালাতে হচ্ছে তাতে। একটু দৃষ্টি দেবেন কি? - Suvray ১৬:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)

এই লিঙ্কে ক্লিক করে অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টটি বৈশ্বিকভাবে একীভূত করে নিন। তাহলেই কাজ করবে।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৫৭, ৫ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

বেলায়েত ভাই, নির্দেশনামাফিক একীভূত করেছি। কিন্তু, বৈশ্বিকভাবে আমার অংশগ্রহণের কোন উপাত্ত নেই অর্থাৎ, নতুন ইউজার দেখাচ্ছে। বিষয়টি দেখবেন সকলেই আশা করছি! - Suvray ০৯:২৫, ৫ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)

সুব্রতদা, আপনি যদি বৈশ্বয়িকভাবে পুরনো অ্যাকাউন্টটি নতুন অ্যাকাউন্টে একীভূত করতে চান তাহলে আপনাকে একজন স্টুয়ার্ডের সাহায্য নিতে হবে। আমি শুধু বাংলা উইকিপিডিয়ায় আগের অ্যাকাউন্টকে নতুন নামে একীভূত করেছি। যদি আপনি অন্যান্য উইকিপিডিয়ায় বা উইকিপ্রকল্পেও এ সুবিধা চান তাহলে স্টুয়ার্ডের সাথে যোগাযোগ করুন। তানভীর এ বিষয়ে আপনাকে সাহায্য করতে পারবে বলে আমি আশা করি, কারণ তানভীর একজন স্টুয়ার্ড। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১২, ৫ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা ভাষা আন্দোলন - আলোচনায় দ্রুত অংশগ্রহনের অনুরোধ[সম্পাদনা]

আলাপ:বাংলা ভাষা আন্দোলন পাতার আলোচনায় দ্রুত অংশগ্রহনের অনুরোধ করছি। --নাসির খান সৈকতআলাপ ০৮:৫১, ১০ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আলাপ:বাংলা ভাষা আন্দোলন#নির্বাচিত নিবন্ধ হিসাবে স্বীকৃতি অনুচ্ছেদে নতুন আলোচনা। --নাসির খান সৈকতআলাপ ১৭:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা অনুবাদ[সম্পাদনা]

Preliminary এর ভালো বাংলা কি হবে, বলতে পারেন? (টেমপ্লেট:বিপিএল প্লেঅফ এর জন্য) Leemon2010 (আলাপ) ১৭:০০, ১২ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Preliminary অর্থ প্রাথমিক, প্রারম্ভিক; তবে সংশ্লিষ্ট টেমপ্লেটে সুষ্ঠু ও সঠিক প্রয়োগ করতে হবে [প্রাথমিক পর্ব] বা প্রথম পর্ব। ধন্যবাদ সহযোগে - Suvray ১৭:১৫, ১২ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)
প্রাথমিক পর্ব এইটাই দিয়েছি। আপনাকে ধন্যবাদ। --Leemon2010 (আলাপ) ১৭:২৩, ১২ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

নোটিশ[সম্পাদনা]

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় নির্বাচিত নিবন্ধের প্রস্তাবনা: বাংলা ভাষা আন্দোলন। আপনাকে ধন্যবাদ। বেলায়েত (আলাপ | অবদান) ১৮:১২, ১৩ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যাখ্যা[সম্পাদনা]

সুপ্রিয়, Suvray। Nhasive-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
সুপ্রিয়, Suvray। উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

--লিমন আলাপ ১৮:৫৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

হরি দিন তো গেল[সম্পাদনা]

নমস্কার,
আপনি কি এই গান-টি সম্পর্কে কিছু প্রকাশিত বিশ্বস্ত তথ্য সংগ্রহে সাহায্য করতে পারেন?
--টিটো দত্ত (কথা) ২২:১৭, ৭ মার্চ ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ টিটো,
আপনার আগ্রহের জন্যে।
দেহতত্ত্বের গানে আমার তেমন আগ্রহ না থাকলেও সৌভাগ্যবশতঃ গানটি গৃহে সংরক্ষিত আছে। মুদ্রিত নয়; কিন্তু হস্তলিখিত! গীতিকার - কাজল ফকিরচাঁন। এর বেশী আমার অজানা।
- Suvray ০৩:৫১, ৮ মার্চ ২০১৩ (ইউটিসি)
আমি এই গান-টার কথা বলছি। এই স্থানে মাস কয়েক আগে আমি একটি খসড়া শুরু করি, তবে এতে হবে না, অন্ততঃ ১৫০০+ বর্ণ চাই DYK-র জন্য, প্রকাশিত নির্ভ্রযোগ্য তথ্য সহ। দেখি কী করি! এই-টি শুনে দেখতে পারেন--টিটো দত্ত (কথা) ১৪:৫৩, ৮ মার্চ ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

২০১৩-র শাহবাগ আন্দোলন পর্যালোচনা প্রয়োজন[সম্পাদনা]

২০১৩-র শাহবাগ আন্দোলন নিবন্ধের বিষয়বস্তু সব মুছে দেয়া হয়েছে অনিবন্ধিত কোন এক ব্যবহারকারী কর্তৃক। আপনি যেহেতু রোল ব্যাকার তাই সর্বশেষ দুইটি সম্পাদনা বাতিল করার অনুরোধ করছি।--Hopeoflight (আলাপ) ০৫:৩১, ১৫ মার্চ ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

বানান সমস্যা[সম্পাদনা]

নেভিগ্যাশনাল / ন্যাভিগেশানাল এর মধ্যে কোনটা সঠিক? এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি। গুগল ট্রান্সলেটের টা যে ঠিক না, তাও মানি। আপনাকে জিজ্ঞেস করার কারন গুগল ট্রান্সলেট অনুযায়ী অনেকগুলি বিষয়শ্রেণী:বিশ্বকাপ ক্রিকেটের দল ন্যাভিগেশানাল বক্স তৈরি করা হয়েছে। চিন্তা করেছি, যেটা ঠিক তা নিয়ে এই বিষয়শ্রেণীর জন্য পুনঃ নাম তৈরি করব। --—লিমন— ১ আলাপ ১৮:০০, ৩০ মার্চ ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

বানানগতভাবে প্রথমটি অর্থাৎ 'নেভিগ্যাশনাল' সঠিক। দ্বিধা-দন্দ্বে ভুগবেন না। আপনার দৃষ্টিকোণে যা সঠিক হবে বলে ধারণা করবেন, তা-ই ইনপুট করুন একান্ত আত্মবিশ্বাস নিয়ে। আর, ভুল হলে তো অন্যান্য ব্যবহারকারীরা রয়েছেনই। তবে, প্রত্যেক ব্যবহারকারীরই উচিত হবে অভিধান ব্যবহার করা। ধন্যবাদ আপনাকে, আপনার আগ্রহ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্যে। - Suvray ০২:৪২, ৩১ মার্চ ২০১৩ (ইউটিসি)
তাহলে আমি সঠিক নামেই বিষয়শ্রেণীগুলি তৈরি করা শুরু করি। আর আমার মনে হয়ে, নেভিগ্যাশনাল বক্সেস না দিয়ে নেভিগ্যাশনাল বক্স দিলে ভালো হয়। ধন্যবাদ —লিমন— ১ আলাপ ১৭:০৬, ৩১ মার্চ ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
তবে ... তা-ই হ-উ-ক!!! - Suvray ১৮:১৫, ৩১ মার্চ ২০১৩ (ইউটিসি)

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Suvray। উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Subrata Roy (প্রশাসক) ২ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৮:০৪, ১২ এপ্রিল ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

বেলায়েত (আলাপ | অবদান) ১৮:০৪, ১২ এপ্রিল ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

প্রশাসকত্ব[সম্পাদনা]

সুব্রতদা, বাংলা উইকিপিডিয়ায় আপনার প্রশাসক হওয়ার আবেদন সফল হয়েছে। সে প্রেক্ষিতে আপনাকে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক করা হয়েছে। প্রশাসক হিসেবে কাজ শুরু করা আগে এই পাতাটি যত্ন এবং মনযোগ সহকারে পড়ে নেবার অনুরোধ করছি। শুভেচ্ছা রইলো।--বেলায়েত (আলাপ | অবদান) ১৮:৫০, ১৯ এপ্রিল ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ বেলায়েত ভাই, ব্যুরোক্র্যাটসুলভ মনোভাবের পাশাপাশি বাংলা উইকিপিডিয়ার একনিষ্ঠ শুভাকাঙ্খী হিসেবে দ্রুত প্রশাসকত্বের আবেদনটির নিষ্পত্তি ঘটানোয়। আশাবাদী ও বিশ্বাসী যে, উইকি সম্প্রসারণে অন্যান্য ব্যুরোক্র্যাট/প্রশাসকগণ আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সহযোগে - Subrata Roy ০৩:৪৩, ২০ এপ্রিল ২০১৩ (ইউটিসি)

যোগাযোগ[সম্পাদনা]

সুব্রত দা..বাংলা উইকিপিডিয়ার ১১তম প্রশাসক হিসেবে অভিনন্দন..আপনাকে একটা মেইল করেছি..একটু দেখুন প্লিজ..--নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৯:২২, ২০ এপ্রিল ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আবারো ধন্যবাদ জানাচ্ছি হাছিব ভাই, আপনার অভিনন্দন বার্তা প্রেরণে। ধন্যবাদ সহযোগে - Subrata Roy ১২:৩২, ২০ এপ্রিল ২০১৩ (ইউটিসি)

পিপীলিকা[সম্পাদনা]

এই সাইটটি শুধুমাত্রা বাংলা উইকিপিডিয়ার তথ্য প্রদর্শন করে, কিন্তু কোনোভাবে এরা বাংলা উইকিপিডিয়া বা কোনো উইকিপিডিয়ার সাথে সম্পৃক্ত নয়। আমি বিষয়শ্রেণীটি অপসারণ করেছি যা পাঠককে একটি ভুল ধারণা দিতো।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:১১, ২১ এপ্রিল ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ বেলায়েত ভাই, শাব্দিক অর্থের ভিন্নতার দরুণ বিষয়টির দিকে দৃষ্টি নিবদ্ধ ও আকর্ষণ করায়। তাহলে কি অন্য আরো একটি বিষয়শ্রেণী দেয়া যায় না? যেমন ধরুন: [[বিষয়শ্রেণী:উইকিপিডিয়া অবয়বধারী ওয়েবসাইট]], [[বিষয়শ্রেণী:উইকিপিডিয়ার তথ্য প্রদর্শনকারী ওয়েবসাইট]] কিংবা [[বিষয়শ্রেণী:উইকিপিডিয়া প্রতিফলনকারী ওয়েবসাইট]] -এর যে কোন একটি! কাজ করলেই কেবল আলোচনা-সমালোচনার জন্ম হতে পারে। বিজ্ঞতা ও অভিজ্ঞতার সুন্দর প্রতিফলন ঘটানোর মাধ্যমে উইকি সম্প্রসারণ ও গ্রহণযোগ্যতার পরিবেশ সৃষ্টিকল্পে আপনার দৃষ্টিভঙ্গীর সুন্দর ও যথার্থ দৃষ্টিভঙ্গীর জন্যে আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি। শুভেচ্ছা সহযোগে - Subrata Roy ১৩:৩০, ২১ এপ্রিল ২০১৩ (ইউটিসি)

আসলে থার্ড পার্টি কোন সাইটের ক্ষেত্রে এ ধরনের বিষয়শ্রেণী প্রযোজ্য নয়। বিশ্বের প্রায় সবগুলো সার্চ ইঞ্জিনই উইকিপিডিয়ার তথ্য প্রকাশ করে। এছাড়াও বিভিন্ন বিষয়ে আরও হাজারও (আসলে লক্ষাধিক) সাইট উইকিপিডিয়ার তথ্য প্রদর্শন করে। এ ধরনের কোন বিষয়শ্রেণীর কোনো প্রয়োজন রয়েছে বলে আমার মনে হয় না।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৩৬, ২১ এপ্রিল ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ আপনাকে, স্বীয় মতামত ব্যক্ত করায়। - Subrata Roy ১৩:৫১, ২২ এপ্রিল ২০১৩ (ইউটিসি)

অভিনন্দন[সম্পাদনা]

সুব্রতদা, প্রশাসক হওয়ার জন্য আপনাকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনার বলিষ্ঠ লেখনী সবার অনুকরণীয়। (Mohd. Toukir Hamid (আলাপ) ১৫:২৭, ২২ এপ্রিল ২০১৩ (ইউটিসি))[উত্তর দিন]

ধন্যবাদ তৌকির ভাই, আপনার অভিনন্দন বার্তা প্রয়োগে। উইকিকে সমৃদ্ধকরণের দৃঢ় প্রত্যয় নিয়েই কিন্তু আমার যৎকিঞ্চিৎ অংশগ্রহণ! আপনার অংশগ্রহণও কিন্তু কোন অংশে কম নয়। আন্তরিকভাবে আশাবাদী সকলে মিলে যদি কিছুটা স্বার্থক সময় ব্যয় করি, তবে সেদিন খুব বেশী দূরে নয় যখন উইকির গ্রহণযোগ্যতা ফুঁটে উঠবে স্ব-মহিমায়। আবারো ধন্যবাদ আপনাকে - Subrata Roy ১৬:১০, ২২ এপ্রিল ২০১৩ (ইউটিসি)

page protection[সম্পাদনা]

Hi, can you please log ´´Bangladesh´´ page as protected or semi-protected ! there is lot of incorrect edit in this page.anyone can edit anything in this page! (like urdu is official language of bangladesh!!!!!!!!!!!!) I have already correct this one. thanks

উইকিউপাত্ত অনুবাদ[সম্পাদনা]

বিরক্ত করার জন্য দুঃখিত। এখানে Roads task force এবং road items ধারা কি বুজাচ্ছে অর্থাৎ এটির অনুবাদ কি হবে? লিমন ১৬:১৪, ২৩ এপ্রিল ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

লিমন, 'Roads task force' শব্দগুচ্ছের সম্ভাব্য অর্থ হতে পারে - [প্রাথমিক কাজ] / প্রাথমিক কার্যপ্রণালী / চলন্ত কাজ / দ্রুত কার্যপদ্ধতি ইত্যাদি..। অন্যদিকে 'road items' শব্দগুচ্ছের জন্য [প্রাথমিক বিষয়] কিংবা চলন্ত বিষয় ইত্যাদি প্রয়োগ করা যেতে পারে। তবে অভিজ্ঞদেরও এ বিষয়ে সম্পৃক্ত হবার প্রয়োজন রয়েছে বলে ধারণা করি; বিশেষ করে এ ধরনের অপরিচিত টার্মের জন্যে!! যে-কোন প্রশ্নই নির্দ্বিধায় করতে পারেন আপনিসহ যে-কেউই। আর, আপনার নামটি পর্দায় লমিন হয়ে ফুটে উঠছে বোধকরি রঙের বিন্যাসের জন্য; যা হয়তো আপনার পর্দায় সঠিক দেখাচ্ছে, এমনকি সম্পাদনামোডেও সঠিক দেখাচ্ছে। তবে, বিরক্ত ভাবলে কি প্রশ্ন দু’টোর উত্তর দিতে পারতাম! - মিষ্ট শুভেচ্ছা সহযোগে - Subrata Roy ১৬:৪৯, ২৩ এপ্রিল ২০১৩ (ইউটিসি)
আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় এগুলির অর্থ অন্যকিছু হবে। এতক্ষণ এই পাতার অন্য বিষয়গুলি দেখছিলাম। সবগুলি "রোড/রাস্তা"- এ জাতীয় বিষয়ের উপর। যেমন: এটি লিমন ১৭:১৫, ২৩ এপ্রিল ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]