নীতি কবিতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(নীতি-কবিতা থেকে পুনর্নির্দেশিত)

নীতি কবিতা গল্প, কাহিনী বা নিছক কলাশিল্প যার সাহায্যে কবি জ্ঞানগর্ভ নীতিকথা বা তত্ত্ব প্রচার করে থাকেন। ভালো

উপযোগিতা[সম্পাদনা]

নীতিকথার তীব্রতা কল্পনার স্পর্শে যাতে কোমল ও কান্তরূপ পরিগ্রহ করে, তা-ই কবির উদ্দেশ্য হওয়া উচিত। অর্থাৎ, জ্ঞানের কথা, নীতির কথা বা তত্ত্বকথাকে কবিত্ব-সুষমায় মণ্ডিত করতে না পারলে এই জাতীয় কবিতা ব্যর্থ হতে বাধ্য।[১]

ব্যবহার ক্ষেত্র[সম্পাদনা]

পোপের এসে অন ক্রিটিসিজম; কবি মাইকেল মধুসূদন দত্তের রসাল ও স্বর্ণলতিকা; কৃষ্ণচন্দ্র মজুমদারের সদ্ভাবশতক; রঙ্গলালের নীতিকুসুমাঞ্জলি; রবীন্দ্রনাথের কণিকা, জুতা আবিষ্কার; কুমুদরঞ্জনের শতদল, যদি; রজনী সেনের অমৃত নীতি কবিতা শ্রেণীর অন্তর্ভুক্ত।

রবীন্দ্রনাথ ঠাকুরের 'জুতা আবিষ্কার' কবিতাটিতে কবি গল্পের সাহায্যে নীতি প্রচার করেছেন। এছাড়াও, সুরেন মজুমদারের মাদকমঙ্গলও একখানা নীতিকাব্য

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সাহিত্য-সন্দর্শন", শ্রীশচন্দ্র দাশ, বর্ণ বিচিত্রা, ঢাকা, ৬ষ্ঠ সংস্করণ, ১৯৯৫, পৃষ্ঠা-৭৪