উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Suvray (প্রশাসক) ২
- নিচের আলোচনাটি প্রশাসকত্বের একটি সফল আবেদন হিসেবে সংগৃহীত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না।
- সমর্থন — ৬; বিরোধিতা — ০; নিরপেক্ষ — ০। প্রশাসকত্বের আবেদন সফল হিসেবে সমাপ্ত। — --বেলায়েত (আলাপ | অবদান) ০৬:২৩, ২০ এপ্রিল ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
প্রশাসকত্বের আবেদনের সরঞ্জাম | |
---|---|
সম্পাদনা সংখ্যা | |
নিবন্ধ তৈরি করেছেন | |
সম্পাদনা সারাংশ ব্যবহার | |
মাস অনুসারে | |
বৈশ্বিক অবদান | |
বৈশ্বিক তথ্য |
এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (৬/০/০); শেষ হবে:১৯শে এপ্রিল ২০১৩
মনোনয়ন
বাংলা উইকিপিডিয়ার সম্প্রসারণ, গ্রহণযোগ্যতার পরিবেশ সৃষ্টি, ভাবমূর্তি রক্ষার স্বার্থেই আমার অংশগ্রহণ। বিশাল এ জ্ঞানরাজ্যে খানিকটা অংশগ্রহণ করতে পেরে আমি সত্যিকার অর্থেই আনন্দিত ও গর্বিত। আশা আছে, উইকির মানকে আরো অনেক উঁচুতে নিয়ে যাবার। দীর্ঘদিন যাবৎ উইকির সার্বিক মান উজ্জ্বীবিতকরণে বৈচিত্র্যপূর্ণ নিবন্ধ সৃষ্টির পাশাপাশি অন্যান্য কার্যক্রমেও যথাসম্ভব অংশগ্রহণ করে আসছি। ব্যক্তিগত সীমাবদ্ধতাসহ সময় সঙ্কীর্ণ থাকা স্বত্ত্বেও আপ্রাণ চেষ্টা চালাচ্ছি এর মান ও গ্রহণযোগ্যতার পরিবেশ সৃষ্টি করতে। বর্তমানে আগ্রহী ব্যবহারকারীর সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে; পাশাপাশি ধ্বংসপ্রবণতাও বেড়েছে ততোধিক পরিমাণে। ধ্বংসপ্রবণতা প্রতিরোধসহ উইকিটুলসের যথাযথ প্রয়োগ এবং ব্যবহারের মাধ্যমে বাংলা উইকিকে তার ইপ্সিত লক্ষ্য ও গতিশীলতার স্বার্থে প্রশাসকের জন্য আবেদন করছি। আন্তরিকভাবে আশাবাদী ও বিশ্বাসী যে, প্রশাসক হবার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় নিজেকে আরো মেলে ধরতে পারবো যা উইকি সম্প্রসারণে দ্রুত ও ফলপ্রসূ ভূমিকা রাখতে সক্ষম হবে। নিয়মিত ব্যবহারকারীগণ স্বতঃস্ফূর্তভাবে তাঁদের সুচিন্তিত মতামতের যথাযথ প্রতিফলন ঘটিয়ে আমার প্রশাসকত্বের অত্র আবেদনটির দ্রুত নিষ্পত্তিপূর্বক বাংলা উইকিকে আরো গতিশীল রাখতে সচেষ্ট হবেন - এ প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ সহযোগে - Subrata Roy ১৯:৫৯, ১১ এপ্রিল ২০১৩ (ইউটিসি)
আবেদনকারীর প্রতি প্রশ্ন
- সুব্রতদা, বাংলা উইকিপিডিয়ার রক্ষণাবেক্ষণের বিভিন্ন ক্ষেত্রে (যেমন টেকনিক্যাল, নিবন্ধ পর্যালোচনা, ভ্যান্ডাল রোধ, অফলাইন প্রচারণা, নতুন ব্যবহারকারী তৈরি ইত্যাদি) কাজে আগ্রহী আরও স্বেচ্ছাসেবক এবং প্রশাসকের প্রয়োজন রয়েছে। প্রশাসকত্ব অর্জনে আপনি বাংলা উইকিপিডিয়ার কোন কোন ক্ষেত্রে কাজ করতে আগ্রহী?--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৩৬, ১২ এপ্রিল ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- ধন্যবাদ বেলায়েত ভাই, আপনার চমকপ্রদ ও জ্ঞানগর্ভ একগুচ্ছ প্রশ্নমালার জন্যে! সময়ানুসারেই উইকির ন্যায় বিশাল জ্ঞানসমুদ্রের বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করছি। নির্দিষ্ট কোন ক্ষেত্রে সীমাবদ্ধ রাখছি না নিজেকে। উইকি সম্প্রসারণে যতটুকু বিলিয়ে দেয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করি, সেখানেই আমার বিচরণ - তা নিশ্চয়ই পুরনো ও অভিজ্ঞ ব্যবহারকারী হিসেবে আপনিসহ নিয়মিত ব্যবহারকারীগণ লক্ষ্য করে থাকবেন। যদি প্রশাসকত্বের মর্যাদায় আমাকে অধিষ্ঠিত করা হয়, তাহলে নিবন্ধ পর্যালোচনা, ধ্বংসপ্রবণতা রোধসহ বিভিন্ন ক্ষেত্রে উইকিবাসী আমাকে পাবে - এ বিশ্বাসবোধে বলীয়ান আমি। - Subrata Roy ১৯:৫১, ১২ এপ্রিল ২০১৩ (ইউটিসি)
- উইকিপিডিয়ায় প্রশাসকত্ব অর্থ হল, একজন উইকিপিডিয়ানের পাশাপাশি বাড়তি দায়িত্ব কাঁধে নেওয়া বা প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। নিয়মিত এই বাড়তি দায়িত্ব আপনার সাধারণ সম্পাদনায় ব্যাঘাত সৃষ্টি করতে পারে। নিয়মিত সম্পাদনা এবং এই বাড়তি দায়িত্ব পালন। এ ব্যাপারে আপনি কতটুক আশাবাদী এবং বর্তমান ও ভবিষ্যতে মোটামুটি সপ্তাহে কতটুকু সময় আপনি উইকিপিডিয়ায় ব্যয় করতে পারবেন?--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৩৬, ১২ এপ্রিল ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- প্রশাসকত্বের আবেদনে এ বিষয়টি আমি কিঞ্চিৎ তুলে ধরেছি। আমি আসলে কথায় নই, কাজে বিশ্বাসী। প্রতিশ্রুত যে-কোন দায়িত্বই যতটুকু করা সম্ভব, ততটুকুই করি কিংবা তারচেয়েও বেশী - তা নিশ্চয়ই উইকিবাসী অবগত আছেন। প্রশাসকত্ব অর্থই হলো দায়িত্বশীল ভূমিকা পালন করা; এবং আমি তা যথাসাধ্য ও আন্তরিকভাবেই সম্পন্ন করতে পারবো বলে বিশ্বাসী। নিয়মিত সম্পাদনা করা ও প্রশাসকের দায়িত্ব পালন - এ দু’টো বিষয় আমাতে তেমন প্রভাব ফেলতে পারবে না বলেই মনে হয়। সময় দেয়ার বিষয়ে ব্যাখ্যা দেয়া ভীষণ দুষ্কর ব্যাপার। এ মুহুর্ত পর্যন্ত বোধকরি শীর্ষস্থানেই অবস্থান করছি। তারুণ্যে উজ্জ্বীবিত মনতো, তাই উইকি সম্প্রসারণে সপ্তাহে গড়পড়তা ৩০-৫০ ঘন্টা স্বার্থক সময় ব্যয় করে থাকি। তবে, শরীর-স্বাস্থ্য-মন, বৈদ্যুতিক পরিবেশ, কর্মজগৎ ইত্যাদিও অনেকাংশে সময়কে বেশ নিয়ন্ত্রণ করে। - Subrata Roy ১৯:৫১, ১২ এপ্রিল ২০১৩ (ইউটিসি)
- বাংলা উইকিপিডিয়ায় আপনি একজন নিয়মিত ব্যবহারকারী। বাংলা উইকিপিডিয়াকে আপনি ভবিষ্যতে কেমন দেখতে চান? সে প্রেক্ষিতে আপনার পরিকল্পনা কি?--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৩৬, ১২ এপ্রিল ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- আসলে নিয়মিত ব্যবহারকারী শব্দটির পরিবর্তে আমি মূলতঃ শুভানুধ্যায়ী শব্দটিতেই স্বাচ্ছন্দ্যবোধ করি বেশী। বাংলা উইকির পাশাপাশি ইংরেজি, উইকিসঙ্কলন, উইকিকমন্স ইত্যাদিতেও বেশ খানিকটা সময় ব্যয় করতে হয়। তবে সর্বাগ্রে মাতৃভাষা বাংলার শুভাকাঙ্খী হিসেবে এবং সকলের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় উইকির পরিবেশকে আলোকোজ্জ্বল করতে চাই ঈশ্বরপ্রদত্ত জ্ঞানভাণ্ডারকে স্বতঃস্ফূর্তভাবে বিলিয়ে দেয়ার মাধ্যমে। সেলক্ষ্যে, উইকিসম্প্রদায়ের সম্মানিত ব্যবহারকারীদের সাথে নিয়ে স্বার্থক উইকি গড়ে তুলতে আরো উন্নততর ও গ্রহণযোগ্যতার পরিবেশ সৃষ্টি করতে চাই। আপনাকে ধন্যবাদ। - Subrata Roy ১৯:৫১, ১২ এপ্রিল ২০১৩ (ইউটিসি)
সমর্থন
- সমর্থন--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:০৩, ১৫ এপ্রিল ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে বাংলা উইকিপিডিয়া..সে সঙ্গে কাজও বাড়ছে..আমাদের আরো নিয়মিত কয়েকজন প্রশাসক প্রয়োজন..আশা করছি এ তালিকায় যুক্ত হয়ে সুব্রত দা সর্বোচ্চ সহযোগিতা করে যাবেন..শুভ কামনা..--নুরুন্নবী চৌধুরী হাছিব • আলাপ • ০৭:৪০, ১৬ এপ্রিল ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন--লিমন ১২:২১, ১৬ এপ্রিল ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- সমর্থন-- তাইফ সাহেদ (আলাপ) ১৪:২০, ১৬ এপ্রিল ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- আপনাদের প্রত্যেককেই অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতাজ্ঞাপন করছি। সবিশেষ ধন্যবাদ জানাচ্ছি বেলায়েত ভাই-কে, যিনি স্ব-প্রণোদিত হয়ে অত্র আবেদনটিকে প্রাণবন্তঃ ও সজীবকরণে প্রয়াস চালিয়েছেন নিরন্তর। আন্তরিকভাবে আশাবাদী যে, অন্যান্য ব্যবহারকারীগণও তাদের স্বীয় মতামত এবং উদার দৃষ্টিভঙ্গী প্রতিফলনের মাধ্যমে আমার এ আবেদনে বলিষ্ঠ ভূমিকা পালনপূর্বক স্বেচ্ছাশ্রমে গড়া বাংলা উইকিপিডিয়াকে গতিশীল রাখবেন। ধন্যবাদসহ - Subrata Roy ১৭:০৮, ১৬ এপ্রিল ২০১৩ (ইউটিসি)
- সমর্থন— সুব্রতদা'র উইকি-সম্পাদনা অনেক বেশি আবেগপ্রবণ। তাঁর প্রশাসকত্বের গুণ কেমন, তা জানি না, তবু পুরোন, সক্রীয় এবং বিপুল কাজ করার একজন কারিগর হিসেবে তাঁর প্রতি সমর্থন জানালাম। শুধু অনুরোধ থাকবে তাঁর উইকি-আবেগ যেন প্রশাসকত্বের সুচিন্তিত, সুকঠিন গুরু-দায়িত্ব থেকে টলাতে না পারে। :) অগ্রিম শুভ কামনা রইলো, দাদা। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:০৩, ১৮ এপ্রিল ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- ধন্যবাদ মঈনুল ভাই, আপনার সুচিন্তিত রায় প্রদানের জন্যে। আমি > আবেগ > উইকি - এ ত্রয় মিলেই সুব্রত; তবে যথাসাধ্য চেষ্টা চালাবো যাতে উইকি > আপনারা > আমিকে নিয়ে নতুন ভূমিকায় অবতীর্ণ হতে পারি ও একান্তই বাংলা উইকিপিডিয়াকে ঘিরে। আবারো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ভালবাসায় গড়া সুন্দর মতামত প্রতিফলনের জন্যে! - Subrata Roy ১৫:৫৯, ১৮ এপ্রিল ২০১৩ (ইউটিসি)
- সমর্থন -- আমি ঠিক ১১ তারিখেই দেশের বাইরে গিয়েছিলাম, তাই এতদিন দেখার সুযোগ হয়নি। আজ কিছুক্ষন আগে ফিরেছি। প্রস্তাবে পূর্ণ সমর্থন দিচ্ছি। --নাসির খান সৈকত • আলাপ • ১৬:৩৪, ১৯ এপ্রিল ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- আপনাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। - Subrata Roy ০৩:২৭, ২০ এপ্রিল ২০১৩ (ইউটিসি)
বিরোধিতা
মন্তব্য
- সুব্রতদা, আপনার ব্যবহারকারী পাতাতে আপনার সম্পর্কে কোন তথ্য নেই। আমার মতে একজন প্রশাসকপ্রার্থীকে অবশ্যই আস্থাভাজন হওয়া উচিত। আর এর শুরুটাই হল তার ব্যবহারকারী পাতায় তার বিস্তারিত তথ্য রাখা, যেখানে অন্য ব্যবহারকারীরা তার সম্পর্কে জানতে পারবে। অনুগ্রহ করে ঐ পাতাতে আপনাকে উপস্থাপন করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৪৫, ১২ এপ্রিল ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
- বিষয়টিতে দৃষ্টি নিবদ্ধ করায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। উক্ত পাতায় প্রয়োজনীয় সম্পাদনা করা হয়েছে। ধন্যবাদ সহযোগে - Subrata Roy ১৯:৫৮, ১২ এপ্রিল ২০১৩ (ইউটিসি)