আলাপ:অ্যালেকজান্ডার ফ্লেমিং

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নামের বানান[সম্পাদনা]

আলেকজান্ডার গ্রাহাম বেলঅ্যালেকজান্ডার ফ্লেমিং - উভয়ই স্কটিশ, তাঁদের বানান একই হওয়ার পরও কেন এমন অবস্থা হলো অনুবাদ করার সময়? - Ashiq Shawon (আলাপ) ২০:০৩, ২৭ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

আগ্রহোদ্দীপক ও চিত্তাকর্ষক বিষয়ে জিজ্ঞাসু দৃষ্টিভঙ্গীতে অগ্রসর হওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আসলে নাম তো নাম-ই। নামতো অনুবাদ হয় না। কিন্তু একই নামকে যখন দু'ভাবে লেখা হয়, তাতে পাঠক/ব্যবহারকারীদের মনে অবশ্যই প্রশ্নসূচক দৃষ্টিভঙ্গী আসবে। সচরাচর [Alexander = আলেকজান্ডার] নামেই আমরা জানি। আমারতো মনে হয়, নিবন্ধ প্রণেতা তার মনগড়া অথবা উচ্চারণগত কারণে নিবন্ধের এরূপ নামকরণ করেছেন ও রিডাইরেক্ট করেছেন আলেকজান্ডার ফ্লেমিং নামে। সুতরাং, প্রত্যেক ব্যবহারকারীর উচিত হবে বিদেশী_শব্দের_প্রতিবর্ণীকরণ অংশের মাধ্যমে কিছুটা ধারণা লাভ করা। ব্যক্তিগত মত হচ্ছে - অ্যালেকজান্ডার ফ্লেমিংকে রিডাইরেক্টে রেখে তাঁর মূল নাম আলেকজান্ডার ফ্লেমিং-এ নিবন্ধের নামকরণ করা। এ বিষয়ে প্রশাসকমণ্ডলীসহ নিয়মিত ব্যবহারকারীদেরকে তাদের মূল্যবান মতামতের প্রতিফলন ঘটানোর প্রয়োজন রয়েছে বলে ধারণা করি। - সুব্রত রায় (আলাপ) ১৩:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
মার্কিন উচ্চারণ রীতি অনুসরণ করলে "অ্যালেকজান্ডার", ব্রিটিশ রীতি অনুসরণ করলে "আলেকজান্ডার" —যেটা ভালো লাগে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৪৪, ৪ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
এটাতো ভালো লাগা বা খারাপ লাগার বিষয় নয়; একটা নির্দিষ্ট নিয়ম / বানান রীতির বিষয়। এরকম কিছু-কি আমরা এখানে মেনে চলতে পারিনা? Ashiq Shawon (আলাপ) ১৭:৩৬, ১৪ অক্টোবর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

যান্ত্রিক অনুবাদ[সম্পাদনা]

@AhonaRaidah: শুভেচ্ছা নেবেন। আলি করিমি নিবন্ধটি উইকিপিডিয়ায় সম্প্রসারিত করার জন্য ধন্যবাদ জানাই। নিবন্ধটির ঐ অংশ, যা আপনি অনুবাদ করেছেন, তা গুগল ট্রান্সলেটর দিয়ে অনুবাদ করা হয়েছে। এই অংশগুলো যান্ত্রিক অনুবাদ হওয়ায় তা বোধগম্য নয়। এমতাবস্থায় আগামী এক সপ্তাহের মধ্যে নিবন্ধের মধ্যে থাকা যান্ত্রিকতা সরিয়ে বোধগম্য ভাষায় লেখার জন্য অনুরোধ জানাই। নতুবা এক সপ্তাহ পরে নিবন্ধটির যান্ত্রিক অংশগুলো মুছে ফেলা হতে পারে। আপনার এক সপ্তাহের অধিক সময় প্রয়োজন হলে জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ। — অংকন (আলাপ) ০৯:৩৪, ৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]