বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Sabuj Barua

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্যবহারকারী সবুজ [প্রত্যয়ন] বড়ুয়া'র আলাপ পাতা এটি। আপনার যেকোনো নতুন কথা বা আলাপ-আলোচনা যোগ করুন এখানে ক্লিক ঃ)। ধন্যবাদ।

স্বাগতম বার্তা

[সম্পাদনা]

প্রিয় Sabuj Barua, উইকিপিডিয়াতে আপনাকে    স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •   Bangla script display helpPlease follow these guidelines to install Bangla Unicode viewing and typing support on your computer.
  •   টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল    আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt - Shift - x চাপুন চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল #wikipedia-bn (ওয়েব ক্লায়েন্ট) ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 

--জয়ন্ত (আলাপ | অবদান) ১৫:৪১, ৫ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

নির্ভয়ে কাজ শুরু করে দিন

[সম্পাদনা]

আপনাকে উইকিপিডিয়ায় স্বাগতম। উইকিপিডিয়ায় নির্ভয়ে কাজ শুরু করে দিন, বিপদে পড়লেই সহায়তা হাজির হয়ে যাবে ইনশাল্লাহ। আপাতত প্রস্তুতি হিসেবে আপনি জয়ন্তদা'র দেয়া স্বাগতম বার্তাটি মনোযোগ দিয়ে পড়ে নিন। আশা করি এর পরে আর জিজ্ঞাস্য থাকবে খুবই কম। :) —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৮:২৩, ১১ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

  • শুরুতেই ক্ষমা প্রার্থণা করছি: আমার নাম বাংলায় আমি মঈনুল ইসলাম -এভাবে লিখি। :)
  • টেমপ্লেটের ব্যাপারটি আসলে নিবন্ধের জন্য মুখ্য নয়। আপনি টেমপ্লেট ছাড়াও চমৎকার পূর্ণাঙ্গ নিবন্ধ তৈরি করতে পারেন। তারপরও আপনার জিজ্ঞাসার প্রেক্ষিতে বলি: বাংলা উইকিপিডিয়ায় ইতোমধ্যে কাজ হয়েছে এমন টেমপ্লেটগুলো অনুবাদ করা হয়েছে, হচ্ছে। তাই আপাতত ও বিষয়ে আপনার চিন্তিত হবার কোনোই কারণ নেই। আপনি যে কাজটি খুব সহজে করতে পারেন, তা হলো, আপনি একটি বিদ্যমান নিবন্ধে কাজ শুরু করুন। অথবা ইংরেজি উইকিপিডিয়া থেকে একটি নিবন্ধ বাংলায় অনুবাদ করা শুরু করে দিন। উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ। এখানে একটা ওপেন সিক্রেট হলো, কোনো নিবন্ধের লেখা, কোড হুবহু কপি করে আপনি অন্যত্র ব্যবহার করতে পারেন শেয়ার এ্যালাইক লাইসেন্সের অধীনে। সে হিসেবে আপনি ইংরেজি উইকিপিডিয়া থেকে হুবহু লেখা কপি করে এনে তার মাঝে অনুবাদ চালাতে পারেন। এতে যদি কোনো টেমপ্রেট তৈরি করার দরকার হয়, আমরা তো আছিই আপনাকে সহায়তা করার জন্য। কেউ না কেউ ঠিকই ঐ সময় আপনার সহায়তায় এগিয়ে আসবেন। আর কিভাবে টেমপ্লেট তৈরি হয়, সেটাও আপনার জানা হয়ে যাবে। :)
  • টেমপ্লেট যোগ করার কাজটি, আগেই বলেছি, গৌণ। বাংলা উইকিপিডিয়ায় ইয়াহিয়া নামে একজন অবদানকারী আছেন যিনি নিয়মিত এ কাজে সহায়তা করে আসছেন। সুতরাং সময় হলেই আপনার কাছে সাহায্য যে চলে আসবে, সেটা আমি আশা করতেই পারি।
  • ইংরেজি উইকিপিডিয়া ইংরেজিভাষীর জন্য আলাদা, বাংলা উইকিপিডিয়া বাংলাভাষীর জন্য আলাদা। তাই আপনি ইংরেজি উইকিপিডিয়ার Edit মোডে গিয়ে অনুবাদ করে ফেললে, সেটা ইংরেজি উইকিপিডিয়ার ঐ নিবন্ধটিতে অনুবাদ হবে, বাংলা উইকিপিডিয়ার নিবন্ধে কোনো প্রভাব ফেলবে না। আপনি যে কাজটি করতে পারেন, তা হলো: ইংরেজি উইকিপিডিয়ার Edit মোডে গিয়ে যাবতীয় লেখা কপি করে এনে আপনার কাঙ্ক্ষিত বাংলা নিবন্ধে পেস্ট করতে পারেন, তবে সেক্ষেত্রে আগের থেকে থাকা কোনো লেখা যেন বাদ না যায়। তারপর তাতে অনুবাদ চালাতে পারেন। সেক্ষেত্রে আরো কিছু সহায়তার প্রয়োজন হবে, সময় হলেই ইনশাল্লাহ তা দেবার আগ্রহ রাখি।
  • মূল ইংরেজী প্রবন্ধটির তথ্যসূত্রসহ সকল কিছু ভাষান্তরিত গ্রহণযোগ্য কিনা জানতে চাই। নির্ভরযোগ্য হলে কেন গ্রহণযোগ্য নয়?
  • আপনার প্রশ্নটা যদি আমি ঠিকমতো বুঝে থাকি, তাহলে: আবশ্যকীয় নিবন্ধ উইকিপিডিয়ার মিনিমাম একটা রিকোয়্যারমেন্ট। সেখানে আমাদের হস্তক্ষেপের সুযোগ নেই। আমরা যা করতে পারি, সেখানে উল্লেখিত লাল লিংকগুলোতে ক্লিক করে একেকটা নিবন্ধ শুরু করতে পারি ও সেগুলোকে পূর্ণতাস্তরে উন্নীত করতে পারি। আপনার প্রশ্নটা আরো একটা কথার ইঙ্গিত বহন করে, তার উত্তর: আবশ্যকীয় নিবন্ধ তালিকায় উল্লেখ নেই, এমন নিবন্ধের বাইরেও আপনি নিবন্ধ তৈরি করতে পারেন, যদি তা উইকিপিডিয়ার নীতি অনুসারে উল্লেখযোগ্য হয় ও নির্ভরযোগ্য সূত্র থেকে সুপ্রমাণিত হয়।
  • আরেকটা পরামর্শ: আপনি যেকোনো আলাপ পাতায় যখনই কোনো বক্তব্য রাখবেন, তখন আলাপ লেখার শেষে চারটি টিল্ডা চিহ্ন (~~~~) দিন। এতে আলাপের শেষে আপনার স্বাক্ষর যোগ হবে। :)
  • কাজ শেখার খুব সহজ একটা তরীকা হলো প্রতিষ্ঠিত ভালো নিবন্ধগুলো বের করে সেগুলোকে সম্পাদনা মোডে নিয়ে সেগুলোর কলকব্জা দেখে নেয়া। অনেক খুটিঁনাটি আইডিয়া হবে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ: তাই বলে সম্পাদনা মোডে গিয়ে ইচ্ছামতো সম্পাদনা করবেন না। :)
 —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১১:৪৫, ১১ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন
  • নিয়ম জিনিসটাই খুব কড়া। শুনতে কড়া লাগে, শুনলে মন খারাপ হয়ে যায়, তবু নিয়মকে শ্রদ্ধা না করে উপায় নেই। আমাকে প্রথম প্রথম ভুল ধরিয়ে দিতে একটা কথা শেখানো হয়েছিল: অন্য কোনো পাতায় আছে বলে আপনি আরেকটা পাতায় তা যোগ করার অধিকার পেয়ে যান না -এর মানে হলো: অনেক নিবন্ধই আছে যেগুলোতে রিভিউ করা সম্ভব হয়নি, ভুলচুক ঠিক করা হয়নি। তাই সেখানকার ভুল জিনিসটাকে তুলে এনে বসিয়ে দেয়াটা ঠিক না। যা ঠিক, তা হলো: নিয়মতান্ত্রিকতা অনুসরণ করে যা করা উচিত, তা করা। আপনাকে কথাগুলো বলছি, কারণ আপনি যে ব্যক্তির কথা বলছেন, আমি তাঁকে চিনি না। সেক্ষেত্রে ইংরেজি উইকিপিডিয়ায় কারো সম্বন্ধে নিবন্ধ শুরু করা হয়েছে বলে তাঁর সম্বন্ধে বাংলা উইকিপিডিয়ায়ও নিবন্ধ শুরু করা যাবে -এমনটা ভাবা ঠিক হবে না, বরং সর্বক্ষেত্রে নিয়মটাই (উল্লেখযোগ্যতা) থাকবে সবার আগে। তাই আপনার আলোচ্য ব্যক্তি (সম্ভবত ইনি) যদি উইকিপিডিয়ার ব্যক্তিক উল্লেখযোগ্যতা নিশ্চিত করেন তবে লিখতে কোনো বাধা নেই। যেহেতু B. R. Ambedkar একজন ভারতরত্ন প্রাপ্ত ব্যক্তি, সুতরাং অবশ্যই স্থান পেতে পারেন।
  • আপনি ইংরেজি উইকিপিডিয়া থেকে Infobox-টা কপি করে বসান, তারপর প্রয়োজনীয় অনুবাদ করুন। কাজ না হলে তখন প্রয়োজনীয় সহায়তা করা হবে ইনশাল্লাহ। এখন সব বলে বোঝানো যাবে না।
  • বাংলা উইকিপিডিয়ার সম্পাদনার মূল/প্রধান পাতা থাকলে জানাবেন কি? হয় প্রশ্নটা আমি বুঝিনি, আর যদি বুঝে থাকি, তাহলে এরকম কিছু নেই। যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা আপনি খেলাঘরে করে দেখতে পারেন।
  • স্বাক্ষর দিতে পাঁচটি নয়, চারটি টিল্ডা ব্যবহার করুন। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:১০, ১১ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

কীভাবে একটি পৃষ্ঠা সম্পাদনা করবেন

[সম্পাদনা]

উইকিপিডিয়া:কীভাবে একটি পৃষ্ঠা সম্পাদনা করবেন পাতাটা দেখুন।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৯:৩৭, ১১ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

সহায়তা

[সম্পাদনা]

"আলোচনা ও সম্পাদনার ইতিহাসের সারাংশগুলো দেখুন।" - কোন পাতার, বুঝতে পারছি না। আপনি কি ভীমরাও রামজি আম্বেডকর পাতাটির কথা বলছেন? ইনফোবক্সে কাজ করা লাগবে কি? দয়া করে একটু স্পষ্ট করুন, আমি যদি পারি তো সহায়তা করি, যদি না পারি, তো অন্য কাউকে সহায়তা করতে বলি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:০৭, ১৩ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

তুরিন

[সম্পাদনা]

আপনি তুরিনে থাকেন জেনে খুব ভালো লাগলো। একটা ঐতিহাসিক শহর। আপনি কি জানেন, তুরিনে খ্রিস্টধর্মের একটা বিখ্যাত জিনিস আছে, যা খুব ঘটা করে প্রদর্শন করা হয়, সচরাচর দেখা যায় না? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:১৮, ১৪ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

বিখ্যাত "তুরিনের কাফন"- The Shroud of Turin, তুরিন ক্যাথেড্রালে রাখা (আমার ভুল না হলে)। সম্ভবত তা সাধারণ্যের জন্য উন্মুক্ন না, অনেক বছর পরপর তা একদিন ঘটা করে জনগণকে দেখানোর ব্যবস্থা করা হয়। কেউ কেউ বিশ্বাস করেন, কাফনটি যিশুখ্রিস্টের [আ.]। অবিশ্বাসীদের সংখ্যাও নেহাত কম না। কারো মতে এটা লিওনার্দো দা ভিঞ্চির ক্যামেরা অবস্কিউরার একটা ধোঁকা। তবে যারই হোক, আর যেভাবেই তৈরি করা হোক, কাফনটা ইন্টারেস্টিং। উইকিপিডিয়া আর্টিকলটা পড়ে দেখতে পারেন (ওটা অবশ্য আমিও পড়িনি)। ভালো থাকুন। তুরিন শ্রাউডের কোনো খবর পেলে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু... :)। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:১৩, ১৫ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

জুন, ২০১১

[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যদিও যে-কেউ এখানে গঠনমূলক সম্পাদনা করতে পারেন, কিন্তু কমপক্ষে আপনার সাম্প্রতিক একটি সম্পাদনা গঠনমূলক হিসেবে বিবেচিত হয়নি এবং তা বাতিল করা হয়েছে। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও কোনো গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। ধন্যবাদ। (প্রত্যয়ন) ২০:৪০, ১৪ জুন ২০১১ (ইউটিসি)

স্বাক্ষর

[সম্পাদনা]

আপনার স্বাক্ষরটি ঠিক হচ্ছে না। দয়া করে চারটি টিল্ডা (~) পর পর দিয়ে স্বাক্ষর দিন। আপনার এখনকার স্বাক্ষরে আপনার ইউজার নেইম দেখাচ্ছে না। ফলে মন্তব্যটি কার, তা বোঝার উপায় নেই। --রাগিব (আলাপ | অবদান) ২১:১৩, ১৪ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

অনেক ধন্যবাদ, এখন ঠিক আছে। পুরানো স্বাক্ষর আর ঠিক করার দরকার নাই। --রাগিব (আলাপ | অবদান) ১৮:২০, ১৫ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

লেখক ক্যাটাগরী

[সম্পাদনা]

ডেল কার্নেগী নামে কোনো নিবন্ধই বাংলা উইকিপিডিয়ায় পেলাম না। আপনার প্রশ্নটি আমার কাছে পরিষ্কার না। আমি যা বুঝেছি, তার সারমর্ম হলো, আপনি বিষয়শ্রেণী:লেখক পাতায় ডেল কার্নেগী নামটা যোগ করতে চাচ্ছেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে, যেকোনো লেখকের নাম-নিবন্ধ পাতায় (নাম-নিবন্ধ বলতে "ডেল কার্নেগী" বা "মুহম্মদ জাফর ইকবাল" ইত্যাদি বোঝানো হচ্ছে) [[বিষয়শ্রেণী:লেখক]] যোগ করে দিলেই তা বিষয়শ্রেণী:লেখক পাতায় স্থান করে নেয় নিজে নিজে, আলাদা করে যোগ করতে হয় না। বিষয়শ্রেণী পাতায় নিবন্ধের নাম আলাদা করে যোগ করা লাগে না।
আপনার উত্তরটা যদি আমি ঠিকমতো না বুঝে থাকি, তাহলে দয়া করে কোন পাতার ব্যাপারে কথা বলছেন, তার লিংকটি সরবরাহ করুন। কোনো URL শেয়ার করার জন্য [http://google.com] এভাবে HTTPসহ লিখুন, আর উইকির কোনো পাতা শেয়ার করতে চাইলে [[নিবন্ধের নাম]] এভাবে লিখুন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১১:৩৫, ২৪ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

আপনি আবশ্যকীয় নিবন্ধ পাতার শুরুতেই একটা কথা লেখা দেখবেন: তালিকাটিতে সাধারণত প্রায় ১,০০০ টি অতি গুরুত্বপূর্ণ ভুক্তি অন্তর্ভুক্ত হয়। আমি গুণে দেখিনি, তবে ধরে নিচ্ছি, বর্তমানে সেখানে ১,০০০টি গুরুত্বপূর্ণ নিবন্ধের নাম উল্লেখিত আছে। তাই নতুন করে সেখানে নাম যোগ করা যাবে না (কারণ তা ১,০০০+ হয়ে যাবে)। তবে একথা অনস্বীকার্য যে, সেখানে নামোল্লেখ ব্যাতিরেকেও আপনি ডেল কার্নেগী নিবন্ধ অনায়াসে শুরু করতে পারেন, উপযুক্ত তথ্যসূত্রসহকারে। :)  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:২৪, ২৭ জুন ২০১১ (ইউটিসি)উত্তর দিন

ডেল কার্নেগী প্রসঙ্গে

[সম্পাদনা]
  • ডেল কার্নেগী নামটি সঠিক কিনা যাচাই করে বিষয়শ্রেণী:লেখক ক্যাটাগরীতে কীভাবে পরিবর্তন করবো?
  • ইনফোবক্স প্রকাশিত হচ্ছে না কেন বুঝতে পারছি না?
  • ফুটনোটও সংযুক্ত করতে সমস্যা হচ্ছে।

সাহায্য করুন। ধুন্যবাদ।--Sabuj Barua (আলাপ) ১১:৫১, ২৭ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন

ডেল কার্নেগি-ই সঠিক। সঠিক নামে তাই নিবন্ধটি সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়শ্রেণী যোগের জন্য লিখুন: [[বিষয়শ্রেণী:বিষয়শ্রেণীর নাম]]। ইনফোবক্স প্রদর্শিত না হওয়ার কারণ সম্ভবত ঐ ইনফোবক্সে সমস্যা আছে। দেখতে হবে। ফুটনোট বা পাদটীকা ঠিকই আছে। আপনি যোগ করলেই প্রদর্শিত হবে। আমি নিবন্ধটিতে কিছু পরিবর্তন করেছি যা এখানে দেখতে পাবেন। আর {{সাহায্য করুন}} টেমপ্লেটটি {{t1|সাহায্য করুন}} ভাবে নয় বরং {{সাহায্য করুন}} ভাবে লিখুন। — তানভিরআলাপ১০:৩৬, ২৭ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ ভাইয়া, কিন্তু কিভাবে নাম পরিবর্তন করা হয়, জানালে ভালো হত। আর বাকি সম্পাদনায় সাহাজ্য আশা করছি।--Sabuj Barua (আলাপ) ১১:৫১, ২৭ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
  • bacon, lard ও improvisation এর সঠিক বাংলা কি হবে?
bacon অর্থ হলো: লবণে জারিত কিংবা ধূমশোধিত (পিঠ বা পাশের) শূকরমাংস। কিন্তু এতো কথা বলার মতো বাংলা কোনো পারিভাষিক প্রতিশব্দ নেই। তাই পাশে বেকন-ও উল্লেখ করা হয়েছে। আপনি ব্যতিক্রম করতে চাইলে লিখতে পারেন: "লবণজারিত শুকরমাংস", নতুবা সিম্পলি লিখুন "বেকন"।
lard অর্থ হলো: রান্নার কাজে ব্যবহৃত শূকরচর্বি। আপনি "শূকরচর্বি" লিখতে পারেন।
improvisation অর্থ হলো: "প্রত্যুৎপন্ন", "উদ্‌ভাবনা"। যেহেতু শব্দগুলো সবার কাছে পরিচিত নয়, তাই আপনি শব্দটা উল্লেখ করে বর্ণনা করে দিতে পারেন: তাৎক্ষণিক রচনা বা গড়ে ফেলার ক্ষমতা।
সহায়তা নিলাম বাংলা একাডেমী English to Bangla Dictionary'র। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:৩৫, ৩০ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন
ইনফোবক্সটিতে কোনো একটা অন্তর্নিহীত ঝামেলা আছে। তানভির ভাই উইকিপিডিয়ার সবগুলো টেমপ্লেটে কাজ করছেন। একটার সাথে আরেকটা সম্পর্কিত তো, তাই হতে পারে কোনো একটা সম্পর্কিত টেমপ্লেট ঠিক হয়ে গেলে ইনফোবক্সটি ঠিক হয়ে যাবে। কিছুদিন অপেক্ষা করার অনুরোধ করবো। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:৩৫, ৩০ জুলাই ২০১১ (ইউটিসি)উত্তর দিন

প্রশ্নগুলোর উত্তর

[সম্পাদনা]

প্রিয় সবুজ, ভালো আছি আলহামদুল্লিলাহ। তোমার প্রশ্নগুলোর উত্তর (যতটুকু আমি জানি) দিচ্ছি:

  1. বাংলা উইকিপিডিয়ার এ্যাকাউন্টটি যদি একীভূত লগইন এ্যাক্টিভেটেড হয়, তবে ইংরেজি উইকিপিডিয়ায়ও সমানভাবে কার্যকর। এ্যাকাউন্টটি কি একীভূত লগইন এ্যাক্টিভেটেড কিনা, তা জানতে লগইন করার পর উপরে ডানে "আমার পছন্দ" ট্যাবে যেতে হবে। সেখানে "ব্যবহারকারীর প্রোফাইল" ট্যাবের অধীনে প্রধান "এ্যাকাউন্টের অবস্থা:" অংশটি দেখতে হবে। তবে আমার মনে হচ্ছে আপনার এ্যাকাউন্টটি একীভূত লগইন এ্যাক্টিভেটেড, কারণ এখানে সেরকমই দেখতে পাচ্ছি। আপনি লগইন থাকা অবস্থায় ইংরেজি উইকিপিডিয়ায় গিয়ে সেটা পরীক্ষাও করে নিতে পারেন।
  2. বাংলা উইকিপিডিয়ায় ছবি-ভিডিও যোগ করতে বাম পাশে 'সরঞ্জাম' অংশের "আপলোড" বোতামটি চাপতে হবে। তারপর বিভিন্ন লাইসেন্সের অধীনে ছবি-ভিডিও-অডিও আপলোড করা যায়। এই যাবতীয় জিনিসগুলোকে একত্রে "মিডিয়া" বলা যায়। ছবির ক্ষেত্রে রেযোল্যুশনের কোনো বাধাধরা নিয়ম নেই। ভালো রেযোল্যুশন হলে অবশ্যই উত্তম এবং অধিক ব্যবহারোপযোগী। আপলোড করার সময়ই মিডিয়ার সাপোর্টেড ফর্মেটগুলো দেখাবে। ছবির ক্ষেত্রে JPG, GIF, PNG এগুলো সবই সাপোর্ট করে। অডিও'র ক্ষেত্রে OGG ফরম্যাট হলো মুক্ত ফরম্যাট, তাই অডিওকে ogg-তে কনভার্ট করে আপলোড করতে হবে (এই ব্যাপারটি মাত্র সেদিন তানভির ভাই আমাকে শিখিয়েছেন: এই আলোচনাটি কাজে লাগবে)। ভিডিও'র ফরম্যাট এখনও জানি না। (মিডিয়া আপলোডের একটি উত্তম স্থান হলো উইকিমিডিয়া কমন্স। সেখানে যে মিডিয়া যোগ করা হবে, তা সারা বিশ্বের যেকোনো উইকিপিডিয়ায় ব্যবহার করা যায়। তাই ব্যতিক্রম বাদে উন্মুক্ত মিডিয়া সেখানে আপলোড করা যেতে পারে। সেখানে এখন খুব সহজতর একটা আপলোড উইযার্ড যুক্ত হয়েছে, আশা করি আপনার বুঝতে কষ্ট হবে না। মিডিয়া আপলোডের সময় সবচেয়ে জনপ্রিয় লাইসেন্স হচ্ছে "ক্রিয়েটিভ কমন্স এ্যাট্রিবিউশন শেয়ার এ্যালাইক"। তাছাড়া "পাবলিক ডোমেইন" ছাড়াও আছে আরো বেশ কিছু লাইসেন্স।)
  3. মিডিয়া আপলোডের সময় শুধু বাংলায় নয়, ইংরেজি, এমনকি উইকিপিডিয়া যতগুলো ভাষায় আছে প্রত্যেকটা ভাষায় আলাদা আলাদাভাবে বিবরণ যোগ করা যায়। উত্তম হচ্ছে ইংরেজিটা অবশ্যই যোগ করা, যাতে যেকোনো ভাষার মানুষই মিডিয়াটি বুঝে ব্যবহার করতে পারবে। তবে মিডিয়াটি নিবন্ধে যোগ করার সময় আলাদাভাবে ক্যাপশন যোগ করতে হয়, তখন যে ভাষার উইকিপিডিয়া, ক্যাপশনটি সে ভাষায় লেখাই নিয়ম।
  4. এই প্রশ্নটার ব্যাপারে আমি সম্পূর্ণ ওয়াকিবহাল নই। আমি তানভির ভাই, বেলায়েত ভাই, কিংবা রাগিব ভাই অথবা জয়ন্তদা-কে অনুরোধ করবো উত্তরটা দেয়ার। তানভির ভাই হেমায়েত ভাইয়ের আলাপ পাতার এই পরামর্শটি দিয়েছিলেন, সেখানকার আলোচনাটা আপনার কাজেও লেগে যেতে পারে।
  5. যেকোনো সাইট থেকে উন্মুক্ত ছবি উইকিপিডিয়ায় যোগ করা যাবে। সেক্ষেত্রে ছবিটি উন্মুক্ত হতে হবে। নতুবা উক্ত অবদানকারীর অনুমতিসাপেক্ষ হতে হবে। ছবিটি কম্পিউটারে নামিয়ে নিয়ে তারপর আপলোড উইযার্ড ব্যবহার করে যথাযথ লাইসেন্সের অধীনে আপলোড করা যাবে।
  6. এ্যানিমেশন সাধারণত এনিমেটেড জিআইএফ কিংবা উন্মুক্ত ভিডিও ফরম্যাটে আপলোড করা যাবে।
  7. অনেকগুলো কাজ, যা বারবার করতে হয়, সেরকম কাজগুলোকে একত্র করে একটা নির্দিষ্ট ফরম্যাট বানিয়ে ফেলাই হলো টেমপ্লেট। ব্যাপারটা অনেকটা এরকম: একটা ছবি আঁকতে বারবার রং তৈরি করতে হয়। তখন আপনি একটা ড্রয়ারে রং গুলে রেখে দিলেন। যখন দরকার হয় শুধু সেখান থেকে একটু শেয়ার করলেন। টেমপ্লেট তৈরির প্রক্রিয়াটি একটু জটিল। আপনি বিদ্যমান টেমপ্লেটগুলো সম্পাদনা মোডে নিয়ে গেলে ভেতরকার কোডগুলো দেখতে পারবেন। তবে টেমপ্লেটে না জেনে সম্পাদনা করাটা ঠিক হবে না, কারণ একটা ট্যামপ্লেটের সাথে অনেক অনেক নিবন্ধের সংযোগ থাকতে পারে। যেকোনো নিবন্ধে টেমপ্লেট কল করার একটা সহজ প্রক্রিয়া হলো : {{টেমপ্লেট:টেমপ্লেটের নাম}} লিখা।
  8. "প্রবন্ধের গ্রহণযোগ্যতা" কথাটা পরিষ্কার হলো না। আপনি যদি উল্লেখযোগ্যতা বোঝাতে চান, তবে আপনি তা এখানে জানতে পারবেন।
  • "Chautauqua" সম্বন্ধে American Heritage Dictionary-তে যে ব্যাখ্যাটি পেলাম, তা হলো: The Chautauqua movement of adult education, offering a range of cultural, religious, and recreational activies, was founded in 1874 at the resort village of Chautauqua on the northwest shore of the lake. সুতরাং এই মুভমেন্টের প্রভাষককে "চৌতকুয়া প্রভাষক" বলতে পারেন।
  • সাধারণত ওয়েস্টার্ণ গল্পে র‌্যাঞ্চ হাউজের কথা পড়েছি। রেঞ্চ হাউজ হলো "খামারবাড়ি"। সুতরাং রেঞ্চার হলেন "খামারবাড়ির মালিক"। আপনি মূলানুগ "রেঞ্চার"ও লিখতে পারেন। বাংলাদেশে সেবা প্রকাশনী এই ইংরেজি শব্দটির বহুল ব্যবহার "রেঞ্চার"ই করে।

আপনি শব্দার্থের ক্ষেত্রে গুগলের সহায়তা নিতে পারেন। সেক্ষেত্রে আপনি আরো পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তথ্য জানতে পারবেন খুব সহজেই।  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৩৩, ২ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন

অর্ণবদা আর সামীরুদ্দৌলা'র আলোচনাটি রীতিমতো শিক্ষণীয় ও অনুসরণযোগ্য। তবুও যদি ঝামেলা হয়ে থাকে, তাহলে আপনি যে ধারা অনুসরণ করছেন, মানে Dodecanese-কে ডোদেকানিজ লিখতে চাচ্ছেন কিংবা Tianjin-কে তিয়ানজিন লিখছেন, -এই ধারাটি চালিয়ে নেয়া যায়, কেননা এর সাথে মূলের পার্থক্য খুব সামান্য। উইকিপিডিয়ায় কোনোই বিশেষজ্ঞ নেই, বরং বিশেষজ্ঞরা চাইলে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখতে পারেন, যেমন আলোচনা আমরা অর্ণবদা আর সামীরুদ্দৌলার আলোচনায় দেখেছি। সুতরাং আপনি-আমি সেই দিন পর্যন্ত অপেক্ষা করবো যে, কেউ একজন বিশেষজ্ঞ আমার ভুলটি ঐদিন ধরিয়ে দিবেন। কিন্তু বাংলা উইকিপিডিয়ায় অবদানকারীই খুব কম। বিজ্ঞজন আরো কম। এমতাবস্থায় আমাদের আসলে আলোচনাস্বাপেক্ষ তুলনামূলক সঠিকটি অনুসরণ করেই চলতে হবে। কবে যে রিভিউ হবে, তার ঠিক-ঠিকানা নেই। তাই বলে আশাহারা হলে চলবে না। কাজ চালিয়ে যেতে হবে যথাসম্ভব তুলনামূলক সঠিকতা নিশ্চিতপূর্বক। যেমন: Deutschland যে ডাচল্যান্ড নয় বরং ডশল্যান্ড, সেটা আমরা কম-বেশি সবাই জানি। তাই এক্ষেত্রে ডাচল্যান্ড না লিখে ডশল্যান্ড লিখবো। কিন্তু যেক্ষেত্রে জানিনা, সেক্ষেত্রে ডাচল্যান্ড লিখেই (যদিও সেটা ভুল হচ্ছে) কাজ চালিয়ে যাবো। সন্দেহ হলে সংশ্লিষ্ট আলাপ পাতায় বার্তা রাখবো, পরবর্তি কারো জন্য (যেমনটা আপনি করছেন)। আরেকটা কথা: অনুবাদ, মূলানুগ হচ্ছে কিনা এটা রিভিউ করার দরকার আসলে উইকিপিডিয়ায় নেই। কারণ এখানে মূল বা কপিরাইটকৃত মূল জিনিস বলে কিছু নেই যে মূলানুগ রাখতে হবে। যে জিনিসটা সাধারণত আমরা সবাই অনুসরণ করি, তা হলো প্রাঞ্জলতা। লেখা প্রাঞ্জল হচ্ছে কিনা, লেখা পড়ে মর্মার্থ উদ্ধার করা যাচ্ছে কিনা, কিংবা লেখাতে শুদ্ধতা আছে কিনা -এগুলোই মুখ্য। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:৫০, ৩ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন
* বিশ্ব স্বাস্থ্য সংস্থার লিঙ্কটিতে তিনের অধিক লিঙ্কটি কিভাবে প্রকাশ করবো? এভাবে - [[WHO|World Health Organization|ডব্লিউএইচও|বিশ্ব স্বাস্থ্য সংস্থা]]
  • তিনের অধিক লিংক একই লিংকে যোগ করার প্রয়োজনটা ঠিক বুঝলাম না। আপনি একটা সংস্থার মূল নিবন্ধে লিংক যোগ করলেই কাজ হয়ে যায়। আগ্রহী ব্যক্তি ঐ নিবন্ধ থেকেই বাকিটা জেনে নিবেন।
  • সেই পুরোন কথা: যথাসম্ভব তুলনামূলক সঠিক, তুলনামূলক প্রাসঙ্গিক যেকোনোটি। আমার পরামর্শ হলো: সক্রীয় উপাদান। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:৩৩, ৫ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন

পাসওয়ার্ড ও ই-মেইল

[সম্পাদনা]

আমার জানা ভুল না হলে, লগ-ইন থাকা অবস্থায় উপরে, নিজের নামের ডানে "আমার পছন্দ" লিংকে ক্লিক করতে হবে। সেখানে প্রথম পাতায় (ব্যবহারকারীর প্রোফাইল ট্যাবে) ই-মেইল অপশন অংশে নতুন ই-মেইল ঠিকানাটা যোগ করে নিলেই চলবে। সেখানে লেখা দেখবেন, ই-মেইল (ঐচ্ছিক): এটি দেয়া থাকলে অন্যরা আপনার ব্যবহারকারী পৃষ্ঠার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। সেজন্য আপনার পরিচয় তাদের জানা থাকা লাগবেনা। সুতরাং আপনি কোনো ই-মেইল ঠিকানা না দিয়েও উইকিপিডিয়া এ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। তবে ই-মেইল দেয়া থাকলে যদি উইকিপিডিয়া এ্যাকাউন্ট-এর পাসওয়ার্ড পরিবর্তন করেন, তাহলে সেটা ঐ ই-মেইল মারফত জানিয়ে দেয়া হবে। তাই পাসওয়ার্ড পরিবর্তনের আগে সঠিক ই-মেইল ঠিকানার ব্যাপারটি নিশ্চিত হয়ে নিন। ঝামেলা মনে হলে ই-মেইল ঠিকানা না দিয়েও এ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তবে ভিতরের অন্য কোনো সুবিধা (যেমন: পাসওয়ার্ড উদ্ধার করতে পারছি না) কি এ্যাডমিনরা দিতে পারবেন কিনা, এব্যাপারে এ্যাডমিনরাই আসলে ভালো সহায়তা করতে পারবেন। আপনার সমস্যার সমাধান না হলে যেকোনো একজন এ্যাডমিনের সহায়তা চাইতে পারেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ২১:১৯, ৯ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন

Invite to WikiConference India 2011

[সম্পাদনা]

Hi Sabuj Barua,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

Talkback

[সম্পাদনা]
সুপ্রিয়, Sabuj Barua। Jayantanth-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

--জয়ন্ত (আলাপ | অবদান) ০৯:১১, ১২ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন

হতাশঃ একান্ত অভিমত

[সম্পাদনা]

মানুষ সপ্নের জাল বুনে, স্বপ্ন ভঙ্গের জ্বালা, দুঃসহ বিভীষিকাময়। অনেক আশা ছিলো, হলো না। জানি না সেই সুযোগ আবার কবে আসবে। অপেক্ষায় রইলাম।--Sabuj Barua (আলাপ) ১৯:২৩, ১৭ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন

ফন্ট সমস্যা

[সম্পাদনা]

দাদা, ফন্ট বলতে আপনি যদি বুঝিয়ে থাকেন ইন্টারনেটে ব্যবহৃত ইউনিকোড ফন্ট কোনটি, তাহলে তা হচ্ছে Vrinda, যা উইন্ডোজ এক্সপি ও পরের ভার্ষণগুলোর সাথে বিল্ট ইন থাকে। আমরা যারা অভ্র কীবোর্ড ব্যবহার করি আমাদের পিসিতে Solaimanlipi এবং SiyamRupali নামে দুটো ফন্ট থাকে, আমরা ব্রাউযারে এগুলো পছন্দ করে দিলে সে অনুযায়ী ফন্টটা বড় দেখায়। আপনি কোন ব্রাউযার ব্যবহার করছেন, জানালে উত্তর দেয়া সহজ হতো। সম্প্রতি আমি অপেরা'র সাম্প্রতিক ভার্ষণ ইন্সটল করে একই সমস্যায় পড়েছিলাম। এমনকি সেটিংস পরিবর্তন করেও লেখা বড় দেখা যাচ্ছিল না, শেষমেষ আগের ভার্ষণে ফিরে এসেছি। আমার জানামতে Chrome আর Internet Explorer-এ বাংলা সেটিংস দেয়া যায় না। আপনি যদি মুক্ত কোনো অপারেটিং সিস্টেম (যেমন: লিনাক্স) ব্যবহার করে থাকেন, তাহলে তানভির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, তিনি আমার জানামতে লিনাক্স ব্যবহার করেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১০:১৫, ১৬ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন


আপনি বরং অভ্র ইনস্টল করে দেখুন, omicronlab.com থেকে। ওটা ইন্স্টল করার সময়েই সব ফন্টের ঝামেলা মিটিয়ে দেয়ার কথা। ওদের ফন্ট ফিক্সার টুলটাও তার আগে চালিয়ে দেখতে পারেন। --রাগিব (আলাপ | অবদান) ২০:৩১, ১৭ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় প্রত্যয়ন, ইন্টারনেট এক্সপ্লোরার-এ ফন্ট বড় করে দেখানোর হয়তো, আবার বলছি হয়তো, একটা সমাধান পেয়েছি। আমার ভার্সনটা হলো 6.0, তাই আপনারটায় কাজ করবে কিনা বলতে পারছি না। ইন্টারনেট এক্সপ্লোরার খুলে Tools > Internet Options...-এ যান। General Tab-এর একেবারে নিচে চলে যান, সেখানে History সেকশনে Fonts... নামে একটা বাটন দেখতে পাবেন, ওটাতে ক্লিক করুন। তারপর নতুন উইন্ডোতে Language script থেকে Bengali পছন্দ করুন। এতে নিচের বামদিকের প্যানেলে Web page font আর ডানদিকের প্যানেলে Plain text font দেখা যাবে। আমার পিসিতে অভ্র সফটওয়্যারের ডিফল্ট ফন্ট Solaimanlipi এবং Siyam Rupali দুটোই আছে। আমি সিয়াম রুপালি'র উপরে ক্লিক করে Ok করে দিয়েছি। পরবর্তিতে দেখেছি, সেটিংসটা এভাবেই থেকে যায়। আপনি যেহেতু আনন্দপত্র ব্যবহার করেছেন, তালিকায় ওটা থাকলে ওটার উপরে ক্লিক করে ওকে করুন। এরপর মূল উইন্ডোতে Apply > Ok করে বেরিয়ে আসুন। তারপর দেখুনতো বাংলা ফন্ট বড় করে দেখা যায় কিনা? সমাধান হলো কিনা জানান। বা, এই বুদ্ধি কাজে লাগিয়ে আপনি কোনো মডিফাই করে সমাধান করলেও জানান। ভালো থাকুন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:২৪, ১৮ আগস্ট ২০১১ (ইউটিসি)উত্তর দিন

ঔষধ সম্পর্কিত বিষয়

[সম্পাদনা]

এমোক্সিসিলিন বা ঔষধ সম্পর্কিত প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমার কিছু বিষয়ে জানার রয়েছে। দয়া করে এই লিংকটির আলোচনা অংশটি দেখুন ও সাহায্য করুন। ধন্যবাদ। --Sabuj Barua (আলাপ) ০১:৩০, ৩ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

আজাকি-তে স্বাগতম!

[সম্পাদনা]

প্রিয় প্রত্যয়ন, আশা করি ভালো আছেন। নিশ্চয়ই লক্ষ করেছেন, সম্প্রতি উইকিপিডিয়ার আজাকি আবার সচল হয়েছে। কিন্তু তা সচল রাখার জন্য দরকার আজাকির জন্য অপ্রস্তুত পুরোন প্রস্তাবনাগুলোয় মতামত দেয়া, সেগুলোকে যাচাই করা আর নতুন নতুন ভুক্তি প্রস্তাব করা ও নিয়মিত নজর রাখা। প্রস্তাব করার যাবতীয় নিয়মকানুন ঐ পাতার উপরে লেখা আছে, না বুঝলে আমাকে কিংবা তানভির ভাই অথবা বেলায়েত ভাইকে জানানোর অনুরোধ থাকলো। আর বিদ্যমান নতুন ভুক্তি অ্যাবা, উজি, ইউনাইটেড স্টেটস নেভিসহ পুরোন ভুক্তি হাকালুকি হাওর ইত্যাদির উপর মতামত ও পর্যালোচনা করা যেতে পারে। আমরা সচল থাকলে, এই পাতাটিও সচল থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:১৮, ৩০ সেপ্টেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

সাহায্য করুন

[সম্পাদনা]

গড ডটার (god-daughter) এর সঠিক বাংলা কেউ জানাবেন কি? আমি এর একটি অর্থ পেয়েছি, যা "ধর্মকন্যা"। এছাড়া এর আর কোনো অর্থ আছে কি?--Sabuj Barua (আলাপ) ২৩:৩২, ১১ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

goddaughter-এর অর্থ female godchild, যার বাংলা "ধর্মকন্যা" ভুল নয় এবং সত্যের সবচেয়ে নিকটবর্তী। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:৪২, ১২ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
মইনূল ভাইয়া আপনাকে ধন্যবাদ। আপনি কেমন আছেন, জানালে খুশি হবো। - Sabuj Barua (আলাপ) ১৯:৪৩, ১৩ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
জ্বি, ভালো আছি। সামনে আমার ভাঙা হাতে পুণরায় অপারেশন করে আগের লাগানো রডটা বের করবো ইনশাল্লাহ। সেজন্য দোয়াপ্রার্থী। (পুনশ্চ, আমার মোটরসাইকেল এ্যক্সিডেন্টে ডান হাত ভেঙে গিয়েছিল প্রায় ১.৫+ বছর)। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:৫০, ১৩ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন
আশ্চযর্জনক! কাকতালীয় হলেও সত্যি যে, ১৯ই আগস্ট আমার আপন বড়-ভ্রাতার একি কারণে (ভেজপা থেকে পরে) একই হাতের কব্জির হাড় ভেঙ্গে গেছে। এই তো সেদিন ৯ই নভেম্বর তাঁর হাতের সার্জারি করা হলো। এখন রেস্টে আছেন। এখনও একটু টেনশনে আছি। যা হোক, আপনাদের দুজনের জন্য আশীর্বাদ রইল।-Sabuj Barua (আলাপ) ২১:১০, ১৩ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

ছবি আপলোড (উত্তর)

[সম্পাদনা]

তথ্য হারানোর বিষয়ে সান্তনা এবং আশার বাণী জানানোয় অনেক ধন্যবাদ, দাদা। আশা করি সত্যিই কিছু নতুন শিখবো। যাহোক, ছবি আপলোড বিষয়ে বলি, ছবি আপলোড করার আগে জেনে নিতে হবে এই নীতিমালাগুলো। সহজ করে মোদ্দাকথা বলতে বললে বলতে হয়, ছবি, ভিডিও, অডিও, এ্যানিমেশন যেপ্রকার মিডিয়াই আপলোড করেন না কেন, তা অবশ্যই মুক্ত লাইসেন্সের অধীনে হতে হবে। ছবি আপলোড করার জন্য উইকিপিডিয়া:আপলোড পাতায় গিয়ে আপলোড করতে হবে (বামদিকের প্যানেলে লিংকটা সাধারণত থাকে), এবং প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করতে হবে। তথ্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ছবির মালিক কে, ছবির লাইসেন্স কোনটি, ছবির নাম এবং বিবরণ (পাশাপাশি বিষয়শ্রেণী যোগ করলে খুব ভালো হয়)। উইকিপিডিয়া:আপলোড -এই লিংকে যে ছবি আপ করা হবে, তা কেবল বাংলা উইকিপিডিয়ায় ব্যবহার করা যাবে। যদি মনে হয় যে, এমন ছবি আপনি আপলোড করবেন, যা অন্যান্য উইকিপিডিয়ায়ও ব্যবহার করা যেতে পারে, তাহলে সবচেয়ে ভালো হয় উইকিমিডিয়া কমন্সে ছবি আপলোড করলে। কমন্সে গিয়ে বাম দিকের প্যানেলে Upload লিংকে ক্লিক করতে হবে, এরপর খুব সহজে উইযার্ড ব্যবহার করে ধাপে ধাপে ছবি আপলোড করা যাবে। উন্মুক্ত লাইসেন্সের মধ্যে Creative Commons Attribution Share Alike 3.0 লাইসেন্স বহুল ব্যবহৃত, যার মর্মকথা হলো: ছবি উন্মুক্ত, সুতরাং ব্যবহার করো, বাধা নেই, মাগার আমার নামখানা ভুলে যেয়ো না। -এমন। এছাড়াও পাবলিক ডোমেইনসহ আছে আরো কিছু লাইসেন্স। আমি প্রেফার করি কমন্সে আপলোড করাটা, কেননা সেখানে আপলোড করলে পদ্ধতিটা জানা হয়ে যাবে। যে কথাগুলো বললাম, সেগুলো উদাহরণসহ বলা আছে এখানে, দেখে নিলে ভালো হয়। ...আর কোনো প্রশ্ন থাকলে স্বাগতম! ভালো থাকুন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:৩১, ৩০ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

উল্লেখ্য, যে কথাগুলো এতক্ষণ বললাম, তা কেবল নিজের তোলা ছবি কিংবা কপিরাইটমুক্ত ছবির ক্ষেত্রে প্রযোজ্য। যদি অন্যের তোলা ছবি আপলোড করতে হয়, তাহলে উক্ত ব্যক্তির লিখিত অনুমতিপত্র উইকিমিডিয়া ফাউন্ডেশনের কাছে পাঠাতে হয়, সে আরেক হিসাব। :)  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:৩৪, ৩০ নভেম্বর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

উইকিম্যানিয়া ২০১২

[সম্পাদনা]

এবিষয়ে আমার জ্ঞান-গম্মি কম, তাই তানভির ভাইকে বলেছি, উনি সময় পেলে আপনাকে জানাবেন, ইনশাল্লাহ। আর রিকশা নিবন্ধের কাজটা দারুণ হয়েছে। চালিয়ে যান। রিকশার ইংরেজি নিবন্ধটা অনেক বড়, আমি তার থেকে খুব বেশি কিছু না নিয়েই নিবন্ধটা করেছিলাম। আরো অনেক কাজ করার আছে, সময়-সুযোগ, আগ্রহ পেলে স্বাগতম। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৮:২০, ৩ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

আর, কারেন্ট অ্যাফেয়ার্স তো পত্রিকা, আইএসবিএন না থাকারই কথা। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৮:২১, ৩ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন
এখানে সকল প্রশ্নের উত্তর পাবেন। আর বলে রাখি উইকিম্যানিয়াতে সবাই যেতে পারেন কারুর কোনো বাধা নেই।----জয়ন্ত (আলাপ | অবদান) ০৮:২১, ৩ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ইমেইল ঠিকানা

[সম্পাদনা]

আপনি দেখলাম ২০১১ সালের ১০ই সেপ্টেম্বর আমার ইমেইল ঠিকানা চেয়েছিলেন। দুঃখিত যে আমি অনেকদিন উইকি চেক করিনি। অনেক দেরিতে হলেও আসলাম অবশেষে। আমার ঠিকানা হচ্ছে muhammad2017 অ্যাট জিমেইল ডট কম। সমীকরণ সংক্রান্ত যেকোন সমস্যা হলে জানাবেন। -- মুহাম্মদ (আলাপ) ১৭:৩১, ২৩ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নতুন নিবন্ধ

[সম্পাদনা]

সবুজ ভাই,আমার শুভেচ্ছা নিবেন।আপনি যেহেতু ফার্মাকোলজিতে লেখাপড়া করছেন,সেহেতু আপনার কাছে একটি সাহায্য চাই।তা হল বিটা ব্লকার নিবন্ধটি আমরা একত্রে সম্পাদনা করতে পারি।

এ ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত কামনা করছি।

ধন্যবাদ।

ফিরতি বার্তা

[সম্পাদনা]

রাজু (আলাপ) ১৬:১৫, ২৬ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বার্তাটি সরানো হলো।Sabuj Barua (আলাপ) ২১:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

অনুল্লেযোগ্য ব্যক্তি সম্পর্কিত র্নিবন্ধ সম্পর্কে

[সম্পাদনা]

আপনি কতিপয় অনুল্লেখযোগ্য ব্যক্তি সম্পর্কে নিবন্ধ তৈরি করেছেন, যেমনঃ অমিত সানা (গায়ক)। উইকিপিডিয়ায় মূলতঃ বিশ্বমানের বা বিশ্বকোষীয় তথ্য রাখা হয়। কাজেই স্থানীয় পর্যায়ে উল্লেখযোগ্যতা বিহীন ও রাষ্ট্রীয় পর্যায়ে পুরস্কার লাভ করেননি এমন কারো নিবন্ধ উইকিতে রাখার সুযোগ নেই। এই বিষয়ে আলোচনা সভায় বিশদ আলোচনা হয়েছে এবং বর্তমানেও হচ্ছে; যোগ দিতে পারেন। - Ashiq Shawon (আলাপ) ১৮:৪৩, ২ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

Share your experience and feedback as a Wikimedian in this global survey

[সম্পাদনা]
  1. This survey is primarily meant to get feedback on the Wikimedia Foundation's current work, not long-term strategy.
  2. Legal stuff: No purchase necessary. Must be the age of majority to participate. Sponsored by the Wikimedia Foundation located at 149 New Montgomery, San Francisco, CA, USA, 94105. Ends January 31, 2017. Void where prohibited. Click here for contest rules.

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey

[সম্পাদনা]

(Sorry for writing in English)

মোঃরফিকুলসিকদার

[সম্পাদনা]

মোঃরফিকুলসিকদার সাকিব আকাউন্টটি খেলতে কি সম্যসায় হয়ছে

ফার্মাসিস্ট ট্যাগ যোগের অনুরোধ

[সম্পাদনা]

শুভেচ্ছা নেবেন। আপনার ব্যবহারকারী পাতা থেকে জানতে পারলাম আপনি একজন ফার্মাসিস্ট। অনুগ্রহ করে আপনার ব্যবহারকারী পাতায়

এই ব্যবহারকারী পেশায় একজন ফার্মাসিস্ট

কোডটি ব্যবহার করলে ফার্মাসিস্ট উইকিপিডিয়ান তালিকায় আপনার নাম চলে আসত। ধন্যবাদ।

আপনাকে ধন্যবাদ। প্রথমত আমার জানাছিল না এবং ব্যস্ততার জন্য সময় সুযোগ মত করে উঠা হয় না। এবং বাংলা উইকিপিডিয়ায় আগের মতন সময় পাওয়া ভার। চেষ্টা করছি যতদূর পারা যায় প্রবন্ধ রচনা বা অনুবাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ, আমি এখুনি যুক্ত করে দিচ্ছি।Sabuj Barua (আলাপ) ০২:১১, ২৯ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন

উপপাতায় স্থানান্তর

[সম্পাদনা]

আপনার তৈরি "নিভেথা থমাস" নিবন্ধটিতে অতিরিক্ত ইংরেজি ভাষার সংযোজন থাকায় আপনার উপপাতায় (ব্যবহারকারী:Sabuj Barua/নিভেথা থমাস) নিবন্ধটি স্থানান্তর করা হলো। ~ নাহিয়ান আলাপ ১০:২১, ১১ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

জনাব ~ নাহিয়ান আলাপ আপনাকে ধন্যবাদ আমাকে অবগত করানোর জন্য। আমি বেশ কিছুদিন ধরে উদ্বেগেরসহিত লক্ষ্য করিছি যে এই আইডি থেকে লাগাতার আমার করা কিছু সম্পাদিত বেশ কিছু পাতা স্থানান্তরিত অপরিপক্ক অনুবাদ হিসেবে স্থানান্তরিত করা হয়েছে। যদিও “কাজ চলছে” এমন ট্যাগ সংযুক্ত করা হয়েছিল। যদিও সম্পদনার জন্য পুরো পাতার স্থানান্তর আছে বলে আমি মনে করি না। এমতাবস্থায় আপনার কর্তৃক স্থানান্তরিত পাতাগুলির কোনো প্রাক্ বার্তাও পাঠানো বা দেখানো হয়নি, যাতে করে লেখক বা সম্পাদনাকারী বা অনুবাদকারী ভুলভ্রান্তি শোধরানোর সুযোগ পান। যাতে ব্যবহারকারীর অবদান আমলে নেয়া ও তার অবদান শুরক্ষিত রাখা যায়। এতে করে যাতে সম্পদনাকারীদের অনুৎসাহিত করা না হয়। এবং তাহাদের অধিকার সুনিশ্চিত হয়। পরিশেষে আপনা হতে যথাযথ কারণ দর্শানো হবে এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাকে আবারো ধন্যবাদ।--Sabuj Barua (আলাপ) ১৭:৪৯, ১৯ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Sabuj Barua: কাজ চলছে ট্যাগ বছর খানেক ধরে লাগিয়ে রাখার মানে নেই। এতোদিনে কোন সম্পাদনাও করেননি। আপনার তৈরি অসম্পূর্ণ নিবন্ধের তালিকাগুলি আজকের মাঝেই আপনার আলাপ পাতায় আমি দিয়ে দিচ্ছি, আশা করি সেগুলি সম্পূর্ণ করবেন/অনুবাদ করবেন। আর আমি যেগুলি করেছি, সেগুলোর জন্য আপনাকে জানানো হয়নি তার জন্য দুঃখিত। তবে আপনার অধিকাংশ নিবন্ধেরই বেহাল অবস্থা। আপনার উচিৎ সেগুলিতে নজর দেওয়া। ~ নাহিয়ান আলাপ ১৭:৫৩, ১৯ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আপনার নিবন্ধগুলিকে আমি পরিমার্জনের চেষ্ট করেছি, কিছু কাজও করেছিলাম। কিন্তু সব এভাবে আমার পক্ষে করা সম্ভব নয়। চলচ্চিত্র নিয়ে আগ্রহ বেশি হওয়ায় কিছু অভিনেত্রীর নিবন্ধকে আপনার উপপাতায় স্থানান্তর করে প্রথম থেকে আমি শুরু করেছি। কাজ চলছে ট্যাগ দিনের পর দিন ঝুলিয়ে রাখবেননা। নিচের আলোচনায় একটি তালিকা পেশ করেছি, আশা করি সেগুলোর অনুবাদ সপূর্ণভাবে করবেন। তাছাড়া, অনুবাদহীন পাতা প্রশাসকদের নজরে এলে উনারাই অপসারণ/স্থানান্তর/পরিমার্জনের সিদ্ধান্ত নেবেন। তাই আমি উনাদের দৃষ্টি আকর্ষনের আবেদন জানাব এবং নিজে পাতা স্থানান্তর থেকে বিরত থাকব। ধন্যবাদ। ~ নাহিয়ান আলাপ ১৮:৪১, ১৯ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Nahian: আপনার পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। প্রথমতঃ আমি কাউকে সম্পাদনায় বাধা প্রদান করিনি এবং যে কোনো সম্পাদনকারী চাইলেই আমার সম্পাদিত প্রবন্ধপাতাগুলি পরিবর্ধন বা পরিমার্জন করতে পারবে তাতে কোনো সন্দেহ নাই। তবে আমি আমার সময় ও সুযোগমতন নিজ কার্য সম্পাদন করব। এতে কারো কর্তৃক বাধ্যবাধকতা আছে বলে মনে করছি না। তবে এতটুকুই বলতে চাইছি যে, যদি উপযুক্ত কারণ দর্শানো ছাড়া যে কেউ এভাবে টুঙ্কো কারণ দেখিয়ে পাতার অবলুপ্তি ঘটায় বা ক্ষমতা দেখিয়ে অন্যের অবদানকে হেয় বা খাট করার চেষ্টা যাতে না করা হয় সেটুকুই আর্জি জানানো হচ্ছে মাত্র। কারণ যেটুকু পরিশ্রম আপনাদের লাগে ঠিক ততুটুকুই আমারও লাগে। দ্বিতীয়ত, লক্ষ লক্ষ নিবন্ধিত পাতাগুলোর সম্পাদনা বা অনুবাদের দায়িত্ব মনে করি আপনি কিংবা আমি নিয়ে রাখি নাই। তবে আপনি যত সময় দিতে চান বা পারেন অন্য ব্যবহারকারী তা নাও দিয়ে পারেন। বাংলা উইকিপিডিয়ায় ব্যক্তিবিশেষের ক্ষেত্রে কি ধরনের নীতিমালায় নিবন্ধ টিকে যায় তা আদৌ আমার বোধগম্য নয়। যেমন উদাহরণস্বরূপ ধরুন মাননীয়া মেহরীন মাহমুদ , যিনি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো জাতীয় পুরষ্কার প্রাপ্ত নয় কিন্তু উনার প্রবন্ধ দিব্যি টিকে আছেন, কিন্তু আমার কর্তৃক 'রাহুল বৈদ্য' (ভারতের আইডল অনুষ্টানের ২য় রানার আপ-এর) প্রবন্ধ একি কারণে অপ্সারিত হয় তা আমার বোধের বাইরে। যাহোক, আমি শুধু বলতে চাইছি পাতার অবলুপ্তি না করেও সম্পাদনা করতে পারেন যে কেউ। আশা করি আপনাকে বুঝাতে পেরেছে। ধন্যবাদ।--Sabuj Barua (আলাপ) ১৯:২৫, ১৯ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আপনার পক্ষে যতটুকু সম্ভব উন্নতি করুন। নিচের অনুচ্ছেদে একটি তালিকা আছে, সেটা ধরে আগাতে পারেন। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৩১, ১৯ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অসমপূর্ণ ও নিম্নমানের অনুবাদকৃত নিবন্ধগুলি সম্প্রসারণ করুন

[সম্পাদনা]

আপনার অধিকাংশ নিবন্ধেরই বেহাল অবস্থা। তন্মধ্যে কিছু নিবন্ধের তালিকা দিচ্ছি, আশা করছি শিঘ্রই সেগুলো সম্প্রসারণ ও অনুবাদ সম্পূর্ণ করার চেষ্টা করবেন:

  1. পোশানি কৃষ্ণ মুরালি
  2. অহম শর্মা
  3. ব্রজেশ হিরজী
  4. সর্ভদামন ডি ব্যানার্জী
  5. এস. শঙ্কর
  6. তৃষা কৃষ্ণন
  7. রতি পাণ্ডে
  8. শাহির শেখ
  9. বিজয় (অভিনেতা)
  10. সত্যরাজ
  11. নয়নতারা (অভিনেত্রী)
  12. ইতালির সড়ক সংকেতসমূহ
  13. ভূমিকা চাওলা
  14. পবন কল্যাণের চলচ্চিত্র তালিকা
  15. সেফালোস্পোরিন
  16. মনোজ বাজপেয়ী
  17. এন টি রামা রাও জুনিয়র
  18. পবন কল্যাণ
  19. আলী (অভিনেতা)
  20. সাক্ষী শিবানন্দ
  21. শ্রীহরি (অভিনেতা)
  22. সায়াজী শিন্দে
  23. এস. এস. রাজামৌলি
  24. নেহা শর্মা
  25. প্রভু অভিনীত চলচ্চিত্রসমূহের তালিকা
  26. সম্পদ রাজ
  27. রাকুল প্রীত সিং
  28. রাহুল বৈদ্য (গায়ক)
  29. বিক্রম (অভিনেতা)
  30. ডেভিড ব্লেইন
  31. ডায়নামো (জাদুকর)
  32. তামান্না - সহ আরো ~ নাহিয়ান আলাপ ১৮:২০, ১৯ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

[সম্পাদনা]

সুপ্রিয় Sabuj Barua,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান

[সম্পাদনা]

সুপ্রিয় Sabuj Barua,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ

[সম্পাদনা]

সুপ্রিয় Sabuj Barua,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি খসড়া:এমি জ্যাকসন সম্পর্কে

[সম্পাদনা]

সুপ্রিয় অবদানকারী, আপনার তৈরি এই খসড়াটিতে গত ৫ মাস বা এরও অধিক সময় কোনো সম্পাদনা হয়নি। লক্ষ্য করুন যে, যদি খসড়াটিকে এভাবে সম্পাদনাহীনভাবে ৬ মাস ফেলে রাখা হয় তবে WP:CSD#G13 ধারা অনুসারে এটিকে অপসারণ করা হতে পারে। KanikBot (আলাপ) ১৬:২৭, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি খসড়া:এমি জ্যাকসন অপসারণের জন্য ট্যাগকৃত

[সম্পাদনা]

আপনার তৈরি "এমি জ্যাকসন" খসড়াটি ছয় মাস ধরে কোনো সম্পাদনা হয়নি।

যেহেতু নীতিমালা অনুসারে উইকিপিডিয়ার নিবন্ধ নামস্থানের অনুপযোগী বিষয়বস্তু অসীম সময় রাখার জন্য নয়, তাই খসড়াটি অপসারণের জন্য মনোনীত হয়েছে। আপনার যদি খসড়াটি উন্নয়নের, খসড়ার সমস্যাগুলো দূর করার পরিকল্পনা থাকে, তবে এটি সম্পাদনা করুন এবং {{db-g13}}, {{db-draft}} অথবা {{db-afc}} কোড অপসারণ করলেই হবে।

যদি খসড়াটি ইতিমধ্যে অপসারিত হয়ে থাকে এবং এটি উন্নয়নের জন্য পুনরুদ্ধার করতে চান, তবে আপনি এখানে অনুরোধ করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে একজন প্রশাসক এটি পুনরুদ্ধার করে দিবেন।

আপনার অবদানের জন্য ধন্যবাদ! KanikBot (আলাপ) ০৭:০৮, ১১ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি খসড়া:নিভেথা থমাস অপসারণের জন্য ট্যাগকৃত

[সম্পাদনা]

আপনার তৈরি "নিভেথা থমাস" খসড়াটি ছয় মাস ধরে কোনো সম্পাদনা হয়নি।

যেহেতু নীতিমালা অনুসারে উইকিপিডিয়ার নিবন্ধ নামস্থানের অনুপযোগী বিষয়বস্তু অসীম সময় রাখার জন্য নয়, তাই খসড়াটি অপসারণের জন্য মনোনীত হয়েছে। আপনার যদি খসড়াটি উন্নয়নের, খসড়ার সমস্যাগুলো দূর করার পরিকল্পনা থাকে, তবে এটি সম্পাদনা করুন এবং {{db-g13}}, {{db-draft}} অথবা {{db-afc}} কোড অপসারণ করলেই হবে।

যদি খসড়াটি ইতিমধ্যে অপসারিত হয়ে থাকে এবং এটি উন্নয়নের জন্য পুনরুদ্ধার করতে চান, তবে আপনি এখানে অনুরোধ করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে একজন প্রশাসক এটি পুনরুদ্ধার করে দিবেন।

আপনার অবদানের জন্য ধন্যবাদ! KanikBot (আলাপ) ০৭:১৯, ১১ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

[সম্পাদনা]

প্রিয় সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে

[সম্পাদনা]

প্রিয় সবাই,

আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।


অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৪, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন