সর্বদমন ডি ব্যানার্জী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সর্ভদামন ডি ব্যানার্জী থেকে পুনর্নির্দেশিত)
সর্বদমন ডি. ব্যানার্জী
জন্ম (1965-03-14) ১৪ মার্চ ১৯৬৫ (বয়স ৫৮)
পেশাঅভিনেতা

সর্বদমন ডি. ব্যানার্জী (सर्वदमन D. बैनरजी) হলেন একজন ভারতীয় অভিনেতা, হিন্দি চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্র এবং তেলুগু চলচ্চিত্রে অবদানের জন্য যিনি পরিচিত হন।[১] রামানন্দ সাগর নামে একটি বিখ্যাত টেলিভিশন সিরিজে কৃষ্ণ (১৯৯৩) চরিত্রটি তাকে অধিক পরিচিতি ও জনপ্রিয় করে তোলে। তিনি আরো অনেক ছবিতে নাম ভূমিকায় করেন যেমন আদি শংকরাচারিয়া (১৯৮৩), যা জাতীয় চলচ্চিত্র পুরস্কার - সেরা ফিচার ছবি অর্জন করে, এবংস্বামী বিবেকানন্দ। ১৯৮৬ সালের ছবি সিরিভেন্নেলাতে তিনি একটি অন্ধ বাঁশি বাদকের ভূমিকা নেভান।[২]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

ব্যানার্জী জন্মেছিলেন ১৪ই মার্চ ১৯৬৫ সালে একটি সম্ভ্রান্ত বাঙ্গালি ব্রাহ্মণ পরিবারে, উত্তর প্রদেশের, উন্নাও-এর মগরওয়ারায়।তিনি কানপুরে সান্ট. আলোসিয়াস স্কুলে চলে যান, এবং পুনে ফিল্ম ইন্সটিটিউট থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। তিনি রিশিকেশ-এ ধ্যানযোগ শিক্ষা দিয়ে থাকেন।[১] সম্প্রতি উত্তরাখন্ডে তিনি একটি এনজিও সংস্থা পাঙ্ক (NGO PANKH)-কে সহায়তা করে যাচ্ছেন, যেটির কাজ হলো ২০০ জন শিশুকে বিনামূল্যে শিক্ষা প্রদান এবং 200 Slum Children and Livelihood Skills to 50 underprivileged women of Uttarakhand.

চলচ্চিত্রতালিকা[সম্পাদনা]

চলচ্চিত্র[সম্পাদনা]

বছর ছবি ভূমিকায়
২০১৬ এম.এস. ধোনি: দ্য আন্টোল্ড স্টোরি
২০০৪ Paio Maro Bhagwan
১৯৯৯ Swami Vivekananda
১৯৯১ Madhavatyana
১৯৮৭ O Prema Katha
1987 Swayam Krushi
1986 Sirivennela
1985 Shri Datta Darshanam
1985 Vallabhacharya guru
1983 Adi Shankaracharya

টেলিভিশন[সম্পাদনা]

সাল সিরিজ চরিত্র
১৯৯৩ কৃষ্ণ (টিভি সিরিজ)
১৯৯৫ অর্জুনা
২০০১ জয় গঙ্গা মাইয়া
২০০৫ ওম নামহ্‌ শিভায়

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]