বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Khaled0147

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্বাগতম!
উইকিপিডিয়া বা আমার সম্পাদনা সম্পর্কে যেকোন প্রশ্ন বা মতামত এখানে জানাতে পারেন।


Welcome to my talk page!
Feel free to use this page for any comments or questions you might have about me or my changes to Wikipedia.

Khaled

প্রাকৃতিক অভিনন্দন!

[সম্পাদনা]

সুপ্রিয় খালেদ, প্রকৃতির অপার শুভেচ্ছা আপনার প্রতি। বাংলাদেশের জাতীয় উদ্যানগুলো নিয়ে কাজ করেছিলাম একসময়। সম্প্রতি আপনাকে পাশে পেয়ে বেশ ভালো লাগছে। হয়তো একসাথে বেশ ভালো কিছু নিবন্ধ আমরা উপহার দিতে পারবো বাংলা উইকিপিডিয়াকে। সম্প্রতি আপনি কাপ্তাই জাতীয় উদ্যান, রামসাগর জাতীয় উদ্যান, ভাওয়াল জাতীয় উদ্যান নিয়ে কাজ শুরু করেছেন —এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ...তবে আপনি লক্ষ করবেন যে, আপনার নেয়া তথ্যসূত্রগুলোতে প্রচুর তথ্য থাকলেও আপনার করা নিবন্ধগুলোতে তথ্য খুব কম দিচ্ছেন আপনি। আপনার অবগতির জন্য বলছি, বাংলা উইকিপিডিয়ায় অবদানকারীর সংখ্যা খুব কম। তাই আমরা যদি নিজেদের নিবন্ধগুলোকে নিজেরাই একটু কষ্ট করে সর্বাঙ্গ সুন্দর করে ফেলতে পারি, তাহলে সেটা কিন্তু একটা মাইলফলক হয়ে দাঁড়িয়ে যায়। আমার হাতে সময় খুব-একটা নেই। তবু আমি চেষ্টা করেছি, কপিরাইট লঙ্ঘন না করে তথ্যসূত্রগুলো থেকে প্রয়োজনীয় তথ্যগুলো নিবন্ধে সংযোজনের। দেখুন এখানে, এভাবে এবং এখানে, এভাবে। আশা করি এভাবেই আপনি ভাওয়াল জাতীয় উদ্যান নিবন্ধটিকেও পূর্ণাঙ্গ একটা রূপ দিবেন। কিভাবে নিবন্ধ গোছাতে হয়, তা এই নিবন্ধ-দুটো দেখলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে, আমাকে আলাপ পাতায় জানাতে পারেন। ভালো থাকুন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:৪৯, ১৫ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

হা হা হা হা, চোরাই বুদ্ধিটা আমারও যে খুব প্রিয়। ;)  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:০২, ১৬ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ব্লগের তথ্যসূত্র

[সম্পাদনা]

প্রিয় খালেদ, চিত্রা হরিণ নিবন্ধটি দেখলাম। একটু জানিয়ে রাখা জরুরি মনে করলাম, উইকিপিডিয়ায় ব্লগকে নির্ভরযোগ্য তথ্যসূত্র মনে করা হয় না, যেমনটা মনে করা হয়না ফোরাম, সামাজিক যোগাযোগের সাইট কিংবা কোনো ব্যক্তিগত ওয়েবসাইটের তথ্যও। ভবিষ্যতের কাজগুলো সুন্দর হবে -এটাই কামনা। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১১:৩৭, ২৭ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা সারাংশ

[সম্পাদনা]

প্রিয় খালেদ, সম্পাদনার পর সম্পাদনা সারাংশ ব্যবহারের অভ্যাস করার অনুরোধ করছি। এতে আপনার কাজটি কী ধাঁচের, সে সম্পর্কে একজন রিভিউয়ার অগ্রিম ধারণা পেয়ে থাকেন। যেমন: আপনি যদি বিষয়শ্রেণী যোগ করে থাকেন, তাহলে সম্পাদনা সারাংশ হতে পারে: "বিষয়শ্রেণী যোগ"। কিংবা ঐ বিষয়শ্রেণীগুলোই সম্পাদনা সারাংশে লিখে দেয়া যায়: "[[বিষয়শ্রেণী:পাখি]]" ইত্যাদি। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৪২, ২১ এপ্রিল ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্পে আপনার মতামত প্রয়োজন

[সম্পাদনা]

প্রিয় অবদানকারী,

বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারী বৃদ্ধি ও নতুন ব্যবহারকারীদের জন্য সম্পাদনার পরিবেশ উন্নয়নের উদ্দেশ্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্প সফল করতে আপনার মতামত প্রয়োজন। ইতিমধ্যেই কিছু ব্যবহারকারী তাঁদের মতামত জানিয়েছেন। তাঁদের মতামতের প্রেক্ষিতে আমরা একটি সারকথায় উপনীত হয়েছি, যা এখানে পাওয়া যাবে

সেই সাথে সুনিশ্চিতভাবে কতোগুলো বিষয় নির্ধারণ করার উদ্দেশ্যে আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। অনুগ্রহ করে এই আইডিয়াগুলোর ওপর আপনার মতামত প্রদানসহ ঐ পাতায় উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর প্রদান করে আমাদের এই প্রকল্পটি এগিয়ে নিতে সহায়তা করুন। বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় অবদানকারী হিসেবে আপনার মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই সাথে এই প্রকল্প সম্পর্কিত যে-কোনো জিজ্ঞাসায় নিঃসঙ্কোচে আমার আলাপ পাতায় বার্তা রাখুন। এছাড়াও tanvir@wikimedia.org ঠিকানায় আমাকে ই-মেইলও করতে পারেন। আপনাদের সবার অংশগ্রহণে বাংলা উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হোক ও দ্রুত গতিতে এগিয়ে যাক! — তানভির রহমানআলাপ১০:২৩, ৩ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

[সম্পাদনা]
সুপ্রিয়, Khaled0147। Mayeenul Islam-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৪:১৭, ২৪ জুন ২০১২ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

 —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:১৭, ২৪ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন

আপনি জানেন কি

[সম্পাদনা]

প্রিয় খালেদ, আজাকিতে আপনার আগ্রহের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আজাকি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন উইকিপিডিয়া:আপনি জানেন কিটেমপ্লেট আলোচনা:আপনি জানেন কি পাতায়। আপনার এ বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে তা আপনি জানাতে পারেন। টিপস: আপনি ইংরেজি উইকিপিডিয়ার আকর্ষণীয় আজাকি নিবন্ধগুলো অনুবাদ করতে পারেন ও বাংলায় মনোনয়ন দিতে পারেন। সহজেই তবে আজাকি নিবন্ধ তৈরি হবে! — তানভিরআলাপ০২:০০, ২৫ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন

অর্থহীন শব্দ দূর করতে সাহায্য চাই

[সম্পাদনা]

নোবিয়েম্ব্রে (চলচ্চিত্র) নিবন্ধটির শুরুতে কতগুলো অর্থহীন শব্দ উঠে এসেছে। সেগুলো দূর করতে কারও সাহায্য প্রার্থনা করছি।---Khaled0147 (আলাপ) ১৯:২০, ২৯ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন

আমি তো কিছুই দেখছি না। ইয়াহিয়া ভাই কি ঠিক করে দিলেন? সমাধান হয়ে গেলে ট্যাগটি উঠিয়ে নিতে পারেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৫৭, ৩০ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন

হ্যাঁ,এখন ঠিক দেখছি। সাহায্যের জন্য ধন্যবাদ।---Khaled0147 (আলাপ) ২০:০৩, ৩০ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন

Gallus

[সম্পাদনা]

Gallus পাতাটিকে গ্যালাস শিরোনামে স্থানান্তর করা, কারণ এটি বাংলা উইকিপিডিয়া তাই এর শিরোনামটি বাংলায় হওয়াই যুক্তি সংগত। Gallus পাতাটিকে গ্যালাস শিরোনামে স্থানান্তর করাতে এর অর্থের কোন পরিবর্তন হয়নি। শুধু ইংরেজি উচ্চরণটি বাংলায় লিখা হয়েছে।

কোন নিবন্ধের শিরোনামকে ইটালিক বা বাঁকা করার যায় না। তার পরেও আপনি উইকিপিডিয়া প্রশাসকদের কাছে সাহায্য চেয়ে দেখতে পারেন। কারণ উইকিপিডিয়াতে কিছু কিছু নিজিষ আছে যা প্রশাসক ছাড়া কেউ পরিবর্তন করতে পারে না। আর আপনি একনিষ্ঠার সাথে যে একের পর এক নিবন্ধ সৃষ্টি করে চলেছেন তা অনুসরনীয়। আশা করছি, আপনি এভাবে একাগ্রতা ও আন্তরিকতা সাথে কাজ চালিবে যাবেন, যা উইকি'র জন্যে মঙ্গল বার্তা বয়ে নিয়ে আসবে। আর আপনাকে কোন প্রকার সাহায্য করতে পারলে অবশ্যই জানাবেন। --- ইয়াহিয়া (আলাপ) ১৮:৩৫, ৭ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

[সম্পাদনা]
সুপ্রিয়, Khaled0147। Yahia.barie-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১১:৪৫, ৮ জুলাই ২০১২ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

তানভিরআলাপ১১:৪৫, ৮ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

বাঁকা শিরোনাম

[সম্পাদনা]

একটি শিরোনাম ইটালিক বা বাঁকা দেখাতে হলে এজন্য নিবন্ধের যেকোনো স্থানে {{বাঁকা শিরোনাম}} টেমেপ্লেটটি ব্যবহার করলেই নিবন্ধের শিরোনাম ইটালিক হবে। এটি নিবন্ধের শেষে বা শুরুতে করলেই ভালো। বিস্তারিত দেখার জন্য টেমপ্লেট:বাঁকা শিরোনাম এখানে ক্লিক করুন। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ১২:০০, ৮ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

সাহায্যের জন্য ধন্যবাদ, ইয়াহিয়া ভাই। আপনি আমাকে সাহেব বলাতে আমি যারপরনাই লজ্জিত। মাত্র ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ি। শুভেচ্ছা।---Khaled0147 (আলাপ) ১২:০৭, ৮ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

Gallus + গ্যালাস = বনমোরগ (?)

[সম্পাদনা]
সুপ্রিয়, Khaled0147। Yahia.barie-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

বিজ্ঞানবিষয়ক লেখনীগুলো আপনার মাধ্যমে সৃষ্ট হউক, পূর্ণ হউক বাংলা উইকি; এ শুভকামনা করছি। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৪:৪৯, ৮ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

সুপ্রিয়, Khaled0147। Yahia.barie-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

জীববিজ্ঞানবিষয়ক বিশেষতঃ পশু-প্রাণী-উদ্ভিদ সংক্রান্ত নিবন্ধগুলো উইকি সম্প্রসারণে অনবদ্য সৃষ্টি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কৃতজ্ঞচিত্তে আপনার মৌলিক অবদানগুলোকে স্বীকার করছি। আপনার অংশগ্রহণ বাংলা উইকি'র পরিবেশকে আরো আলোকিত করবে। শুভেচ্ছা সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৪:৪৯, ৮ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিতে জীববিজ্ঞান সংক্রান্ত নিবন্ধের বৈচিত্র‍্য বাড়ানোতে অবদান রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চালিয়ে যান। --রাগিব (আলাপ | অবদান) ১৩:৫০, ১৩ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

স্বয়ংক্রিয় পরীক্ষণ

[সম্পাদনা]

হ্যালো, আপনাকে অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা প্যাট্রোল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! — তানভিরআলাপ১১:৩৩, ১৬ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

অসংখ্য ধন্যবাদ আপনাকে, তানভির ভাই। বাংলা উইকিপিডিয়া আরও গতিময় আর পূর্ণাঙ্গ হোক, এই কামনা করছি।---Khaled0147 (আলাপ) ১২:০৯, ১৬ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ভিনসেন্ট ভ্যান গখ

[সম্পাদনা]

খালেদ ভাই, আলাপ:ভিনসেন্ট ভ্যান গখ পাতায় আলোচনা অনুসারেই নিবন্ধের শিরোনাম ঐটি রয়েছে। তাই বানান সংক্রান্ত জিজ্ঞাসার নিষ্পত্তি আগে ঐখানেই হওয়া উচিত। :-) — তানভিরআলাপ০৭:৪২, ৩০ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

দুঃখিত হবার কোনোই কারণ নেই, এই ভুল আমিও করেছিলাম। :-P — তানভিরআলাপ০৭:৫৩, ৩০ জুলাই ২০১২ (ইউটিসি)উত্তর দিন

টকব্যাক

[সম্পাদনা]
সুপ্রিয়, Khaled0147। Subrata Roy-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

সুপ্রিয় খালেদ,

বিজ্ঞান, জীববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান বিষয়ক লেখনীগুলো আপনার মাধ্যমেই সৃষ্ট হউক, পূর্ণাঙ্গতা পাক বাংলা উইকি যা উইকি'র পরিবেশকে আরো আলোকোজ্জ্বল করবে এ শুভকামনা সদা-সর্বদা কামনা করছি। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৪:৩৯, ২ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

সহায়তা

[সম্পাদনা]

প্রিয় খালেদ অভিনন্দন দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সবার সম্মিলিত প্রয়াসে বাংলা উইকিপেডিয়া একটি দিকনির্দেশনা পাবে বলে আশা করছি। আপনি বিজ্ঞান, জীববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান বিষয়ক লেখনীগুলো সুন্দর ভাবে তুলে ধরেছেন। আমি গন্ধগোকুল, বালিহাঁস নিবন্ধগুলো লিখেছি বিস্তৃতির জন্য আপনার সহায়তা কামনা করছি। ভাম নিবন্ধটি গন্ধগোকুল এর সাথে সম্পৃক্ত। আপনি আপনার বলিষ্ঠ লেখনির মাধ্যমে এটারও বিস্তৃতি ঘটাতে পারেন। ধন্যবাদ। (Mohd. Toukir Hamid (আলাপ) ১৮:০৩, ১২ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি))উত্তর দিন

পরীক্ষার চাপে এ কয়দিন খুব বিপদে আছি ভাই। সময় হলে একদিন নিবন্ধগুলোতে আরো কিছু যোগ করব। আর আপনার নিবন্ধগুলোর উন্নতি কিন্তু চোখে পড়ার মত। ভাল থাকবেন।----খালেদ (আলাপ) ২০:২৬, ১২ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের আকৃতি

[সম্পাদনা]

ধন্যবাদ খালেদ, অভিনন্দন জানানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নিবন্ধগুলোর আকৃতি ছোট হচ্ছে বলে আমার নিজেরও মনে হচ্ছে কিন্তু এই নিবন্ধগুলো একটি আরেকটির সাথে সম্পর্কিত বিধায় আমি তাদের লিংক/আরো একটু অধিক তথ্যের উদ্দেশ্যে একাধিক নিবন্ধ তৈরি করছি। আর, আমি পরবর্তীতে চেষ্টা করছি এগুলোকে যতটা সম্ভব বড় করার। আশা করি বুঝতে পারছেন আমার বিষয়টি। কোয়ালিটি বা কোয়ানটিটি কোনোটাই আমার লক্ষ্য নয়। আমি শুধু বিষয়গুলো জানাতে চাচ্ছি। শুধুমাত্র বাংলা উইকির সমৃদ্ধির জন্য লিখছি। এই-ই। আবারো ধন্যবাদ। ভালো থাকবেন। আর; আশা করি সহায়তা করবেন।Ashiq Shawon (আলাপ) ১৫:১৭, ২২ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ও আচ্ছা। সমস্যা নেই, চালিয়ে যান। আর, অবশ্যই সহায়তা করব, যদি আমার নাগালের মধ্যে সম্ভব হয়। ধন্যবাদ আবারো।---খালেদ (আলাপ) ১৫:২৫, ২২ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন


"কার্ল রিটার" নিবন্ধটির মানোন্নয়নে আপনার সহায়তার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আমার নিবন্ধগুলো মানোন্নয়নে এভাবেই নিয়মিতভাবে আপনার সহায়তা পাবো। - Ashiq Shawon (আলাপ) ১০:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন


নতুন পাতা ও বানান বিষয়ে

[সম্পাদনা]

আমি "ভূগোল" বিষয়ের সাথে সংশ্লিষ্ট পাতাগুলোকে উন্নত করার চেষ্টা করছি; কিন্তু সমস্যা হচ্ছে বানান ও অনুবাদে ভিন্নতা নিয়ে। কারণ এর ফলে নতুন পাতা তৈরি হয়ে যাচ্ছে; আবার একই বিষয়ে দ্ব্যর্থতা তৈরী হচ্ছে। এই বিষয়ে আপনাদের সহায়তা আশা করছি।

ধন্যবাদান্তে - Ashiq Shawon (আলাপ) ১৬:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন



সমস্যা

[সম্পাদনা]

আমি ভূগোলবিদ শিরোনামে একটি বিষয়শ্রেণী তৈরী করে তাতে কিছু উপশ্রেণী, যেমনঃ জার্মান ভূগোলবিদ, মার্কিন ভূগোলবিদ, ইংরেজ ভূগোলবিদ, মুসলিম ভূগোলবিদ, ভারতীয় ভূগোলবিদ, বাংলাদেশী ভূগোলবিদ প্রভৃতি তৈরী করতে চাচ্ছি। কিন্তু মনে হচ্ছে ভজ-ঘট পেঁকে গ্যাছে! সাহায্য প্রয়োজন!!! - Ashiq Shawon (আলাপ) ১৫:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

সুপ্রিয়, Khaled0147। Mohd. Toukir Hamid-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

জলমোরগ বিষয়ক নিবন্ধে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে অগ্রসর হবার জন্যে অনুরোধ করছি। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৬:৪০, ২ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নামকরণ প্রসঙ্গে

[সম্পাদনা]

খালেদ ভাই,

অসম্ভব সুন্দর নিবন্ধগুলো সংযুক্ত করায় সর্বদাই উইকির তরফে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। সবুজ ঘুঘুও তারই একটি। এর অন্যান্য নামগুলোও চমৎকার। বাঁশঘুঘু, পাতি শ্যামাঘুঘু ইত্যাদি। আপনি কি ইংরেজি নিবন্ধের নামানুসারে সবুজ ঘুঘু অনুবাদ করেছেন; না-কি কোন উৎস থেকে! যদি অনুবাদে হয় তাহলে নিবন্ধের নামকরণ রাজ ঘুঘুতে স্থানান্তরের জন্যে অনুরোধ করছি। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১২:৫৯, ৪ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন


[আলোচনার সুবিধার্থে আপনার বার্তাটুকু এখানে পেস্ট করছি।]

ধন্যবাদ দাদা,

সবুজ ঘুঘু নামটা ইংরেজি থেকে অনুবাদ করিনি। বাংলা বই-পুস্তক থেকে নাম ধার করেছি। আর আমি যতদূর জানি এটা রাজঘুঘু না। বাংলায় দু'টি রাজঘুঘু রয়েছে। একটা ইউরেশীয় রাজঘুঘু (কণ্ঠীঘুঘু নামেও পরিচিত), আরেকটা উদয়ী রাজঘুঘু। ভুল হলে জানাবেন। ধন্যবাদ।----খালেদ (আলাপ) ১৭:৩৮, ৪ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন


মূলতঃ আগ্রহজনিত কারণে ও বিভ্রান্তি নিরসনের লক্ষ্যেই আমাদের আলাপ বিনিময়। তবে ভুল বুঝবেন না কিন্তু! যেহেতু নিবন্ধের নামটি অনুবাদ করেননি তাই রাজ ঘুঘু রিডাইরেক্ট করছি ও সবুজ ঘুঘুর সূচনাংশে নামটির অনুপ্রবেশ ঘটাচ্ছি। কেননা -

সুতরাং নামের ভিন্নতা থাকলেও সবগুলো নামকে একত্রিত করে নিবন্ধ রচনা করা উচিত। আর বাংলা নামকরণের সাথে গণের মিল না-ও থাকতে পারে। আশা করি আমার অবস্থান তুলে ধরতে পেরেছি। যদি ভুল হয় তাহলে অবশ্যই জানাবেন কিন্তু। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৮:৪১, ৪ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

  • পুণশ্চ:আলাপ পাতায় একই বিষয়ের ব্যাখ্যা/বিশ্লেষণ/উত্তর যদি আলোচ্য বিষয়ের নীচে উল্লেখ করেন তাহলে ভালো হয়; কেননা এটির স্থায়িত্ব ও গুরুত্ব অপরিসীম এবং ধারাবাহিকতাও থাকে। সেজন্যে বিষয়ের জবাব দিয়ে টকব্যাক ট্যাগ ব্যবহার করতে পারেন।

টক ব্যাক

[সম্পাদনা]
সুপ্রিয়, Khaled0147। Mazhar Zarif-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

ডুমুর বিষয়ে আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপনা ও মতামত প্রয়োজন। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ০৬:৫১, ৫ অক্টোবর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

এলাকাবাসী

[সম্পাদনা]

আপনার ব্যবহারকারী পাতায় চোখে পরলো আপনি পুরান ঢাকায় থাকেন। আমি লক্ষীবাজার, সূত্রাপুরে থাকি আপনি কোথায় থাকেন? আর আপনার উইকিপিডিয়া একাউন্টটি ইমেইল দিয়ে নিশ্চিত করেননি। আমার পছন্দ অপশন থেকে ইমেইল দিয়ে একাউন্টটি নিশ্চিত করে নিন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:১৬, ১০ নভেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

আমি নিমতলীতে থাকি (হ্যাঁ, আগুনে পোড়া নিমতলী)। আর ই-মেইল নিশ্চিত করে দিয়েছি। বিষয়টা নজরে আনায় ধন্যবাদ, বেলায়েত ভাই।----খালেদ (আলাপ) ০৪:৩৮, ১১ নভেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

হ্যালো

[সম্পাদনা]

হ্যালো, দয়া করে সাহায্য করতে পারেন সম্পর্কে এই নিবন্ধটি ঠিক করতে. আপনাকে অনেক ধন্যবাদ: মারিয়া দে লেওন.--81.33.96.6 (আলাপ) ১৫:২৩, ৭ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

রোলব্যাক অধিকার

[সম্পাদনা]

আপনার আবেদনের প্রেক্ষিতে আপনাকে রোলব্যাকারের অধিকার প্রদান করা হয়েছে। আশাবাদী যে, বাংলা উইকিপিডিয়ার সম্প্রসারণে আপনার গঠনমূলক অবদান উইকি’কে আরও আলোকিত করে তুলবে। রোলব্যাকার হিসেবে স্বাগতম-সহ আপনার অবদানের জন্য সবিশেষ ধন্যবাদ জানাচ্ছি। - Subrata Roy (আলাপ) ১৯:২০, ১০ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

যুবলীগ

[সম্পাদনা]

খালেদ, নতুন ব্যবহারকারীর যোগ করা তথ্য মুছে ফেললে তাকে অবহিত করুন কেন তার সম্পাদনা বাতিল করা হল। তাতে নতুন ব্যবহারকারী তার ভুল সম্পর্কে জানতে পারবে এবং তা ঠিক করে সম্পাদনা করতে পারবে। যদি শুধুমাত্র সম্পাদনা বাতিল করেন কিন্তু তাকে কিছু না জানান তাহলে সে কিছু শেখার সুযোগ পাবে না বরং উইকিপিডিয়ার অবদানকারীদের প্রতি রাগান্বিত হবে এবং নিজে অপমানিত বোধ করবে। তাই আপনি কেন নিবন্ধে তার যোগ করা তথ্যগুলো মুছে দিলেন তার সঠিক কারণ এবং এ থেকে উত্তরণের উপায় সম্পর্কে নতুন ব্যবহারকারীকে জানান।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৩৬, ১২ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

Thanks, Mr. Bellayet. As i new user, I deserve to know why my article should be deleted. by the way, i included some references for letting know the names of juboleague chairman and general secretary. So before editing, It's better to discuss here and then edit. By this way, i can learn the system of wikepedia.

ট্যাগ অপসারণ

[সম্পাদনা]

বাংলাদেশের পাখির তালিকা নিবন্ধের পরিবর্ধন বা বড় কোনো পুণর্গঠনের কাজ শেষ হয়ে গেলে অনুগ্রহ করে {{কাজ চলছে}} ট্যাগটি সরিয়ে ফেলুন। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ১০:৫৫, ১৮ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

হ্যালো

[সম্পাদনা]

হ্যালো Khaled আপনি ইংরেজি বলতে পারেন ----> Hima fethus (আলাপ) ১৪:২১, ২৫ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

Yes I can. How can I help you mate?-----খালেদ (আলাপ) ১১:১৭, ২৬ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

i use google translate to edit wikipedia can i do that (use google translate) in here? because i'm not from bangladesh Hima fethus (আলাপ) ০৬:৩৮, ২৮ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

উইকিইফতার- বাংলাদেশী উইকিপিডিয়ানদের জন্য ইফতার আয়োজন (দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন)

[সম্পাদনা]

এই পাতায় উইকিপিডিয়ানদের নিয়ে একটি ইফতার আয়োজনের আলোচনা শুরু করেছি। আলোচনায় আপনার স্বক্রিয় অংশগ্রহণ কামনা করছি।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:৩২, ২৭ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে উইকিইফতারে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৫৬, ৩ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

সাহয্যে (মিশিও কাকু)

[সম্পাদনা]

১.মিশিও কাকু অথবা কোন ইংরেজী উইকি থেকে বাংলায় কোন উইকি পেজ তৈরী করলে নির্ভরযোগ্য উৎস হিসেবে ইংরেজী উইকি এর উৎস দেয়া যাবে ।


যেমন : Michio Kaku পেজটি যেকেউ ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করলো । সেক্ষেত্রে উৎস হিসেবে Michio Kaku এর ইংরেজী লিংক দেয়া যাবে কি ? References http://en.wikipedia.org/wiki/Michio_Kaku

২.Michio Kaku বাংলা পেইজটির ইমেজ ফাইল পরিবর্তন করতে হলে কি প্রয়োজন ?

--Kawsar Siddiqui (আলাপ) ১৮:৫৯, ৭ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম Kawsar Siddiqui। ইংরেজী উইকি থেকে অনুবাদ করে বাংলায় কোন পেইজ তৈরি করলে নির্ভরযোগ্য উৎস হিসেবে ইংরেজি উইকির নাম দেওয়া যাবে না। তবে আপনি ইংরেজি উইকি থেকে কোন তথ্য নিলে এবং সে তথ্যের নির্ভরযোগ্য সূত্র ইংরেজি উইকিতে দেয়া থাকলে আপনি সে সূত্রটা বাংলা উইকিতে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমন মনে করুন আপনি ইংরেজী উইকি থেকে অনুবাদ করে লিখলেন "মিশিও কাকু নিউইয়র্ক সিটি কলেজে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছেন।" এ তথ্যটির তথ্যসূত্র হিসেবে ইংরেজি উইকিতে সাইটটির উল্লেখ আছে। আপনি এ সাইটটি তথ্যসূত্র হিসেবে ব্যবহার করতে পারেন। তবে সব সাইট আপনি তথ্যসূত্র হিসেবে ব্যবহার করতে পারবেন না, যেমন ব্লগ, ফ্যানপেইজ, ফেইসবুক, টুইটার ইত্যাদি। আরও জানতে উইকিপিডিয়া:যাচাইযোগ্যতা দেখুন। আর উইকিপিডিয়ার সকল আলোকচিত্র ও অন্যান্য মিডিয়ার ঘাঁটি হল Wikimedia Commons। সেখানে কাকু সাহেবের একাধিক ইমেজ ফাইল থাকার কথা, সার্চ করলেই পাবেন। পছন্দসই ইমেজ ফাইলের শুধু নামটা (.jpg সহ, যেমন Michio Kaku in 2012.jpg) কপি করে টেমপ্লেটের ইমেজ সেকশনে পেস্ট করলেই ইমেজ চেঞ্জ করা হয়ে যাবে। আর কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন। Happy editing.----খালেদ (আলাপ) ০৪:০০, ৮ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

সাহয্যে০১ (মিশিও কাকু)

[সম্পাদনা]

১.বিষয়শ্রেণী:টেমপ্লেটে অকার্যকর তারিখ প্যারামিটারসহ নিবন্ধসমূহ পাতাটি তৈরি করছেন।

প্রশ্ন: ১.বিষয়শ্রেণী:টেমপ্লেটে অকার্যকর তারিখ প্যারামিটারসহ নিবন্ধসমূহ পাতাটি তৈরি করছেন। অকার্যকর তারিখ এবং প্যারামিটার বলতে কি বুঝানো হয়েছে ? --Kawsar Siddiqui (আলাপ) ২১:৩৯, ৭ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

সাহয্যে (০০১)

[সম্পাদনা]

ব্যবহারকারীর অবদান অংশে : ১৯:১৮, ৬ আগস্ট ২০১৩ (পরিবর্তন | ইতিহাস) . . (-১,১০৯)‎ . . ব্যবহারকারী:Kawsar Siddiqui ‎ ১৯:১৬, ৬ আগস্ট ২০১৩ (পরিবর্তন | ইতিহাস) . . (+১,০৩০)‎ . . ব্যবহারকারী:Kawsar Siddiqui ‎

প্রশ্ন: উপরে উল্লেখিত (-১,১০৯) এবং (+১,০৩০) দ্বারা কি বোঝানো হয়েছে ।

(-) সাইন এবং (+) সাইন দ্বারা কি বোঝানো হয় ? পূর্বের সাহয্যের জন্য আপনাকে ধন্যবাদ !! --Kawsar Siddiqui (আলাপ) ১৮:১২, ৯ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়ার যেকোন পেইজে আপনার অবদান রাখা মানে হল আপনি সে পেইজে কিছু তথ্য যোগ করেছেন। পেইজটা যে অবস্থায় ছিল তার অতিরিক্ত কিছু তথ্য যোগ করলে সে তথ্যের পরিমান বাইট এককে প্রকাশ করা হয়। (+১,০৩০) মানে আপনি পেইজে ১,০৩০ বাইট তথ্য যোগ করেছেন। একই ভাবে (-১,১০৯) মানে আপনি ১,১০৯ বাইট তথ্য অপসারণ করেছেন। তথ্য যোগ করলে + আর অপসারণ করলে - সে তো বুঝতেই পারছেন। Happy editing! ---খালেদ (আলাপ) ১৪:৩৫, ১০ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ

[সম্পাদনা]

ধন্যবাদ

[সম্পাদনা]

যুক্তি পেইজটি তে কিছু লেখার ভুল ছিলো। সেগুলো সংশোধন করার জন্য ধন্যবাদ। আমার পরবর্তি কাজগুলোতেও এভাবেই সহায়তা আশা করছি।

চালিয়ে যান। নাগালে থাকলে অবশ্যই সহায়তা করব। Happy editing!---খালেদ (আলাপ) ১৯:৪৯, ১৩ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

উৎস-তথ্য’র অমিল

[সম্পাদনা]

মিশিও কাকু পেজটিতে লক্ষ্য করুন : "Hyperspace" বইটি নিউ ইউর্ক টাইম্ এবং দ্যা ওয়াশিংটন পোস্ট এ বেস্ট সেলার বুক অব দ্যা ইয়ার এবং শ্রেষ্ঠ বিজ্ঞান বই হিসেবে নির্বাচিত হয়েছিল। [১] তথ্যসূত্র ↑ "Notable books of 1994"। The New York Times। December 4, 1994। সংগৃহীত 2010-09-20।

উৎস-তথ্য বাতিল যোগ্য ?'

--Kawsar Siddiqui (আলাপ) ১৭:২৩, ২০ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

প্রদত্ত উৎস আর তথ্যের মধ্যে সামঞ্জস্যতা খুঁজে পাওয়া যায় নি। তথ্য ও উৎস বাতিলযোগ্য কিংবা এ তথ্যের জন্য গ্রহণযোগ্য অন্য কোন উৎসের প্রয়োজন। ধন্যবাদ।----খালেদ (আলাপ) ১৮:৪৪, ২০ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

প্রবেশদ্বার প্রসঙ্গে

[সম্পাদনা]

শুভেচ্ছা নিন। আপনার অবদান অবিস্মরণীয়। আপনি নিবন্ধ লেখা ছাড়াও অন্যান্য নিবন্ধ ঠিকঠাক ও তথ্যসূত্র যোগ করে নিবন্ধের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আপনি নিবন্ধ লেখার পর কষ্ট করে সেই নিবন্ধের প্রবেশদ্বার টেমপ্লেটটি যুক্ত করে দিয়েন। যেটার প্রবেশদ্বার থাকবেনা সেটাও দিয়েন। পরবর্তীতে তৈরি করে দিব। ধন্যবাদ।(Mohd. Toukir Hamid (আলাপ) ১৮:২৯, ৩১ আগস্ট ২০১৩ (ইউটিসি))উত্তর দিন

পাখি বিষয়ক তথ্যের খোঁজে

[সম্পাদনা]

খালেদ ভাই,

উইকিতে পাখি নিয়ে আপনার অবদান অনবদ্য। সম্প্রতি লাদাখ নিয়ে কিছু কাজ করছি। সেখানকার নিম্নলিখিত পাখি গুলি সম্বন্ধে বাংলা প্রতিশব্দ জানতে চাইছি। পাখিগুলি হল - Black-necked Crane, finch, robin, redstart, Black Redstart, Hoopoe, Brownheaded Gull, Brahminy duck বা Ruddy Sheldrake, Bar-headed Goose, The Black-necked Crane, Raven, Red-billed Chough, Tibetan Snowcock, Chukar, Lammergeier , Golden Eagle। এই পাখিগুলি সম্বন্ধে বাংলা উইকিতে যদি নিবন্ধ না থাকে, তবে আপনাকে সময় করে নিবন্ধ শুরু করার অনুরোধ করছি। ভালো থাকবেন। বোধিসত্ত্ব (আলাপ) ০৬:৫০, ২৫ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

[thumbsup-sign] Like  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৮:৫৫, ২৫ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ বোধিসত্ত্ব। লোডশেডিঙের উৎপাতে চট করে আপনার প্রশ্নের উত্তর দিতে পারি নি। যাই হোক, পাখিগুলোর বাংলা নাম: কালোঘাড় সারস (Black-necked Crane), তুতি (Finch), রবিন (Robin), গির্দি (Redstart), কালো গির্দি (Black Redstart), মোহনচূড়া (Hoopoe), খয়রামাথা গাঙচিল (Brownheaded Gull), খয়রা চখাচখি (Ruddy Sheldrake), দাগি রাজহাঁস (Bar-headed Goose), তিব্বতী তুষারমোরগ (Tibetan Snowcock), চুকার বাতাই বা শুধু চুকার (Chukar), দাড়িওয়ালা গৃধিনী বা শুধুই গৃধিনী (Lammergeier), সোনালী ঈগল (Golden Eagle)। Raven-কে অনেকে দাঁড়কাক বললেও সেটা আলাদা একটা প্রজাতি (Jungle crow)। Raven আর Red-billed Chough আমাদের দেশী পাখি নয় বলে এর বাংলা নাম কোন চেকলিস্টে পাই নি। কয়েকটা নিবন্ধ তৈরি, বাকিগুলোও সময়ে সময়ে তৈরি করার চেষ্টা করব। আপনার সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ আবারো। মঈনুল ভাইকেও ধন্যবাদ।----খালেদ (আলাপ) ০৮:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
আপনার সাহায্যের জন্য ধন্যবাদ খালেদ ভাই। পাখির ব্যাপারে আরো অনেক বার আপনার কাছে আসতে হবে। একটা প্রশ্ন, ব্রাহ্মিনী হাঁস আর খয়রা চখাচখি কি একই পাখি না আলাদা? বোধিসত্ত্ব (আলাপ) ০৯:১৪, ২৫ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ, ব্রাহ্মিনী হাঁস আর খয়রা চখাচখি একই পাখি। আর কোনরকম সমস্যা হলে যখন-তখন নক করতে পারেন। সাহায্য করতে পারলে সত্যিই খুশি হব।---খালেদ (আলাপ) ০৯:৪২, ২৫ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
খয়রা মানে কি খয়েরী বা বাদামী? খয়রা কথাটা কখনো শুনিনি, তাই বুঝতে পারলাম না। মনে হল আপনি খয়েরী বা বাদামী বলতে চেয়েছেন। বোধিসত্ত্ব (আলাপ) ১০:১৫, ২৫ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

হ্যাঁ, খয়রা মানে খয়েরি। বাংলাদেশে খয়েরি রঙের কোন প্রাণী বা বস্তু বোঝাতে খয়রা শব্দটি ব্যবহার করা হয়।---খালেদ (আলাপ) ১০:২৭, ২৫ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

দুঃখিত কিন্তু ধন্যবাদ

[সম্পাদনা]

আপনি শ্রাবন্তী চট্টোপাধ্যায় পৃষ্ঠায় যে পরিবর্তন করেছেন, তা যথার্থ। আমি বিষয়শ্রেণী যেখান থেকে নিয়েছি, সেখানে কথাটা লেখা ছিল। আমার খেয়াল করা উচিত ছিল বিষয়টি। আমি অত্যন্ত দুঃখিত এবং লেখাটি সংশোধনের জন্য অনেক অনেক ধন্যবাদ। --অংকন (আলাপ) ০৭:৩১, ১৮ অক্টোবর ২০১৩ (ইউটিসি)অংকনউত্তর দিন

প্রশাসকদের আলোচনাসভা

[সম্পাদনা]

বর্তমানে প্রশাসকদের আলোচনাসভায় বাংলা উইকি-তে ফাইল মুভার নামে একটি ব্যবহারকারী গ্রুপ প্রবর্তনের বিষয়ে আলোচনা রয়েছে। এখানে আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি। ধন্যবাদ।----প্রত্যয় (স্বাগতম) ১৪:১৩, ২৩ অক্টোবর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

পদক ব্যবহারকারির পাতায় দেখানো

[সম্পাদনা]

প্রিয় খালেদ ভাই, আমাকে মেহনতি মানুষের পদক প্রদানের জন্য অনেক ধন্যবাদ। ওই পদকটি আমার ব্যবহারকারী পাতায় দেখালে আরো ভাল হতো। সেটি কিভাবে সেখানে দেখাবে? আমি আশা করছি সমাজতন্ত্র ও সমাজতান্ত্রিকদের বিষয়ে প্রায় ১০০ নিবন্ধ লিখবো। ভালো থাকুন।--সাদি (আলাপ) ১৫:২৮, ২৯ অক্টোবর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

প্রশ্নের উত্তর অবান্তর, কারণ ইতিমধ্যেই আপনি সেটা সফলভাবে করতে পেরেছেন। আপনার কাছ থেকে ১০০ নিবন্ধ পাবার আশায় রইলাম।---খালেদ (আলাপ) ০৬:৪০, ৩০ অক্টোবর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

দৃষ্টি আকর্ষণ

[সম্পাদনা]

সুপ্রিয়, প্রশাসকদের আলোচনা সভার এই আলোচ্যটির বিষয়ে আপনার আশু দৃষ্টি আকর্ষণ করছি। - Ashiq Shawon (আলাপ) ২০:৫৭, ৩০ অক্টোবর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

লাদাখের জীবজগৎ

[সম্পাদনা]

খালেদ ভাই,

বাংলা উইকিতে আপনি পাখি সম্বন্ধীয় নিবন্ধগুলিতে যে অবদান রেখেছেন, তাঁর কোন তুলনা হয় না। তাই লাদাখের জীবজগৎ সম্বন্ধে নিবন্ধ তৈরী করতে আপনি এই মুহুর্তে সবচেয়ে যোগ্য ব্যক্তি। তাই এই নিবন্ধ তৈরী করতে অনুরোধ জানাই। ইংরেজীতে এই নিবন্ধটি en:Wildlife of Ladakh নামে রয়েছে। আপনার সময় মতো এই নিবন্ধ তৈরী করে দিলে বেশ ভালো হয়। বোধিসত্ত্ব (আলাপ) ১০:৩০, ৫ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

স্কিটসোফ্রিনিয়া‎

[সম্পাদনা]

খালেদ ভাই,

স্কিটসোফ্রিনিয়া‎ নিবন্ধে লেখাটি তো http://ptohelp.blogspot.com/2013/08/blog-post_24.html থেকে কপিপেস্ট ছিল বলে অপসারণ করেছিলাম। কোন গোলমাল করে ফেলেছি নাকি? আবার লেখাটা ফিরিয়ে আনলেন কেন, তা কিন্তু সত্যি বুঝতে পারলাম না। কোন ভুল হয়ে থাকলে মাপ করবেন। বোধিসত্ত্ব (আলাপ) ১৮:২৬, ১১ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ওটা একটু পরেই বুঝতে পেরেছি। হেঁ হেঁ টা কিন্তু খুব মিষ্টি।বোধিসত্ত্ব (আলাপ) ১৮:৪১, ১১ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

Fusarium circinatum এর বাংলা প্রতিবর্ণীকরণ

[সম্পাদনা]

বিগত এক বছর ইতালিয়ান প্রফেসরদের সাথে থাকার অভিজ্ঞতার আলোকে Fusarium circinatum-এর বৈজ্ঞানিক নামের ল্যাটিন প্রতিবর্ণীকরণ করতে গেলে অনেকটা "ফুজারিউম সিরসিনাতুম" উচ্চারণ করতে হয়, কিন্তু আমেরিকানরা অনেকটা "ফিউজারিয়াম সিরসিনেটাম" উচ্চারণ করে। উল্লেখ্য, আমাদের দেশে আমেরিকানটাই অনুসরণ করা হয়ে থাকে। এ নিয়ে আপনার অভিমত জানতে চাচ্ছি।

Fusarium circinatum-এর লাতিন উচ্চারণ সত্যিই "ফুজারিউম সিরসিনাতুম"। কিন্তু আমাদের দেশের জীববিজ্ঞানীরা সবসময়ই লাতিন নামের ইংরেজি প্রতিবর্ণীকৃত উচ্চারণ ব্যবহার করে আসছেন। শুধু তাই না, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইংরেজির দাপটে নানান দেশে জীবের দ্বিপদী নামটা ইংরেজি উচ্চারণে বলা হয়। "অশুদ্ধ" হলেও এটাই এখন নিয়মে দাঁড়িয়ে গেছে। তবে এখনও মূল লাতিন উচ্চারণের বেশ কিছু বিধি-বিধান অনুসরণ করা হয়, যেমন- শব্দের শুরুতে "Ch"-এর উচ্চারণ "K" এর মতো হয়, শুরুতে "Ps" একসাথে থাকলে শুধু "S" উচ্চারিত হয় ইত্যাদি। এই লিংকটাতে বেশ কিছু বিধি-বিধান দেয়া আছে, দেখতে পারেন। ধন্যবাদ।------খালেদ (আলাপ) ১৮:০৬, ২১ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

দেশি শুমচা

[সম্পাদনা]

দেখেনতো ভাই, সময় পেলে আলাপ:দেশি শুমচা পাতাটি। (Mohd. Toukir Hamid (আলাপ) ১২:১৯, ৩ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি))উত্তর দিন

সুস্বাগতম

[সম্পাদনা]

খালেদ ভাই, বহুদিন পর উইকিতে এলেন দেখে খুব ভালো লাগল। খুব ব্যস্ত ছিলেন নিশ্চয়। আপনার অনুপস্থিতিতে পাখি সংক্রান্ত নিবন্ধগুলি থমকে গেছিল বলা চলে। আশা করছি, আবার আপনাকে উইকিতে পূর্ণ রূপে পাওয়া যাবে। তাই, নতুন করে স্বাগতম জানাই। :-) -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:৩৯, ২১ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ বোধিসত্ত্বদা, নিয়মিত হতে পারব কিনা জানি না। কারণ ব্যস্ততা এখনও আছে। তবে চেষ্টা করব মাঝেমধ্যে দু-একটা ঢুঁ মেরে যেতে। সত্যি, উইকিকে খুব মিস করি। : ( ----খালেদ (আলাপ) ১৮:৪৪, ২১ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী পাতা

[সম্পাদনা]

খালেদ ভাই!! আপনি আলাপ পাতায় কিছু না বলেই আমার ব্যাবিহার কারী পাতা সম্পাদনা করলেন কেনো জানতে পারি কি? আমার সব সম্পাদনাও আপনি মুছে দিলেন কেনো??? বিনা বলে এটা করা কি ঠিক হল বলে মনে হয়??? Wiki-Ayan ০৫:৫১, ১ মে ২০১৪ (ইউটিসি)

ভুবন চিল একটি ভালো নিবন্ধ হতে পারে

[সম্পাদনা]

ভুবন চিল নিবন্ধটি ইন্টারেস্টিং৤ এটি সহজেই একটি ভালো নিবন্ধ হতে পারে৤ হয়তো এটিকে আরো সমৃদ্ধ করা যায় তথ্য দিয়ে, ছবি দিয়ে৤ এই নিবন্ধটি পরিপূর্ণ, উন্নতর করার জন্য আহ্‌বান জানাই৤ -- Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:৩২, ২ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

আপনার আগ্রহ দেখে ভাল লাগল চৌধুরী ভাই। আমার কাছে ভুবন চিলের থেকে দেশি সারস নিবন্ধটা আরও বেশি পরিপূর্ণ মনে হয়েছে। এটার ইংরেজি নিবন্ধটা ইতোমধ্যেই good article হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলা নিবন্ধটা পড়লে দেখবেন ইংরেজি নিবন্ধের অনুসরণেই পুরোটা লেখা হয়েছে। দেখি সময়-সুযোগ করে সেটার আরো উন্নয়ন করা যায় কিনা। আর ভুবন চিলের ব্যাপারটাও মাথায় থাকবে। ধন্যবাদ।-----খালেদ (আলাপ) ১২:৪৩, ৪ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
এক নজরে মনে হলো দেশি সারস চমৎকার এবং চিত্তাকর্ষক। ভালো করে দেখার আশা রাখি। -- Faizul Latif Chowdhury (আলাপ) ১৩:৩১, ৪ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন
খালেদ ভাই, আপনি দেশি সারস নিবন্ধটা উইকিপিডিয়া:প্রস্তাবিত ভালো নিবন্ধ পাতায় ভালো নিবন্ধ হিসেবে প্রস্তাব করুন। প্রথম দর্শনে যা মনে হল, তাতে আশা করি মনোনীত হতে অসুবিধা হবে না। এছাড়া আপনার যে কোন পছন্দের পাতা যা আপনার মনে হবে ভালো নিবন্ধ হিসেবে উতরোতে পারে, সেটিও প্রস্তাব করতে পারেন। আর একটা কথা বিষয়শ্রেণী:অসম্পূর্ণ পাখি নিবন্ধ নামে একটি বিষয়শ্রেণী রয়েছে, সেখানে পাখি সংক্রান্ত বেশ কিছু নিবন্ধ রয়েছে, যেগুলোর মান উন্নয়ন অনেকটাই সম্ভব। আসলে উইকিতে আপনার অনুপস্থিতিতে এই অসম্পূর্ণ নিবন্ধগুলি তৈরী হয়েছে। ফাঁকা থাকলে একটু নজর দেবেন। আরো কিছু নিবন্ধ এই বিষয়শ্রেণীতে এক জায়গায় আনার আমি চেষ্টা করব, যাতে এক জায়াগায় নিবন্ধগুলিকে পেতে আপনার সুবিধে হয়। ভালো থাকবেন। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৬:১৩, ৪ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

দেশি সারসের আগাপাশতলা একটু ঝালাই করে ভালো নিবন্ধের জন্য প্রস্তাব করব। ভবিষ্যতে অসম্পূর্ণ নিবন্ধগুলো ধীরে ধীরে মানোন্নয়নের আশা রাখি। ধন্যবাদ বোধিসত্ত্বদা।--খালেদ (আলাপ) ১২:৫৩, ৬ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

পবিত্র ঈদুল ফিত্‌র এর দাওয়াত এবং শুভেচ্ছা

[সম্পাদনা]
মহা পবিত্র ঈদুল ফিতর আগত, আর তাই আমরা সকলেই এই দিনকে ঘিরে উচ্ছ্বসিত; উদ্বেলিত। প্রিয়জনের সাথে থাকার এই মহা পবিত্র উৎসবে আপনাকে আমার পক্ষ থেকে ঈদের দাওয়াত এবং শুভেচ্ছা রইল। আশা করছি যে, দাওয়াতটি সাদরে গ্রহণ করবেন এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সকলের জন্য অপরিসীম শুভ কামনা ব্যক্ত করে; ---- মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৭:৩০, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

[সম্পাদনা]

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:

  • নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন, [[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
  • অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৫:০৩, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

Help for Translation

[সম্পাদনা]

Can you translate this English wiki article "Big Four of Allied power in World War II" and create a Bengali version?

Pakhijatyo ovinondon!

[সম্পাদনা]

Ekshomoy amio apnar moto Pakhi ghataghati Kortam,kintu University-te porar por theke ar pakhi ghataghati ki,Pakhi to dekhtei parlam na.itimoddhe ami Comilla universityte pori.apnar moto Pakhi dekha lokder moto shoubhaggoban lokder moddhe ami keu na.ar shune rakhen je,ami bangla-te likhinai je karon holo,amar I pad-e bangla keyboard-i nai. Shah bhai (আলাপ) ১২:০৭, ৩১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ

[সম্পাদনা]

সুধী,
শুভেচ্ছা নেবেন। অতি সম্প্রতি সম্প্রদায়ের আলোচনাসভায় বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ ও নীতিমালা বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনাটি শেষ হবে আগামী ২৯শে মার্চ। উক্ত বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ। --নাহিদ সুলতান (আলাপ) বুধবার ৭:২৪, ০২ মার্চ ২০১৬ (ইউটিসি)

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)

[সম্পাদনা]

সুপ্রিয় Khaled0147,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Translation request

[সম্পাদনা]

Hello.

Can you translate and upload the article en:List of birds of Azerbaijan in Bengali Wikipedia?

Yours sincerely, Karalainza (আলাপ) ১২:২৬, ২২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

[সম্পাদনা]

সুপ্রিয় Khaled0147,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান

[সম্পাদনা]

সুপ্রিয় Khaled0147,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

[সম্পাদনা]

প্রিয় সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে

[সম্পাদনা]

প্রিয় সবাই,

আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।


অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন