ব্যবহারকারী:Ifteebd10/উইকিপ্রকল্প নরসিংদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধ তালিকা[সম্পাদনা]

প্রশাসনিক[সম্পাদনা]

জেলা: নরসিংদী জেলা

উপজেলাসমূহ:[সম্পাদনা]

নরসিংদী সদর উপজেলা[সম্পাদনা]

  1. চিনিশপুর ইউনিয়ন
  2. হাজীপুর ইউনিয়ন, নরসিংদী সদর
  3. শিলমান্দি ইউনিয়ন
  4. মেহের পাড়া ইউনিয়ন
  5. পাঁচদোনা ইউনিয়ন
  6. আমাদিয়া ইউনিয়ন
  7. নূরালাপুর ইউনিয়ন
  8. কাঁঠালিয়া ইউনিয়ন, নরসিংদী সদর
  9. পাইকারচর ইউনিয়ন
  10. মহিষাশুরা ইউনিয়ন
  11. করিমপুর ইউনিয়ন, নরসিংদী সদর
  12. নজরপুর ইউনিয়ন
  13. আলোকবালী ইউনিয়ন
  14. চরদিঘলদী ইউনিয়ন

রায়পুরা উপজেলা[সম্পাদনা]

  1. মরজাল ইউনিয়ন
  2. রায়পুরা ইউনিয়ন
  3. চান্দেরকান্দি ইউনিয়ন
  4. অলিপুরা ইউনিয়ন
  5. উত্তর বাখরনগর ইউনিয়ন
  6. মির্জাপুর ইউনিয়ন
  7. রাধানগর ইউনিয়ন
  8. মুছাপুর ইউনিয়ন
  9. মহেশপুর ইউনিয়ন
  10. বাঁশগাড়ি ইউনিয়ন
  11. আড়ালিয়া ইউনিয়ন
  12. পলাশতলী ইউনিয়ন
  13. পাড়াতলী ইউনিয়ন
  14. আমিরগঞ্জ ইউনিয়ন
  15. আদিয়াবাদ ইউনিয়ন
  16. চরসুবুদ্ধি ইউনিয়ন
  17. হাইরমারা ইউনিয়ন
  18. শ্রীনগর ইউনিয়ন
  19. ডৌকারচর ইউনিয়ন
  20. মির্জানগর ইউনিয়ন
  21. চরমুধুয়া ইউনিয়ন
  22. নিলক্ষ্যা ইউনিয়ন
  23. চাঁনপুর ইউনিয়ন
  24. মির্জারচর ইউনিয়ন

বেলাবো উপজেলা[সম্পাদনা]

  1. আমলাব ইউনিয়ন
  2. চরউজিলাব ইউনিয়ন
  3. বাজনাব ইউনিয়ন
  4. বেলাব ইউনিয়ন
  5. বিন্নাবাইদ ইউনিয়ন
  6. নারায়ণপুর ইউনিয়ন, বেলাবো
  7. পাটুলী ইউনিয়ন
  8. সাল্লাবাদ ইউনিয়ন

পলাশ উপজেলা[সম্পাদনা]

  1. চরসিন্দুর ইউনিয়ন
  2. জিনারদী ইউনিয়ন
  3. গজারিয়া ইউনিয়ন, পলাশ
  4. ডাঙ্গা ইউনিয়ন

মনোহরদী উপজেলা[সম্পাদনা]

  1. চালাকচর ইউনিয়ন
  2. বড়চাপা ইউনিয়ন
  3. কৃষ্ণপুর ইউনিয়ন, মনোহরদী
  4. খিদিরপুর ইউনিয়ন
  5. লেবুতলা ইউনিয়ন, মনোহরদী
  6. কাচিকাটাঁ ইউনিয়ন
  7. গোতাশিয়া ইউনিয়ন
  8. চন্দনবাড়ী ইউনিয়ন
  9. শুকুন্দি ইউনিয়ন
  10. একদুরিয়া ইউনিয়ন
  11. চরমান্দালিয়া ইউনিয়ন
  12. দৌলতপুর ইউনিয়ন, মনোহরদী

শিবপুর উপজেলা[সম্পাদনা]

  1. জয়নগর ইউনিয়ন
  2. যোশর ইউনিয়ন
  3. বাঘাব ইউনিয়ন
  4. আয়ুবপুর ইউনিয়ন
  5. চক্রধা ইউনিয়ন
  6. মাছিমপুর ইউনিয়ন
  7. পুটিয়া ইউনিয়ন
  8. সাধারচর ইউনিয়ন
  9. দুলালপুর ইউনিয়ন, শিবপুর

পৌরসভাসমূহ:[সম্পাদনা]

  1. নরসিংদী পৌরসভা
  2. মাধবদী পৌরসভা
  3. রায়পুরা পৌরসভা
  4. ঘোড়াশাল পৌরসভা
  5. শিবপুর পৌরসভা
  6. মনোহরদী পৌরসভা

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

  1. ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়
  2. নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
  3. সাটিরপাড়া কালী কুমার উচ্চ বিদ্যালয়
  4. ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়
  5. পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়
  6. সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ
  7. নরসিংদী সরকারি কলেজ
  8. নরসিংদী সরকারি মহিলা কলেজ
  9. সরকারি শহীদ আসাদ কলেজ
  10. মাধবদী মহাবিদ্যালয়
  11. জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা
  12. পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ
  13. বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠ
  14. আবদুল কাদির মোল্লা সিটি কলেজ
  15. নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়
  16. মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশন

উল্লেখযোগ্য স্থান[সম্পাদনা]

  1. উয়ারী-বটেশ্বর - বেলাব উপজেলার আমলাব ইউনিয়ন;
  2. বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর - রায়পুরা উপজেলার রামনগর গ্রাম;
  3. সোনাইমুড়ি টেক - শিবপুর উপজেলা;
  4. ভাই গিরিশ চন্দ্র সেনের বাস্তুভিটা পাঁচদোনা বাজার সংলগ্ল বুড়ারহাট গ্রাম।
  5. চিনিশপুর কালী মন্দির
  6. আরশিনগর মিনি পার্ক -নরসিংদী রেল স্টেশনের সাথেই।
  7. ড্রিম হলিডে পার্ক - পাঁচদোনা
  8. বালাপুর জমিদার বাড়ি
  9. লক্ষণ সাহার জমিদার বাড়ি
  10. সিধেন সাহার জমিদার বাড়ি
  11. কুন্ডু সাহার জমিদার বাড়ি
  12. মনু মিয়ার জমিদার বাড়ি (ঘোড়াশাল জমিদার বাড়ি)
  13. ঘোড়াশাল দোতলা রেলওয়ে স্টেশন (যা বাংলাদেশের প্রথম দ্বিতলবিশিষ্ট রেলওয়ে স্টেশন)
  14. চরসিন্দুর ব্রিজ
  15. সাটিরপাড়া রায় চৌধুরী জমিদার বাড়ি
  16. মাধবদী গুপ্তরায় জমিদার বাড়ি
  17. আমিরগঞ্জ জমিদার বাড়ি
  18. রায়পুরা উপজেলার মাহমুদাবাদ গ্রামে অবস্থিত ব্রিটিশ শাসনামলের নীল চাষের নিদর্শন 'নীলকুঠি'
  19. ওয়ান্ডার পার্ক, মরজাল, রায়পুরা

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

  1. জিতেন্দ্র কিশোর মৌলিক
  2. ললিত মোহন রায়
  3. সরকার আবুল কালাম
  4. রাজা রাহুত
  5. মনিরুজ্জামান (গবেষক)
  6. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি।
  7. আনোয়ারুল আশরাফ খান: সংসদ সদস্য।
  8. লে. কর্নেল অবঃ নজরুল ইসলাম হিরু, বীরপ্রতীক সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকার ও বর্তমান সভাপতি নরসিংদী জেলা আওয়ামীলীগ
  9. রাজিউদ্দিন আহমেদ রাজু, সংসদ সদস্য নরসিংদী-৫, সাবেক ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী।
  10. সামসুদ্দীন আহমেদ এছাক: সাবেক সংসদ সদস্য।
  11. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
  12. কবি শামসুর রাহমান:কবি।
  13. আফতাব উদ্দিন ভূঁইয়া
  14. ড. আলাউদ্দিন আল আজাদ - সাহিত্যিক।
  15. ভাই গিরিশ চন্দ্র সেন - প্ররথম বাংলায় পবিত্র কুরআন এর অনুবাদক।
  16. সতীশচন্দ্র পাকড়াশী (১৮৯৩-৩০ ডিসেম্বর, ১৯৭৩) বাঙালী স্বাধীনতা সংগ্রামী ও সশস্ত্র বিপ্লবী।
  17. আপেল মাহমুদ: কন্ঠশিল্পী।
  18. নুরউদ্দীন খান: সাবেক সেনাপ্রধান ও সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী।
  19. প্রফেসর ড.রসিদ উদ্দিন আহমদ- উপমহাদেশের অন্যতম নিউরোসার্জন এবং বাংলাদেশের প্রথম নিউরোসার্জন।[তথ্যসূত্র প্রয়োজন] নরসিংদী,আমদিয়া ইউনিয়নের বেলাব গ্রাম। ২০১৬ ইংরেজি সনের মার্চের উনিশ তারিখ মৃত্যুবরণ করেন।
  20. অধ্যক্ষ আবদুল হামিদ এম.এসসি সাহেব (যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৩৬ সালে ব্রিটিশ-ভারতে বাঙ্গালী মুসলমানদের মধ্যে সর্বপ্রথম প্রথম শ্রেণী প্রাপ্ত হন। এবং অজপাড়া গায়ে তিনি স্কুল, কলেজ প্রতিষ্ঠা করেছিলেন।
  21. শামীম কবির - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক;
  22. শহীদ আসাদ- ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের নায়ক
  23. মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা: আমলা।
  24. এম এ মান্নান (অধ্যাপক)
  25. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন: রাজনীতিবিদ ও সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রী।
  26. আব্দুল মঈন খান: সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী।
  27. আবদুল মোমেন খান: সাবেক মন্ত্রী ও সাবেক সচিব।
  28. কামাল হায়দার (রাজনীতিবিদ)
  29. আব্দুল মান্নান (শিক্ষক)
  30. রহিমা আখতার
  31. খায়রুল কবির খোকন: রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।
  32. সামসুল হুদা বাচ্চু: সাবেক সংসদ সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা।
  33. আহমেদুল কবির: সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত সাংবাদিক।
  34. রবিউল আলম কিরণ খাঁ
  35. সরদার শাখাওয়াত হোসেন বকুল: রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।
  36. এ এইচ এম আব্দুল হালিম
  37. মাঈন উদ্দিন ভূঁইয়া: রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য এবং মাননীয় হুইপ ও সাবেক মন্ত্রী।
  38. আসাদুল হক খসরু
  39. আবদুল আলী মৃধা: সাবেক সংসদ সদস্য।
  40. মোহাম্মদ শহীদুল্লাহ (নরসিংদীর রাজনীতিবিদ)
  41. মুস্তাফা জামাল: সাবেক সংসদ সদস্য।
  42. মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া
  43. শাহজাহান সাজু: সাবেক সংসদ সদস্য।
  44. জহিরুল হক ভূঁইয়া মোহন: রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য এবং মাননীয় সংসদ সদস্য।
  45. রোকেয়া আহমেদ লাকী: সাবেক সংসদ সদস্য মহিলা সংরক্ষিত আসন।
  46. দেলোয়ার হোসেন খান: সাবেক সংসদ সদস্য।
  47. তামান্না নুসরাত (বুবলী): মাননীয় সংসদ সদস্য মহিলা সংরক্ষিত আসন।
  48. সিরাজুল ইসলাম মোল্লা: সাবেক সংসদ সদস্য।
  49. গাজী ফজলুর রহমান
  50. হরিপদ দত্ত
  51. সোমেন চন্দ
  52. হানিফ পাঠান
  53. মুহাম্মদ হাবিবুল্লা পাঠান
  54. গিয়াসউদ্দীন মিয়া, কৃষিবিদ।
  55. ইমতিয়াজ আহমেদ নকীব, ফুটবলার।
  56. শহীদুর রশীদ ভূঁইয়া: কৃষিবিদ ও শিক্ষাবিদ।
  57. মামুন আল রশীদ: সচিব।
  58. ফরিদ আহাম্মদ: সচিব।