ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়
ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয় | |
---|---|
![]() | |
![]() | |
ঠিকানা | |
![]() | |
পশ্চিম ব্রাহ্মন্দী, নরসিংদী সদর, নরসিংদী ১৬০২ | |
স্থানাঙ্ক | ২৩°৫৬′০২″ উত্তর ৯০°৪৩′১৯″ পূর্ব / ২৩.৯৩৪° উত্তর ৯০.৭২২° পূর্ব |
তথ্য | |
অন্য নাম | ব্রাহ্মন্দী বয়েজ স্কুল (অনানুষ্ঠানিক) |
প্রাক্তন নাম | ব্রাহ্মন্দী কে. কে. এম. কলেজিয়েট হাই স্কুল (১৯৫৫ - আনু. ১৯৬০) ব্রাহ্মন্দী কে. কে. এম. সরকারি উচ্চ বিদ্যালয় (১৯৮১ - ২০২২) |
ধরন | সরকারি উচ্চ বিদ্যালয় |
নীতিবাক্য | জ্ঞানই আলো |
প্রতিষ্ঠাকাল | ১৯৪৬ |
প্রতিষ্ঠাতা | জিতেন্দ্র কিশোর মৌলিক |
বিদ্যালয় বোর্ড | ঢাকা শিক্ষা বোর্ড |
বিদ্যালয় জেলা | নরসিংদী |
ইআইআইএন | ১১২৬৭৪[১] |
প্রধান শিক্ষক | মো: মাসুদুর রহমান |
কর্মকর্তা | ৫১[২] |
শ্রেণি | ১ম-১০ম শ্রেণী |
লিঙ্গ | বালক |
বয়সসীমা | ৬-১৬ |
ভাষা | বাংলা |
শ্রেণিকক্ষ | ২১ |
ক্যাম্পাস | নরসিংদী শহর |
ক্যাম্পাসের ধরন | শহুরে |
রং | সাদা শার্ট , খাকি প্যান্ট |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন |
প্রকাশনা | অঙ্কুর (সর্বশেষ প্রকাশনা ২০১১) |
প্রাক্তন শিক্ষার্থী | ব্রাহ্মন্দী কে. কে. এম. সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি (প্রাছাস) হৃদয়ে আমার ব্রাহ্মন্দী কে. কে. এম. সরকারি উচ্চ বিদ্যালয় |
ওয়েবসাইট | http://www.bkkmghs.edu.bd |
ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয় বাংলাদেশের নরসিংদী জেলার নরসিংদী সদরের পশ্চিম ব্রাহ্মন্দীতে অবস্থিত একটি প্রাচীন এবং স্বনামধন্য উচ্চ বিদ্যালয়।
ইতিহাস
[সম্পাদনা]স্কুলটি ১৯৪৬ সালে জমিদার এবং হোমিওপ্যাথি ডাক্তার জিতেন্দ্র কিশোর মৌলিক তার পিতা কামিনী কিশোর মৌলিকের স্মৃতিতে প্রতিষ্ঠা করেন। এটি মাঝে ১৯৫৫ সাল থেকে কয়েক বছরের জন্য নরসিংদী সরকারি কলেজের সাথে যুক্ত ছিল, তাই সেই সময়ের জন্য স্কুলটির নাম ছিল ব্রাহ্মন্দী কে. কে. এম. কলেজিয়েট স্কুল। এরপর ১৯৮১ সালের ১ এপ্রিল বিদ্যালয়টি নরসিংদীর প্রথম বিদ্যালয় হিসেবে জাতীয়করণ করা হয়। এটি ১৯৯১ সাল পর্যন্ত একটি কম্বাইন্ড স্কুল ছিল। এরপর এটিকে ছেলেদের প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়।
শিক্ষক ও কর্মচারীবৃন্দ
[সম্পাদনা]বর্তমানে এখানে ৫১ জন শিক্ষক কর্মরত আছেন।[২]
পাঠক্রম বহির্ভূত কার্যক্রম
[সম্পাদনা]শিক্ষার পাশাপাশি স্কুলটিতে সহপাঠ্যক্রমিক কার্যক্রম যেমন স্কাউটিং,[৩] রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবা এবং বিতর্কের সুযোগ আছে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Brahmondi K.K.M. Govt. High School"। এপ্রিল ২২, ২০২১। ডিসেম্বর ১৬, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৬, ২০২২।
- ↑ ক খ "ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়"। www.bkkmghs.edu.bd। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২০।
- ↑ স্কাউটস গ্রুপের বিস্তারিত তথ্য।
- ↑ "'মেধাশক্তিই জাতিকে এগিয়ে নিতে পারে'"। সমকাল। ২০১৪-০৫-০৩। ২০২১-১২-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-১১।