পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজ
অবস্থান
তথ্য
ধরনস্কুল ও কলেজ
নীতিবাক্যশিক্ষা-সংস্কৃতি-শান্তি-প্রগতি
প্রতিষ্ঠাকাল১৯১৯ (1919)
প্রতিষ্ঠাতাকৃষ্ণগোবিন্দ গুপ্ত
বিদ্যালয় বোর্ডঢাকা শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলানরসিংদী
শ্রেণী১ম - ১২ম
রং         লাল ও সাদা
শ্রেণী কার্যক্রমক শাখা: ১ম-১২ম
খ শাখা:১ম -১২ম

পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজ ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ শাসন আমলের বিখ্যাত বাঙ্গালী কৃষ্ণগোবিন্দ গুপ্ত এই স্কুল এন্ড কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তার নামানুসারে স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজ নামে প্রতিষ্ঠিত করা হয়।[১][২][৩]

ইতিহাস ও অবস্থান[সম্পাদনা]

পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়টি অত্যন্ত সুপ্রাচীন একটি বিদ্যালয়।এখানকার পরিবেশ অধিক সুন্দর, মনোরম।এটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত।এখান থেকে শিক্ষা গ্রহণ করে সরকারের বিভিন্ন পদে রয়েছে অনেক শিক্ষার্থীগণ। এটি ব্রিটিশ শাসন আমলে বিখ্যাত বাঙ্গালী স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্তের নামে প্রতিষ্ঠিত।বিগত ২০১৪ সালসহ প্রতি বছর এস.এস.সি পরীক্ষায় বেশ কয়েক জন ছাত্র ছাত্রী জিপিএ-৫ পায়। ২০১৯ সালে ডিসেম্বর মাসে বিদ্যালয়টি ১০০ বছর পূর্ণ করেছে। তাই অত্যন্ত জমকালো ভাবে ১০০ বছর পূর্তি অনুষ্ঠান পালন করেছে।

সহশিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

বিদ্যালয়টিতে ছাত্রদের সমন্বয়ে একটি স্কাউট দল, সততা সংঘ সহশিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য একটি ক্লাব রয়েছে। এদের সমন্বয়ে বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বনায়ন কার্যক্রম, স্কাউটিং কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়।

শ্রেণি, বিভাগ ও শাখা সমূহ[সম্পাদনা]

মূলত এই বিদ্যালয় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত লেখা পরা করারা সুযোগ রয়েছে।

১ম-৫ম শ্রেণি: শাখা:ক,খ,গ

৬ষ্ঠ শ্রেণি : শাখা:ক,খ,গ

৭ম শ্রেণি : শাখা:ক,খ

৮ম শ্রেণি : শাখা:ক,খ

৯ম শ্রেণি : বিভাগ:বিজ্ঞান,মানবিক,ব্যবসায় শিক্ষা

১০ম শ্রেণি : বিভাগ:বিজ্ঞান,মানবিক,ব্যবসায় শিক্ষা

১১তম শ্রেণি : বিভাগ:বিজ্ঞান,মানবিক,ব্যবসায় শিক্ষা

১২তম শ্রেণি : বিভাগ:বিজ্ঞান,মানবিক,ব্যবসায় শিক্ষা

সহশিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

বিদ্যালয়টিতে ছাত্রদের সমন্বয়ে একটি স্কাউট দল, সততা সংঘ সহশিক্ষা কার্যক্রম চালু রাখার জন্য একটি ক্লাব রয়েছে। এদের সমন্বয়ে বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বনায়ন কার্যক্রম, স্কাউটিং কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রচলিত কোর্স[সম্পাদনা]

খেলার মাঠ[সম্পাদনা]

বিদ্যালয়ের ভেতর অনেক বড় খেলার মাঠ রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dainikshiksha (২০২২-১০-১৩)। "পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি - দৈনিকশিক্ষা"Dainik shiksha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১২ 
  2. admin। "পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ে শহীদ দিবস পালন" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১২ 
  3. "পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত"dailygrameendarpan.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১২