পল পট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা NahidSultanBot (আলোচনা | অবদান) কর্তৃক ১৫:১৫, ২৪ নভেম্বর ২০১৮ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎top: বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

পলপট
পলপট ১৯৭৮ সালে
কম্বোডিয়া সমাজতান্ত্রিক দলের জেনারেল সেক্রেটারী
কাজের মেয়াদ
ফেব্রুয়ারী ১৯৬৩ – ১৯৮১
পূর্বসূরীটউ সামুথ
উত্তরসূরী(দল নিষিদ্ধ)
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
১৭ এপ্রিল ১৯৭৫ – ৭ জানুয়ারি ১৯৭৯
রাষ্ট্রপতিনরোদম সিহানুক
খিউ সাম্পান
ডেপুটিলেং সাড়ী
সনসেন

পলপট (/pɒl pɒt/; Khmer: ប៉ុល ពត; জন্ম: ১৯ মে ১৯২৫ - মৃত্যু: ১৫ এপ্রিল ১৯৯৮) ছিলেন কম্বোডিয়ার খেমাররুজ দলের নেতা। তিনি দলটির নেতৃত্বে ছিলেন ১৯৬৩ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত। তার দল রাজধানী নমপেন দখল করলে ১৯৭৫ সালে তিনি কম্বোডিয়ার শাসনক্ষমতা লাভ করেন এবং ১৯৭৯ সালে পার্শ্ববর্তী ভিয়েতনাম কর্তৃক ক্ষমতা থেকে উৎখাত হন। পলপট অত্যন্ত নিষ্ঠুর ছিলেন এবং তার চার বছরের শাসনকালে কম্বোডিয়ার ৮০ লাখ জনগোষ্ঠীর ১০ থেকে ৩০ লাখের মত লোক মারা যায়।