গড়গ্রাম দুর্গ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গড়গ্রাম দুর্গ
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাঠাকুরগাঁও জেলা
অবস্থান
অবস্থানরানীশংকৈল উপজেলা
দেশবাংলাদেশ

গড়গ্রাম দুর্গ বাংলাদেশের রংপুর বিভাগ অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। এটি মূলত ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় অবস্থিত।[১]

অবস্থান[সম্পাদনা]

রানীশংকৈল উপজেলার প্রায় তের মাইল উত্তরে নেকমরদের মাজার। সেখান থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার উত্তরে যে প্রাচীন স্থানটি আছে সেটির নাম গড়গ্রাম।[২]

বিবরণ[সম্পাদনা]

দুর্গটির বাইরে ১৫ মিটার পরিখা আছে। দুর্গের প্রাচীরগুলো মাটির তৈরি। এর আয়তন দৈর্ঘ্যে প্রায় ৪৫০ মিটার এবং প্রস্থ ৩৪০ মিটার। দুর্গটি দেখতে ছোট হলেও এটি বিচিত্র ধরনের। দুর্গটির ভেতরে আরেকটি ছোট দুর্গ ছিল যার অস্তিত্ব এখনো বোঝা যায়। দুর্গের বাইরে কাছে উত্তর দিকে ইট পাথর ও বিভিন্ন প্রত্নবস্ত্ততে পূর্ণ একটি ঢিবি ছিল, সেটা মূলত ইমারতের অস্তিত্ব দেখে বোঝা যায়। দুর্গে মসৃণ কালো পাথর পাওয়া গিয়েছে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রায়, অজয় কুমার (আগস্ট ২০১৮)। "রাজনৈতিক ও গুণী ব্যক্তিদের সংক্ষিপ্ত পরিচিতি"। ঠাকুরগাঁও জেলার ইতিহাস (২ সংস্করণ)। ঢাকা: টাঙ্গন প্রিন্টিং এন্ড পাবলিকেশন। পৃষ্ঠা ৬৮-৬৯। আইএসবিএন 978-9843446497 
  2. আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া; প্রশ্নোত্তরে বাঙলাদেশের প্রত্নকীর্তি (প্রথম খন্ড); ঝিনুক প্রকাশনী; তৃতীয় মুদ্রণঃ মার্চ ২০১৩; পৃষ্ঠা-৩৭,ISBN 984- 70112-0112-0
  3. http://www.thakurgaon.gov.bd/site/tourist_spot/1faaee57-18ff-11e7-9461-286ed488c766

আরো পড়ুন[সম্পাদনা]

বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানের তালিকা