বার পাইকের গড়
বার পাইকের গড় | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
জেলা | দিনাজপুর জেলা |
অবস্থান | |
অবস্থান | ঘোড়াঘাট উপজেলা |
দেশ | বাংলাদেশ |
বার পাইকের গড় বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। এটি মূলত দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার অন্তর্গত একটি প্রাচীন দুর্গ। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা।[১]
অবস্থান
[সম্পাদনা]ঘোড়াঘাট-রানীগঞ্জ রোডের উপর বিরাহিমপুর কাছারী । এর উত্তরে দিওয়ান গাযীর মাযার। তার পূর্বদিকে মহিলা বা ময়লা নদী অবস্থিত। নদীর ডান দিকে যে ত্রিভূজাকৃতি স্থলভাগ আছে সেটাই বারপাইকের গড় নামে পরিচিত।
বিবরণ
[সম্পাদনা]বারপাইকের গড়ের পশ্চিম দিকে নদীর চেয়ে চওড়া ও গভীর পরিখা আছে। একসময় এই খাদে পানির প্রবাহ অনেক ছিল। খাদের পাশে বড় রাজপথ আছে। প্রাচীনকালে এই গড়ের ভিতরে একটি অট্টালিকা ছিল, ব্রিটিশ আমলেও তার সামান্য অস্তিত্ব দেখা গিয়েছিল । এখন এখানে সামান্য উঁচু মাটির ঢিবি দেখা যায়।[২]
নামকরণ
[সম্পাদনা]কথিত আছে গৌড়ের সুলতান যখন রুকনউদ্দিন বরবক শাহ (১৪৫৯-১৪৭৬ খ্রি.) ছিলেন, তখন তার সেনাপতি শাহ ইসমাইল গাজী ১২ জন পাইকস এই দুর্গে আশ্রয় নিয়েছিলেন । ১২ জন পাইক থাকার কারণে এই দুর্গটির নাম বারপাইকের গড় হয়।
আরো পড়ুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "প্রত্নস্হলের তালিকা"। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। http://www.archaeology.gov.bd/। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৬।
|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া লেখক; ঝিনুক প্রকাশনী; প্রশ্নোত্তরে বাঙলাদেশের প্রত্নকীর্তি (প্রথম খন্ড); ২০১০; পৃষ্ঠা- ১০২-১০৪, ISBN 984- 70112-0112-0