চাপড়াকোট ঢিবি
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
চাপড়াকোট ঢিবি | |
---|---|
![]() | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
জেলা | রংপুর জেলা |
অবস্থান | |
অবস্থান | বদরগঞ্জ উপজেলা |
দেশ | বাংলাদেশ |
চাপড়াকোট রংপুর জেলার বদরগঞ্জ উপজেলাস্থ একটি প্রাচীন কীর্তি। স্থানীয়ভাবে এটি লোহানীপাড়া বৌদ্ধ বিহার নামে বর্তমানে পরিচিত। এখানে বর্ধন উপাধিধারী একটি রাজবংশের চারজন নৃপতির সন্ধান পাওয়া যায়।
বিবরণ[সম্পাদনা]
বর্গাকারের এই ধবংসাবশেষকে কেন্দ্র করে চারিদিকে এক কিলোমিটার করে লম্বা চারটি পরিখা আছে। এটা দেখে বুঝা যায় প্রাচীন কালে এটি একটি বৌদ্ধ বিহার ছিল। এখানে খোলা অঙ্গন আছে। এরপরে টানা বারান্দা। তারপরে বিহারের আবাসিক কক্ষ। উত্তরদিকে প্রবেশদ্বার।
ধবংসাবশেষে অলঙ্কৃত ইট, পোড়ামাটির চিত্রফলক, একটি শিলালিপি পাওয়া গিয়েছে। লিপিতত্ত্বের বিচারে এটি নবম-দশম শতকের বলে ধরা হয়।[১]
আরো পড়ুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া লেখক; ঝিনুক প্রকাশনী; প্রশ্নোত্তরে বাঙলাদেশের প্রত্নকীর্তি (প্রথম খন্ড); ২০১০; পৃষ্ঠা- ১২৬-২৭, ISBN 984- 70112-0112-0
![]() |
উইকিমিডিয়া কমন্সে চাপড়াকোট ঢিবি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |