খসড়া:সুদীপ কুমার দীপ
সুদীপ কুমার দীপ | |
---|---|
জন্ম | সুদীপ কুমার দীপ ২৬ মার্চ ১৯৮৬ |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশ |
শিক্ষা | ইতিহাস বিভাগ |
মাতৃশিক্ষায়তন | সরকারি তিতুমীর কলেজ |
পেশা | সাংবাদিক |
কর্মজীবন | ২০০৭ - বর্তমান |
পরিচিতির কারণ | |
উল্লেখযোগ্য কর্ম | সম্পূর্ণ তালিকা |
দাম্পত্য সঙ্গী | কাশফি দীপ |
সুদীপ কুমার দীপ (জন্ম : ২৬ মার্চ ১৯৮৬) একজন বাংলাদেশের গীতিকার।[১] এছাড়াও তিনি সাংবাদিক ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার সহ-সম্পাদক।[২] ২০১১ সালে টাইগার নাম্বার ওয়ান চলচ্চিত্রে তিনি চলচ্চিত্রের গীতিকার হিসেবে যাত্রা শুরু হয়।[৩][৪]
জন্ম ও শিক্ষাজীবন
[সম্পাদনা]দীপ ১৯৮৬ সালে ২৬শে মার্চ খুলনা বিভাগে জন্মগ্রহণ করেন। তিনি আগরঘাটা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, আশাশুনি ডিগ্রি কলেজ থেকে এইসএসসি, খুলনার সরকারি বিএল কলেজ থেকে অনার্স ও ঢাকার সরকারি তিতুমীর কলেজ থেকে মাস্টার্স পাশ করে ইতিহাস বিভাগের পড়াশোনা সম্পূর্ণ করেন।[তথ্যসূত্র প্রয়োজন]
সংগীত জীবন
[সম্পাদনা]দীপ ২০১০ সালে ঢাকায় চলে যান। চলচ্চিত্রে গান লেখার ক্ষেত্রে তিনি চলচ্চিত্র পরিচালক রাজু চৌধুরীর কাছে সর্বপ্রথম উৎসাহ পান। তিনি ছয় বছরে ৮০টিরও বেশী চলচ্চিত্রে গানের গীতিকার।[৫] ২০২০ সালে জুন মাসে আরটিভি অনলাইনের রিপোর্ট অনুযায়ী ইউটিউবে দীপের লেখা ৩০টিরও বেশী গান আছে ৫০ কোটি ভিউয়ের উপরে।[৬]
উল্লেখযোগ্য গীত
[সম্পাদনা]চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]বছর | শিরোনাম | সংগীত পরিচালক | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০১১ | টাইগার নাম্বার ওয়ান | ইমন সাহা | শাহীন-সুমন | প্রথম গান[১৪] |
২০১২ | রক্তে ভেজা বাংলাদেশ | আহমেদ হুমায়ুন | নাদিম মাহমুদ | |
২০১৩ | ইঞ্চি ইঞ্চি প্রেম | আহমেদ হুমায়ুন | রাজু চৌধুরী | [১৫][১৬] |
ফুল এন্ড ফাইনাল | আলী আকরাম শুভ, আহমেদ হুমায়ুন | মালেক আফসারী | ||
দেহরক্ষী | অদিত রহমান | ইফতেখার চৌধুরী | ||
জটিল প্রেম | আহমেদ হুমায়ুন | শাহীন-সুমন | ||
রোমিও | আহমেদ হুমায়ুন | রাজু চৌধুরী | ||
কিছু আশা কিছু ভালোবাসা | জে কে মজলিশ, আরেফিন রুমি | মোস্তাফিজুর রহমান মানিক | ||
২০১৪ | অগ্নি | অদিত রহমান, আহমেদ হুমায়ুন | ইফতেখার চৌধুরী | |
তুই শুধু আমার | আলী আকরাম শুভ | রাজু চৌধুরী | ||
কি দারুণ দেখতে | আহমেদ হুমায়ুন | ওয়াজেদ আলী সুমন | ||
প্রেম কি অপরাধ | আহমেদ হুমায়ুন | জাদু আজাদ | ||
হিটম্যান | আলী আকরাম শুভ | ওয়াজেদ আলী সুমন | ||
সেদিন বৃষ্টি ছিল | আহমেদ হুমায়ুন | ওয়াজেদ আলী সুমন | ||
লাভ স্টেশন | শওকত আলী ইমন | শাহাদাত হোসেন লিটন | ||
আগে যদি জানতাম তুই হবি পর | অমিত চট্টোপাধ্যায় ও কাজি জামাল | মনতাজুর রহমান আকবর | ||
হিরো: দ্যা সুপার স্টার | আলী আকরাম শুভ, আরেফিন রুমি | বদিউল আলম খোকন | ||
মনের মধ্যে লেখা | জে কে মজলিস | মাহমুদ হোসেন মুরাদ | ||
সেরা নায়ক | আলী আকরাম শুভ | ওয়াকিল আহমেদ | ||
২০১৫ | পাগলা দিওয়ানা | আহমেদ হুমায়ুন | ওয়াজেদ আলী সুমন | |
বোঝেনা সে বোঝেনা | অমিত চট্টোপাধ্যায় | মনতাজুর রহমান আকবর | ||
অ্যাকশন জেসমিন | শওকত আলী ইমন, আহমেদ হুমায়ুন | ইফতেখার চৌধুরী | ||
আজব প্রেম | আহমেদ হুমায়ুন | ওয়াজেদ আলী সুমন | ||
চুপি চুপি প্রেম | জে কে মজলিস | মোস্তাফিজুর রহমান মানিক | ||
ভালোবাসা সীমাহীন | আলী আকরাম শুভ | শাহ আলম মন্ডল | ||
২০১৬ | আড়াল | রবিন ইসলাম | শাহেদ চৌধুরী | |
মাটির পরী | আহমেদ হুমায়ুন | সায়মন তারিক | ||
অজান্তে ভালোবাসা | আহমেদ হুমায়ুন, ফিরোজ প্লাবন | এ. জে. রানা | ||
২০১৭ | ক্রাইম রোড | আলী আকরাম শুভ | সায়মন তারিক | |
অহংকার | আলী আকরাম শুভ | শাহাদাত হোসেন লিটন | ||
১৬ আনা প্রেম | অমিত চট্টোপাধ্যায় | আলী আজাদ | ||
চল পালাই | আলী আকরাম শুভ | দেবাশীষ বিশ্বাস | ||
২০১৮ | জান্নাত | ইমন সাহা, আরেফিন রুমি | মোস্তাফিজুর রহমান মানিক | |
পাগল মানুষ | আলী আকরাম শুভ | এম এম সরকার | ||
চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া | শাহরিয়ার রাফাত | উত্তম আকাশ | ||
ক্যাপ্টেন খান | শাহরিয়ার রাফাত | ওয়াজেদ আলী সুমন | ||
পলকে পলকে তোমাকে চাই | আলী আকরাম শুভ, ঝংকর খন্দকার, ইমন সাহা | এস এম শাহনেওয়াজ শানু | ||
মনে রেখো | আকাশ সেন, আলী আকরাম শুভ, হৃদয় খান | ওয়াজেদ আলী সুমন | ||
সুপার হিরো | নাভেদ পারভেজ, আলী আকরাম শুভ | আশিকুর রহমান | ||
আমি নেতা হবো | শ্রী প্রীতম, আহমেদ হুমায়ুন, আলী আকরাম শুভ | উত্তম আকাশ | [১৭][১৮] | |
২০১৯ | বেপরোয়া | মুশফিক লিটু | রাজা চন্দ | |
আমার প্রেম আমার প্রিয়া | আহমেদ হুমায়ুন | শামীমুল ইসলাম শামীম | ||
ইন্দুবালা | মুশফিক লিটু | জয় সরকার | ||
প্রেম চোর | শাহরিয়ার রাফাত | উত্তম আকাশ | ||
ভালোবাসা ডট কম | কাজী জামাল | মোহাম্মদ আসলাম | ||
২০২১ | আগস্ট ১৯৭৫ | ইমন সাহা, সুমন কল্যাণ | সেলিম খান, শামীম আহমেদ রনি | |
রংবাজি - দ্য লাফাঙ্গা | আহমেদ হুমায়ুন | কমল সরকার | ||
পাগলের মত ভালোবাসি | আহমেদ হুমায়ুন, শওকত আলী ইমন | শাহীন-সুমন, আতিকুর রহমান লাবলু | ||
২০২২ | বিদ্রোহী | শামীম মাহমুদ, আকাশ সেন ও শ্রী প্রীতম | শাহীন সুমন | |
বসন্ত বিকেল | শওকত আলী ইমন | রফিক শিকদার | ||
গলুই | ইমন সাহা | এস এ হক অলিক | ||
যাও পাখি বলো তারে | জে কে মজলিশ | মোস্তাফিজুর রহমান মানিক | ||
সাইকো | লিংকন | অনন্য মামুন | ||
২০২৩ | শত্রু | ইমন সাহা | সুমন ধর | |
লোকাল | আয়ুশ দাস | সাইফ চন্দন | ||
বুবুজান | বেলাল খান, ইফতেখার লেলিন | শামীম আহমেদ রনি | ||
যন্ত্রণা | রবিন ইসলাম | আরিফুর জামান আরিফ | [১৯] | |
২০২৪ | মায়া : দ্য লাভ | আকাশ মাহমুদ | জসিম উদ্দিন জাকির | |
আসন্ন | বান্ধব | শেখ সাদী খান | সুজন বড়ুয়া | |
হারজিৎ | আলী আকরাম শুভ | বদিউল আলম খোকন | ||
আকবর | শওকত আলী ইমন | সৈকত নাসির | [২০] |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
২০২২ | বিএফডিএ অ্যাওয়ার্ডস | শ্রেষ্ঠ গীতিকার | গলুই | মনোনীত[২১] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ রিপোর্ট, আরটিভি অনলাইন (১৫ মার্চ ২০২০)। "৮ বছরে ৮০টি ছবিতে গান লিখেছেন দীপ"। আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৫।
- ↑ "সুদীপ কুমার দীপ"। গানের পাতা। ২০২৪-০৮-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১২।
- ↑ প্রতিবেদক, বিনোদন (১৬ মার্চ ২০২০)। "৮০টি ছবিতে গান লিখেছেন সুদীপ কুমার দীপ"। বিনোদন বিচিত্রা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১২।
- ↑ রিপোর্ট, আরটিভি অনলাইন (১৫ মার্চ ২০২০)। "৮ বছরে ৮০টি ছবিতে গান লিখেছেন দীপ"। আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৫।
- ↑ নিজেস্ব প্রতিবেদক, মিঠু হালদার (৩১ অক্টোবর ২০১৮)। "'আগামী পাঁচ বছর যে গানগুলো হিট হবে, তার বেশির ভাগ আমার লেখা"। প্রিয়.কম। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৩।
- ↑ রিপোর্ট, আরটিভি অনলাইন (৭ জুন ২০২০)। "১৫ ছবির গানে দীপ"। আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৪।
- ↑ প্রতিবেদক, বিনোদন। "ইউটিউবে শাকিব-মিমের 'চুম্মা' (ভিডিও)"। দৈনিক যুগান্তর।
- ↑ BanglaNews24.com। "শাকিব-মিমের 'চুম্মা' (ভিডিও)"।
- ↑ "শাকিব-মিমের 'চুম্মা' (ভিডিও) : - Poriborton"। www.poriborton.com। ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮।
- ↑ "শাকিব-মিমের চুম্মা নিয়ে হৈ চৈ (ভিডিও) - The BD Daily"। thebddaily.com। ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮।
- ↑ "১৮০ সেকেন্ডে শাকিবের ৩১ চুম্মা (ভিডিওসহ)"। www.dainik-destiny.com। ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮।
- ↑ "শাকিব-মিমের মোহনীয় 'চুম্মা' - Newsfeed Bd"। ২৯ জানুয়ারি ২০১৮। ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮।
- ↑ "ইউটিউবে শাকিব-মিমের 'চুম্মা' - banglatribune.com"। ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮।
- ↑ রিপোর্ট, আরটিভি অনলাইন (১৫ মার্চ ২০২০)। "৮ বছরে ৮০টি ছবিতে গান লিখেছেন দীপ"। আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৫।
- ↑ "মুক্তি পেল 'ইঞ্চি ইঞ্চি প্রেম'"। রাইজিংবিডি.কম। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৮।
- ↑ অনুসূর্য, নাবীল; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "ববি-বাপ্পির যুগলবন্দি 'ইঞ্চি ইঞ্চি প্রেম'"। বিডিনিউজ২৪.কম। ২০১৯-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৮।
- ↑ "ইউটিউবে শাকিব-মিমের 'চুম্মা' - banglatribune.com"। ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮।
- ↑ প্রতিবেদক, বিনোদন। "ইউটিউবে শাকিব-মিমের 'চুম্মা' (ভিডিও)"। দৈনিক যুগান্তর।
- ↑ কর্ণার, গ্লিটজ (৫ নভেম্বর ২০২৩)। "শুক্রবার 'যন্ত্রণা' আসছে"। বিডিনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ আগস্ট ১৪, ২০২৪।
- ↑ প্রতিবেদক, বিনোদন (১৩ জানুয়ারী ২০২০)। "'আকবর' সিনেমায় গাইলেন আসিফ"। বাংলাদেশ জার্নাল অনলাইন। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৪।
- ↑ পাতা, বিএমডিবি। "গলুই"। বাংলা মুভি ডাটাবেজ। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বাংলা মুভি ডেটাবেজে সুদীপ কুমার দীপ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে সুদীপ কুমার দীপ (ইংরেজি)