বিষয়বস্তুতে চলুন

দেহরক্ষী (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেহরক্ষী
দেহরক্ষী চলচ্চিত্রের পোস্টার
পরিচালকইফতেখার চৌধুরী
প্রযোজকফ্যাটম্যান ফিল্মস
রচয়িতাআব্দুল্লাহ জাহির বাবু
শ্রেষ্ঠাংশেববি হক
কাজী মারুফ
আনিসুর রহমান মিলন
সুরকারঅদিত রহমান
চিত্রগ্রাহকইফতেখার চৌধুরী
সম্পাদকইফতেখার চৌধুরী
প্রযোজনা
কোম্পানি
ফ্যাটম্যান ফিল্মস
পরিবেশকজাজ মাল্টিমিডিয়া
মুক্তি১২ এপ্রিল ২০১৩ (2013-04-12)
স্থিতিকাল১৬৭ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

দেহরক্ষী ইফতেখার চৌধুরী পরিচালিত এবং ফ্যাটম্যান ফিল্মস প্রযেজিত ২০১৩ সাল মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী অ্যাকশন-নির্ভর চলচ্চিত্র। এই ত্রিভূজ-প্রেমের কাহিনী-ভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করেছেন ববি হক, আনিসুর রহমান মিলন এবং কাজী মারুফ। দেহরক্ষী সর্বমোট ৫০ টির চেয়ে বেশি প্রেক্ষাগৃহে এ মুক্তি পায়। চলচ্চিত্রটি বাংলাদেশী চলচ্চিত্রের নতুন যুগ প্রতীকায়িত করে। এই চলচ্চিত্রের চিত্র, টি রেড ওয়ান ক্যামেরায় ধারণ করা হয়েছে। চলচ্চিত্রটির গান বেশ সাড়া ফেলে। গানের অ্যালবাম "জি-সিরিজ" দ্বারা পরিবেশিত হয়।[][]

সারসংক্ষেপ

[সম্পাদনা]

আন্ডারওয়ার্ল্ড ডন আসলাম (আনিসুর রহমান মিলন) সোহানা (ববি হক) নামের একটি মেয়েকে ভালবাসে কিন্তু মেয়েটি তাকে ভালবাসে না, তার পর ও আসলাম জোর করে সোহানাকে তার একটি বাড়িতে আটকে রাখে। কিছু দিন পর আসলাম একটি কাজে আমেরিকায় যাওয়ার আগে তীব্রকে (কাজী মারুফ) সোহানার দেহরক্ষী হিসেবে নিয়োগ দেয় এই বলে যে সোহানা তাকে ভালবাসে। কিন্তু তীব্র জানতে পারে আসলাম সোহানাকে জোর করে আটকে রেখেছে। এর মাঝে সোহানা তীব্রর প্রেমে পড়ে। আসলাম যখন আমেরিকা থেকে ফিরে আসে, সে জানতে পারে সোহানা তীব্রকে ভালবাসে এবং রেগে যায়। তারপর তিন জনের মধ্যে ভালবাসার যুদ্ধ।[][][]

অভিনয়

[সম্পাদনা]

সঙ্গীত

[সম্পাদনা]
দেহরক্ষী
Adit, Dola, Nancy, Kona, Shoeb and Parvez
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২০১২-১২-১২
শব্দধারণের সময়২০১১
ঘরানাচলচ্চিত্র সঙ্গীত
সঙ্গীত প্রকাশনীজি সিরিজ
প্রযোজকফ্যাটম্যান ফিল্মস
নং.শিরোনামশিল্পীদৈর্ঘ্য
১."সোহানা"দোলা৫:৩৫
২."ভালোবাসি তোমায়"ন্যান্সি, অদিত৪:৫৯
৩."মানে না মন"কণা, পারভেজ৪:২৭
৪."তোরে খুঁজি" (Soul)অদিত, সোয়েব৪:০০
৫."জাদু"কণা৩:৪৮
৬."তোরে খুঁজি"অদিত, সোয়েব৩:৪৫
৭."ভালোবাসি তোমায়" (Reprise)ন্যান্সি, অদিত৪:৩৭

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "দেহরক্ষী নতুন কিছু কী পেলাম? ::"দৈনিক সমকাল। ২০১৩-০৬-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-২৯ 
  2. "Dehorokkhi hits the box office"ঢাকা ট্রিবিউন। ২০১৩-০৪-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-২৯ 
  3. "দেহরক্ষী"দৈনিক প্রথম আলো। ২০২০-০৬-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-২৯ 
  4. "'দেহরক্ষী' নিয়ে মিলনের আক্ষেপ"Manabzamin। ২০১৩-০৪-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-২৯ 
  5. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৩