বিষয়বস্তুতে চলুন

বোঝেনা সে বোঝেনা (২০১৫-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বোঝেনা সে বোঝেনা
পরিচালকমনতাজুর রহমান আকবর
প্রযোজকমনতাজুর রহমান আকবর
রচয়িতামনতাজুর রহমান আকবর(চিত্রনাট্য)
কমল সরকার(কাহিনী, সংলাপ)
শ্রেষ্ঠাংশেআকাশ খান
আঁচল
প্রবীর মিত্র
অমিত হাসান
সুরকারঅমিত চট্টোপাধ্যায়, কবির বকুল
চিত্রগ্রাহকইস্তফা রহমান
সম্পাদকশহীদুল হক
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকনয়ন-আপন প্রডাকশন
মুক্তি৮ মে, ২০১৫
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা ভাষা
নির্মাণব্যয়৮০ লাখ টাকা

বোঝেনা সে বোঝেনা একটি বাংলাদেশী চলচ্চিত্র। চিত্রনাট্য, পরিচালনা ও  প্রযোজনা করেছেন মনতাজুর রহমান আকবর। এটির প্রযোজনা ও পরিবেশনায় আছে নয়ন-আপন প্রডাকশন। এই ছবির মাধমে আকাশ খানের অভিষেক হয়। ছবিটি ২০১৫ সালে ৮ মে মুক্তি পায়।[][]

কাহিনী সংক্ষেপ

[সম্পাদনা]

সিনেমার গল্পে দুটি অভিজাত পরিবারকে দেখানো হয়েছে। একটি মির্জা ও অন্যটি চৌধুরী পরিবার। আঁচল মির্জা পরিবারের মেয়ে। তার তিন ভাইয়ের আদরের ছোট বোন তিনি। অন্যদিকে চৌধুরীর পরিবারের ছেলে কাবিলা তাকে পছন্দ করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। এ পরিস্থিতিতে আদরের ছোট বোনকে নিয়ে ভাইয়েরা চলে যান এক গ্রামে। সেখানে গ্রামের ছেলে আকাশের সঙ্গে আঁচলের প্রেমের সম্পর্ক  তৈরি হয়। তারপর গল্প মোর নেয় অন্য দিকে।[][]

অভিনয়ে

[সম্পাদনা]

সংগীত

[সম্পাদনা]
গানের তালিকা
নং.শিরোনামগীতিকারSinger(s)দৈর্ঘ্য
১."বোঝেনা সে বোঝেনা"সুদীপ কুমার দীপমুন্নি 
২."প্রেম দে দেনা"কবির বকুলসাব্বির ও মুন্নি 
৩."তোমার মনের বাড়ির রঙ মেলায়"কবির বকুলসাব্বির ও মুন্নি 
৪."কি করে তোমাকে বলবো"সুদীপ কুমার দীপতৌসিফ ও মুন্নি 
৫."হৃদয়ের ছোঁয়াতে"সুদীপ কুমার দীপতৌসিফ ও মুন্নি 
৬."ধীরে ধীরে এসো কাছে"সুদীপ কুমার দীপমুহিত ও নির্ঝর 

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "আঁচলের \'বোঝে না সে বোঝে না\'"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮ 
  2. "আঁচলের 'বোঝে না সে বোঝে না'"বাংলা মুভি ডেটাবেজ। ২০১৪-০৩-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮ 
  3. মনতাজুর রহমান আকবরের নতুন ছবি ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ মার্চ ২০১৪ তারিখে, মানবজমিন
  4. "'বোঝে না সে বোঝে না'"NTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]