বোঝেনা সে বোঝেনা (২০১৫-এর চলচ্চিত্র)
অবয়ব
বোঝেনা সে বোঝেনা | |
---|---|
পরিচালক | মনতাজুর রহমান আকবর |
প্রযোজক | মনতাজুর রহমান আকবর |
রচয়িতা | মনতাজুর রহমান আকবর(চিত্রনাট্য) কমল সরকার(কাহিনী, সংলাপ) |
শ্রেষ্ঠাংশে | আকাশ খান আঁচল প্রবীর মিত্র অমিত হাসান |
সুরকার | অমিত চট্টোপাধ্যায়, কবির বকুল |
চিত্রগ্রাহক | ইস্তফা রহমান |
সম্পাদক | শহীদুল হক |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | নয়ন-আপন প্রডাকশন |
মুক্তি | ৮ মে, ২০১৫ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
নির্মাণব্যয় | ৮০ লাখ টাকা |
বোঝেনা সে বোঝেনা একটি বাংলাদেশী চলচ্চিত্র। চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনা করেছেন মনতাজুর রহমান আকবর। এটির প্রযোজনা ও পরিবেশনায় আছে নয়ন-আপন প্রডাকশন। এই ছবির মাধমে আকাশ খানের অভিষেক হয়। ছবিটি ২০১৫ সালে ৮ মে মুক্তি পায়।[১][২]
কাহিনী সংক্ষেপ
[সম্পাদনা]সিনেমার গল্পে দুটি অভিজাত পরিবারকে দেখানো হয়েছে। একটি মির্জা ও অন্যটি চৌধুরী পরিবার। আঁচল মির্জা পরিবারের মেয়ে। তার তিন ভাইয়ের আদরের ছোট বোন তিনি। অন্যদিকে চৌধুরীর পরিবারের ছেলে কাবিলা তাকে পছন্দ করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। এ পরিস্থিতিতে আদরের ছোট বোনকে নিয়ে ভাইয়েরা চলে যান এক গ্রামে। সেখানে গ্রামের ছেলে আকাশের সঙ্গে আঁচলের প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপর গল্প মোর নেয় অন্য দিকে।[৩][৪]
অভিনয়ে
[সম্পাদনা]- আকাশ খান
- আঁচল
- প্রবীর মিত্র
- রেহানা জলি
- অমিত হাসান
- ফকিরা
- কথা
সংগীত
[সম্পাদনা]গানের তালিকা | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | Singer(s) | দৈর্ঘ্য |
১. | "বোঝেনা সে বোঝেনা" | সুদীপ কুমার দীপ | মুন্নি | |
২. | "প্রেম দে দেনা" | কবির বকুল | সাব্বির ও মুন্নি | |
৩. | "তোমার মনের বাড়ির রঙ মেলায়" | কবির বকুল | সাব্বির ও মুন্নি | |
৪. | "কি করে তোমাকে বলবো" | সুদীপ কুমার দীপ | তৌসিফ ও মুন্নি | |
৫. | "হৃদয়ের ছোঁয়াতে" | সুদীপ কুমার দীপ | তৌসিফ ও মুন্নি | |
৬. | "ধীরে ধীরে এসো কাছে" | সুদীপ কুমার দীপ | মুহিত ও নির্ঝর |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "আঁচলের \'বোঝে না সে বোঝে না\'"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮।
- ↑ "আঁচলের 'বোঝে না সে বোঝে না'"। বাংলা মুভি ডেটাবেজ। ২০১৪-০৩-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮।
- ↑ মনতাজুর রহমান আকবরের নতুন ছবি ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ মার্চ ২০১৪ তারিখে, মানবজমিন
- ↑ "'বোঝে না সে বোঝে না'"। NTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- বোঝেনা সে বোঝেনা- ইন্টারনেট মুভি ডেটাবেজ
- বোঝেনা সে বোঝেনা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ মার্চ ২০১৬ তারিখে - বাংলাদেশী মুভি ডেটাবেজ
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |