বসন্ত বিকেল
বসন্ত বিকেল | |
---|---|
পরিচালক | রফিক শিকদার |
প্রযোজক | সামসুজ্জামান রিমন |
রচয়িতা | রফিক শিকদার |
চিত্রনাট্যকার | রফিক শিকদার |
কাহিনিকার | রফিক শিকদার |
শ্রেষ্ঠাংশে |
|
প্রযোজনা কোম্পানি | আরবিএস টেক লিমিটেড |
পরিবেশক | আরবিএস টেক লিমিটেড |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
'বসন্ত বিকেল' একটি আসন্ন বিয়োগান্তক-প্রণয়ধর্মী বাংলাদেশী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আরবিএস টেক লিমিটেড-এর অভিষেক প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করছেন রফিক শিকদার।[১] রফিক শিকদার একই সাথে এই চলচ্চিত্রের গল্পকার, সংলাপ রচয়িতা এবং চিত্রনাট্যকারের ভূমিকায় রয়েছেন।[২][৩] চলচ্চিত্রটি প্রযোজনা করছেন সামসুজ্জামান রিমন।[২] শিপন মিত্র, শাহ হুমায়রা সুবাহ[৪] ও তানভীর তনু, এই চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করছেন।[৫][৬] এই চলচ্চিত্রের মাধ্যমে হুমায়রা সুবহা প্রথমবার নায়িকা'র চরিত্র রূপদান করেন।[৪] 'ভোলা যায় না তারে' ও 'হৃদয় জুড়ে' নির্মাণের পর এটা রফিক শিকদার পরিচালিত তৃতীয় সিনেমা।[৭]
কাহিনিসূত্র
[সম্পাদনা]এই চলচ্চিত্রে সংখ্যালঘু তিনটি মানুষের স্বপ্ন, হতাশা, হাহাকারের গল্প বর্ণিত হয়েছে।[৮] গল্পের স্থান মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহর। এই শহরের শৈশব হতে বেড়ে ওঠে মুসলিম ধর্মাবলম্বী রুদ্র ও হিন্দু ধর্মাবলম্বী চন্দ্রাবতী(হুমায়রা সুবহা)।[৯][১০][১১] পরিণত বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল অধ্যয়নরত অবস্থায় তাদের প্রণয় হয়, যার সমাপ্তি ঘটে বিয়োগান্তক পরিস্থিতিতে।[২][১২] বিয়োগান্তক প্রণয়ের পাশাপাশি মা ও ছেলের পারিবারিক সম্পর্কের উল্লেখযোগ্য দিকসমূহ চিত্রিত হয়েছে।[১৩]
কুশীলব
[সম্পাদনা]- তানভীর তনু - সুকুমার[১৪]
- শিপন মিত্র - রুদ্র, নবীন চিত্র পরিচালক
- শাহ হুমায়রা সুবাহ - চন্দ্রাবতী
- শাহনূর - রূপালী[১৫]
- ওমর সানী
- সুচরিতা
- অমিতাভ রেজা চৌধুরী[১৬]
- আমান রেজা
- তানহা তাসনিয়া
প্রযোজনা
[সম্পাদনা]অভিনয় শিল্পী নির্বাচন
[সম্পাদনা]পূর্ণাঙ্গ চিত্রনাট্য লেখার পর রফিক শিকদার এই গল্পের রুদ্র চরিত্রে অভিনয়ের জন্য নিরব হোসেনকে নির্বাচন করেছিলেন।২০১৯ সালের ১৬ আগস্ট, নিরব হোসেন এই চলচ্চিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন।[১৭] চন্দ্রাবতী চরিত্রে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে কলকাতার অভিনেত্রী ঐন্দ্রিলাকে নেয়ার পরিকল্পনা ছিল।[১৮][১৯] এই চরিত্রে (০৬ অক্টোবর, ২০১৯ তারিখে) উষ্ণ হক চুক্তিবদ্ধ হন।[২০][২১][২২] নিরব হোসেন এবং উষ্ণ হকের মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ[১৭][২০] হলেও পরবর্তীকালে শিপন মিত্র, হুমায়রা সুবহা ও তানভীর তনুকে মুখ্য চরিত্রগুলোতে অভিনয়ের নির্বাচন করেন রফিক।[২৩][২৪] মহরতের দিন রফিক শিকদার গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে সুচরিতা, ওমর সানি, শাহনূরের[২৫] নাম নিশ্চিত করেন।[১]
নির্মাণ
[সম্পাদনা]'বসন্ত বিকেল'-এর চিত্রগ্রহণ শুরুর তারিখ ও স্থান নির্বাচন বেশ কয়েকবার পরিবর্তন হয়। প্রাথমিকভাবে ২০১৯ সালের ০১ নভেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হওয়ার কথা[৩][১২][২০] থাকলেও ২৩ নভেম্বর মহরত অনুষ্ঠিত হয়।[১][২৬][২৭] ২০ নভেম্বর হতে পাবনায় এই চলচ্চিত্রের দৃশ্য ধারণের পরিকল্পনা[১২][২১][২২] পরবর্তীতে নতুন করে ০৫ ডিসেম্বর হতে চিত্রগ্রহণ শুরুর তারিখ নির্ধারণ করা হয়।[৫][২৮] ঢাকা, পাবনা ছাড়াও থাইল্যান্ডে চিত্রগ্রহণের পরিকল্পনা করা হয়।[৭] তবে নির্ধারিত তারিখে চিত্রগ্রহণ শুরু হয়নি। ২০১৯ সালের ১০ ডিসেম্বর হতে ঢাকার উত্তরায় শিপন ও হুমায়রাকে নিয়ে চলচ্চিত্রটির মুখ্য চিত্রগ্রহণ শুরু হয়।[৭] ২০২০ সালের প্রথম দিন হতে ওমর সানী ও শাহনূরকে নিয়ে পাবনার কাশীনাথপুরে চলচ্চিত্রটির দ্বিতীয় ভাগের চিত্রগ্রহণ করা হয়।[১৫][২৯][৩০][৩১] ২০২০ এর ডিসেম্বরে করোনা মহামারির পর মুন্সীগঞ্জের শ্রীনগরে এটির শেষাংশের চিত্রগ্রহণ সম্পন্ন হয়।[৩২]
দ্বন্দ্ব
[সম্পাদনা]পাবনায় চিত্রগ্রহণ চলাকালে অভিনেত্রী সুচরিতা পরিচালক রাফিক শিকদারের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অসদাচরণের জন্য লিখিত অভিযোগ করেন।[৩৩][৩৪][৩৫] তিনি তার অংশের চিত্রগ্রহণ অসমাপ্ত রেখে ঢাকায় ফিরে আসেন। সুচরিতার অভিযোগের কারণে শিল্পী সমিতি রফিক শিকদার পরিচালিত সকল ছায়াছবির চিত্রগ্রহণ ও ডাবিং করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়।[৩৬] রফিক শিকদার প্রথমে সুচরিতার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করলেও পরবর্তীকালে ক্ষমা চাইলে বিষয়টির মীমাংসা হয়।[৩৭][৩৮]
প্রচারণা ও মুক্তি
[সম্পাদনা]চিত্রগ্রহণ শুরুর পূর্বেই শিপন, হুমায়রা ও তানভীরকে উপস্থাপন করে ১৭ নভেম্বর, ২০১৯ তারিখে অর্নিল হাসান রাব্বি নির্মিত প্রথম পোস্টার প্রকাশ করা হয়।[২৩][৩৯] রফিক শিকদার ৮ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে চলচ্চিত্রটি মুক্তি দেয়ার ঘোষণা দেন।[৭] তবে চলচ্চিত্রটি ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি প্রদর্শনের ছাড়পত্র পায়।[৪০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "এক সিনেমার মহরত, আরও তিন সিনেমার ঘোষণা"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১১-২৪। ২০২০-০৬-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৫।
- ↑ ক খ গ "অ্যাকশন হিরো থেকে এবার বসন্ত বিকেলের প্রেমিক নিরব"। কালের কণ্ঠ। ২০১৯-০৯-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ ক খ "নিরব-উষ্ণ'র চলচ্চিত্র 'বসন্ত বিকেল'"। RTV Online। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ ক খ "সাড়ে তিন মাসে তিন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি : সুবাহ"। কালের কণ্ঠ। ২০১৯-১১-২৪। ২০১৯-১২-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১১।
- ↑ ক খ "নাসিরের 'প্রেমিকা' সুবহা এবার চলচ্চিত্রে"। Kalerkantho। ২০১৯-১১-১৮। ২০১৯-১১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৮।
- ↑ "'বসন্ত বিকেল' দেখা মিললো শিপন-সুবহা"। Protighonta। ২০১৯-১১-১৮। ২০১৯-১১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৮।
- ↑ ক খ গ ঘ "বসন্তে আসছে 'বসন্ত বিকেল'"। banglanews24.com। ২০১৯-১২-১০। ২০১৯-১২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১১।
- ↑ "নিরবের বিপরীতে নবাগত উষ্ণ হক"। দেশ রূপান্তর। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ "নতুন ছবিতে নিরব"। প্রথম আলো। ২০১৯-০৮-১৮। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ "Nirab eyes Basanta Bikel"। New Age (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ "Nirab ready to act in Basanta Bikel"। bangladeshpost.net (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ ক খ গ "নিরবের বসন্ত বিকেলের নায়িকা উষ্ণ"। somoynews.tv। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ "সুচিত্রার স্মৃতিবিজড়িত পাবনাকে কেন্দ্র করে 'বসন্ত বিকেল'"। Bangla Tribune। ২০১৯-১১-২৪। ২০১৯-১২-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১১।
- ↑ "তানভীর বিয়ে করলেন সেই সুবাহকে!"। রাইজিংবিডি.কম। ২০২০-০১-১৩। ২০২০-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- ↑ ক খ "সুখবর দিলেন চিত্রনায়িকা শাহনূর"। Ekushey TV। ২০২০-০১-০১। ২০২০-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৮।
- ↑ "'বসন্ত বিকেল'-এ সুবাহর নতুন জন্ম"। প্রথম আলো। ২০২২-০৩-১৯। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২০।
- ↑ ক খ "নিরবকে নিয়ে রফিক সিকদারের 'বসন্ত বিকেল'"। Risingbd.com। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ "নতুন ছবি 'বসন্ত বিকেল'-এর নায়িকা হিসেবে একজন সংবাদ পাঠিকার হ্যাঁ বলার অপেক্ষায় পরিচালক রফিক শিকদার"। Amadernotun Shomoy। ২০১৯-০৮-১৯। ২০১৯-০৮-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ "'বসন্ত বিকেল' সিনেমায় নিরবের বিপরীতে উষ্ণ"। মানবজমিন। ২০১৯-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ ক খ গ "'বসন্ত বিকেল' সিনেমায় নিরবের নায়িকা নবাগত উষ্ণ"। banglanews24.com। ২০১৯-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ ক খ "'বসন্ত বিকেলে' নিরবের নায়িকা উষ্ণ"। NTV Online। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ ক খ "নিরবের বসন্ত বিকেলের নায়িকা উষ্ণ"। jagonews24.com। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- ↑ ক খ "নিরব নয়, পোস্টারে দেখা মিললো শিপনের!"। Bangla Tribune। ২০১৯-১১-১৭। ২০১৯-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৮।
- ↑ "মহরত আর নতুন নায়ক-নায়িকার চক্রে পরিচালক"। NTV Online। ২০১৯-১১-১৯। ২০২০-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১১।
- ↑ "কেশকন্যা ক্যারিয়ারে মাইলফলক হবে"। Jugantor। ২০১৯-১১-৩০। ২০১৯-১২-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১১।
- ↑ "'বসন্ত বিকেল'-এ শিপন-সুবহা"। Bangladesh Pratidin। ২০১৯-১১-১৮। ২০১৯-১১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৮।
- ↑ "এক সিনেমার মহরতে আরও তিনটির ঘোষণা"। somoynews.tv। ২০১৯-১১-২৪। ২০১৯-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৫।
- ↑ "'বসন্ত বিকেল'-এর জুটি শিপন-সুবাহ"। আজকের পত্রিকা। ২০১৯-১১-১৮। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শিশুশিল্পী খুঁজছেন রফিক শিকদার"। সময় টিভি। ২০১৯-১২-২৫। ২০২০-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৮।
- ↑ "পাবনায় সানী-শাহনূর"। মানবজমিন। ২০২০-০১-০৭। ২০২০-০১-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৮।
- ↑ "'বসন্ত বিকেল'-এ সানীর সঙ্গে শাহনূর"। NTV Online। ২০২০-০১-০৭। ২০২০-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৮।
- ↑ বণিক বার্তা (২০২০-১২-১৪)। "শেষের পথে 'বসন্ত বিকেল'"। শেষের পথে ‘বসন্ত বিকেল’। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৩।
- ↑ "পাবনা থেকে এফডিসিতে এসে কাঁদলেন সুচরিতা"। প্রথম আলো। ২০২০-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- ↑ webdesk@somoynews.tv। "পরিচালক রফিক শিকদারের বিরুদ্ধে সুচরিতার অভিযোগ"। somoynews.tv (ইংরেজি ভাষায়)। ২০২০-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- ↑ "সুচরিতার সঙ্গে বাজে আচরণ পরিচালকের"। কালের কণ্ঠ। ২০২০-০১-১৬। ২০২০-০১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- ↑ "সুচরিতার সঙ্গে অসদাচরণের অভিযোগ, পরিচালক বলছেন ভিন্ন কথা"। NTV Online। ২০২০-০১-১৫। ২০২০-০৬-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- ↑ "সুচরিতার কাছে ক্ষমা চাইলেন পরিচালক"। Daily Nayadiganta। ২০২০-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- ↑ "নাসিরের পর এবার পরিচালকের বিরুদ্ধে অভিযোগ নায়িকা সুবাহর"। Jugantor। ২০২০-০১-১৮। ২০২০-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- ↑ "শিপন-সুবহাকে নিয়ে 'বসন্ত বিকেল'"। Ekushey TV। ২০১৯-১১-১৮। ২০২০-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮।
- ↑ "নায়িকাকে 'মেরে' ফেলেছে ফেসবুক"। প্রথম আলো। ২০২২-০২-২১। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]