নাভেদ পারভেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাভেদ পারভেজ
জন্ম (1992-05-31) ৩১ মে ১৯৯২ (বয়স ৩১)[১]
ঢাকা, বাংলাদেশ
পেশা
  • গায়ক
  • সুরকার
  • সংগীত পরিচালক

নাভেদ পারভেজ একজন বাংলাদেশি সুরকার, সঙ্গীত পরিচালক, আয়োজক ও প্রযোজক।[২][৩] ২০১৪ সালে কিস্তিমাত চলচ্চিত্র গান রচনা করার মাধ্যমে নাভেদ সঙ্গীত শিল্পে তার কর্মজীবনের সূচনা করেন। তিনি চলচ্চিত্র, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও, টেলিভিশন নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান এবং বিজ্ঞাপনের জন্য সংগীত পরিচালনা করেছেন।[৪][৫] তিনি যদি একদিন, কিস্তিমাতমুসাফির চলচ্চিত্র গুলোতে সঙ্গীত পরিচালনা করে বিশেষ ভাবে পরিচিত।[৬][৭]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

নাভেদ ঢাকার মিরপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৩ বছর বয়সে বাবা মায়ের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং ১৬ বছর বয়স থেকে সঙ্গীত পরিচালনা শুরু করেন।[৮] তিনি নিউ ইয়র্ক শহর-এর ব্রুকলিন কলেজ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ-এর গান নাভেদকে সঙ্গীত জগতের প্রতি উৎসাহিত করে এবং এরপর তিনি বিভিন্ন ধরনের গান তৈরি করেন এবং বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন নাটক পরিচালকদের ডেমো পাঠানো শুরু করেন। এই সুত্র ধরে চলচ্চিত্র পরিচালক আশিকুর রহমান একদিন নাভেদকে কল করেন এবং তার কিস্তিমাত চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার সুজোগ করে দেন।[৮] নাভেদের সঙ্গীত পরিচালনায় এই চলচ্চিত্রের রোমান্টিক গান ‘’শুধু একবার বল’’ অভাবনীয় সাফল্য পায়। বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক অমল মালিক পরিচালিত ‘’সুরাজ ডুবা হ্যায়’’ গানে নাভেদ অতিরিক্ত শব্দ প্রগ্রামার হিসেবে কাজ করেছেন।[৯] পাশাপাশি ভারতীয় সঙ্গীত শিল্পী ফ্লিন্ত জে নাভেদের সঙ্গীতায়োজন ও প্রযোজনায় দুইটি পাঞ্জাবি ভাষার গানে কন্ঠ দিয়েছেন।

এছাড়াও তিনি ২০২০ সালে রবিউল ইসলাম জীবনের লিখিত বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ গানটি পরিচালনা করেন।[১০]

সঙ্গীত[সম্পাদনা]

চলচ্চিত্রের গান[সম্পাদনা]

সাল চলচ্চিত্র গান শিল্পী গীতিকার ভূমিকা মন্তব্য
২০১৪ কিস্তিমাত "শুধু একবার বল" সাবরিনা পড়শী, শাহিন খান & তাহসিন আহমেদ জাহিদ হাসান অভি সঙ্গীত পরিচালনা
"মেহবুবা" তনিমা ও জাকি সঙ্গীত পরিচালনা
২০১৫ রয় "সুরাজ ডুবা হ্যায়" অরিজিৎ সিং, অদিতি সিংহ শর্মা কুমার অতিরিক্ত শব্দ প্রগ্রামার[৯] বলিউডের হিন্দি ভাষার গান
মুসাফির "মুসাফির" তৌফিক আহমেদ এবং ফাহাদ বিন আজিজ তৌফিক আহমেদ ও তাহসান শুভ সঙ্গীত পরিচালনা
"পথ জানা নেই" তাহসান রহমান খান আরজিন কামাল সঙ্গীত পরিচালনা
"ফিরে আয়" সাবরিনা পড়শী এবং তাহসিন সঙ্গীত পরিচালনা
অস্তিত্ব "আয়না বলনা" তাহসিন আহমেদ ও নন্দিতা সঙ্গীত পরিচালনা
"অন্তর খোজে সুজন" তানভির রোসি ও রুবাইতা উপমা সঙ্গীত পরিচালনা
২০১৭ আমি তোমার হতে চাই "আমি তোমার হতে চাই" তাহসিন আহমেদ জাহিদ আকবর সঙ্গীত পরিচালনা
২০১৮ সুপার হিরো "বুম বুম" প্রতিক হাসান ও শৌরিন সুদীপ কুমার দীপ সঙ্গীত পরিচালনা
"সুপার হিরো" আরিফ রহমান জয় সোমেশ্বর অলি সঙ্গীত পরিচালনা
যদি একদিন "আমি পারবনা তোমার হতে" তাহসান রহমান খান & কোনাল মাহমুদ মনজুর সঙ্গীত পরিচালনা
"লক্ষ্মীসোনা" সাবরিনা পড়শী এস এ হক অলীক সঙ্গীত পরিচালনা কভার গান
অপেক্ষমাণ মৃত্যুপুরী " মৃত্যুপুরী" ইমরান মাহমুদুল রবিউল ইসলাম জীবন সঙ্গীত পরিচালনা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Rolling his way for Bangladesh Music Industry"বার্তা২৪। ২৪ ফেব্রুয়ারি ২০২২। 
  2. আল মামুন, শফিক (১০ অক্টোবর ২০১৯)। "নামে নয় গানেই পরিচয়"প্রথম আলো 
  3. "নিউইয়র্ক থেকে তৈরি করছেন বাংলা গান"আজকের পত্রিকা। ১৭ ফেব্রুয়ারি ২০২২। 
  4. "Irfan Sajjad's debut web series 'Aghaat' to release in India"The Daily Star। ২৭ সেপ্টেম্বর ২০২১। 
  5. "Rolling his way for Bangladesh Music Industry"বার্তা২৪। ২৪ ফেব্রুয়ারি ২০২২। 
  6. হক, জনি (৯ অক্টোবর ২০১৯)। "সংগীত পরিচালক নাভেদের গল্প"বাংলা ট্রিবিউন। ১৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০২২ 
  7. "এই সময়ে নাভেদ পারভেজ"দৈনিক জনকন্ঠ। ১৮ মার্চ ২০১৮। 
  8. "গানের টানে দেশে"কালের কণ্ঠ। ১৯ ডিসেম্বর ২০১৯। 
  9. "'Sooraj Dooba Hain' famed composer teams up with Asif, Kona, Imran and more"Dhaka Tribune। ১৩ জুলাই ২০২০। 
  10. "Homage to Bangabandhu through song"Daily Sun। ১৮ মার্চ ২০২০। 

বহিঃসংযোগ[সম্পাদনা]