বাংলা চলচ্চিত্র
ভূমিকাভারতপশ্চিম বাংলার চলচ্চিত্র বলতে কলকাতায় অবস্থিত টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিভিত্তিক চলচ্চিত্রসমূহকে বোঝানো হয়। এটি টালিউড (ইংরেজি: Tollywood "টলিউড") নামে পরিচিত। যদিও ফিল্ম ইন্ডাস্ট্রিটি বলিউড , তেলুগু ও তামিল ফিল্ম ইন্ডাস্ট্র থেকে অনেক ছোট তবু এটি সমান্তরাল ও আর্ট ফিল্ম নির্মাণ করে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। বিভিন্ন নির্মাতা ও অভিনেতা ভারতীয় জাতীয় ফিল্ম পুরস্কার সহ আন্তর্জাতিক পুরস্কারেও ভূষিত হয়েছেন। বর্তমানে টলিউড থেকে রোমান্টিক ও সামাজিক ছবিই বেশি নির্মিত হয়। সত্যজিৎ রায়ের "পথের পাঁচালী(১৯৫৫)" ১৯৫৬ সালের কানস্ ফিল্ম ফেস্টিভালে বেস্ট হিউম্যান ডকুমেন্ট পুরস্কার লাভ করে।
বাংলাদেশঢাকার বলাকা সিনেমা হল বাংলাদেশের চলচ্চিত্র বলতে অবিভক্ত বঙ্গ (১৯৪৭ পর্যন্ত) থেকে শুরু করে পূর্ব পাকিস্তান এবং ১৯৭১ সালের পর স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে বোঝায়। পৃথিবীর অনেক দেশের মত বাংলাদেশেও (তদানীন্তন পূর্ব বঙ্গ) ১৮৯০-এর দশকে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছিল। এই সূত্র ধরে এই অঞ্চলে ১৯০০-এর দশকে নির্বাক এবং ১৯৫০-এর দশকে সবাক চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন শুরু হয়। চলচ্চিত্র মঞ্চের উৎপত্তি ১৯১০-এর দশকে হলেও এখানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে আগ্রহের সৃষ্টি হয়েছে ১৯৫০-এর দশকেই। এখানকার সাংস্কৃতিক পরিবেশের সাথে খাপ খেতে চলচ্চিত্রের প্রায় ৫০ বছরের মত সময় লেগেছে।[১] ১৯৯০-এর দশকে বাংলাদেশে প্রতি বছর গড়ে ৮০টির মত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পেতো।[২] আর ২০০৪ সালের হিসাব মতে বাংলাদেশের রাজধানী ঢাকাতে বছরে গড়ে প্রায় ১০০টির মত চলচ্চিত্র মুক্তি পায়।[৩] এ হিসেবে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে বেশ বড়ই বলা যায়, যদিও এশিয়ার চলচ্চিত্র শিল্পে তা অনেকটাই উপেক্ষিত।[১] নির্বাচিত নিবন্ধতিতাস একটি নদীর নাম (১৯৭৩) ঋত্বিক ঘটক পরিচালিত চলচ্চিত্রবিশেষ। বাঙালি ঔপন্যাসিক ও সাংবাদিক অদ্বৈত মল্লবর্মণ রচিত বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম অবলম্বনে চলচ্চিত্র উপযোগী করে নির্মিত হয়েছে। নির্বাচিত উক্তি"প্রবেশদ্বার:বাংলা চলচ্চিত্র/নির্বাচিত উক্তি/৪" নামক কোন পাতার অস্তিত্ব নেই। আপনি জানেন কি...
সম্পর্কিত প্রবেশদ্বারগুলিনির্বাচিত জীবনীআব্দুর রাজ্জাক (২৩শে জানুয়ারি ১৯৪২ - ২১শে আগস্ট ২০১৭) ছিলেন একজন জনপ্রিয় বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা যিনি নায়করাজ রাজ্জাক নামে সুপরিচিত। বাংলা চলচ্চিত্র পত্রিকা চিত্রালীর সম্পাদক আহমদ জামান চৌধুরী তাকে নায়করাজ উপাধি দিয়েছিলেন। নির্বাচিত ছবি"প্রবেশদ্বার:বাংলা চলচ্চিত্র/নির্বাচিত ছবি/১" নামক কোন পাতার অস্তিত্ব নেই। উইকিপ্রকল্পযা করতে পারেননির্বাচিত বিষয়বিষয়াবলীবাংলাদেশের চলচ্চিত্র, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কার পশ্চিমবঙ্গের চলচ্চিত্র, শ্রেষ্ঠ বাংলা ভাষার চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার সম্পর্কিত প্রবেশদ্বারবহিঃসংযোগসম্পর্কিত উইকিমিডিয়া |
- ↑ ক খ National cinema and the beginning of film history in/of Bangladesh - জাকির রাজু
- ↑ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র: বাংলাপিডিয়া; প্রথম সফ্টওয়্যার সংস্করণ, ভূমিকা অংশ
- ↑ Bangladeshis reject "smutty" Bengali films, AFP/Helen Rowe - ১৭ জুলাই ২০০৬ সালের তথ্য অনুসারে