বিষয়বস্তুতে চলুন

ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্যের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
বিশ্ববিদ্যালয়ের লোগো
দায়িত্ব
নকীব মোহাম্মদ নসরুল্লাহ

২৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে
সম্বোধনরীতিমাননীয়
বাসভবনউপাচার্যের বাসভবন, ইবি
আসনপ্রশাসনিক ভবন, ইবি
নিয়োগকর্তাবাংলাদেশের রাষ্ট্রপতি
মেয়াদকাল৪ বছর
সর্বপ্রথমএ এন এম মমতাজ উদ্দিন চৌধুরী
গঠন৩১ জানুয়ারি ১৯৮১; ৪৩ বছর আগে (1981-01-31)
ওয়েবসাইটiu.ac.bd

ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ স্বাধীনতার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয়।[][] এটি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া সংক্ষেপে ইবি নামেই অধিক পরিচিত। এখানে ধর্মতত্ত্ব, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, ব্যবসা প্রশাসন, আইন, সামাজিক বিজ্ঞান এবং মানবিক ও কলা অনুষদের অন্তর্ভুক্ত বিভাগে পাঠদান করা হয়।[][] ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া জেলায় প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়।[] ইসলামী বিশ্ববিদ্যালয় ১৯৮৬ সালের ২৮ জুন তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে। বর্তমানে ৮টি অনুষদের অধীনে ৩৬টি বিভাগ চালু আছে।[][] এই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রধান পদের নাম উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নাম নকীব মোহাম্মদ নসরুল্লাহ

উপাচার্যের তালিকা

[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ও নির্মাণ প্রকল্প পরিচালকের নাম এ এন এম মমতাজ উদ্দিন চৌধুরী। মোট ১৩ জন উপাচার্য এই বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ১৪ তম উপাচার্যের নাম নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তালিকার মধ্যে ফয়েজ মুহাম্মাদ সিরাজুল হকমুহাম্মাদ আলাউদ্দিন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

উপাচার্যের তালিকা
নং নাম প্রতিকৃতি দায়িত্ব গ্রহণ দায়িত্ব হস্তান্তর সময়কাল মন্তব্য
এ এন এম মমতাজ উদ্দিন চৌধুরী ৯ ফেব্রুয়ারি ১৯৭৯ ২৭ ডিসেম্বর ১৯৮৮ ৯ বছর, ১০ মাস ও ১৮ দিন তিনি প্রতিষ্ঠার জন্য প্রকল্প পরিচালকের দায়িত্ব ও প্রথম উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন।[][] তার নামে ইবিতে শিক্ষকদের একটি আবাসিক ভবনের নামকরণ করা হয়েছে।
মুহম্মদ সিরাজুল ইসলাম ২৮ ডিসেম্বর ১৯৮৮ ১৭ জুন ১৯৯১ ২ বছর, ৫ মাস ও ২০ দিন তিনি ক্যাম্পাস গাজীপুর থেকে কুষ্টিয়ার স্থানান্তরের ব্যবস্থা করে বিশেষ অবদান রাখেন।[১০]
মুহাম্মাদ আব্দুল হামিদ
১৮ জুন ১৯৯১ ২১ মার্চ ১৯৯৫ ৩ বছর, ৯ মাস ও ৩ দিন তিনি কুষ্টিয়া শহরে অস্থায়ী কার্যক্রমের সমাপ্তি করে শান্তিডাঙ্গার মূল ক্যাম্পাসে ফেরাতে অবদান রেখেছেন।[১১]
মুহাম্মাদ ইনাম-উল হক
৯ মে ১৯৯৫ ২ সেপ্টেম্বর ১৯৯৭ ২ বছর, ৩ মাস ও ২৪ দিন তিনি প্রকৌশল অনুষদে কম্পিউটার, তড়িৎরাসায়নিক প্রকৌশলের উপর তিনটা বিভাগ চালু করেন। এছাড়াও মুক্ত বাংলা ভাস্কর্য উদ্বোধন করেন।[১২]
কায়েস উদ্দিন
৩ সেপ্টেম্বর ১৯৯৭ ১৯ অক্টোবর ২০০০ ৩ বছর, ১ মাস ও ১৬ দিন তিনি তথ্য প্রযুক্তি, খাদ্য প্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর তিনটা বিভাগ চালু করেন। শেখ মুজিবুর রহমান হল চালু করেন।
মুহাম্মাদ লুৎফর রহমান ২০ অক্টোবর ২০০০ ৩ নভেম্বর ২০০১ ১ বছর ও ১৪ দিন
মুহাম্মাদ মুস্তাফিজুর রহমান
১০ ডিসেম্বর ২০০১ ২ এপ্রিল ২০০৪ ২ বছর, ৩ মাস ও ২৩ দিন
এম রফিকুল ইসলাম ৩ এপ্রিল ২০০৪ ১০ জুলাই ২০০৬ ২ বছর, ৪ মাস ও ৭ দিন
ফয়েজ মুহাম্মাদ সিরাজুল হক ১০ অগাস্ট ২০০৬ ৮ মার্চ ২০০৯ ২ বছর, ৬ মাস ও ২৬ দিন তিনি এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন, তিনিই ইবি শিক্ষক হিসাবে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের দায়িত্ব পালন করেন।
১০ এম আলাউদ্দিন ৯ মার্চ ২০০৯ ২৭ ডিসেম্বর ২০১২ ৩ বছর, ৯ মাস ও ১৮ দিন তিনি এমএ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন, শেখ হাসিনা হল এবং কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠা করেছিলেন।
১১ আব্দুল হাকিম সরকার ২৭ ডিসেম্বর ২০১২ ৩০ জুন ২০১৬ ৩ বছর, ৬ মাস ও ৩ দিন তিনি মার্কেটিং, লোক প্রশাসন, ফোকলোর নামে তিনটা বিভাগ প্রতিষ্ঠা করেন।
১২ হারুন-উর-রশিদ আসকারী
২১ অগাস্ট ২০১৬ ২০ অগাস্ট ২০২০ ৩ বছর, ১১ মাস ও ৩০ দিন তিনি চার বছর মেয়াদ পূর্ণকারী প্রথম উপাচার্য, তিনি ইবি ক্যাম্পাসের জনপ্রিয় ভিসি ছিলেন।
১৩ শেখ আব্দুস সালাম
৩০ সেপ্টেম্বর ২০২০ ৯ আগস্ট ২০২৪ ৩ বছর, ১০ মাস ও ১০ দিন
১৪ নকীব মোহাম্মদ নসরুল্লাহ ২৪ সেপ্টেম্বর ২০২৪ বর্তমান ৩ মাস ও ১০ দিন

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Islamic University"। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। ২০০৭-১০-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১৭ 
  2. "ইসলামী বিশ্ববিদ্যালয়"banglapedia.org 
  3. "ইসলামী জ্ঞানের আলোয় উদ্ভাসিত ইবির ধর্মতত্ত্ব অনুষদ"দৈনিক সংগ্রাম। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০ 
  4. "বৈচিত্রময় ইসলামী বিশ্ববিদ্যালয়"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১০ 
  5. THE ISLAMIC UNIVERSITY ACT, 1980
  6. Engineer, Nazmus Shahadat, Senior Software। "Islamic University"iu.ac.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৫ 
  7. "ইবিতে খোলা হলো সাংবাদিকতা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ"SAMAKAL (ইংরেজি ভাষায়)। ২০২২-০৯-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-২৫ 
  8. "ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী"Barta24.com। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪ 
  9. "ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৮ বছর"bdnewshour24.com। ২০২১-১২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪ 
  10. "ইসলামী বিশ্ববিদ্যালয় কোন পথে পরিচালিত হবে"যুগান্তর। ২০২০-১০-০৪। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৯ 
  11. "ইসলামী বিশ্ববিদ্যালয় কোন পথে পরিচালিত হবে"দৈনিক যুগান্তর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৮ 
  12. https://www.risingbd.com। "মহান মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত ইবির মুক্ত বাংলা"RisingBD Online Bangla News Portal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১১-০৩