২০২৩-এ ইবিতে ফুলপরী খাতুন নির্যাতন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩-এ ইবিতে ছাত্রী নির্যাতন
ফুলপরী নির্যাতন
ছাত্রলীগের টর্চার সেল ও গেস্টরুম সংস্কৃতি-এর অংশ
স্থানদেশরত্ন শেখ হাসিনা হল, ইবি
তারিখ১২ ফেব্রুয়ারি ২০২৩ (2023-02-12)
রাত ১১টা থেকে রাত সাড়ে ৩টা
লক্ষ্যফুলপরী খাতুন
হামলার ধরনশারীরিক ও মানসিক হেনস্থা, যৌন ইঙ্গিত, ময়লা গ্লাস চাটানো, বিবস্ত্র করে ভিডিও ধারণ
আহতগাল কেটে যায়
ভুক্তভোগীফুলপরী খাতুন
হামলাকারী দল
  • সানজিদা চৌধুরী অন্তরা
  • তাবাসসুম ইসলাম
  • হালিমা আক্তার উর্মি
  • ইসরাত জাহান মিম
  • মুয়াবিয়া জাহান
অংশগ্রহণকারীর সংখ্যা
৫-৬ জন
কারণটর্চার ও র‍্যাগিং করা

২০২৩-এ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতন বলতে ইবি শিক্ষার্থী ফুলপরী খাতুনের উপর শারীরিক ও মানসিক নির্যাতনকে বুঝানো হয়ে থাকে।[১][২] এই ঘটনা গণমাধ্যমের ফলে সবার দৃষ্টিগোচরে আসলে সারাদেশে এটি নিয়ে নিন্দার ঝড় উঠে।[৩][৪] বহু শিক্ষাবিদ, গবেষক ও সামাজিক সংগঠন বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায় ও উৎকণ্ঠা প্রকাশ করে।[৫] দেশের প্রথম শ্রেণীর অনেকগুলো বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ পাওয়া যায়।[৬] ফুলপরীর এই সাহসী প্রতিবাদকে অনেকে স্বাগত জানিয়েছে।[৭] জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ ফুলপরী নির্যাতন নিয়ে বিবৃতি প্রদান করেছে। প্রথম আলো পত্রিকা বলেছে বিগত বেশ কিছু বছরের মধ্যে এটাই ছিলো সবচেয়ে সাহসী প্রতিবাদ। অভিযুক্ত শিক্ষার্থীদের প্রথমে এক বছরের জন্য বহিষ্কার করলেও হাইকোর্টের আদেশে ২২ আগস্ট উক্ত ৫ শিক্ষার্থীকে আজীবনের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থী ফুলপরী মনে করেন আদালত ও বিশ্ববিদ্যালয়ের এই ন্যায় বিচার দৃষ্টান্ত হয়ে থাকবে।[৮]

প্রেক্ষাপট[সম্পাদনা]

ফুলপরী খাতুন ২০২২-২৩ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। সে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ভর্তি হয়। তার বাসা পাবনা জেলার আটঘরিয়া উপজেলার শিবপুর গ্রামে অবস্থিত। ফুলপরী ৮ ফেব্রুয়ারি প্রথম বর্ষের প্রথম ক্লাসে অংশগ্রহণ করে। একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী তাবাসসুম নবীন শিক্ষার্থীদের জিজ্ঞেস করেন, দেশরত্ন শেখ হাসিনা হলে কে কে থাকেন? ঐ সময়ে ফুলপরী হাত তোলেন, তাকে না জানিয়ে হলে উঠার কারণে তাবাসসুম চটে যান, তাকে নিজ হলের প্রজাপতি-২ নং কক্ষে দেখা করতে বলেন। ক্লাস শেষে ফুলপরী শেখ হাসিনা হলের পরিচিত এক আবাসিক ছাত্রীর নিকট অতিথি হিসেবে অবস্থান করে। তবে অসুস্থ থাকায় ফুলপরী প্রজাপতি-২ নং কক্ষে দেখা করতে পারেননি। পরবর্তী ৯ ও ১০ তারিখ ক্যাম্পাস বন্ধ থাকার পরে ১১ তারিখে ফুলপরী ক্লাসে উপস্থিত হলে তাবাসসুম তাকে বকাঝকা করেন।

নির্যাতন[সম্পাদনা]

এই ঘটনার জেরে ১২ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী তাকে হলের "দোয়েল" নামক গণরুমে ডেকে নিয়ে যায়। ৫-৬ জনের একটি দল এই গণরুমে তাকে আনু. রাত ৩.৩০ পর্যন্ত নানাভাবে শারীরিক নির্যাতন করে।[৯] ফুলপরীকে কিল, ঘুষি ও থাপ্পর দেওয়া হয়, এমনকি আলপিন দিয়ে পায়ে ফুটা করা হয়। তাকে নানা অশ্লীল গালিগালাজ করা হয়।[১০] তাকে জোর করে ডাইনিংয়ের ময়লা গ্লাস চাটানো, গামছা দিয়ে মুখ বেঁধে শরীরে আঘাত করা এবং যৌন হয়রানি করা হয়।[১১][১২] তাকে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে ধরে রাখেন, পা ধরে মাফ চাইতে গেলে লাথি মারে।[১৩] এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিও ধারণ করা হয়।[১৪] তাকে বলা হয়, এই নির্যাতনে কথা বাইরে প্রকাশ করলে তাকে হল থেকে বের করে দেওয়া হবে, এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে এমনকি নির্যাতনের কথা বাইরে প্রকাশের বিনিময়ে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।[১৫] এরপর তাকে বলা হয়, তুই প্রভোস্টের কাছে সব দোষ নিজের স্বীকার করে একবারে হল থেকে চলে যাবি, আর কোনদিন এইদিকে আসবিনা। ফুলপরীর মতে, সে অনেকবার নির্যাতনকারী ছাত্রীদের নিকট ক্ষমা চেয়েছে, তবে তারা কথা শোনেনি।[১৬] নির্যাতনের পরের দিন ফুলপরী নিজ জেলা পাবনায় গ্রামের বাড়িতে চলে যায়, পরে ১৪ ফেব্রুয়ারি বাবার সাথে ক্যাম্পাসে এসে নির্যাতনকারীদের বিরুদ্ধে চার পৃষ্ঠার লিখিত অভিযোগ করে রাতেই আবার বাসায় ফিরে যান।[১৭] ফুলপরী বিবিসি বাংলায় সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন, নির্যাতনের সময় মনে হচ্ছিলো আমি হয়তো আজকে মারাই যাবো, আমি ধীরে ধীরে মারা যাচ্ছি।[৩]

তবে নির্যাতনের সংবাদ পত্রিকায় প্রকাশ হবার পরে সানজিদা চৌধুরী গণমাধ্যমকে বলেন এই সংবাদ মিথ্যা, ছাত্রলীগের মানহানি করার জন্য অপপ্রচার করা হচ্ছে।[১৮] গনরুমে এই ঘটনার পরে অনেকে ভয়ে হল ছেড়ে বাসায় চলে যায়।[১৯] ফুলপরী ছাড়াও আরো কিছু ছাত্রী তাদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ আনেন।[২০][২১]

নির্যাতনকারীর নাম[সম্পাদনা]

ফুলপরী জানিয়েছে নির্যাতনকারী ছিলো ৫-৬ জনের একটি দল। নির্যাতনকারী দলের সবাই বাংলাদেশ ছাত্রলীগের নেত্রী ও কর্মী ছিলেন।[২২] প্রথমে ৪ মার্চ তাদের সাময়িক বহিস্কার করা হয়।[২৩] এবং ২২ আগস্ট স্থায়ীভাবে আজীবনের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। দলের সদস্যদের তালিকা:

ফুলপরী খাতুন নির্যাতনকারীর তালিকা
নাম সেশন বিভাগ পদবী সূত্র বর্তমান অবস্থা
সানজিদা চৌধুরী অন্তরা ২০১৭–১৮ পরিসংখ্যান সহ-সভাপতি, ইবি ছাত্রলীগ [২৪] স্থায়ী বহিষ্কার
তাবাসসুম ইসলাম ২০২০–২১ ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং কর্মী, ইবি ছাত্রলীগ [২৪] স্থায়ী বহিষ্কার
হালিমা আক্তার উর্মি ২০২০–২১ চারুকলা কর্মী, ইবি ছাত্রলীগ [২৪] স্থায়ী বহিষ্কার
ইসরাত জাহান মিম ২০২০–২১ আইন কর্মী, ইবি ছাত্রলীগ [২৪] স্থায়ী বহিষ্কার
মুয়াবিয়া জাহান ২০২০–২১ ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং কর্মী, ইবি ছাত্রলীগ [২৪] স্থায়ী বহিষ্কার

ঘটনার তদন্ত[সম্পাদনা]

১৫ ফেব্রুয়ারি উপাচার্য শেখ আব্দুস সালাম এই বিষয়ে একটি জরুরী আলোচনাসভার আয়োজন করেন[২৫] এবং আইন বিভাগের রেবা মণ্ডলকে সভাপতি করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।[২৬][২৭] একই তারিখে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এই ঘটনায় আরেকটি তদন্ত কমিটি গঠন করে[২৮] এবং ইবির সাবেক শিক্ষার্থী গাজী মোহাম্মদ মহসীন নামে এক আইনজীবী নির্যাতনকারীদের শাস্তি চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করে।[২৯] রিট করার পরের দিন শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ কুষ্টিয়া জেলা প্রশাসককে তিন সদস্যের একটি তদন্ত কমিটির জরুরী নির্দেশ প্রদান করে।[৩০] হাইকোর্ট তদন্ত চলাকালীন সময়ে নিরাপত্তাজনিত কারণে প্রধান দুই অভিযুক্তকে ক্যাম্পাসের বাইরে রাখার নির্দেশ দিয়েছেন এবং মামলাটিকে "উদ্বেগজনক" বলেছেন।[৩১] হাইকোর্ট অভিযুক্ত দুই ছাত্রলীগ নেত্রীকে আদালতে হাজিরা দিতে বলেছেন, এবং ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে। পাশাপাশি হাইকোর্ট বুলিং ও র‍্যাগিং বিরোধী আইন তৈরি করতে বিশ্ববিদ্যালয়কে পরামর্শ দেয়।[৩২] ১৭ ফেব্রুয়ারি কর্তৃপক্ষের নির্দেশে তদন্তের স্বার্থে দুই নেত্রী ক্যাম্পাস ত্যাগ করে।[৩৩] ১৮ ফেব্রুয়ারি ফুলপরী পিতা ও মামার সাথে ক্যাম্পাসে আসে এবং তদন্ত কমিটিকে সমস্ত ঘটনা খুলে বলে।[৩৪][৩৫] পরদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনা তদন্ত শুরু করে।[৩৬] ২০ ফেব্রুয়ারি ফুলপরী ও অভিযুক্ত ৫ নির্যাতনকারীকে ক্যাম্পাসে ডাকা হয়, ফুলপরী তদন্তকারী কমিটি ও অভিযুক্তদের সামনে সকল ঘটনা বর্ণনা করতে থাকে।[৩৭][৩৮] এতে অভিযুক্তরা ভয় পেতে থাকে এবং ফুলপরীর নিকট মাফ চাইতে থাকে।[৩৯][৪০] তবে ফুলপরী বলেছে যারা আমার প্রতি অপরাধ করেছে তদন্ত কমিটি যেন তদন্তের পর যথাযথ শাস্তি প্রদান করে।[৪১] অভিযুক্তরা আলোচনা শেষে কোথাও একটুও দেরী না করে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করে।[৪২]

তদন্তের ফলাফল[সম্পাদনা]

২৭ ফেব্রুয়ারি ছাত্রলীগ নিজেরাই তদন্ত কমিটির মাধ্যমে ঘটনার সত্যতা খুজে পায়।[৪৩] ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হুসাইন ফুলপরীকে বেগম রোকেয়া ও সুফিয়া কামালের সত্যিকারের উত্তরসূরি বলে অভিহিত করেন এবং ন্যায় বিচারের আশ্বাস প্রদান করেন।[৪৪][৪৫] জেলা প্রশাসক টিম তদন্ত শেষে সানজিদাকে নির্দেশদাতা এবং ঘটনাটিকে পূর্বপরিকল্পিত বলে অভিহিত করেন।[৪৬] ২৮ ফেব্রুয়ারি ফুলপরী পৃথকভাবে নির্দেশদাতা সানজিদার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে।[৪৭] তদন্ত শেষে হাইকোর্ট ছাত্রলীগ নেত্রী সানজিদা ও সহকারী ৪ জনকে সাময়িক বহিস্কারের নির্দেশ দেয় একই সঙ্গে সংশ্লিষ্ট শেখ হাসিনা হলের প্রভোস্টকে পদত্যাগের নির্দেশ দেয়।[৪৮][৪৯] ছাত্রলীগ থেকেও অভিযুক্ত ৫ নেত্রী-কর্মীকে তাদের স্থায়ীভাবে বহিস্কার করা হয়। এছাড়াও নির্যাতনকারী ইশরাত জাহান মিমকে ইবির মুক্তিযোদ্ধা প্রজন্ম কমিটি থেকে বহিষ্কার করা হয়।[৫০] হাইকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফুলপরীর অধিক নিরাপত্তা নিশ্চিত করতে বলেন এবং পাবনা ও কুষ্টিয়া পুলিশ সুপারকে নিরাপত্তার চিঠি পাঠাতে বলেন।[৫১]

এছাড়াও হাইকোর্ট ইবির অন্যান্য আবাসিক নিরাপত্তা জোরদার করতে বলে এবং প্রভোস্ট ও হাউস টিউটরদের সর্বোচ্চ সময় নিশ্চিত করতে বলে।[৫২] এছাড়াও ক্যাম্পাসে নিরাপত্তার অবনতির জন্য কিছু উচ্ছৃঙ্খল রাজনীতির শিক্ষার্থীদের দায়ী করেন।[৫৩] নির্যাতনকারীরা ১ মার্চ হল ত্যাগ করলে ফুলপরী ৪ মার্চ নিজের পছন্দমত শেখ হাসিনা হলের পরিবর্তে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে উঠেন।[৫৪][৫৫]

প্রতিক্রিয়া[সম্পাদনা]

ঘটনার পরপরই ছাত্র ইউনিয়নের ইবি এই নির্যাতনের মৌন মিছিল প্রতিবাদ ও শাস্তির দাবী জানায়।[৫৬][৫৭] এছাড়াও ছাত্র ইউনিয়নের ঢাবি শাখাও প্রতিবাদ জানায়।[৫৮]

বার্তাকক্ষ থেকে নামক প্রথম আলোর বিশেষ প্রোগ্রাম
video icon ইউটিউবে "ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতন: প্রতিবাদ দেখাল নতুন আলো"

এই নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনআইন ও সালিশ কেন্দ্র, তাদের পৃথক বিবৃতে তারা এই কাজকে "বর্বর ও কুরুচিপূর্ণ" বলে অভিহিত করেছেন।[৫৯] সাবেক সরকারের উপদেষ্টা রাশেদা চৌধুরী,[৬০] শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী,[৬১] কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহুরুল ইসলাম,[৬২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজীমউদ্দিন,[৬৩] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রায়হান রাইন,[৬৪] রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ উদ্দিন খান,[৬৫] খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ হারুন চৌধুরী,[৬৬] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুবর্ণা মজুমদার,[৬৭] ফুলপরীর সাহসী প্রতিবাদ জানানোকে অভিবাদন ও প্রশংসা করেছেন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান দ্রুত মামলার পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন।[৬৮] এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ আনু মুহাম্মদ,[৬৯] বিশিষ্ট সাংবাদিক কামাল আহমেদ ফুলপরী নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন।[৭০]

দেশের মধ্যে ও দেশের বাইরের বিশিষ্ট ২৭ জন আইনজীবি, লেখক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক ও নারী অধিকার কর্মী এই নির্যাতনের ব্যাপারে যৌথভাবে উদ্বেগ প্রকাশ করেছেন ও গণমাধ্যমে বিবৃতি প্রদান করেছেন।[৭১]

বহিষ্কারাদেশ[সম্পাদনা]

হাইকোর্ট প্রাথমিক তদন্তের পর ১ মার্চ অভিযুক্ত ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কারের আদেশ জারি করেন এবং ৪ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মাবলী মেনে তাদের সাময়িক বহিষ্কার করা হয়। ৫ শিক্ষার্থীকে আইনি নোটিশ দেওয়া হয়, কেন তাদের বিরুদ্ধে শাস্তি গ্রহণ করা হবেনা? প্রথমত ১৫ মার্চের মধ্যে কারণ দর্শাতে বলা হয়, তবে ধীর গতির কারনে কারণ দর্শানোর সময় ৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।[৭২] তবে ফুলপরী প্রথম থেকেই স্থায়ী বহিষ্কারের দাবী জানিয়ে আসছিলো।[৭৩] ৫ এপ্রিল সবাই কারণ দর্শানোর নোটিশের জবাব দেন,[৭৪] এবং ১৫ মে এই তথ্য আদালতে হস্তান্তর করা হয়।[৭৫][৭৬] ১২ জুন অভিযুক্ত ৫ জন ক্যাম্পাসে সশরীরে উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য ও আত্নপক্ষ সমর্থন করেন।[৭৭] বিশ্ববিদ্যালয় প্রশাসন সমস্ত তথ্য পর্যবেক্ষণ ও সবার বক্তব্য শুনে উক্ত ৫ জনকে এক বছরের জন্য স্থায়ী বহিষ্কারের নির্দেশ প্রদান করে।[৭৮]

স্থায়ী বহিষ্কার[সম্পাদনা]

এক বছরের বহিষ্কারের সংবাদ শুনে ফুলপরী হতাশা প্রকাশ করে বলেন,

স্থায়ী বহিষ্কারের পর ভুক্তভোগী ফুলপরী খাতুন

মূলত এই বিচার আমার জন্য না, সবার নিরাপত্তার জন্য এটা। যাতে কেউ ভুল করেও এমন কিছু করার সাহস যেন না পায়। এ রকম কঠোর শাস্তি দিলে কেউ ইচ্ছা থাকলেও খারাপ কিছু করতে পারবে না। র‌্যাগিং, জুলুম কখনোই করবে না। তিনি আরও বলেন, শুধু আমাদের বিশ্ববিদ্যালয় না, দেশের সব বিদ্যালয়ে আর এ রকম করার সাহস কেউ দেখাবে না। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।

সূত্র: প্রথম আলো ২১ আগস্ট ২০২৩

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানানো হয়, এক বছরের বহিষ্কারই বিশ্ববিদ্যালয় আইনে সর্বোচ্চ শাস্তি। তবে এর পরপরই আদালত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণ করেনি, এবং শিক্ষার্থীদের অপরাধের তুলনায় শাস্তি কম হয়ে গিয়েছে। এইজন্য হাইকোর্ট বিশ্ববিদ্যালয় আইনের ১৯৮৭ সালের কোড অব কন্ডাক্টস অব দ্য স্টুডেন্টস অনুসরণ করে যথাযথ প্রক্রিয়ায় শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে। রিট আবেদনকারী আইনজীবী গাজী মোহাম্মদ মহসীন বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র–শৃঙ্খলা কমিটি ৮ ধারা মোতাবেক পাঁচ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তবে উক্ত কোডের ৪, ৫ ও ৭ ধারা অনুসারে গুরুতর অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিল ও বহিষ্কারেরও সুযোগ রয়েছে।[৭৯] এরপরে ২০ আগস্ট ২৬০ তম জরুরী সিন্ডিকেট সভার মাধ্যমে আলোচনা করে হয়,[৮০] এবং ২২ আগস্ট উক্ত ৫ শিক্ষার্থীকে আজীবনের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।[৮১][৮২]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-১৪)। "ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রীকে সাড়ে ৪ ঘণ্টা নির্যাতন, নেতৃত্বে ছাত্রলীগ নেত্রী"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  2. "অবশেষে ক্ষমা চাইলেন ইবির অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীরা – DW – 23.02.2023"dw.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  3. "ফুলপরী খাতুন: কুষ্টিয়ার যে প্রতিবাদী মেয়েটি সাহসিকতার উদাহরণ তৈরি করেছে"BBC News বাংলা। ২০২৩-০২-২৮। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  4. প্রতিনিধি, বিশেষ (২০২৩-০২-১৭)। "ছাত্রলীগকে থামানোর চেষ্টা নেই"Prothomalo। প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং সিলেট, কুষ্টিয়া, কুমিল্লা, বরিশাল, শরীয়তপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর ও গোয়ালন্দ প্রতিনিধি। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  5. সম্পাদকীয় (২০২৩-০২-১৭)। "বিশ্ববিদ্যালয় প্রশাসন দায় এড়াবে কীভাবে"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  6. প্রতিনিধি, বিশেষ (২০২৩-০২-২০)। "ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফুলপরী দিলেন ভয়ের সংস্কৃতি ও অন্যায়ের বিরুদ্ধে বার্তা"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  7. রিপোর্ট, স্টার অনলাইন (২০২৩-০২-২৫)। "ইবিতে ফুলপরীকে নির্যাতনের ঘটনায় ২৭ নারী অধিকারকর্মীর নিন্দা"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  8. সংবাদদাতা, ইবি (২১ আগস্ট ২০২৩)। "এই ন্যায়বিচার বিশ্ববিদ্যালয়ে দৃষ্টান্ত হয়ে থাকবে: ইবি শিক্ষার্থী ফুলপরী"ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২৩ 
  9. "ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৫ নেতা-কর্মীর সিট বাতিল – DW – 27.02.2023"dw.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  10. সংবাদদাতা, নিজস্ব; কুষ্টিয়া (২০২৩-০২-১৪)। "ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  11. ওয়ারা, গওহার নঈম (২০২৩-০২-২৪)। "যৌন হয়রানিকে র‍্যাগিং বলবেন না"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  12. "ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতন: হাইকোর্টে তদন্ত প্রতিবেদন, ৬ শিক্ষার্থী অভিযুক্ত"ভিওএ। ২০২৩-০২-২৮। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  13. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-১৪)। "'চিনিস আমাদের, আমরা কত খারাপ? আমরা তোর কী করতে পারি জানিস?'"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  14. মাসুম, সরকার (১৯ ফেব্রুয়ারি ২০২৩)। "সেই রাতের ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিলেন ইবি ছাত্রী"Jugantor। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  15. রিপোর্ট, স্টার অনলাইন (২০২৩-০২-১৬)। "ইবিতে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় জেলা প্রশাসককে তদন্ত কমিটি গঠনের নির্দেশ"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  16. সংবাদদাতা, নিজস্ব; কুষ্টিয়া (২০২২-১০-২১)। "ইবিতে ছাত্রী লাঞ্ছনার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে, রাতভর বিক্ষোভ"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  17. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-১৫)। "ছাত্রলীগের নির্যাতনের শিকার ছাত্রী ক্যাম্পাসে ফিরতে চান, কিন্তু..."Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  18. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-১৪)। "ভুক্তভোগী ছাত্রীর বহিষ্কার দাবি নির্যাতনে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  19. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-১৬)। "ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের পর আতঙ্কে গণরুম ছাড়ছেন শিক্ষার্থীরা"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  20. হাসান, তৌহিদী (২০২৩-০২-১৮)। "ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে আরও যত অভিযোগ"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  21. হাসান, তৌহিদী (২০২৩-০২-১৮)। "ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের শিকার আরও ৪ ছাত্রী"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  22. "ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের ১ নেত্রী ও ৪ কর্মী বহিষ্কার"ভিওএ। ২০২৩-০৩-০১। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  23. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০৩-০৪)। "ফুলপরীকে নির্যাতন: সানজিদাসহ ৫ ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  24. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০৩-০১)। "ছাত্রী নির্যাতনের ঘটনায় সানজিদাসহ পাঁচ নেতা-কর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  25. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-১৫)। "ছাত্রী নির্যাতনের ঘটনায় জরুরি বৈঠক উপাচার্যের, হচ্ছে উচ্চপর্যায়ের কমিটি"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  26. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-১৫)। "৫ সদস্যের তদন্ত কমিটির নেতৃত্বে আইন বিভাগের সভাপতি রেবা মণ্ডল"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  27. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-১৬)। "ছাত্রলীগের নির্যাতনের শিকার সেই ছাত্রীর খোঁজ নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  28. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-১৫)। "ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের তদন্ত কমিটি"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  29. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-১৫)। "ইবির হলে ছাত্রী নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  30. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-১৬)। "ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  31. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-১৬)। "তদন্তকালে ক্যাম্পাসে দুই নেত্রীর অবস্থান নয়: হাইকোর্ট"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  32. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-১৯)। "বুলিং বা র‍্যাগিং রোধে নীতিমালা থাকলে ইবির ঘটনা না–ও ঘটতে পারত: হাইকোর্ট"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  33. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-১৭)। "হাইকোর্টের আদেশে ক্যাম্পাস ছাড়লেন নির্যাতনে অভিযুক্ত ছাত্রলীগের দুই নেত্রী"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  34. হাসান, তৌহিদী (২০২৩-০২-১৯)। "আমার সঙ্গে যা হয়েছে, সব তদন্ত কমিটিকে বলেছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  35. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-১৮)। "তদন্ত কমিটির ডাকে নির্যাতনের শিকার সেই ছাত্রী ক্যাম্পাসে"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  36. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-১৯)। "সেই ছাত্রী হলের সিসিটিভির ফুটেজ কখনো ১৯৭০, কখনো ২০০৪ সালের"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  37. হাসান, তৌহিদী (২০২৩-০২-১৯)। "আমার সঙ্গে যা হয়েছে, সব তদন্ত কমিটিকে বলেছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  38. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-২৩)। "বারবার দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত, বিধ্বস্ত ফুলপরী ও তাঁর বাবা"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  39. তপু, আহমেদ হুমায়ুন কবির (২০২৩-০২-২২)। "'কাঁদো কাঁদো কণ্ঠে ছাত্রলীগ নেত্রীর ক্ষমা চাওয়ার' উত্তরে যা বললেন ফুলপরী"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  40. হাসান, তৌহিদী (২০২৩-০২-২২)। "ফুলপরীকে ছাত্রলীগ নেত্রী বললেন, 'তোমার হাতে–পায়ে ধরে মাফ চাই'"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  41. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-২০)। "ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই দুই ছাত্রলীগ নেত্রী তদন্ত কমিটির ডাকে ক্যাম্পাসে"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  42. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-২০)। "ছাত্রী নির্যাতন প্রসঙ্গে ছাত্রলীগের সানজিদার জবাব, 'নো কমেন্ট'"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  43. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-২৭)। "ফুলপরীকে নির্যাতনের 'সত্যতা পেয়েছে' ছাত্রলীগ"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  44. প্রতিবেদক (২০২৩-০২-২৬)। "ফুলপরী 'ছাত্রলীগের প্রতিবাদের নাম', বললেন সভাপতি সাদ্দাম"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  45. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-২৬)। "'আমি চাই আমার সঙ্গে যা হয়েছে, তার যেন ন্যায়বিচার পাই'"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  46. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-২৮)। "ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনাটি পূর্বপরিকল্পিত, নির্দেশদাতা সানজিদা"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  47. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-২৮)। "ছাত্রলীগের সানজিদাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন ফুলপরী"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  48. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০৩-০১)। "ছাত্রলীগ নেত্রীসহ পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  49. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০৩-০১)। "ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফুলপরীকে নির্যাতনের ঘটনায় এবার হল প্রাধ্যক্ষকে প্রত্যাহার"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  50. "ইবির মুক্তিযোদ্ধা প্রজন্ম কমিটি থেকে ফুলপরীকে নির্যাতনকারী মিম বহিষ্কার"thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  51. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০৩-০১)। "ফুলপরীকে অধিকতর নিরাপত্তা দিতে কুষ্টিয়া ও পাবনার পুলিশ সুপারকে চিঠি"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  52. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০৩-০১)। "প্রভোস্ট ও হাউস টিউটররা যেন সর্বোচ্চ সময়টুকু দেন, নিশ্চিত করতে হবে: হাইকোর্ট"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  53. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০৩-০১)। "কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী দলীয় ভাবমূর্তি ও ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস নষ্ট করছে"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  54. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০৩-০৪)। "ছাত্রলীগের নির্যাতনের শিকার ফুলপরী নতুন হলে উঠছেন"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  55. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০৩-১২)। "নির্যাতনের এক মাসের মাথায় নতুন হলে উঠলেন ফুলপরী"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  56. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-১৫)। "প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ: ছাত্র ইউনিয়ন"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  57. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-২০)। "ছাত্রী নির্যাতনের ঘটনায় ছাত্র ইউনিয়নের মৌন মিছিল"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  58. প্রতিবেদক (২০২৩-০২-২০)। "ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে ছাত্রী নিপীড়নের বিচার চায় ছাত্র ইউনিয়ন"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  59. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-১৬)। "ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ছাত্রলীগের নির্যাতন: 'বর্বর', 'কুরুচিপূর্ণ' বলল মানবাধিকার কমিশন"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  60. চৌধূরী, রাশেদা কে (২০২৩-০২-১৯)। "সাহস করে অভিযোগ করায় অভিবাদন"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  61. দাশ, সুমনকুমার (২০২৩-০২-১৯)। "ফুলপরীকে সাধুবাদ, প্রতিবাদ করলে সমাজ বদলাবেই"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  62. হাসান, তৌহিদী (২০২৩-০২-১৯)। "শিক্ষক হিসেবে আমার ছাত্রী ফুলপরীকে স্যালুট করি"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  63. হোসাইন, মানসুরা (২০২৩-০২-১৯)। "ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেয়েটি কত দিন সংগ্রাম চালাতে পারবেন, নিশ্চিত নই"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  64. রাইন, রায়হান (২০২৩-০২-১৯)। "ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতন: প্রকাশ্য প্রতিবাদটাই কাম্য"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  65. আজাদ, আবুল কালাম মুহম্মদ (২০২৩-০২-১৯)। "ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতন: শিক্ষাঙ্গনে ভয়ের সংস্কৃতির মধ্যে এই প্রতিবাদ সাহস জোগাবে"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  66. এহসান, শেখ আল (২০২৩-০২-১৯)। "ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো সব জায়গায় এমন প্রতিবাদ হওয়া উচিত"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  67. সহকারী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সুবর্ণা মজুমদার (২০২৩-০২-১৯)। "বিচার হয় না বলে বেপরোয়া ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের নেতা–কর্মীরা"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  68. রহমান, মিজানুর (২০২৩-০২-১৯)। "তাঁরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছেন"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২১ 
  69. মুহাম্মদ, আনু (২০২৩-০২-২৭)। "বেপরোয়া ছাত্রলীগ, আক্রান্ত তরুণ প্রজন্ম, বিপন্ন বিশ্ববিদ্যালয়"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  70. আহমেদ, কামাল (২০২৩-০৩-০২)। "ফুলপরী, ছাত্রলীগ ও উপহাসের অর্থ খোঁজা"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  71. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০২-২৫)। "ফুলপরীকে ছাত্রলীগের নির্যাতনের ঘটনায় নিন্দা"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  72. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০৩-২৯)। "কারণ দর্শানোর জন্য আরও সময় পেলেন ছাত্রলীগ নেত্রী সানজিদাসহ তিন শিক্ষার্থী"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  73. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০৩-০৪)। "বিশ্ববিদ্যালয় তাঁদের আজীবনের জন্য বহিষ্কার করে দিক: ফুলপরী"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  74. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০৪-০৫)। "অবশেষে শোকজের জবাব দিলেন ছাত্রলীগ নেত্রী সানজিদাসহ ৩ শিক্ষার্থী"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  75. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০৫-১৫)। "৫ শিক্ষার্থীকে কারণ দর্শাতে নোটিশের তথ্য আদালতকে জানাল ইসলামী বিশ্ববিদ্যালয়"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  76. রিপোর্ট, স্টার অনলাইন (২০২৩-০২-২৭)। "ইবির ছাত্রী নির্যাতন: হাইকোর্টে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদন জমা"The Daily Star Bangla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  77. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০৬-১২)। "ফুলপরীকে নির্যাতনের ঘটনায় সশরীর হাজির হয়ে বক্তব্য দিলেন অভিযুক্তরা"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  78. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০৭-১৫)। "ফুলপরীকে নির্যাতনে জড়িত ছাত্রলীগ নেত্রীসহ ৫ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  79. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০৭-২৬)। "পাঁচ ছাত্রীর শাস্তির বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় সিদ্ধান্ত নিতে নির্দেশ আদালতের"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  80. ইবি, সংবাদদাতা। "ইবিতে নবীন শিক্ষার্থীকে নির্যাতন : ছাত্রলীগ নেত্রীসহ ৫ ছাত্রী স্থায়ী বহিষ্কার"নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  81. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০৮-২০)। "ফুলপরী নির্যাতনের ঘটনায় আবার শৃঙ্খলা কমিটির সভা, কাল জরুরি সিন্ডিকেট"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২ 
  82. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০৮-২১)। "ফুলপরী নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের সানজিদাসহ পাঁচজন আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২২