বিষয়বস্তুতে চলুন

এম আলাউদ্দিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এম আলাউদ্দিন
১০ম উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
কাজের মেয়াদ
৯ মার্চ ২০০৯ – ২৭ ডিসেম্বর ২০১২
পূর্বসূরীফয়েজ মুহাম্মাদ সিরাজুল হক
উত্তরসূরীআব্দুল হাকিম সরকার
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থী
পেশারসায়নবিদ, বিশ্ববিদ্যালয় অধ্যাপক

মুহাম্মদ আলাউদ্দিন একজন বাংলাদেশী রসায়নবিদ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ২০০৯ সালের মার্চ থেকে ডিসেম্বর ২০১২ পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের দশম উপাচার্য ছিলেন।[] তিনি একই বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক। তিনি যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি এর এমআরএসসি বা আজীবন সদস্য।

শিক্ষাজীবন

[সম্পাদনা]

আলাউদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি এবং কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

কর্মজীবন

[সম্পাদনা]

কর্মজীবনে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ছিলেন।[] তিনি ১৯৯৫ সালে এই বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন[] এবং ১৯৯৯ সালে তিনি জৈবপ্রযুক্তি এবং বংশাণু প্রকৌশল বিভাগে এক বছরেরও বেশি সময় ধরে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।[]

উপাচার্যের দায়িত্ব

[সম্পাদনা]

৯ মার্চ ২০০৯ সালে আলাউদ্দিনকে ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য নিযুক্ত করা হয়, তিনি উপাচার্যের দায়িত্ব পালনকালে এমএ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন, শেখ হাসিনা হল এবং কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিষ্ঠা করেছিলেন।[] এ সময় বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি ছিল সঙ্কটাপন্ন।[][][][] ২০১২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উপাচার্য আলাউদ্দিন ও উপ-উপাচার্য কামাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির ও স্বজনপ্রীতির অভিযোগ করেন এবং শিক্ষক ধর্মঘট শুরু করেন। এরফলে ২০১২ সালের ডিসেম্বর মাসে উপাচার্য ও ২০১৩ সালের জানুয়ারি মাসে উপ-উপাচার্য অপসারিত হন।[১০]

গবেষণা

[সম্পাদনা]
  • সোডিয়াম ডোডিসিল সালফেটের জল এবং জলীয় মাইক্রেলর সিস্টেমগুলিতে মাধ্যমিক বুটানল এবং তৃতীয় বুটানলের ভলিউমেট্রিক বৈশিষ্ট্য - (বিভাগ বি: রাসায়নিক ও জৈবিক বিজ্ঞান)।[১১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমের তারিখ ঘোষণা"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬ 
  2. "Overview of Applied Chemistry & Chemical Engineering"ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬ 
  3. "Former Chairman of Applied Chemistry & Chemical Engineering Dept"ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬ 
  4. "Former Chairman of Biotechnology and Genetic Engineering Dept"ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬ 
  5. "ইবি'র সফল ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড.এম আলাউদ্দিনের তিন বছর অতিবাহিত"দৈনিক আন্দোলনের বাজার। ২০১২-০৩-০৮। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "ইসলামী বিশ্ববিদ্যালয় ১০০ দিন ধরে অচল"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬ 
  7. "ইবি ক্যাম্পাস থেকে আবারও লাশ উদ্ধার"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬ 
  8. "ইবিতে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬ 
  9. "ইবিতে নিয়োগ বাণিজ্যকে কেন্দ্র করে ছাত্রলীগের তাণ্ডব"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "মেয়াদ পূর্ণ করতে পারেননি ১১ উপাচার্যের কেউই"সমকাল। ২০২০-১২-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬ 
  11. আলাউদ্দিন, জে.; পান্ডে, এস. (২০২০-০৫-০১)। "Volumetric Properties of Secondary Butanol and Tertiary Butanol in Water and Aqueous Micellar Systems of Sodium Dodecyl Sulphate" (ইংরেজি ভাষায়): ৪১৯–৪২৯। আইএসএসএন 2070-0245ডিওআই:10.3329/jsr.v12i3.44614অবাধে প্রবেশযোগ্য