ইসলামি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
Institute of Islamic Education and Research (IIER) | |
ধরন | শিক্ষা, গবেষণা প্রতিষ্ঠান |
---|---|
স্থাপিত | ১৯৮০ |
মূল প্রতিষ্ঠান | ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া |
অধিভুক্তি | কনফুসিয়াস ইনস্টিটিউট, চীন |
পরিচালক | মামুনুর রহমান |
অবস্থান | , |
প্রকাশনা | আইআইইআর রিসার্চ জার্নাল, কুরআনিক স্টাডিজ জার্নাল |
ইসলামি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বা ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ সেন্টার বাংলাদেশের ইসলামি শিক্ষা ভিত্তিক একমাত্র গবেষণা প্রতিষ্ঠান। এটি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধিনে পরিচালিত একটি গবেষণা ইনস্টিটিউট,[১][২] যা সংক্ষেপে আইআইইআর বা IIER নামে পরিচিত। এই প্রতিষ্ঠানটি ১৯৮০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত। এখন এটি চীনের শিক্ষা মন্ত্রনালয়ের ও চীনের কনফুসিয়াস ইনস্টিটিউট এর সাথে সংযুক্ত এবং যৌথভাবে কাজ করে।[৩] আইআইইআর-এর বর্তমান পরিচালক ড. মামুনুর রহমান।[৪]
ইতিহাস
[সম্পাদনা]১৯৭৯ সালে যখন কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়, তখন এই ইনস্টিটিউটের প্রতিষ্ঠার প্রকল্প হাতে নেওয়া হয়। কিন্তু অজানা এক কারণে এরশাদ সরকারের আদেশে ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার শান্তিডাঙ্গা থেকে গাজীপুর জেলার বোর্ডবাজারে স্থানান্তরিত করা হয়। ১৯৮০ সালের ২০ সেপ্টেম্বর জাতীয় সংসদ কর্তৃক ১৯৮০ সালের ৩১ নং আইন পাসের পর গাজীপুরের বোর্ডবাজারে ইসলামি শিক্ষা ও গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়।[৫] ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ১৯৮২ সালের অধ্যাদেশ নং-৪৩ জারি করে বিলুপ্ত করা হয়। ১৯৮৩ সালের ২ অক্টোবর এরশাদ সরকার কর্তৃক জারি করা একটি স্মারকলিপি অনুসরণ করে ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার পুনরায় প্রতিষ্ঠিত হয়।[৬]
২০০৩ সালে ইনস্টিটিউটের গতি বৃদ্ধি করতে কর্তৃপক্ষ আ ব ম মুখলেছুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে। এই কমিটি প্রতিষ্ঠানের জন্য আলাদা ১৬ জন শিক্ষক ও ৬ জন সাহায্যকারী জনবল নিয়োগের পরামর্শ প্রদান করেছিলো।[৭]
ভর্তি পদ্ধতি
[সম্পাদনা]প্রতি বছর জানুয়ারির দিকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, ২৩০ আসনের বিপরীতে গড়ে ৫০০-৬০০ পরিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে।[৮][৯] ভর্তি পরীক্ষা সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর/অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়। তাদের বিভাগ এবং পাঠ্যক্রম সম্প্রসারণের জন্য আইআইইআর-এর নতুন ভবন তৈরি করা হচ্ছে।
ডিগ্রী প্রদান
[সম্পাদনা]এই প্রতিষ্ঠানটি কয়েকটি বিভাগে তিন ধরনের ডিগ্রি প্রদান করে থাকে।[১০] ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইআইইআর গবেষণা, জার্নাল প্রকাশ করে এবং বিভিন্ন ডিগ্রি ও সার্টিফিকেট প্রদান করে।[১১] এই ইনস্টিটিউটে একটি IIER গবেষণা জার্নাল প্রকাশনা আছে।
B.Ed এবং M.Ed ডিগ্রী
[সম্পাদনা]আইআইইআর, ইসলামী বিশ্ববিদ্যালয় বিভিন্ন সাধারণ বিষয়ে বিএড (শিক্ষায় স্নাতক) এবং এম.এড (শিক্ষায় মাস্টার্স) অফার করে।[১২][১৩]
ডিগ্রী | কোর্সের নাম | সময়কাল | আসন সংখ্যা |
---|---|---|---|
বি.এড | যেকোনো বিষয় | ১২ মাস | ৭৫ |
এম.এড | যেকোনো বিষয় | ১২ মাস | ৭৫ |
ডিপ্লোমা ডিগ্রী
[সম্পাদনা]ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (আইআইইআর) গবেষণা প্রচার করে, জার্নাল প্রকাশ করে এবং ছাত্র, শিক্ষক এবং অন্যান্য পেশাজীবীদের জন্য শিক্ষা, গ্রন্থাগার বিজ্ঞান, ইংরেজি, আরবি, চীনা, জাপানি ভাষার উপর অসংখ্য শর্ট সার্টিফিকেট কোর্স/প্রোগ্রাম/ডিপ্লোমা অফার করে। ইনস্টিটিউটের অধীনে একটি কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠিত হয়েছে।[১১]
ডিগ্রী | কোর্সের নাম | সময়কাল | আসন সংখ্যা |
---|---|---|---|
ডিপ্লোমা স্নাতকোত্তর | গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞান | ১২ মাস | ৮০ |
ডিপ্লোমা এবং জুনিয়র ডিপ্লোমা কোর্স | চাইনিজ ভাষায় | ১২ মাস, ৬ মাস | ৮০ |
ডিপ্লোমা এবং জুনিয়র ডিপ্লোমা কোর্স | ইংরেজি ভাষার উপর | ১২ মাস, ৬ মাস | ৮০ |
ডিপ্লোমা এবং জুনিয়র ডিপ্লোমা কোর্স | আরবি ভাষার উপর | ১২ মাস, ৬ মাস | ৮০ |
জুনিয়র ডিপ্লোমা কোর্স | কোরিয়ান ভাষায় | ৬ মাস | ৮০ |
জুনিয়র ডিপ্লোমা কোর্স | জাপানি ভাষায় | ৬ মাস | ৮০ |
উল্লেখযোগ্য ব্যাক্তি
[সম্পাদনা]- আবু বকর মুহাম্মদ জাকারিয়া - তাফসির-ই জাকারিয়া প্রনেতা।[১৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Presidential approval for the formation of the IIER Governor" (পিডিএফ)। www.shed.gov.bd/। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২১।
- ↑ "ইসলাশী-বিশ্ববিদ্যালয়ের-ইনস্টিটিউট-অব-ইসলামিক-এডুকেশন-এন্ড-রিসার্চ-(আই-আই,ই,-আর)-এর-বোর্ড-অব-গভর্নরস-গঠনের-জন্য-মহামান্য-রাষ্ট্রপতি-ও-চ্যান্সেলর-কর্তৃক-সদস্য-মনোনয়ন।-"। www.shed.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-১২-২১।
- ↑ "IU and Confucius Institute sign MoU"। Bangladesh Sangbad Sangstha (BSS) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-২১।
- ↑ "ইবিতে চালু হবে ফরাসি ভাষা কোর্স"। thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-২৩।
- ↑ "History of IIER, Islamic University"। Banglapedia। ২০২০-১২-২২। Archived from the original on ২০২০-১২-২২। সংগ্রহের তারিখ ২০২০-১২-২২।
- ↑ "History of Islamic University - Banglapedia"। archive.vn। ২০২০-১২-২২। Archived from the original on ২০২০-১২-২২। সংগ্রহের তারিখ ২০২০-১২-২২।
- ↑ "৩৪ বছর ধরে নেই কোনো গবেষণা"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। ২০২২-১১-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১১-১১।
- ↑ "B.Ed, M.Ed entry tests held at IU"। Prothom Alo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-২১।
- ↑ "IU B.Ed, M.Ed entry test on Friday"। unb.com.bd (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-২১।
- ↑ "IU publishes results of IIER admission test"। unb.com.bd (English ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-২১।
- ↑ ক খ "IU B.Ed course admission test to be held Feb 12 - Dainikshiksha"। Dainik shiksha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-২১।
- ↑ "Regarding the evaluation of the certificate of B.Ed course conducted under the Islamic University Kushtia" (পিডিএফ)। www.shed.portal.gov.bd/। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২১।
- ↑ "ইবির বিএড ও এমএড ভর্তি পরীক্ষা সমাপ্ত"। www.jaijaidinbd.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-২১।
- ↑ "ইবির বিএড ও এমএড কোর্সের ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-২১।
- ↑ "ইবিতে ইন্টিগ্রেটেড টেকনিক ফর লার্নিং মাল্টিপোল ল্যাংগুয়েজেজ শীর্ষক সেমিনার"। দৈনিক জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-২১।
- ↑ "أ. د. أبو بكر محمد زكريا | Islamic University, Kushtia,Bangladesh - Academia.edu"। iu-ac.academia.edu। সংগ্রহের তারিখ ২০২০-১২-২১।