এ. এন. এম মমতাজ উদ্দিন চৌধুরী
ড. প্রফেসর এ.এন.এম মমতাজ উদ্দিন | |
---|---|
প্রথম উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ | |
কাজের মেয়াদ ৩১ জানুয়ারি ১৯৮১ – ২৭ ডিসেম্বর ১৯৮৮ | |
পূর্বসূরী | নেই |
উত্তরসূরী | মুহাম্মাদ সিরাজুল ইসলাম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯২৩ খ্রিস্টাব্দ লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর জেলা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ২ অক্টোবর ২০০৫ | (বয়স ৮১–৮২)
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | শিক্ষাবিদ, অধ্যাপক |
এ.এন.এম মমতাজ উদ্দিন চৌধুরী (জ. ১৯২৩ - মৃ. ২০০৫) ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (৩১-০১-১৯৮১ থেকে ২৭-১২-১৯৮৮)[১][২][৩] ছিলেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রকল্প পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।[৪][৫] ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।[৬][৭][৮] এছাড়াও তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন।[৯] তিনি বিশ্ববিদ্যালয় গাজীপুর রাখার পক্ষে ছিলেন।
জন্ম ও পরিচয়
[সম্পাদনা]এ এন এম মমতাজ উদ্দিন চৌধুরী লক্ষ্মীপুর জেলায় সদর উপজেলার দালাল বাজারে বিশিষ্ট মুসলিম জমিদার পরিবারে ১৯২৩ সালে জন্মগ্রহণ করেন।[১০][১১][১২] তার মাতার নাম ফাতেমা বেগম।[১৩] তার ছেলেবেলা তার পরিবারের সাথে এই দালালবাজার গ্রামে কেটেছে।
ইবিতে নিয়োগ দান
[সম্পাদনা]দায়িত্ব পালন
[সম্পাদনা]১৯৭৭ সালে মক্কায় ওআইসির অনুষ্ঠানে বিভিন্ন দেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবনা করে।[১৪][১৫] সেই প্রেক্ষিতে বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ২ ফেব্রুয়ারি ১৯৭৯ সালে প্রফেসর এ.এন.এম মমতাজ উদ্দিন চৌধুরীকে প্রকল্প পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়। তিনি দেড় বছর এই দায়িত্ব পালন করেন। এরপর ১৯৮১ সালের ৩১ জানুয়ারি প্রকল্প পরিচালক ড. এ এন এ মমতাজ উদ্দিন চৌধুরীকে প্রথম ভিসি নিয়োগ করে দু’টি অনুষদের অধীনে চারটি বিভাগে মোট ৩০০ জন ছাত্র নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়।[১৬][১৭][১৮] দুই বছর বাদেই এরশাদ সরকার ইসলামী বিশ্ববিদ্যালয়কে গাজীপুরে স্থানান্তর করেন, গাজীপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় ৭ বছর স্থায়ী ছিলো, এখানেই মমতাজ উদ্দিন চৌধুরীর মেয়াদ শেষ হয়।[১৯] তিনি দুই মেয়াদে ৭ বছর ১১ মাস ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।[২০]
অপসারণ
[সম্পাদনা]১৯৮৭ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে উপাচার্যের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরোধ বাধে। উপাচার্য ধর্মীয় বিষয় টেনে এনে ছাত্রলীগ ও সকল ছাত্রদের নিষেধ করে কিন্তু ছাত্ররা নিষেধ অমান্য করে শহীদ মিনারে ফুল দেয়। এটা নিয়ে ছাত্রলীগ ও সাধারণ ছাত্রদের সাথে উপাচার্যের বাক-বিতন্ডা হয়। এরপরে ছাত্রলীগ ও ছাত্ররা ভিসি অপসারণের আন্দোলন করে ২৭ ডিসেম্বর ১৯৮৮ সালে মমতাজ উদ্দিনকে অপসারণ করে।[২১] তিনি তার মেয়াদ পূরণের মাত্র ৪ দিন পূর্বে উপাচার্যের দায়িত্ব থেকে অপসারিত হন।[২০] এছাড়াও ক্যাম্পাস কুষ্টিয়াতে স্থানান্তর নিয়ে সরকারের সাথে তার মতবিরোধ ছিলো।
অবদান
[সম্পাদনা]বিদ্যালয় প্রতিষ্ঠা
[সম্পাদনা]মমতাজ উদ্দিন চৌধুরী এবং মুক্তিযোদ্ধা এডভোকেট আক্তারুজ্জামান দুইজন মিলে লক্ষ্মীপুর সদর উপজেলায় লক্ষ্মীপুর দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন[১৩], যেটা অত্র অঞ্চলের মধ্যে সুনামধন্য বালিকা উচ্চ বিদ্যালয়।[৯][২২] এই বালিকা বিদ্যালয়টির নামকরন করা হয়েছে মমতাজ উদ্দিনের মাতা ফাতেমা বেগমের নামে।[১৩]
বই
[সম্পাদনা]- পূর্ব পাকিস্তানে প্রাপ্ত বয়স্কদের শিক্ষার একটি পরিকল্পনা[২৩]
মৃত্যু
[সম্পাদনা]মমতাজ উদ্দিন চৌধুরী ২০০৫ সালের ২ অক্টোবর স্বাভাবিকভাবে ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃতুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এম রফিকুল ইসলাম শোক প্রকাশ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নিয়োগ বানিজ্যের অভিশাপ থেকে মুক্তি পেলো না ইবি"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪।
- ↑ "ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৮ বছর"। bdnewshour24.com। ২০২১-১২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪।
- ↑ "ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী"। Barta24.com। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪।
- ↑ "কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস"। ১৪ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "ইবির সাড়ে তিন দশক"। ২২ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ":: দৈনিক জনতা ::"। www.djanata.com। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪।
- ↑ "গৌরবের ৪০ বছরে ইবি"। লালমনিরহাট বার্তা। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ঐতিহ্য ও গৌরবের ইসলামী বিশ্ববিদ্যালয়"। thecampustoday.com। ২০২০-০১-২৪। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪।
- ↑ ক খ "লক্ষ্মীপুরে দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান"। আজকের বাংলা সংবাদ .কম। ২০১৮-০৮-১২। ২০১৯-০৫-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪।
- ↑ "লক্ষ্মীপুর জেলার প্রখ্যাত ব্যক্তিত্ব"। ৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "লক্ষ্মীপুর সদর উপজেলার প্রখ্যাত ব্যক্তি"। ১০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "চর কাদিরা ইউনিয়নের ব্যক্তিত্ব"। ৩১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ গ "লক্ষ্মীপুর দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের ইতিহাস"। ৭ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "ইবির সাড়ে তিন দশক- ক্যাম্পাস ক্যারিয়ার"। ২২ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "৩৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়"। এনটিভি। ২০১৭-১১-২১। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪।
- ↑ "শুভ জন্মদিন ইসলামী বিশ্ববিদ্যালয়"। প্রিয়.কম। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪।
- ↑ "বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্ম" (পিডিএফ)। ২২ জুলাই ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "চার দশকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি-অপ্রাপ্তি"। bangladesherkhabor.net। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪।
- ↑ "ইসলামী বিশ্ববিদ্যালয় কোন পথে পরিচালিত হবে"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৯।
- ↑ ক খ "ইসলামী বিশ্ববিদ্যালয় কোন পথে পরিচালিত হবে"। যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৯।
- ↑ agaminews.com। "ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের স্মৃতি"। agaminews.com। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪।
- ↑ "মায়ের কাছে চিঠি | banglatribune.com"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪।
- ↑ Choudhury, A. N. M. Mumtaz Uddin (১৯৪৯)। A Plan of Adult Education for Eastern Pakistan। Cornell Univ.।