পরীমনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(পরিমনি থেকে পুনর্নির্দেশিত)
পরীমনি
২০১৮ সালে পরীমনি
জন্ম
শামসুন্নাহার স্মৃতি

(1992-12-15) ১৫ ডিসেম্বর ১৯৯২ (বয়স ৩১)
পেশা
কর্মজীবন২০১৫ – বর্তমান
দাম্পত্য সঙ্গী
  • ইসমাইল হোসেন (বি. ২০১০; বিচ্ছেদ. ২০১২)[১][২]
  • ফেরদৌস কবীর সৌরভ (বি. ২০১২; বিচ্ছেদ. ২০১৪)[৩]
  • তামিম হাসান (বি. ২০১৯; বিচ্ছেদ. ২০২০)[৪]
  • কামরুজ্জামান রনি (বি. ২০২০; বিচ্ছেদ. ২০২০)[৫][৬]
  • শরিফুল রাজ (বি. ২০২১; বিচ্ছেদ. ২০২৩)[৭][৮]
সন্তানশাহীম মুহাম্মদ রাজ্য[৯][১০]
পুরস্কার

শামসুন্নাহার স্মৃতি (জন্ম ১৫ ডিসেম্বর[টীকা ১] ১৯৯২[১৩]), যিনি পরীমনি[টীকা ২] নামে অধিক পরিচিত, হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্রের[১৬] মডেলঅভিনেত্রী। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়।[১৭] তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন।[১৮] তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল প্রণয়ধর্মী আরো ভালোবাসবো তোমায়, লোককাহিনী নির্ভর মহুয়া সুন্দরী, এবং অ্যাকশনধর্মী রক্ত

কর্মজীবনের চাইতে ব্যক্তিগত জীবনে পরীমনি অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। পরীমনি বিভিন্ন জাতীয় পুরস্কারে বিজয়ী ও মনোনীত হয়েছেন, এছাড়াও তিনি ২০২০ সালে ফোর্বস এশিয়ার ১০০ জন সেলিব্রিটির তালিকাতেও অন্তর্ভুক্ত ছিলেন।[১৯][২০]

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

১৯৯২ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন পরীমনি।[১১][২১][২২] তার পারিবারিক নাম শামসুন্নাহার স্মৃতি।[১৩] উনিশ শতকের শেষের দিকে পরীমনির মা সালমা সুলতানা ঢাকায় একটি বাসায় রহস্যময়ভাবে এক দুর্ঘটনায় আগুনে পুড়ে গুরুতরভাবে দগ্ধ হন।[টীকা ৩][১১][২৬] এ সময় পরীর বাবা মনিরুল ইসলাম তার মাত্র তিন বছরের সন্তান পরীমনিকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন।[১২] ঢাকায় এক হাসপাতালে কিছুদিন তার দগ্ধ স্ত্রীর চিকিৎসা করান তিনি। সেসময় পরীকে তার নানা শামসুল হক গাজীর কাছে রেখে যান।[১২] এর দুই মাস পরেই হাসপাতালে চিকিৎসাধীন পরীর মায়ের মৃত্যু হয়।[১২] এবং তিন বছর বয়সেই মা-হারা হন পরীমনি।[২৭] বেলায়েত হোসেন[টীকা ৪] পরীমনির ছোটবেলার ঘটনা বর্ণনা দিতে গিয়ে আরও বলেন, তিনবছর বয়সী ছোট শিশু পরীমনি তারপর থেকে তার নানা-নানি ও খালার কাছে লালিত-পালিত হয়েছেন।[১২][১৪]

পরবর্তীতে তার বাবারও মৃত্যু হয়। পরীমনির বাবার খুনের বিষয়ে তার ছোট খালা তাসলিমা পাপিয়া ব্যাখ্যা করে বলেন, স্মৃতির বাবা মনিরুল ইসলাম ছিলেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পুলিশ কনস্টেবল।[১২][টীকা ৫] ২০১২ সালে[১৪] কোনো একটা সুনির্দিষ্ট কারণে তার সেই চাকরি চলে যায়। এবং তখন থেকেই তিনি গ্রামের বাড়িতে থেকে ব্যবসা করতেন। তাসলিমা পাপিয়া আরও বলেন, তিনি শুনেছেন হয়তো সেই ব্যবসাই বিরোধ নিয়ে প্রতিপক্ষের লোকজন মনিরুলকে কুপিয়ে হত্যা করেছিল।[১২] ছোট পরীমনি বড় হয়েছেন পিরোজপুরের নানা শামসুল হক গাজীর কাছে।[১৪][২৮]

শিক্ষাজীবন[সম্পাদনা]

পরীমনির নানা-নানি দুজনেই ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা।[১৪] তিনি তার মাতৃশিক্ষায়তন[১১] সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন পিরোজপুরে।[২১] তিনি তার স্নাতকশিক্ষায় প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিলেন তবে শিক্ষাগ্রহণ শুরু করেননি।[১১] এ কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর কবিরের ভাষ্যে, "স্মৃতি ২০১১–১২ সাল নাগাদ ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ ৩.৫ পেয়ে ভর্তি হওয়ার জন্য এলেও সেখানে তিনি ভর্তিরত অবস্থায় আর কলেজে আসেনি"।[১১] পরিবর্তে তিনি সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে স্নাতক পড়াকালীন ২০১১ সালে ঢাকায় চলে আসেন এবং বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখেন।[২৯]

অভিনয় জীবন[সম্পাদনা]

পরি তার বাবার মতো পুলিশ হতে চেয়েছিলেন,[১৪] তবে তিনি তার কর্মজীবন শুরু করেন মডেলিং এর মাধ্যমে। কর্মজীবনের শুরুতে মডেল ছাড়াও তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এর মধ্যে জাকারিয়া শৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন।এ নাটকে আমিন খান, পপি তার সহশিল্পী ছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন।[২৮]

মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরী মনি। ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন তার অভিনীত প্রথম চলচ্চিত্র।[৩০] কিন্তু তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে।[৩১][৩২] পরবর্তীতে ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগলা দিওয়ানাদরদিয়া, এস এ হক অলীকের আরো ভালোবাসবো তোমায় চলচ্চিত্রে অভিনয় করেন।[৩৩] ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল মনজুড়ে তুই, লাভার নাম্বার ওয়ান, নগর মাস্তান, মহুয়া সুন্দরী[৩৪] ২০১৬ সালে মুক্তি পায় মন জানে না মনের ঠিকানা, পুড়ে যায় মন, ওয়াজেদ আলী সুমনের অ্যাকশনধর্মী রক্ত,[৩৫] এবং শফিক হাসানের ধূমকেতু। ২০১৭ সালে মুক্তি পায় কত স্বপ্ন কত আশা, আপন মানুষ, সোনা বন্ধু, এবং মালেক আফসারীর অন্তর জ্বালা[৩৬] গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্ন জাল,[৩৭] ইনোসেন্ট লাভ, দেবাশীষ বিশ্বাসের মন জ্বলে, সৈকত নাসিরের পাষাণ,[৩৮] নদীর বুকে চাঁদ, এবং বুকের মাঝে প্রেমের আগুন[৩৯]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

চাবি
ছুরি যে চলচ্চিত্রগুলি এখনও মুক্তি পায়নি সেগুলো সম্বোধন করে
বছর চলচ্চিত্র ভূমিকা পরিচালক টীকা
২০১৫ ভালোবাসা সীমাহীন সীমানা শাহ আলম মন্ডল প্রথম অভিনীত ও মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র[৪০]
পাগলা দিওয়ানা লায়লা ওয়াজেদ আলী সুমন [৪১]
দরদিয়া ওয়াজেদ আলী সুমন মুক্তি পায়নি
আরো ভালোবাসবো তোমায় নোলক এস এ হক অলিক [৪২]
লাভার নাম্বার ওয়ান দোলা ফারুক ওমর [৪৩]
নগর মাস্তান রকিবুল আলম রকিব
মহুয়া সুন্দরী ছবি / মহুয়া রওশন আরা নীপা লোককাহিনী 'মৈমনসিংহ গীতিকা' অবলম্বনে নির্মিত,
সহ-প্রযোজক[৪৪]
আমার মন জুড়ে তুই ওয়াজেদ আলী সুমন মুক্তি পায়নি
রানা প্লাজা রেশমা নজরুল ইসলাম খান মুক্তি পায়নি
সারপ্রাইজ এফ আই মানিক মুক্তি পায়নি
প্রবাসী ডন শাহীন-সুমন মুক্তি পায়নি
ভালবাসার অনেক জ্বালা ফারুক ওমর মুক্তি পায়নি
২০১৬ মন জানেনা মনের ঠিকানা মায়া মুশফিকুর রহমান গুলজার [৪৫]
কত স্বপ্ন কত আশা পরী ব্যানার্জী ওয়াকিল আহমেদ
পুড়ে যায় মন কিরণ অপূর্ব-রানা [৪৬]
রক্ত পরী/সানিয়া ওয়াজেদ আলী সুমন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র[৪৭]
ধূমকেতু শফিক হাসান
২০১৭ অন্তর জ্বালা সোনা মালেক আফসারী
আপন মানুষ শাহ আলম মণ্ডল
ইনোসেন্ট লাভ অপূর্ব-রানা
সোনা বন্ধু জাহাঙ্গীর আলম সুমন
২০১৮ স্বপ্নজাল শুভ্রা গিয়াস উদ্দিন সেলিম
২০১৯ আমার প্রেম আমার প্রিয়া জান্নাত শামীমুল ইসলাম শামীম
২০২০ বিশ্বসুন্দরী শোভা চয়নিকা চৌধুরী
২০২১ স্ফুলিঙ্গ দিবা তৌকির আহমেদ
২০২২ মুখোশ সোহানা ইফতেখার শুভ [৪৮]
গুণিন রাবেয়া গিয়াস উদ্দিন সেলিম [৪৯]
২০২৩ মা মা অরণ্য আনোয়ার মা অভিনীত প্রথম[৫০][৫১]
অ্যাডভেঞ্চার অব সুন্দরবন তৃষ্ণা আবু রায়হান জুয়েল [৫২]
পাফ ড্যাডি টিনা মুশফিকুর রহমান মঞ্জু, শহিদ উন নবী ওয়েব চলচ্চিত্র[৫৩]
টিবিএ নদীর বুকে চাঁদছুরি নদী শওকত ইসলাম [৫৪]
প্রীতিলতাছুরি প্রীতিলতা ওয়াদ্দেদার রশিদ পলাশ [৫৫]
বাহাদুরীছুরি শফিক হাসান
ক্ষতছুরি শামীম আহমেদ রনি প্রথম প্রযোজিত চলচ্চিত্র
বায়োপিকছুরি সঞ্জয় সমাদ্দার

পুরস্কার এবং মনোনয়ন[সম্পাদনা]

পরীমনি গৃহীত পুরস্কার ও মনোনয়নের তালিকা
সর্বমোট[ক]
বিজয়
মনোনয়ন
  1. নির্দিষ্ট পুরস্কার গোষ্ঠীগুলি কেবল একজন বিজয়ীকে পুরস্কার প্রদান করে থাকে না। তারা বেশ কয়েকজন পৃথক প্রাপককে স্বীকৃতি দিয়ে থাকে, যেখানে রানার্সআপ এবং তৃতীয় স্থানও রয়েছে। যেহেতু এটি একটি নির্দিষ্ট স্বীকৃতি এবং কোনো পুরস্কার হারানো থেকে পৃথক, তাই পুরস্কারের তালিকায় রানার-আপ হিসাবে উল্লেখগুলিকে জয় হিসাবে বিবেচনা করা হয়। নির্দিষ্ট বিভাগগুলিতে পুরস্কারগুলির জন্য পূর্ববর্তী মনোনয়ন থাকে না এবং কেবল বিজয়ীদের নাম জুরি কর্তৃক ঘোষিত হয়। তবে সরলীকরণ এবং ত্রুটিগুলি এড়ানোর জন্য এই তালিকার প্রতিটি পুরস্কারের জন্য পূর্ববর্তী মনোনয়ন ছিল বলে ধরে নেওয়া হয়।

পরীমনি একটি বাবিসাস পুরস্কার, তিনটি মেরিল-প্রথম আলো পুরস্কার এবং দুটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার লাভ করেছেন।

বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
২০১৬ বাবিসাস পুরস্কার আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী মহুয়া সুন্দরী বিজয়ী [৫৬]
১৮ ডিসেম্বর ২০১৬ সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী আরো ভালোবাসবো তোমায় বিজয়ী [৫৭]
২৬ এপ্রিল ২০১৯ মেরিল-প্রথম আলো পুরস্কার বিশেষ সমালোচক পুরস্কার স্বপ্নজাল বিজয়ী
সেরা চলচ্চিত্র অভিনেত্রী মনোনীত [৫৮]
সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক)
২২ অক্টোবর ২০১৯ ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার জনপ্রিয় অভিনেত্রী আমার প্রেম আমার প্রিয়া বিজয়ী [৫৯]
২৫ জুলাই ২০২০ সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) বিজয়ী [৬০]
২০ নভেম্বর ২০২১ ট্রাব অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ অভিনেত্রী বিশ্বসুন্দরী বিজয়ী [৬১]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর কবির ব্যখ্যা করে জানান, স্মৃতি ২০১০ সালে তার এসএসসি পাসের আগেই নানার কথামত গ্রামের জাকির হোসেনের ছেলে ইসমাইল হোসেনকে পারিবারিক ভাবে বিয়ে করেন।[১১] এবং সেই গ্ৰামের বাসিন্দারা আরও বর্ণনা করে বলেন, ইসমাইল তখন বেকার থাকায় মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়েছিল যৌতুক হিসেবে কিন্তু তা দিতে না পারায়, পরী ও ইসমাইলের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। এবং বিয়ের ২ বছর পর তাদের মধ্যে বিচ্ছেদ হয়।[১১]

তারপর ২৮ এপ্রিল ২০১২ সালে কেশবপুরের ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সাথে পরীমনির বিয়ে হয়।[৬২] এরপর সাংবাদিক তামিম হাসানের সাথে পরীমণির ২০১৬ সাল[৬৩] থেকে প্রেমের বন্ধনে[৪] চলা সম্পর্কটি ১৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে বাগদানের মাধ্যমে বৈবাহিক সম্পর্কে পরিবর্তন করেন এবং পরে সংসার পাতেন।[৬৪][৬৫] তবে তাদের মধ্যে এই সম্পর্কটিও বেশি দিন টিকেনি এবং পরবর্তীতে বিবাহবিচ্ছেদ হয়।[৪] ৯ মার্চ ২০২০ সালে তিনি সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে তিন টাকা দেনমোহরে বিয়ে করেন। ঐ বছরেই তাদের বিচ্ছেদ হয়।[৬৬]

১৭ অক্টোবর ২০২১ সালে তিনি অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন।[৬৭] কয়েকমাস পর ২০২২ সালের ১০ জানুয়ারি নিজের গর্ভাবস্থার খবর গণমাধ্যমকে জানান পরীমনি।[৬৮][৬৯] গর্ভাবস্থার খবর জানানোর আগ পর্যন্ত শরিফুল রাজের সাথে তার বিয়ের বিষয়টি তারা গোপন রাখেন। পরে ২২ জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।[৭০]২০২২ সালের ১০ আগষ্ট প্রথমবারের মতো তিনি পুত্র সন্তানের মা হন, যার নাম শাহীম মুহাম্মদ রাজ্য। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর পরীমনি রাজের উদ্দেশে বিচ্ছেদের নোটিশ পাঠান। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানতে পেরে পরদিন লোক পাঠিয়ে কাজী অফিস থেকে কাবিননামা ও ডিভোর্স–সংক্রান্ত চিঠি সংগ্রহ করেন শরিফুল রাজ[৭১]

গ্রেফতার[সম্পাদনা]

২০২১ সালের ৪ঠা আগস্ট পরীমনির বনানীর বাসায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযান শেষে বাসায় অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে আটক করা হয়।[৭২][৭৩][৭৪]


পরীমনিকে আটক করার পর প্রথম দফায় ৪ দিন এবং দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ড দেন আদালত। ২৬ দিন কারাগারে থাকার পর ৩১ আগস্ট ২০২১ ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তাকে জামিন দেয়।[৭৫]

পাদটীকা[সম্পাদনা]

  1. কলেজের ভর্তির রেজিস্ট্রারের তথ্যানুসারে, পরীমনির জন্মের তারিখ ছিল ১৯৯২ সালের ১৫ ডিসেম্বর।[১১][১২]
  2. পরীমনির 'পরী' নামটি তার ডাকনাম। পরীমনির এই নামটি তার নানি অর্থাৎ ফাতিমা বেগম দিয়েছিলেন। নিজের নামের ব্যাখ্যা দিতে গিয়ে পরী বলেন,[১৪]

    ...আমার পরী নামটা আমার নানিমনির দেয়া। তার নানির নাম ছিল পরীবিবি। আমার জন্মের কিছুদিন আগে তার নানি মারা যান আর আমার জন্মের পর আমার নাম পরী হয়ে যায় আর মনিটা সবাই আদর করেই চালু করে দিল আমার সার্টিফিকেট নাম শামসুন্নাহার স্মৃতি।[১৫]

  3. এক্ষেত্রে পরীর মায়ের মৃত্যুর সঠিক সময়টি নিয়ে উৎস ভিন্ন মত প্রদশর্ন করে। কিছু সূত্র অনুযায়ী পরীমনির মা মারা গিয়েছিলেন ২০০৭–৮ সালের মধ্যে,[২৩] কিন্তু অধিকাংশ সূত্র স্বীকার করে মার মৃত্যুর সময় পরীমনির বয়স হয়েছিল আড়াই থেকে তিন বছর।[২৪] এছাড়াও পরীমনি এক সাক্ষাৎকারে গনমাধ্যমকে জানান যে, তার মায়ের মৃত্যুর সময় তার বয়স হয়েছিল আড়াই বছর।[২৫] প্রথম মতামতটি অর্থাৎ ১৯৯৫–৯৬ সালের মতটি সঠিক মনে করার যথেষ্ট কারণ ও প্রমাণ রয়েছে।[২৪]
  4. বেলায়েত হোসেন হলেন দক্ষিণ সিংহখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যে স্কুলে পরীমনি তার প্রাথমিক জীবনে পড়েছিলেন,[১১] যেখানে পরীমনির নানি ফাতিমা বেগম প্রাক্তন শিক্ষিকা[১৪] ছিলেন। ফাতিমার মৃত্যুর পর বেলায়েত সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হন।[১২]
  5. অনুরূপ কথাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ জাহাঙ্গীর কবির বর্ণনা করেছেন। যিনি পরীমণির নানা শামসুল হক গাজীর ভগীরথপুর স্কুলের প্রতিষ্ঠাকালীন সময়ে প্রধান শিক্ষকতা অবস্থায় তার ছাত্র ছিলেন।[১১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. দাস, উৎপল (৫ জানুয়ারি ২০১৮)। "পরীমনির যত গোপন বিয়ে!"পূর্ব পশ্চিম বিডি নিউজ। ১০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২ 
  2. কাদের, মনজুর (১ ফেব্রুয়ারি ২০১৬)। "'তিনি এলাকার, খুব কাছের'"। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২২ 
  3. প্রতিবেদক, বিনোদন (২০২১-০৮-০৫)। "পরীমনি আটক : মুখ খুললেন 'প্রথম স্বামী'"জাগো নিউজ। ২০২২-০১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২২ 
  4. রিপোর্টার, বিনোদন (২০১৯-০৭-১২)। "বিয়ের আগেই বিচ্ছেদ পরীমনি ও তামিম হাসানের"দৈনিক ইনকিলাব। ২০২২-০১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২ 
  5. ডেস্ক, বিনোদন (১৬ আগষ্ট ২০২০)। "পরীমনির ৩ টাকার বিয়ে কি ভেঙেই গেল?"প্রথম আলো। ১০ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২২ 
  6. প্রতিবেদন, যুগান্তর (২০২১-০৮-০৭)। "তামিমকে ছেড়ে রনিকে বিয়ে, সংসার টিকে মাত্র ৫ মাস"যুগান্তর। ২০২২-০১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২ 
  7. প্রতিবেদক, বিনোদন। "মা হতে যাচ্ছেন পরীমনি, জানালেন নিজেই"প্রথম আলো। ১০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২ 
  8. প্রতিবেদক, বিনোদন (২০২৩-০৯-২০)। "দুই বছরের সংসারে যে ৪ কারণ দেখিয়ে পরীমনির তালাকের নোটিশ"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৮ 
  9. "এবার ছেলের ছবি ও নাম প্রকাশ করলেন পরীমনি"www.jugantor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৯ 
  10. রিপোর্ট, স্টার অনলাইন (10 আগস্ট, 2022)। "আমাদের ছেলের নাম এখনো ঠিক হয়নি: শরিফুল রাজ"The Daily Star Bangla। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২২  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  11. হাসান, সৈয়দ মেহেদী (৬ আগষ্ট ২০২১)। "এখনো পরীমণিকে নিয়ে গর্ববোধ করেন শিক্ষকরা"ঢাকা পোস্ট। ভান্ডারিয়া (পিরোজপুর)। ১০ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  12. প্রতিবেদন, যুগান্তর (১১ আগষ্ট ২০২১)। "খুন হন পরীমনির বাবা, মায়ের মৃত্যু আগুনে পুড়ে"যুগান্তর। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  13. তাবাসসুম, রিফাত (৩০ সেপ্টেম্বর ২০২১)। "'পরীমনি' কঠিন কাজ সহজে করেন"ইউনাইটেড নিউজ বাংলাদেশ। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২১ 
  14. প্রতিবেদক, নিজস্ব (১৮ জুন ২০১৭)। "বাবাকে নিয়ে যা লিখলেন পরীমনি"প্রথম আলো। ১৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  15. ঢাকা টাইমস। "বাবাকে দেখে আমার পুলিশ হবার ইচ্ছা হতো: পরীমনি"চাকা টাইমস নিউজ। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  16. প্রতিবেদক, নিজস্ব (৩০ মে ২০১৭)। "অপু বাংলা চলচ্চিত্রের রানি : পরীমনি"প্রথম আলো। ১৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২... প্রচলিত এই ধারণাকে বুড়ো আঙুল দেখালেন ঢালিউডের এ সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনি। 
  17. কাদের, মনজুর (২০১৫-০৪-০৪)। "দর্শকদের পাগল করে দেব: পরীমনি"প্রথম আলো। ২০২২-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৩ 
  18. প্রতিবেদক, নিজস্ব (৮ আগষ্ট ২০১৫)। "সুসময়ে পরীমনি"প্রথম আলো। ২০২২-০১-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৩ 
  19. Watson, Rana Wehbe। "Forbes Asia's 100 Digital Stars"ফোর্বস (ইংরেজি ভাষায়)। ৮ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২ 
  20. ডেস্ক, বিনোদন (৮ ডিসেম্বর ২০২০)। "ফোর্বসের ১০০ ডিজিটাল তারকা তালিকায় পরীমনি"দৈনিক প্রথম আলো। ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২ 
  21. প্রতিবেদন, নিজস্ব (৬ আগষ্ট ২০২১)। "একাধিক বিয়ে, তাঁর নামে পর্ন ভিডিয়ো, বারবার বিতর্কে অল্পবয়সে বাবা-মাকে হারানো পরীমণি"জি নিউজ। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২ 
  22. ওয়ালি, ডয়চ (১০ জানুয়ারি ২০২২)। "জেল থেকে বেরিয়েই বিয়ে, এই কারণে গোপন রেখেছিলেন 'সন্তানসম্ভবা' পরীমনি!"হিন্দুস্তান টাইমস। ১১ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  23. রিপোর্টার, স্টাফ (২০২১-০৭-২০)। "কে এই পরীমনি কীভাবে উত্থান"দৈনিক ইনকিলাব। ২০২২-০১-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  24. প্রতিবেদক, বিনোদন। "পরীমনির মায়ের মৃত্যু আগুনে পুড়ে, বাবাকে করা হয় খুন | বাংলাদেশ"সময় সংবাদ। ২০২২-০১-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  25. "আমাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে"সমকাল। ১৪ জুন ২০২১। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  26. "একনজরে পরীমনির যত বিয়ে ও ঘনিষ্ঠ সম্পর্ক"যুগান্তর। ৬ আগষ্ট ২০২১। ১৫ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  27. "যেভাবে নায়িকা হয়ে ওঠেন পরীমনি"ঢাকা টাইমস। ৪ আগষ্ট ২০২১। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  28. ডেস্ক, ফেমিনাইরা (৬ জুলাই ২০১৮)। "পরীমণি -র সাথে একদিন সারাদিন"ফেমিনাইরা। ৯ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৮ 
  29. প্রতিবেদক, নিজস্ব (২০২১-০৬-২১)। "কে কে আছে পরীমনির পরিবারে?"ঢাকা টাইমস। ২০২২-০১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২ 
  30. "পরীমনির স্বপ্ন পূরণ"দৈনিক প্রথম আলো। ২৮ ফেব্রুয়ারি ২০১৫। ১০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৮ 
  31. প্রতিবেদক, নিজস্ব। "কাঁদছেন পরীমনি"প্রথম আলো। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  32. বাবু, মাজহার (২৬ ফেব্রুয়ারি ২০১৫)। "ফলাফলের অপেক্ষায় পরীমনি"এনটিভি অনলাইন। ১৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২২ 
  33. "দর্শকদের পাগল করে দেব: পরীমনি"দৈনিক প্রথম আলো। ৪ এপ্রিল ২০১৫। ১৭ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৮ 
  34. "আলোচনা-সমালোচনায় পরীমণি"দৈনিক ইনকিলাব। ২০১৫-০৭-২৪। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  35. কামরুজ্জামান মিলু (১৫ জুলাই ২০১৬)। "এবার অ্যাকশনে পরীমনি"দৈনিক মানবজমিন। ১৭ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬ 
  36. "'অন্তর জ্বালা' মুক্তি পাচ্ছে আজ"দৈনিক ভোরের কাগজ। ১৫ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  37. "পরীমনির জন্য নতুন চ্যালেঞ্জ"দৈনিক মানবজমিন। ২২ মে ২০১৬। ৩ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬ 
  38. "এবার নতুন পেশায় পরীমনি!"দৈনিক কালের কণ্ঠ। ৫ জুন ২০১৬। ১০ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬ 
  39. "ইন্দোনেশিয়ায় পরীমনি"দৈনিক যায় যায় দিন। ১০ জুলাই ২০১৬। ২ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬ 
  40. "Porimoni's first movie trailer released"NTv Online (ইংরেজি ভাষায়)। ২০১৫-০২-১৮। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৮ 
  41. "দর্শকদের পাগল করে দেব: পরীমনি"web.archive.org। ২০১৫-১২-১৬। ২০১৫-১২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৮ 
  42. "শাকিব-পরীমণির 'আরো ভালোবাসবো তোমায়'"বিডিনিউজ। ১১ ফেব্রুয়ারি ২০১৫। ৭ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬ 
  43. "ছবি নিয়ে বিপাকে পরীমনি"দৈনিক যায় যায় দিন। অক্টোবর ১৯, ২০১৫। ২ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬ 
  44. "Pori Moni makes phone call to "Nirmol Jatra Utshob""The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-১১-২১। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৮ 
  45. "আসছেন মৌসুমী, সঙ্গে পরীমনি"বাংলানিউজ। ২৩ মার্চ ২০১৬। ৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬ 
  46. "মন পোড়াবে 'পুড়ে যায় মন'"The Report24.com। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৮ 
  47. "'রক্ত' ছবিতে পরীমনি"দৈনিক সমকাল। ২৮ এপ্রিল ২০১৬। ২৯ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৬ 
  48. প্রতিবেদক, বিনোদন। "'মুখোশ'–এর আড়ালে মোশাররফ করিম,পরীমনি ও রোশান"Prothomalo। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  49. ডেস্ক, বিনোদন (২০২২-০৩-১৮)। "পরীমনি–রাজদের 'গুণিন' চলবে"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৮ 
  50. জনকণ্ঠ, দৈনিক। "দুই সন্তান নিয়ে 'মা' সিনেমা দেখতে চাই"দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৪ 
  51. "মুক্তি পেল পরীমনির সিনেমা 'মা'"www.kalerkantho.com। 2023-05। সংগ্রহের তারিখ 2023-05-27  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  52. "Pori Moni: From Pirojpur to FDC's most popular heroine"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৮ 
  53. "ওটিটিতে এলো পরীমনির 'পাফ ড্যাডি'"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৮ 
  54. Dhakatimes24.com। "পরীমনি অভিনীত সিনেমা কতগুলো? আপনি কি দেখেছেন? দেখুন, জানুন তার অভিনয়শৈলী"Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৮ 
  55. "Pori Moni: From Pirojpur to FDC's most popular heroine"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৮ 
  56. প্রতিবেদক, বিনোদন (১ নভেম্বর ২০২০)। "শুরু হলো 'প্রীতিলতা' সিনেমার শুটিং, উচ্ছ্বাসিত পরীমনি"প্রতি ঘন্টা। ১৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২২ 
  57. "CJFB Performance Award conferred"দি ইন্ডিপেন্ডেন্ট। ২৪ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২২ 
  58. "'দেবী' ও 'স্বপ্নজাল' সমানে সমান"দৈনিক প্রথম আলো। ২৫ মে ২০২১। ১১ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯ 
  59. "প্রথম ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ঢাকায় চাঁদের হাট, পেলেন কারা? দেখে নিন..."এইসময়। ২২ অক্টোবর ২০১৯। ২২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯ 
  60. "ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড পেলেন যারা"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৬ জুলাই ২০২০। ২৫ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২১ 
  61. EyeNews.news (২০ নভেম্বর ২০২১)। "তথ্যমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার নিলেন পরীমনি"EyeNews.news (ইংরেজি ভাষায়)। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  62. "চার বিয়ে করেও স্বামীহারা পরীমণি!"দৈনিক ইত্তেফাক। ৬ আগস্ট ২০২১। ১০ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১ 
  63. "যে পথে শুরু পরীমনি তামিম হাসানের প্রেমযাত্রা"রাইজিংবিডি.কম। ১০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২২ 
  64. "পরীমনির এনগেজমেন্ট সম্পন্ন"কালের কণ্ঠ। ১৫ ফেব্রুয়ারি ২০১৯। ২৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৯ 
  65. প্রতিবেদক, বিনোদন (১৫ ফেব্রুয়ারি ২০১৯)। "নায়িকা পরীমনির বাগদান"প্রথম আলো। ঢাকা। ১৯ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৯ 
  66. প্রতিবেদক, বিনোদন (২০ মার্চ ২০২০)। "আমরা ৩ টাকায় বিয়ে করেছি: পরীমনি"প্রথম আলো। ঢাকা। ২১ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০ 
  67. "১৭ অক্টোবর পরীকে বিয়ে করেছি, সে মা হচ্ছে : শরিফুল রাজ"এনটিভি। ১০ জানুয়ারি ২০২২। ১০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২ 
  68. "মা হতে যাচ্ছেন পরিমনি"যুগান্তর। ১০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২ 
  69. "জেল থেকে বেরিয়েই বিয়ে, এই কারণে গোপন রেখেছিলেন 'সন্তানসম্ভবা' পরীমনি!"হিন্দুস্তান টাইমস। ১০ জানুয়ারি ২০২২। ১০ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২ 
  70. "রাজপরী!"দ্য ডেইলি স্টার। ২২ জানুয়ারি ২০২২। ২৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২ 
  71. "রাজ এখন কোথায় আছেন, কী করছেন?"প্রথম আলো। ২৮ সেপ্টেম্বর ২০২৩। 
  72. প্রতিবেদক, জ্যেষ্ঠ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর (৪ আগষ্ট ২০২১)। "চিত্রনায়িকা পরী মনির বাসায় অভিযানে র‌্যাব"বিডিনিউজ। ৪ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগষ্ট ২০২১ 
  73. "নায়িকা পরীমণি আটক; বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ | Pori Moni Arrest"। ৪ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২১ 
  74. "চিত্রনায়িকা পরী মণি আটক, বিপুল পরিমাণ মাদক উদ্ধার"এনটিভি অনলাইন। ৪ আগষ্ট ২০২১। ৫ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগষ্ট ২০২১ 
  75. প্রতিবেদন, যুগান্তর (৩১ আগস্ট ২০২১)। "অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি"যুগান্তর। ৩০ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগষ্ট ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]