বিষয়বস্তুতে চলুন

উজ্জ্বল (অভিনেতা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(উজ্জ্বল থেকে পুনর্নির্দেশিত)
উজ্জ্বল
জন্ম
আশরাফ উদ্দিন আহমেদ

(1946-04-28) ২৮ এপ্রিল ১৯৪৬ (বয়স ৭৯)
জন্তিহার, ফরিদপুর, পাবনা, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ)
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাস্নাতকোত্তর (আন্তর্জাতিক সম্পর্ক)
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাচলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক
কর্মজীবন১৯৭০ - বর্তমান
সন্তানজিয়া আশরাফ (ছেলে)[][]

আশরাফ উদ্দিন আহমেদ, (উজ্জ্বল নামে পরিচিত; জন্ম ২৮ এপ্রিল ১৯৪৬) একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক। সুভাষ দত্ত পরিচালিত বিনিময় চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গণে প্রবেশ করেন। তিনি প্রায় শতাধিক ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল অরুণোদয়ের অগ্নিসাক্ষী, ইয়ে করে বিয়ে, নালিশ, নসিব, উসিলা, নিজেকে হারিয়ে খুঁজি। তার পরিচালিত চলচ্চিত্রসমূহ হল শক্তি পরীক্ষা, তীব্র প্রতিবাদ, ও পাপের শাস্তি[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

উজ্জ্বলের আসল নাম আশরাফ উদ্দিন আহমেদ।[] তিনি ১৯৪৬ সালের ২৮ এপ্রিল তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) পাবনা জেলার ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এমএ পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৬৭-৬৯ সালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের নাটকে বা টিএসসিতে অনুষ্ঠিত নাটকে নায়কের ভূমিকায় অভিনয় করতেন আর সুজাতা বা রুবিনা ছিল তার সহ-শিল্পী।[]

কর্মজীবন

[সম্পাদনা]

উজ্জ্বল ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত নিয়মিত নাটক করতেন ঢাকা টেলিভিশনে। নাটকের অভিনয় দেখে প্রযোজকেরা তাকে চলচ্চিত্রে নেওয়ার আগ্রহ দেখায়। এরপর ১৯৭০ সালে সুভাষ দত্ত পরিচালিত বিনিময় চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গণে প্রবেশ করেন। প্রথম চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন কবরী[] এরপর ১৯৭২ সালে তিনি ইউসুফ জহির পরিচালিত হাস্যরসাত্মক-নাট্যধর্মী ইয়ে করে বিয়ে ছবিতে বুলবুল আহমেদববিতার সাথে অভিনয় করেন।[] একই বছর সুভাষ দত্ত পরিচালিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক অরুণোদয়ের অগ্নিসাক্ষী চলচ্চিত্রে অভিনয় করেন।

আশির দশকের শেষের দিকে মমতাজ আলী পরিচালিত নসিব চলচ্চিত্রে তিনি খলচরিত্রে অভিনয় করেন। ছবিটিতে তার অভিনয় সমাদৃত হয়।[]

উজ্জ্বল এক সময় চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন। উজ্জ্বল ফিল্মস লিমিটেড নামে তার একটি প্রযোজনা সংস্থা রয়েছে।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই উজ্জ্বল দলটিকে সমর্থন দিয়ে আসছেন এবং দলের কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণও করেছেন।[] তিনি জাসাসের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। []

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
মুক্তির সাল চলচ্চিত্র চরিত্র সহ-শিল্পী পরিচালক টীকা
১৯৭০বিনিময়মুনিরকবরীসুভাষ দত্তপ্রথম চলচ্চিত্র
মেঘের পরে মেঘনাসিমা খানমোহসীন
১৯৭২অরুণোদয়ের অগ্নিসাক্ষীআসাদববিতাসুভাষ দত্তববিতার বিপরীতে প্রথম
কাঁচের স্বর্গকবরীআবুল বাশার
লালন ফকিরলালনকবরী, সুজাতাসৈয়দ হাসান ইমাম
সমাধানসেলিমশাবানাআজিজুর রহমান
স্বীকৃতিশাবানাআজিজুর রহমান
১৯৭৩ইয়ে করে বিয়েটেনুবুলবুল আহমেদইউসুফ জহির
দুটি মন দুটি আশাশাবানা
পায়ে চলার পথববিতামেহমুদ
বলাকা মনকবরীসুভাষ দত্ত
১৯৭৪শনিবারের চিঠিববিতা
১৯৭৫ধন্যি মেয়েকবিতাবাবুল চৌধুরী
১৯৭৬গড়মিলশাবানাআজিজুর রহমান
সমাধিসুচরিতাদিলীপ বিশ্বাস
১৯৭৭অনুভবশাবানাআজিজুর রহমান
দম মারো দম
পিঞ্জরশাহজাহান চৌধুরী
রূপালি সৈকতেবুলবুল আহমেদ, জয়শ্রী কবির, নূতনআলমগীর কবির
১৯৭৮অগ্নিশিখারাজ্জাক, ববিতাআজিজুর রহমান
অচেনা অতিথিইউসুফ জহির
দাবীদীলিপ বিশ্বাস
বন্ধুদীলিপ বিশ্বাস
ফকির মজনু শাহশাবানাদারাশিকো
মহেশ খালীর বাঁকেসুচরিতাশামসুদ্দিন টগর
১৯৭৯অনুরাগরাজ্জাক, শাবানাকামাল আহমেদ
বেলা শেষের গানববিতানুরুল হক বাচ্চু
১৯৮০এখনই সময়ববিতা, আবদুল্লাহ আল মামুনআবদুল্লাহ আল মামুন
১৯৮১জনতা এক্সপ্রেসফারুক, রোজিনাআজিজুর রহমান
১৯৮২নালিশশাবানামমতাজ আলী
লাল কাজলশাবানা, প্রবীর মিত্রমতিন রহমান
কুদরতশাবানা, সুচরিতা
নিজেরে হারায়ে খুঁজিকবরী
অপবাদববিতা
অপরাধববিতা
বাংলার মুখসুজাতা
বেদ্বীন
দোস্তী
আমির ফকিরউজ্জ্বল প্রযোজিত
উসিলা
নসিবরোজিনামমতাজ আলীউজ্জ্বল প্রযোজিত
ঘর-সংসাররোজিনা
কারণশবনম
নিয়ত
বিশালশবনম
চোর ডাকাত পুলিশরোজিনা
চিটার নাম্বার ওয়ান
রাজ সিংহাসনঅঞ্জু ঘোষ
১৯৮৯বীরাঙ্গনা সখিনাশাবানামতিন রহমান
১৯৯০নালিশগীতিন ঘোষগোলাম মুস্তাফা, ঝুমুর গাঙ্গুলীশহীদুল হক খান
২০০৯জান আমার জানশাকিব খান, অপু বিশ্বাসএম বি মানিক
সবার উপরে তুমিশাকিব খান, স্বস্তিকাএফ আই মানিক
২০১১ওয়ান্টেডকাজী মারুফআজাদ খান
কিং খানআশরাফ ইকবালসুচরিতা, শাকিব খান, অপু বিশ্বাসমোহাম্মদ হোসেন জেমী
২০১২ডন নাম্বার ওয়ানশাকিব খানবদিউল আলম খোকন
দুর্ধর্ষ প্রেমিকশাকিব খান, অপু বিশ্বাসএম বি মানিক
বুক ফাটে তো মুখ ফোটে নাফরিদ চৌধুরীশাকিব খান, অপু বিশ্বাসবদিউল আলম খোকন
রাজা সূর্য খাঁজং বাহাদুর শের খানববিতাগাজী মাহবুব
২০১৪কঠিন প্রতিশোধদিতি, শাকিব খান, অপু বিশ্বাসনজরুল ইসলাম খান
হিরো: দ্যা সুপার স্টাররায়হান চৌধুরীশাকিব খান, অপু বিশ্বাস, ববি, মিশা সওদাগর, অমিত হাসানবদিউল আলম খোকনশাকিব খান প্রযোজিত প্রথম চলচ্চিত্র
২০১৫রাজা বাবুদিতি, শাকিব খানবদিউল আলম খোকন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "দাদা হয়েছেন অভিনেতা উজ্জ্বল"লেটেস্টবিডিনিউজ.কম। ২১ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "দাদা হলেন উজ্জ্বল"দৈনিক যায় যায় দিন। ২২ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬
  3. Deepita, Novera (৩১ জানুয়ারি ২০০৫)। "Ujjal on his silver-screen co-actresses"দ্য ডেইলি স্টার। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭
  4. Ahmed, Afsar (৬ মে ২০০৫)। "The celebrity name game"দ্য ডেইলি স্টার। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭
  5. 1 2 খোকন, লিয়াকত হোসেন। "কিংবদন্তি : মেগাস্টার উজ্জ্বল"দৈনিক আমার দেশ। ২১ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬
  6. "ফিরে দেখা..."বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. Deepita, Novera (৬ মে ২০০৫)। ""We need to weed out obscene films"--Ujjal"দ্য ডেইলি স্টার। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭
  8. মাজিদ, আলাউদ্দীন (১১ জানুয়ারি ২০১৫)। "রাজনীতিতে তারকারা"। উত্তর বাংলা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৬
  9. "জাসাসের ৩৪৫ সদস্যের নতুন কমিটি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৭ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২১

বহিঃসংযোগ

[সম্পাদনা]