অট্টো ওয়ারবুর্গ
এই নিবন্ধটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা প্রয়োজন। এই নিবন্ধটি ইংরেজি ভাষায় লেখা হয়েছে। নিবন্ধটি যদি ইংরেজি ভাষার ব্যবহারকারীদের উদ্দেশ্যে লেখা হয়ে থাকে তবে, অনুগ্রহ করে নিবন্ধটি ঐ নির্দিষ্ট ভাষার উইকিপিডিয়াতে তৈরী করুন। অন্যান্য ভাষার উইকিপিডিয়ার তালিকা দেখুন এখানে। এই নিবন্ধটি পড়ার জন্য আপনি গুগল অনুবাদ ব্যবহার করতে পারেন। কিন্তু এ ধরনের স্বয়ংক্রিয় সরঞ্জাম দ্বারা অনুবাদকৃত লেখা উইকিপিডিয়াতে সংযোজন করবেন না, কারণ সাধারণত এই সরঞ্জামগুলোর অনুবাদ মানসম্পন্ন হয় না। |
অট্টো হাইনরিখ ওয়ারবুর্গ | |
---|---|
![]() অট্টো হাইনরিখ ওয়ারবুর্গ | |
জন্ম | ফ্রেইবুর্গ, Baden, জার্মান সাম্রাজ্য | ৮ অক্টোবর ১৮৮৩
মৃত্যু | ১ আগস্ট ১৯৭০ বার্লিন, পশ্চিম জার্মানি | (বয়স ৮৬)
জাতীয়তা | জার্মান |
কর্মক্ষেত্র | সেল বায়োলজি |
প্রতিষ্ঠান | কাইজার উইলহেল্ম ইন্সটিটিউট ফর বায়োলজি |
প্রাক্তন ছাত্র | হামবোল্ড ইউনিভার্সিটি অব বার্লিন হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় |
পিএইচডি উপদেষ্টা | হারম্যান এমিল ফিসার Ludolf von Krehl |
পরিচিতির কারণ | Pathogenesis of cancer Warburg effect |
উল্লেখযোগ্য পুরস্কার | Iron Cross 1st class (1918) চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৩১) Pour le Mérite (Civil Class) (1952) ফেলো অব দ্য রয়েল সোসাইটি |
অটো হেনরিচ ওয়ারবার্গ (জার্মান উচ্চারণ: [ˈɔto ˈvaːɐ̯bʊʁk] (শুনুন), /ˈvɑːrbɜːrɡ/; ৮ অক্টোবর ১৮৮৩ – ১ আগস্ট ১৯৭০) একজন জার্মান শারীরতত্ত্ববিদ এবং ডাক্তার। তিনি তিনি ১৯৩১ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। [১]
জীবনী[সম্পাদনা]
ওয়ারবুর্গ হামবোল্ড ইউনিভার্সিটি অব বার্লিন থেকে ১৯০৬ সালে ডক্টর অব কেমিস্ট্রি ডিগ্রি লাভ করেন। তিনি হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ১৯১১ সালে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন। তিনি ১৯১৮ সালে কাইজার উইলহেল্ম ইন্সটিটিউট ফর বায়োলজি এর অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় অভিজাত উলান (অশ্বারোহী রেজিমেন্ট) এর একজন অফিসার হিসাবে কাজ করেছিলেন এবং সাহসিকতার জন্য আয়রন ক্রস (১ম শ্রেণী) পুরস্কার পেয়েছিলেন। [২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ NobelPrize.org, The Nobel Prize in Physiology or Medicine 1931 accessed April 20, 2007
- ↑ Krebs, H. A. (১৯৭২)। "Otto Heinrich Warburg 1883-1970"। Biographical Memoirs of Fellows of the Royal Society। 18: 628–699। ডিওআই:10.1098/rsbm.1972.0023
। পিএমআইডি 11615754।