জর্জ ওয়েলস বিডেল
জর্জ ওয়েলস বিডেল | |
---|---|
![]() | |
জন্ম | নেব্রাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্র | ২২ অক্টোবর ১৯০৩
মৃত্যু | ৯ জুন ১৯৮৯ শিকাগো, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮৫)
কর্মক্ষেত্র | জিনতত্ত্ব |
প্রতিষ্ঠান | ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি শিকাগো বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় |
প্রাক্তন ছাত্র | নেব্রাস্কা বিশ্ববিদ্যালয় কর্নেল ইউনিভার্সিটি |
পিএইচডি উপদেষ্টা | Franklin D. Keim |
পরিচিতির কারণ | Gene regulation of biochemical events within cells |
উল্লেখযোগ্য পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৫৮ |
জর্জ ওয়েলস বিডেল একজন মার্কিন জিনবিজ্ঞানী। তিনি ১৯৫৮ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
জীবনী[সম্পাদনা]
বিডেল নেব্রাস্কায় জন্মগ্রহণ করেন। নেব্রাস্কা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৬ সালে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯২৭ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৩১ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৩৬ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জিনতত্ত্বের সহকারী অধ্যাপক নিযুক্ত হন। ১৯৩৭ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ জীববিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন।
সম্মাননা[সম্পাদনা]
সম্মানসূচক ডিএসসি[সম্পাদনা]
- ইয়েল বিশ্ববিদ্যালয় ১৯৪৭
- Nebraska (1949),
- Northwestern University (1952),
- Rutgers University (1954),
- Kenyon College (1955),
- Wesleyan University (1956),
- Birmingham University (1959)and
- Oxford University, England (1959), Pomona College (1961), and
- Lake Forest College (1962).