জেমস হোয়াইট ব্ল্যাক
জেমস হোয়াইট ব্ল্যাক | |
---|---|
![]() | |
জন্ম | স্কটল্যান্ড | ১৪ জুন ১৯২৪
মৃত্যু | ২২ মার্চ ২০১০ | (বয়স ৮৫)
পরিচিতির কারণ | work towards the use of propranolol and cimetidine |
পুরস্কার | Lasker award (1976) Artois-Baillet Latour Health Prize (1979) চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৮৮) রয়েল মেডেল (২০০৪) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | ওষুধবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | মালয় বিশ্ববিদ্যালয় গ্লাসগো বিশ্ববিদ্যালয় ICI Pharmaceuticals ইউনিভার্সিটি কলেজ লন্ডন কিংস কলেজ লন্ডন সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় |
জেমস হোয়াইট ব্ল্যাক ছিলেন একজন স্কটিশ ডাক্তার এবং ওষুধবিদ। তিনি গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে ফিজিওলজি বিভাগ প্রতিষ্ঠা করেন।
জীবনী[সম্পাদনা]
তিনি সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করেন। ১৯৭৩ সালে তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক নিযুক্ত হন।
সম্মাননা[সম্পাদনা]
১৯৭৬ সালে তিনি রয়েল সোসাইটির ফেলো নির্বাচিত হন। ১৯৮১ সালে তিনি নাইট ব্যাচেলর উপাধিতে ভূষিত হন। ২০০০ সালে তিনি অর্ডার অব মেরিটে ভূষিত হন।