ফিলিপ এ শার্প
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। (এপ্রিল ২০১৪) |
ফিলিপ অ্যালেন শার্প | |
---|---|
![]() Sharp in 2009 | |
জন্ম | কেন্টাকি | ৬ জুন ১৯৪৪
জাতীয়তা | মার্কিন |
কর্মক্ষেত্র | জীববিজ্ঞানী |
প্রতিষ্ঠান | ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি Cold Spring Harbor Laboratory ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি |
প্রাক্তন ছাত্র | ইউনিয়ন কলেজ ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন |
পিএইচডি ছাত্ররা | অ্যান্ড্রু জেড ফায়ার |
উল্লেখযোগ্য পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৯৩), ন্যাশনাল মেডেল অব সায়েন্স (২০০৪) |
স্ত্রী/স্বামী | Ann Holcombe |
ফিলিপ অ্যালেন শার্প একজন মার্কিন জিনবিজ্ঞানী এবং আণবিক জীববিজ্ঞানী। তিনি ১৯৯৩ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
পরিচ্ছেদসমূহ
জীবনী[সম্পাদনা]
শার্প কেন্টাকিতে জন্মগ্রহণ করেন। তিনি ইউনিয়ন কলেজে রসায়ন ও গণিতে পড়াশোনা করেন। তিনি ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন থেকে ১৯৬৯ সালে রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি অর্জনের পর ১৯৭১ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি তে কাজ করেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৯ পর্যন্ত ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজির জীববিজ্ঞানের চেয়ারম্যান ছিলেন।