বার্নার্ড কাট্স
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
স্যার বার্নার্ড কাট্স | |
---|---|
![]() | |
জন্ম | লাইপৎসিগ, জার্মান সাম্রাজ্য | ২৬ মার্চ ১৯১১
মৃত্যু | ২০ এপ্রিল ২০০৩ লন্ডন, ইংল্যান্ড | (বয়স ৯২)
কর্মক্ষেত্র | স্নায়ুশারীরবিজ্ঞান |
প্রতিষ্ঠান | ইউনিভার্সিটি কলেজ লন্ডন সিডনি হাসপাতাল |
প্রাক্তন ছাত্র | লিপজিগ বিশ্ববিদ্যালয় |
শিক্ষায়তনিক উপদেষ্টাবৃন্দ | আর্চিবল্ড ভি. হিল |
পরিচিতির কারণ | স্নায়ুসন্নিধি-র (Synapse) স্নায়ুশারীরবিজ্ঞান |
উল্লেখযোগ্য পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৭০) |
স্ত্রী/স্বামী | Marguerite ("Rita") Penly Katz (2 children) |
স্যার বার্নার্ড কাট্স (ইংরেজি: Bernard Katz) একজন জার্মান বংশোদ্ভূত জীবপদার্থবিজ্ঞানী। তিনি ১৯৭০ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
জীবনী[সম্পাদনা]
কাট্স জার্মানির লাইপৎসিগ শহরে জন্মগ্রহণ করেন। তিনি লাইপৎসিগ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৪ সালে গ্র্যাজুয়েট হন। তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ১৯৩৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫২ সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডন এর অধ্যাপক এবং জীবপদার্থবিজ্ঞানের প্রধান নিযুক্ত হন। তিনি ১৯৭৮ সাল পর্যন্ত এর প্রধান ছিলেন।