ফ্রেডরিখ গোল্যান্ড হপকিন্স
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
স্যার ফ্রেডরিখ গোল্যান্ড হপকিন্স | |
---|---|
![]() | |
জন্ম | Eastbourne, সাসেক্স, ইংল্যান্ড | ২০ জুন ১৮৬১
মৃত্যু | ১৬ মে ১৯৪৭ কেমব্রিজ, কেমব্রিজশায়ার, ইংল্যান্ড | (বয়স ৮৫)
জাতীয়তা | যুক্তরাজ্য |
কর্মক্ষেত্র | প্রাণরসায়ন |
প্রতিষ্ঠান | কেমব্রিজ বিশ্ববিদ্যালয় |
প্রাক্তন ছাত্র | কিংস কলেজ লন্ডন গাইস হাসপাতাল |
শিক্ষায়তনিক উপদেষ্টাবৃন্দ | থমাস স্টিভেনসন |
পিএইচডি ছাত্ররা | Judah Hirsch Quastel Malcolm Dixon |
অন্যান্য উল্লেখযোগ্য ছাত্র | J.B.S. Haldane |
পরিচিতির কারণ | ভিটামিন, ট্রিপ্টোফ্যান, glutathione |
উল্লেখযোগ্য পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯২৯) রয়েল মেডেল (১৯১৮) কপলি মেডেল (১৯২৬) অর্ডার অব মেরিট (১৯৩৫) |
স্যার ফ্রেডরিখ গোল্যান্ড হপকিন্স একজন ইংরেজ প্রাণরসায়নবিদ। ভিটামিন আবিষ্কারের জন তিনি ১৯২৯ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ট্রিপ্টোফ্যান নামক এমিনো এসিডও আবিষ্কার করেন। তিনি ১৯৩০ থেকে ১৯৩৫ সাল পর্যন্ত রয়েল সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন। তিনি হপকিন্স সাসেক্সে জন্মগ্রহণ করেন।