জোসুয়া লেডারবার্গ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জোসুয়া লেডারবার্গ
Joshua Lederberg-nih.jpg
দিল্লিতে জোসুয়া লেডারবার্গ
জন্ম(১৯২৫-০৫-২৩)২৩ মে ১৯২৫
মৃত্যু২ ফেব্রুয়ারি ২০০৮(2008-02-02) (বয়স ৮২)
মৃত্যুর কারণনিউমোনিয়া
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনStuyvesant High School
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
ইয়েল বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণNeurospora crassa Bacterial conjugation Dendral Astrobiology Transduction
পুরস্কারচিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৫৯)
ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৮৯)
প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রীডম (২০০৬)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রঅণুজীববিদ
জোসুয়া লেডারবার্গ (ডানদিকে) জর্জ এইচ ডব্লিউ বুশের কাছ থেকে জাতীয় বিজ্ঞান পদক গ্রহণ করছেন।

জোসুয়া লেডারবার্গ একজন মার্কিন অণুজীববিদ।

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

লেডারবার্গ নিউ জার্সির এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কলাম্বিয়ার কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সে পড়াশোনা করেন।

কর্মজীবন[সম্পাদনা]

নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ যান এবং জেনেটিক্স বিভাগ প্রতিষ্ঠা করেন। ১৯৭৮ সালে তিনি রকফেলার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হন।