বিষয়বস্তুতে চলুন

মরিশাস ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মরিশাস ফুটবল অ্যাসোসিয়েশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৫২; ৭২ বছর আগে (1952)[]
সদর দপ্তরপ্লেন উইলেমজ, মরিশাস
ফিফা অধিভুক্তি১৯৬৪[]
ক্যাফ অধিভুক্তি১৯৬৫
সভাপতিমরিশাস সামির সোভা
সহ-সভাপতি
  • মরিশাস শিরালাহ আরমুগুম
  • মরিশাস মিচেল বার্বিয়ার
  • মরিশাস ভাই মুস্তোফা চিতবহল
  • মরিশাস প্রেমলাল যোধা
  • মরিশাস রেক্স মারিও টমাস
ওয়েবসাইটwww.mpfl.mu

মরিশাস ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Mauritius Football Association; এছাড়াও সংক্ষেপে এমএফএ নামে পরিচিত) হচ্ছে মরিশাসের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৩ বছর পর ১৯৬৫ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর মরিশাসের প্লেন উইলেমজে অবস্থিত।

এই সংস্থাটি মরিশাসের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে মরিশাসীয় লীগ, মরিশাসীয় কাপ এবং মরিশাসীয় প্রজাতান্ত্র কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে মরিশাস ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন সামির সোভা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন পল গানানাপ্রাগাসা।

কর্মকর্তা

[সম্পাদনা]
২৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি সামির সোভা
সহ-সভাপতি শিরালাহ আরমুগুম
মিচেল বার্বিয়ার
ভাই মুস্তোফা চিতবহল
প্রেমলাল যোধা
রেক্স মারিও টমাস
সাধারণ সম্পাদক পল গানানাপ্রাগাসা
কোষাধ্যক্ষ লাভাল অং পিং মান
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক শিক মুহাম্মদ অজাইর জাউনু
প্রযুক্তিগত পরিচালক জুনাইদ মাল
ফুটসাল সমন্বয়কারী জিনো লাফোঁতেঁ
জাতীয় দলের কোচ (পুরুষ) বুয়ালেম মাঙ্কুর
জাতীয় দলের কোচ (নারী) কফি কাওয়াতা
রেফারি সমন্বয়কারী আন ইয়ান লিন কি চং

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১২ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]