বাংলাদেশ সেনাবাহিনী ২নং কমান্ডো ব্যাটালিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ সেনাবাহিনী ২নং কমান্ডো ব্যাটালিয়ন (দি ভাইপার্স)
সক্রিয়২০১৫-বর্তমান
দেশবাংলাদেশ
আনুগত্যবাংলাদেশ সেনাবাহিনী
শাখাবাংলাদেশ সেনাবাহিনী
ধরনবিশেষ অভিযান বাহিনী
ভূমিকাবিশেষ অভিযান
অংশীদার২৪ পদাতিক ডিভিশন
গ্যারিসন/সদরদপ্তরচট্টগ্রাম
ডাকনামদি রিনো
রংলাল এবং সবুজ
যুদ্ধসমূহ

২নং কমান্ডো ব্যাটালিয়ন(আরো পরিচিত দি ভাইপার্স নামে) হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সর্বোৎকৃষ্ট কমান্ডো দল। যেটি প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে এবং এর সদর দপ্তর চট্টগ্রামে অবস্থিত।

যদিও এই কমান্ডো ব্যাটালিয়নটির সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রামে অবস্থিত, তারা সেনাবাহিনী সদর দপ্তর কর্তৃপক্ষের অধীনস্থ।[১] আরো বিশেষভাবে,তাদের সৈন্য-সমাবেশ চীফ অফ আর্মি জেনারেল দ্বারা নিয়ন্ত্রিত। কমান্ডো ব্যাটালিয়নটি ক্রমাগত প্রস্তুত থাকে যাতে তারা দেরি না করে দ্রুত সংগঠিত হতে পারে।

দায়িত্ব[সম্পাদনা]

ভাইপার্সদের দেশে এবং বিদেশে মিশনের জন্য যে কোন ধরনের কাজ করার প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের মিশন অন্তর্ভুক্ত (কিন্তু সীমাবদ্ধ নয়):

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bangladesh Army"Bangladesh Army। জুলাই ২৭, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ[সম্পাদনা]