বিষয়বস্তুতে চলুন

ভিয়েতনামী ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ভিয়েতনামীয় ভাষা থেকে পুনর্নির্দেশিত)
ভিয়েতনামীয়
tiếng Việt তিয়েং ভিয়েৎ
উচ্চারণ
tiɜŋ₃₅ vḭɜt₃₁ (উত্তর)
tiɜŋ₃₅ jḭɜt₃₁ (দক্ষিণ)
দেশোদ্ভবভিয়েতনাম, মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যাম্বোডিয়া, গণচীন, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশে
অঞ্চলদক্ষিণ-পূর্ব এশিয়া
মাতৃভাষী
৭ কোটিরও বেশি মাতৃভাষী; মোট ভাষাভাষী সংখ্যা ৮ কোটির বেশি
লাতিন
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-১vi
আইএসও ৬৩৯-২vie
আইএসও ৬৩৯-৩vie

প্রধান প্রধান ভিয়েতনামীয় ভাষাভাষী সম্প্রদায়

ভিয়েতনামীয় বা ভিয়েতনামি ভাষা (tiếng Việt তিয়েং ভিয়েত্‌) দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র ভিয়েতনামের রাষ্ট্রভাষা। ভিয়েতনামের প্রায় ৮৫% লোক এই ভাষায় কথা বলে। এছাড়া ভিয়েতনামের বাইরে প্রায় ৩০ লক্ষ লোক এই ভাষায় কথা বলে। প্রবাসীদের বেশির ভাগই মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করে। ভাষাভাষীর সংখ্যার বিচারে এটি অস্ট্রো-এশীয় ভাষাগুলির মধ্যে বৃহত্তম ভাষা। ভিয়েতনামীয় ভাষার শব্দভাণ্ডারের বেশির ভাগই চীনা ভাষা থেকে ধার করা, এবং অতীতে ভাষাটি চীনা লিপিতে লেখা হত। বর্তমানে ভিয়েতনামীয় লিখন পদ্ধতিতে লাতিন লিপির একটি পরিবর্তিত রূপ (সুর নির্দেশক চিহ্ন ও কিছু অতিরিক্ত বর্ণসহ) ব্যবহার করা হয়।

ইতিহাস

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]