নওশাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নওশাদ আলী
নওশাদ, ২০০৫ সালে
নওশাদ, ২০০৫ সালে
প্রাথমিক তথ্য
জন্মনামনৌশি মিঁঞা
জন্ম(১৯১৯-১২-২৫)২৫ ডিসেম্বর ১৯১৯
মৃত্যু৫ মে ২০০৬(2006-05-05) (বয়স ৮৬)
ধরনভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, ভারতীয় চিত্র সঙ্গীত
পেশাসুরকার, সঙ্গীত পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, গীতিকার
বাদ্যযন্ত্রহারমোনিয়াম, সেতার, পিয়ানো, তবলা
কার্যকাল১৯৪০-২০০৫

নওশাদ আলী (হিন্দি: नौशाद अली, উর্দু: نوشاد علی‎‎; ২৫ ডিসেম্বর, ১৯১৯ – ৫ মে, ২০০৬) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ। তিনি বলিউড চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত পরিচালক এবং শাস্ত্রীয় সঙ্গীতকে চলচ্চিত্রে সার্থকভাবে ব্যবহারের মাধ্যমে জনপ্রিয় করার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

একজন স্বাধীন সঙ্গীত পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র "প্রেম নগর" ১৯৪০ সালে মুক্তি পায়। সঙ্গীত পরিচালক হিসেবে তার প্রথম সফল চলচ্চিত্র ছিলো ১৯৪৪ সালে মুক্তি পাওয়া "রতন" ছবিটি, যা একাধারে ৩৫ সিলভার জুবিলী, ১২ গোল্ডেন জুবিলী এবং ৩ ডায়মন্ড জুবিলী হিট হয়েছিলো। চলচ্চিত্র অসাধারণ অবদানের জন্য নওশাদ ১৯৮২ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ১৯৯২ সালে পদ্মভূষণ লাভ করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. CHOPRA, SATISH। "The man, his music"। সংগ্রহের তারিখ ৬ মে ২০১২ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]