ব্যবহারকারী আলাপ:Gc Ray/সংগ্রহশালা ১
এটি পূর্ববর্তী আলোচনার একটি সংগ্রহশালা। এই পাতার বিষয়বস্তু সম্পাদনা করবেন না। আপনি নতুন একটি আলোচনা শুরু করতে চাইলে বর্তমান আলাপ পাতায় শুরু করুন। |
সংগ্রহশালা ১ |
নিবন্ধন তৈরিতে সহযোগীতা:
কোনো নিবন্ধন তৈরি করা উচিত, কিন্তু কাজটি এখনো করা হয়নি বলে মনে হলে বাঞ্ছিত নিবন্ধগুলো তৈরী -পাতায় যোগ করুন। কাজটি শুরু হয়েছে কিন্তু সম্প্রসারণের প্রয়োজনীয়তা আছে বলে মনে হলে সম্প্রসারণ ও পুনঃলিখন তালিকা -পাতায় শিরোনাম যোগ করুন। এই পাতাগুলো কাজের সুবিধার্থে তৈরি করা হয়েছে। -- রবিন সাহা ১০:০৯, ১২ এপ্রিল ২০২২ (ইউটিসি)
আপনার জন্য এক বাটি স্ট্রবেরি!
- Nazrul Islam Nahid (আলাপ) ০৬:১৩, ২০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি) |
- ধন্যবাদ Gc Ray (আলাপ) ০৮:১৩, ২০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
দুটো কথা
আপনার এই আলাপ পাতার আলোচনাগুলি স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় নিতে (আর্কাইভ করতে), এই পাতার একদম শুরুতে এই কোড যোগ করতে পারেন:
{{স্বয়ংক্রিয় সংগ্রহশালা |current-index = 1 |max-day = 14 |archive-size = 90000 }} {{সংগ্রহশালাসমূহ}}
আর আপনি আপনার আলাপ পাতায় লিখে কোনও সাহায্য চাইলে, উক্ত লেখায় {{উ|আফতাবুজ্জামান}} দ্বারা আমার নাম লিখতে পারেন। তাহলে আমি বিজ্ঞপ্তি পাব যে আপনার সাহায্য দরকার। আফতাবুজ্জামান (আলাপ) ২২:১১, ২২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- অভিনন্দন! Gc Ray (আলাপ) ০৭:০৮, ২৩ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
প্রিয় Gc Ray,
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন।
আয়োজক দলের পক্ষে, AishikBot (আলাপ) ০৫:৪৭, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
নিবন্ধ ডিলিট
@আফতাবুজ্জামান: অজ (রাজা) পাতাটি বাতিল করা দরকার। Gc Ray (আলাপ) ০১:৩০, ৮ মার্চ ২০২৩ (ইউটিসি)
- কেন বাতিল করা দরকার বলবেন কী? পাতাটি আপনি তৈরি করেছিলেন। আফতাবুজ্জামান (আলাপ) ২১:১১, ৮ মার্চ ২০২৩ (ইউটিসি)
- একি বিষয়ে আরেকটি নিবন্ধ আছে ভিন্ন নামে। Gc Ray (আলাপ) ০৪:২৭, ৯ মার্চ ২০২৩ (ইউটিসি)
- কোশলপতি অজ? আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৭, ৯ মার্চ ২০২৩ (ইউটিসি)
- হ্যাঁ, ভাই। Gc Ray (আলাপ) ০১:২২, ১০ মার্চ ২০২৩ (ইউটিসি)
- পুনর্নির্দেশ করে দিয়েছি। অজ-এ ক্লিক করলে লিঙ্ক কোশলপতি অজ-এ নিয়ে যাবে। আফতাবুজ্জামান (আলাপ) ০১:৪৮, ১০ মার্চ ২০২৩ (ইউটিসি)
- ধন্যবাদ Gc Ray (আলাপ) ০৬:৩৩, ১০ মার্চ ২০২৩ (ইউটিসি)
- পুনর্নির্দেশ করে দিয়েছি। অজ-এ ক্লিক করলে লিঙ্ক কোশলপতি অজ-এ নিয়ে যাবে। আফতাবুজ্জামান (আলাপ) ০১:৪৮, ১০ মার্চ ২০২৩ (ইউটিসি)
- হ্যাঁ, ভাই। Gc Ray (আলাপ) ০১:২২, ১০ মার্চ ২০২৩ (ইউটিসি)
- কোশলপতি অজ? আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৭, ৯ মার্চ ২০২৩ (ইউটিসি)
- একি বিষয়ে আরেকটি নিবন্ধ আছে ভিন্ন নামে। Gc Ray (আলাপ) ০৪:২৭, ৯ মার্চ ২০২৩ (ইউটিসি)
সাহায্য
@আফতাবুজ্জামান: ইংরেজি উইকিপিডিয়ায় ব্লক দেখাচ্ছে। সাহায্য করুন। Gc Ray (আলাপ) ০৭:২৬, ২৩ মার্চ ২০২৩ (ইউটিসি)
হিমাবাত নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য হিমাবাত নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি১ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে, কারণ এটি একটি খুবই সংক্ষিপ্ত নিবন্ধ যা পাঠকদের সামান্য বা কোন প্রাসঙ্গিক তথ্য প্রদান করে না। সংক্ষিপ্ত নিবন্ধের জন্য ন্যূনতম তথ্যের মানের জন্য অনুগ্রহ করে উইকিপিডিয়া:স্টাব দেখুন। এছাড়াও অনুগ্রহ করে লক্ষ্য করুন যে নিবন্ধগুলি অবশ্যই উল্লেখযোগ্য বিষয়ের উপর থাকতে হবে এবং বিষয়বস্তু যাচাই করা যায় এমন নির্ভরযোগ্য উৎসের রেফারেন্স প্রদান করা উচিত।
আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। ~মহীন (আলাপ) ০৮:০৫, ৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
ভাষা সম্পর্কে
সংস্কৃত বোঝাতে {{lang-sa}} লেখা হয়, কিন্তু ফার্সি বোঝাতে কি লেখা হয় পারছি না। কেউ সাহায্য করুন। Gc Ray (আলাপ) ০৬:৪২, ৮ জুলাই ২০২৩ (ইউটিসি)
- @Gc Ray ফার্সি ভাষার কোড পেয়েছেন?? কোড হলো {{lang-fa}}. এইটা লিখলে ফার্সি ভাষা লেখা আসবে। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৬:২৫, ১২ জুলাই ২০২৩ (ইউটিসি)
তথ্যছক
বৈরাগী ব্রাহ্মণ নিবন্ধের তথ্যছক ঠিক করতে পারছি না, কেউ সাহায্য করুন। Gc Ray (আলাপ) ০৪:৪৫, ১২ জুলাই ২০২৩ (ইউটিসি)
- @Gc Ray তথ্যছকে মূলত কি সমস্যা?? সম্পূর্ণ অনুবাদ করতে পারছেন না, এইতো?? Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৬:২১, ১২ জুলাই ২০২৩ (ইউটিসি)
- চিত্র প্রদর্শিত হচ্ছে না, এবং কিছু বাংলা হচ্ছে না। Gc Ray (আলাপ) ০৬:২৬, ১২ জুলাই ২০২৩ (ইউটিসি)
আপনার পাতায় লেখা অনুভূতি
@Gc Ray প্রিয় ভাই! আপনার পাতায় লেখা অনুভূতি পড়লাম। আমি অনেকের কাছে হিন্দুধর্ম নিয়ে জিজ্ঞেস করেছি, তারা এই ধর্মের সারমর্ম আমাকে বুঝাতে পারেনি। আপনার পাতাটি পড়ে মনে হলো, এতো ভালো ও স্বচ্ছ ধারণা আমি এর আগে কোথাও পাইনি। আপনার জন্য শুভ কামনা। Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৬:০৮, ১৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- অভিনন্দন ও শুভকামনা রইল, ভাই। Gc Ray (আলাপ) ০১:০৫, ১৮ জুলাই ২০২৩ (ইউটিসি)
বাতিল
টেমপ্লেট:বৌদ্ধধর্ম অসম্পূর্ণ পাতাটি কেউ মুছে দিন।Gc Ray (আলাপ) ০১:৫০, ২৪ জুলাই ২০২৩ (ইউটিসি)
কে বাতিল করে এর সাথে যুক্ত করুন কেউ দয়াকরেন।Gc Ray (আলাপ) ১৫:১০, ২৪ জুলাই ২০২৩ (ইউটিসি)
- @Gc Ray কেন এই টেমপ্লেটে সমস্যা কি?? Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৫:৫০, ২৪ জুলাই ২০২৩ (ইউটিসি)
- এমন আরাকটা আছে। আমি না দেখেই তৈরি করে ফেলেছি। Gc Ray (আলাপ) ০৬:১১, ২৫ জুলাই ২০২৩ (ইউটিসি)
সংশয়
দ্যুস নিবন্ধের শিরোনামের বানান নিয়ে সংশয় আছে। কেউ সাহায্য করুন। Gc Ray (আলাপ) ১৩:৩১, ৯ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @Gc Ray এ ধারণের সংশয়ে আপনি উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ এ প্রশ্ন / মতামত নিতে পারেন। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৪:৫৩, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)
স্বয়ংক্রিয় পরীক্ষক
সুপ্রিয় Gc Ray, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা টহল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষক পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! Yahya (আলাপ) ১৬:৪৩, ১০ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- ধন্যবাদ, আপনার সুবিচারের জন্য। Gc Ray (আলাপ) ০৩:০৮, ১১ আগস্ট ২০২৩ (ইউটিসি)
শিরোনাম
সিজিজি নিবন্ধের শিরোনামটি কেউ পরীক্ষা করে দেন, ঠিক আছে কিনা? Gc Ray (আলাপ) ০৫:০৫, ১৭ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @Gc Ray হ্যা ঠিক আছে। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৭:৪৫, ১৭ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- ধন্যবাদ। Gc Ray (আলাপ) ০৭:৪৬, ১৭ আগস্ট ২০২৩ (ইউটিসি)
একটি অনুরোধ
আদাব দাদা, শুভেচ্ছা নিবেন। আপনি পাতা হাতে করেই (বা ম্যানুয়ালি) বেশিরভাগ তৈরি করেন দেখলাম। সেক্ষেত্রে একটি সম্পাদনার সারাংশ দেয়ার অনুরোধ থাকল। কিছু না হলেও কেবল কাজ শুরু বা পাতা তৈরি বাক্যগুলোই যুক্ত করে দিতে পারেন। বিশেষ:নতুন পাতাসমূহ আরেকটু স্বচ্ছ থাকে কিনা! ~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১৮:৩২, ১৮ আগস্ট ২০২৩ (ইউটিসি)
বাতিল
গ্রীষ্ম (হিন্দু ঋতু) নিবন্ধটি খেয়াল না করে করে ফেলেছি। কেউ ডিলিট করে দেন। Gc Ray (আলাপ) ০৭:২১, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)
নিবন্ধ ডিলিট
কেউ শিখিয়ে দিবেন? Gc Ray (আলাপ) ০৮:০৮, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @Gc Ray, গ্রীষ্ম (হিন্দু ঋতু) নিবন্ধটা মুছে ফেলতে চাচ্ছেন কেন?? উইকিপিডিয়ায় কোন পাতা সরাসরি মুছে ফেলা যায়না। তবে ফাকা বা ত্রুটিপূর্ণ নিবন্ধ প্রশাসকরা সরাসরি মুছে ফেলেন। আর একটা আছে মুছে ফেলার জন্য আলোচনা করা।
- আচ্ছা এই দুই কাজ খুব সহজে এক ক্লিকে টুইংকলের মাধ্যমে করা যায়। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৮:২৮, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- করে দেখিয়ে দেন, দয়াকরে। Gc Ray (আলাপ) ০৮:৩১, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @Gc Ray দাদা! বিশেষ:পছন্দসমূহ#mw-prefsection-gadgets এই লিঙ্কে ক্লিক করে অনেক ফাংশন পাবেন, এদেরমধ্যে টুইংকল টিক দিন। এছাড়াও অনেক কার্যকরী ফাংশন আছে। সেগুলোও চালু করে নিতে পারেন। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৯:২৯, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- গিয়েছিলাম, কিন্তু টুইংকল পাচ্ছিনা Gc Ray (আলাপ) ০৯:৩৬, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩৬, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- ধন্যবাদ। Gc Ray (আলাপ) ০১:৪০, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩৬, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- গিয়েছিলাম, কিন্তু টুইংকল পাচ্ছিনা Gc Ray (আলাপ) ০৯:৩৬, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @Gc Ray দাদা! বিশেষ:পছন্দসমূহ#mw-prefsection-gadgets এই লিঙ্কে ক্লিক করে অনেক ফাংশন পাবেন, এদেরমধ্যে টুইংকল টিক দিন। এছাড়াও অনেক কার্যকরী ফাংশন আছে। সেগুলোও চালু করে নিতে পারেন। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৯:২৯, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- করে দেখিয়ে দেন, দয়াকরে। Gc Ray (আলাপ) ০৮:৩১, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)
আইএএসটি
দাদা, আমি আইএএসটি না যোগ করা নিয়ে ভাবছিলাম। আমি দেখতে পাচ্ছি বাংলা উইকিতে নতুন তৈরি অনেক হিন্দুধর্ম সম্পর্কিত নিবন্ধে এটি যোগ করা হচ্ছে যা আগে করা হত না। সম্ভবত অনুবাদে কারণে, ইংরেজিতে দেওয়া আছে বিধায় বাংলায় অনুবাদের সময় তা অনুকরণ করা হচ্ছে।
আমার মত হলো এই আইএএসটি যোগ না করা। যেমন ধরুন মহতত্ত্ব। আমি হিন্দু না কিন্তু আমি খুব সহজেই এই শব্দের মানে জানি, এগুলি প্রচলিত বাংলা শব্দও বটে। এখন এখানে একবার মহতত্ত্ব লেখার হয়েছে, পাশে সংস্কৃত অক্ষরে ঐ একই জিনিস লেখা হয়েছে, তার পাশে আবার ইংরেজি অক্ষরে প্রতিবর্ণী লেখা হয়েছে। যেহেতু নিবন্ধের শিরোনাম ও সংস্কৃত একই উচ্চারণ বহন করে, তার পাশে আবার আইএএসটি প্রতিবর্ণী যোগের দরকার নেই। যদি দিতেই হয় উইকিপিডিয়া:বাংলা ভাষায় সংস্কৃত শব্দের প্রতিবর্ণীকরণ ব্যবহার করে বাংলা অক্ষরে প্রতিবর্ণী দেওয়া উচিত (কারণ বাংলায় সংস্কৃতর প্রতিবর্ণী থাকা সত্ত্বেও তা ব্যবহার না করা আমার কাছে বেঠিক লাগে)
আমি বট ব্যবহার করে যেখানে নিবন্ধের শিরোনাম ও সংস্কৃত একই উচ্চারণ বহন করে, সেখান থেকে আইএএসটি অংশটা সরিয়ে দিতে চাচ্ছি। আর যদি দিতেই হয় আপনি পরে উইকিপিডিয়া:বাংলা ভাষায় সংস্কৃত শব্দের প্রতিবর্ণীকরণ ব্যবহার করে বাংলা অক্ষর দিয়ে যোগ করলেন, এতে পাঠকেরও সুবিধা হবে। আপনার মতামত কী? @Robin Saha, @BadhonCR আপনাদের মত কী?
(এছাড়া আমি বলব দৈনন্দিন বাংলা শব্দের জন্য সংস্কৃতও যোগ করারও দরকার নেই যেমন গ্রীষ্ম (হিন্দুঋতু))। আফতাবুজ্জামান (আলাপ) ০৯:০১, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @Robin Saha, @BadhonCR, Gc Ray দাদা এই বিষয়ে আপনাদের মত কী? আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩৭, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান এ বিষয় সম্পর্কিত একটি আলোচনা আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ এ চালু আছে। আমার মনে হয় মূল নাম যেহেতু সংস্কৃত থেকে এসেছে তাই সংস্কৃত রাখা উচিত। আর আইএএসটি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যদি করতেই চায় তাহলে আইএএসটির পরিবর্তে 'বাংলা ভাষায় সংস্কৃত শব্দের প্রতিবর্ণীকরণ' করা উচিত। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৪:৫০, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @BadhonCR, হ্যাঁ, তাই। আমি মূলত
(সংস্কৃত: संस्कृतम्, Sanskritam)
না দিয়ে বাংলা বর্ণ দিয়েই(সংস্কৃত: संस्कृतम्, সান্স্কৃতাম্)
প্রতিবর্ণীকরণ দেওয়া বুঝিয়েছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:১০, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)- @আফতাবুজ্জামান সমর্থন সঠিক সিদ্ধান্ত। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৫:১২, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @BadhonCR, হ্যাঁ, তাই। আমি মূলত
- অসমর্থন। উইকিপিডিয়া আলোচনা:উইকিপ্রকল্প হিন্দুধর্ম#কেবল সংস্কৃত লিপির ব্যবহার প্রসঙ্গ- এখানে এই প্রসঙ্গে সিদ্ধান্ত গ্রহণ হয়েছিলো। এই আলোচনায় নতুন করে পরামর্শ থাকলে সেখানেই আলোচনাটা চালিয়ে যান। — Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ১৮:৫৮, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)
আপনাদের সাথে সহমত, তবে সংস্কৃত থাকা উচিত, কেননা হিন্দুধর্মের সাথে সংস্কৃত যুক্ত। যেমন ইসলামের সাথে আরবি। Gc Ray (আলাপ) ০১:৩৬, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- হ্যাঁ, দাদা, সংস্কৃত-দেবনাগরী থাকা উচিত ও আমার সেটিতে আপত্তি নেই। তবে আমি সংস্কৃত-দেবনাগরী থেকে বাংলা ভাষায় প্রবেশকৃত, আমাদের দৈনন্দিন জীবনে অতি ব্যবহৃত শব্দের কিছু নিবন্ধ থেকে সংস্কৃত-দেবনাগরী লিপি সরিয়ে দিয়েছি, যেমন ধরুন গ্রীষ্ম (হিন্দু ঋতু)। আমার মতে এইগুলিতে সংস্কৃত-দেবনাগরী যোগ করার দরকার নেই। আফতাবুজ্জামান (আলাপ) ০২:১৪, ২৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)
বানান
মুলবর নিবন্ধের বানান ঠিক আছে কিনা কেউ সাহায্য করুন। Gc Ray (আলাপ) ০৫:৩৩, ৩১ আগস্ট ২০২৩ (ইউটিসি)
চিত্র প্রদর্শন
বিবাহ মণ্ডপ নিবন্ধে চিত্র প্রদর্শিত হচ্ছে না। কেউ সাহায্য করুন। Gc Ray (আলাপ) ১১:২৩, ১ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @Gc Ray করা হয়েছে। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৩:১৪, ১ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- ধন্যবাদ Gc Ray (আলাপ) ১৩:২৮, ১ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
মানোন্নয়ন
মৃত্তিকা (শাস্ত্রীয় উপাদান) এর মানোন্নয়নে সাহায্য করুন। এবং শিরোনাম ঠিক আছে কিনা দেখুন। Gc Ray (আলাপ) ১৩:৩৬, ৪ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
১০০০+ নিবন্ধের প্রণেতা
১০০০+ নিবন্ধের প্রণেতা | ||
দেখতে দেখতে আপনি প্রায় ১০০০টির বেশি নিবন্ধ তৈরি করে ফেলেছেন। আমার কাছ থেকে আপনাকে এই ছোট্ট ১০০০+ নিবন্ধের প্রণেতা উইকিপদকটি দিলাম। আশা করি আপনি এভাবে আরো দ্রুত ২০০০ নিবন্ধের মাইলফলক স্পর্শ করবেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫৭, ৮ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি) |
- ধন্যবাদ Gc Ray (আলাপ) ১২:৪২, ৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
সুপ্রিয় Gc Ray,
বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো শরৎকালীন অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।
এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক। রবিন সাহা ১৯:১২, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
- অভিনন্দন! Gc Ray (আলাপ) ১৪:২২, ৬ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
চিত্র আপলোড
@Gc Ray, wikifile-transfer
- আপ্লোডের পর এটার মতো করে সারাংশ ও লাইসেন্স যুক্ত করে দিয়েন, নাহলে কেউ চাইলে এতে অপসারণের ট্যাগ করতে পারবে। –TANBIRUZZAMAN (💬) ২২:৪৭, ১১ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
চিত্র আপলোড
@Gc Ray প্রিয় দাদা! আসলে সময় করে আপনাকে এটা বলতেই পারছিনাম না। আন্তরিকভাবে দুঃখিত!! আপনি উপরে যা লিখেছেন সেটার মত করে অতো কিছুর প্রয়োজন নাই। যে ছবি গুলো অনুবাদের সময় অটোম্যাটিক আসছে না আপনি সরাসরি সে ছবিটা আপনার মোবাইলে ডাউনলোড করবেন (হোক সেটা ইংরেজি উইকি বা আরবি বা উর্দু বা হিন্দি উইকি)। অথবা আপনি গুগল করলেই ছবি পেয়ে যাবেন সেখান থেকেও ছবি ডাউনলোড করতে পারেন। তারপরে এই উইকিপিডিয়া:আপলোড এই আপলোড উইজার্ড দিয়ে ছবি আপলোড করবেন।
আচ্ছা! একটা বড় বিষয় আপনি কিন্তু এই আপলোড দিয়ে সবকিছু আপলোড করতে পারবেন না। ওখানে দেখুন লেখা আছে কোন ছবিগুলো আপনি আপলোড করতে পারবেন, তারপরেও আমি একটা তালিকা দিচ্ছি কোন ছবিগুলো আপনি আপলোড করতে পারবেন।
- একটি বইয়ের প্রচ্ছদের ছবি
- একজন মৃত মানুষের একটা মাত্র ছবি, উইকিতে একটি থাকলে আর দরকার নাই।
- কোন প্রতিষ্ঠানের লোগোর ছবি
- কোন ওয়েবসাইটের স্ক্রিনশর্ট
- যে ছবি কমপক্ষে ৬০ বছর আগে তোলা হয়েছে। (তবে এই ছবি কমন্সে আপলোড করা উচিত, কমন্সের লিঙ্ক https://commons.wikimedia.org/wiki/Main_Page
- কোন মুভি বা ব্যানার জাতীয় পোস্টার
এই তালিকার বাইরের কোন ছবিই আপনি আপলোড করতে পারবেন না। ইংরেজি উইকিতেও এর বাইরের কোন ছবি আপনি পাবেন না। আর কমন্সে যে ছবিগুলো রয়েছে সেগুলো অনুবাদ করার সময় অটোম্যাটিক বাংলা উইকিতে চলে আসবে। কোন প্রশ্ন থাকলে বলুন। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৯:১৩, ১১ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
- ধন্যবাদ Gc Ray (আলাপ) ০৮:৫১, ১২ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
একটি চিত্র আপলোড করুন!
@Gc Ray দাদা, অর্থশাস্ত্র অতি পুরাতন জনপ্রিয় একটি গ্রন্থ। নিবন্ধটিতে বইয়ের কোন ছবি নাই, আপনি ইংরেজি উইকি বা গুগল করলেও বইটির ছবি পেয়ে যাবেন। সেখান থেকে সংগ্রহ করে উইকিপিডিয়া:আপলোড এই উইজার্ডের মাধ্যমে ছবিটা আপলোড করতে পারেন, এতে বিষয়টি আপনি শিখে যাবেন। চেষ্টা করে দেখতে পারেন। পাশাপাশি নিবন্ধটিতে তথ্যছক নেই সেটা যুক্ত করতে পারেন, পরিষ্করণ (মানে নিবন্ধটি সুন্দর করে লেখা) করতে পারেন। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৯:২৫, ১১ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
- ধন্যবাদ Gc Ray (আলাপ) ০৮:৩৮, ১২ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
- অর্থশাস্ত্র এর কাজ শুরু করেছি। Gc Ray (আলাপ) ১৩:১৯, ১২ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
অর্থশাস্ত্র নিবন্ধ পরিষ্করণ পদক!
অর্থশাস্ত্র পদক! | |
দাদা, আপনার সম্পাদনাগুলো আসলেই সুন্দর। একটি নিবন্ধ কীভাবে সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করতে হয় সেটা আসলে আপনি অত্যন্ত দক্ষভাবেই শিখে গিয়েছেন। সাম্প্রতিক অর্থশাস্ত্র নিবন্ধটাও তারই একটি ছোট্ট উদাহরণ। নিবন্ধটি আসলে ভারতীয় প্রাচীন ইতিহাসের একটা মূল্যবান সম্পদ। নিবন্ধটা সম্পন্ন করার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ ও একটি উইকি সম্মাননা! ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৯:৪১, ১৫ অক্টোবর ২০২৩ (ইউটিসি) |
- ধন্যবাদ। Gc Ray (আলাপ) ১১:৫৭, ১৫ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
উইকিমিডিয়া আন্দোলন সনদ সংক্রান্ত আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ (১)
প্রিয় Gc Ray, আশা করি ভালো আছেন। আপনি হয়তো ইতোমধ্যেই জানেন যে, আন্দোলন সনদ খসড়া প্রণয়ন কমিটি (MCDC) বর্তমানে আন্দোলন সনদের খসড়া অধ্যায় সম্পর্কে বিভিন্ন উইকিমিডিয়া সম্প্রদায়ের মতামত সংগ্রহ করছে। তারই অংশ হিসেবে আমরা নিশ্চিত করতে চাই যে বাংলা উইকিমিডিয়ানদের সম্প্রদায়ও এই প্রক্রিয়ার সাথে সম্পূর্ণভাবে জড়িত হয়ে সুচিন্তিত প্রতিক্রিয়া প্রদান করতে পারে। এই লক্ষ্যে আগামী ২১ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮:০০ টায় (ভারতীয় সময় ৭:৩০) একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উইকিমিডিয়া আন্দোলন সনদ তথা মুভমেন্ট চার্টারের সাথে নিজেকে পরিচিত করতে এবং প্রতিক্রিয়া, মন্তব্য ও অভিমত প্রদানের মাধ্যমে সনদ কমিটিকে সহযোগিতার জন্য আমরা আপনাকে আলোচনায় যুক্ত হতে অনুরোধ করছি। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদেরকে কথোপকথনটি প্রস্তুতে সহযোগিতা করুন।
বি.দ্র.
- আলোচনায় অংশগ্রহণকারীদের জন্য ইন্টারনেট ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে।
- কথোপকথনের পুর্বপ্রস্তুতি হিসেবে আপনি চাইলে খসড়া সনদটি এখান থেকে পড়ে নিতে পারেন।
- আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি সম্পর্ক জানতে মেটা-পাতা দেখুন।
শুভেচ্ছান্তে,
উইকিমিডিয়া আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি সমন্বয়ক দল
১৬:৪১, ২০ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
তানভির ভাই এর আলাপ পাতা থেকে নেয়া
- সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন পাতাসমূহ কিছু ভুল থাকলে সংশোধন করতে হবে? Gc Ray (আলাপ) ০৭:১৭, ২৯ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
- নতুন পাতায় বিষয়শ্রেণী যুক্তকরণ, পরিষ্করণ ট্যাগ যুক্ত করা, দ্রুত অপসারণের যোগ্য হলে অপসারণ ট্যাগ করা, ইত্যাদি এগুলোই মুলত একজন পর্যবেক্ষক করে থাকেন। এর জন্য টুইংকলও ব্যবহার করতে পারেন। –TANBIRUZZAMAN (💬) ০৭:২৬, ২৯ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
- সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন পাতাসমূহ কিছু ভুল থাকলে সংশোধন করতে হবে? Gc Ray (আলাপ) ০৭:১৭, ২৯ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩" এডিটাথনে অংশ নিন!
বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৩ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।
কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩
০৩:৩৫, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)
শিরোনাম
এশিয়া চর্চা সংঘ শিরোনাম ঠিক আছে কিনা সেটা কেউ পরিক্ষা করে দেখুন। Gc Ray (আলাপ) ০৪:১৯, ৯ নভেম্বর ২০২৩ (ইউটিসি)
আপনার ইমেইল এসেছে!
২২:৩২, ১৯ নভেম্বর ২০২৩ (ইউটিসি) তারিখে বার্তা যোগ করা হয়েছে। আপনি {{আপনি মেইল পেয়েছেন}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময়ে এই নোটিশ মুছে ফেলতে পারেন।
আফতাবুজ্জামান (আলাপ) ২২:৩২, ১৯ নভেম্বর ২০২৩ (ইউটিসি)
- মেইল পেয়েছি। কিন্তু কিভাবে করবো তা বুঝতে পারছি না।
- আমি না বুঝে করেছি। আমি কখনো আর করবো না। Gc Ray (আলাপ) ০৪:২২, ২০ নভেম্বর ২০২৩ (ইউটিসি)
মতামত কাম্য
উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা_ও_অনুবাদ#ধর্মীয়_সম্প্রদায়-এ আপনার মতামত কাম্য। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৬, ১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
চিত্র:পাকিস্তান-প্রিমিয়ার-লিগের-লোগো.jpg পাতাটি দ্রুত অপসারণ করা হয়েছে
চিত্র:পাকিস্তান-প্রিমিয়ার-লিগের-লোগো.jpg পাতাটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করা হয়েছে। এটি নিম্নোক্ত কারণে করা হয়েছে:
চিত্র:পাকিস্তান প্রিমিয়ার লিগের লোগো.jpg ফাইলের প্রতিলিপি
দ্রুত অপসারণ নীতিমালার অধীনে এইরূপ পাতাগুলো যেকোন সময় অপসারণ করা হতে পারে।
অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, অথবা আপনি যদি ভবিষ্যত সূত্র বা উন্নতির স্বার্থে মুছে ফেলা পাতাটি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ইতোমধ্যে যদি তা করে থাকেন তবে, এখানে একটি অনুরোধ করতে পারেন। —শাকিল (আলাপ · অবদান) ০৬:৫৯, ৩ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
- ভাই, প্রথমটি তৈরি করে ভেবেছিলাম তৈরি হয়নি। তাই আরেকটি তৈরি করেছিলাম। চিত্র:পাকিস্তান-প্রিমিয়ার-লিগের-লোগো.jpg এটি অপসারীতো হওয়ায় আমার কোন অভিযোগ নেই। Gc Ray (আলাপ) ১১:৩৬, ৩ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
হৃদয়ের পরিমাপ
হৃদয়ের পরিমাপ নিবন্ধটির ইংরেজি নিবন্ধ কোনটা হবে সেটা খুঁজে পাচ্ছি না। যখন এটির অনুবাদ করেছিলাম, তখন আন্তঃসংযোগ দিতে পারতাম না। এটির আন্তঃসংযোগ দেওয়া প্রয়োজন, কেউ সাহায্য করুন। Gc Ray (আলাপ) ০৭:৫১, ৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
- @Gc Ray
- হৃদয়ের পরিমাণ নিবন্ধটির কাছাকাছি ইংরেজি নিবন্ধ হলো Ancient Egyptian afterlife beliefs নিবন্ধটি Rifat008 (আলাপ) ০৯:০৭, ৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
- না এটা না। "Weighing of the Heart" এমন কিছু হবে। Gc Ray (আলাপ) ১০:০৩, ৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
- আপনি যদি "Weighing of the Heart" লিখে ইংরেজি উইকিপিডিয়াতে অনুসন্ধান করেন তবে আপনি এই নিবন্ধ তি পাবেন। এবং এই নিবন্ধের Judgment of the dead অংশে আপনি হৃদয়ের পরিমাপ এই নিবন্ধের সাথে সম্পরকিত তথ্যগুল পাবেন Rifat008 (আলাপ) ১১:৩২, ৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
- না এটা না। "Weighing of the Heart" এমন কিছু হবে। Gc Ray (আলাপ) ১০:০৩, ৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
আপনার বিষয়শ্রেণী তৈরি প্রসঙ্গে
@Gc Ray জনাব, সম্প্রতি আপনি কিছু বিষয়শ্রেণী তৈরি করেছেন। যেগুলোর কোন আন্তঃউইকি সংযোগ নেই, অধিবিষয়শ্রেণী নেই। কোনটা তো একই ধরনের অন্য বিষয়শ্রেণীর সাথে মিল নেই। দয়া করে এমন বিষয়শ্রেণী তৈরি কথা থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ করছি। আপনার বিষয়শ্রেণীগুলো নিবন্ধে থাকুন তবে তৈরি করবেন না। (লাল তৈরি না করা বিষয়শ্রেণী হিসাবে)। আপনাদের মত অভিজ্ঞ উইকিপিডিয়ান এমন করলে নতুনরা তো এমন বিষয়শ্রেণী দেদারসে তৈরি করতে থাকবে। আশা করছি বিষয়টা ভেবে দেখবেন। ধন্যবাদ। -- কুউ পুলক ১৩:৪৮, ৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
- এগুলো অনেক আগে করেছিলাম। তখন আন্তঃসংযোগ দিতে পারতাম না। ধন্যবাদ। Gc Ray (আলাপ) ১৩:৫৬, ৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
মধুসুদন নিবন্ধটি সম্পর্কে
সুপ্রিয় Gc Ray, আমি Rifat008। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ৩০ মার্চ, ২০২২ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ৬৬৮ দিন পূর্বে মধুসুদন নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত ব্যখ্যা রয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একটি সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাটি হলো:
- নিবন্ধটি একটি অসম্পূর্ণ নিবন্ধ
আপনি যা করতে পারেন:
- উক্ত নিবন্ধে সম্পাদনা করার মাধ্যমে সমস্যাটির সমাধান করুন
এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। R1F4T আলাপ ১৫:০৭, ২৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
মধুসুদন নিবন্ধটি সম্পর্কে
সুপ্রিয় Gc Ray, আমি Rifat008। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ৩০ মার্চ, ২০২২ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ৬৭০ দিন পূর্বে মধুসুদন নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একাধিক সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাগুলো নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো:
- নিবন্ধটি আকারে অনেক ছোট
- নিবন্ধটি একটি অসম্পূর্ণ নিবন্ধ
আপনি যা করতে পারেন:
- নিবন্ধটি সম্প্রসারণ করে উইকিপিডিয়াকে সাহায্য করুন। অন্যথায়, এটি অপসারণের জন্য বিবেচিত হতে পারে
এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। R1F4T আলাপ ১২:৫২, ২৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
- করা হয়েছে। Gc Ray (আলাপ) ১৩:১১, ২৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ
সুপ্রিয় Gc Ray, |
Thank you for being a medical contributors!
The 2023 Cure Award | |
In 2023 you were one of the top medical editors in your language. Thank you from Wiki Project Med for helping bring free, complete, accurate, up-to-date health information to the public. We really appreciate you and the vital work you do!
Wiki Project Med Foundation is a thematic organization whose mission is to improve our health content. Consider joining for 2024, there are no associated costs. Additionally one of our primary efforts revolves around translation of health content. We invite you to try our new workflow if you have not already. Our dashboard automatically collects statistics of your efforts and we are working on tools to automatically improve formating. |
Thanks again :-) -- Doc James along with the rest of the team at Wiki Project Med Foundation ২২:২৫, ৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
স্বয়ংক্রিয় শ্রেণীবিন্যাসবিদ্যা/নথি পাতাটি দ্রুত অপসারণ করা হয়েছে
স্বয়ংক্রিয় শ্রেণীবিন্যাসবিদ্যা/নথি পাতাটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণ করা হয়েছে। এটি নিম্নোক্ত কারণে করা হয়েছে:
টেমপ্লেট:স্বয়ংক্রিয় শ্রেণীবিন্যাসবিদ্যা/নথি ইতোমধ্যে বিদ্যমান।
দ্রুত অপসারণ নীতিমালার অধীনে এইরূপ পাতাগুলো যেকোন সময় অপসারণ করা হতে পারে।
অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, অথবা আপনি যদি ভবিষ্যত সূত্র বা উন্নতির স্বার্থে মুছে ফেলা পাতাটি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ইতোমধ্যে যদি তা করে থাকেন তবে, এখানে একটি অনুরোধ করতে পারেন। Yahya (আলাপ) ০৭:১৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
- ভাই Template
- Autotaxobox system navbox এর বাংলা কি দিবো বুঝতে পারছি না তাই ওটা দিয়েছিলাম। নতুন নামে করছি। Gc Ray (আলাপ) ০৭:২১, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
প্রিয় Gc Ray,
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
স্থানীয় সংগঠক, নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪
১৯:৪২, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)
একটি পদক দিলাম
অর্ধ লক্ষ সম্পাদনা পদক! | |
দাদা, আপনি দেখতে দেখতে প্রায় ৫০,০০০ সম্পাদনা করে ফেলছেন। এটা অবশ্যই বিশাল একটি অর্জন। আপনার এই নিরলস পরিশ্রমের ফলে অনলাইনে বাংলা ভাষা অবশ্যই সমৃদ্ধ হয়েছে, এটা সন্দেহাতীতভাবে মেনে নিতে হবে। আপনার বাংলা ভাষার প্রতি ভালোবাসার জন্য বাংলা উইকির পক্ষ থেকে অভিনন্দন। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৭:০৩, ১৪ মার্চ ২০২৪ (ইউটিসি) |
- ধন্যবাদ।
- দয়াকরে আমার পদক পাতায় যুক্ত করে দিবেন। Gc Ray (আলাপ) ০৭:০৫, ১৪ মার্চ ২০২৪ (ইউটিসি)
- @Gc Ray করেছি। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৮:০৯, ১৪ মার্চ ২০২৪ (ইউটিসি)
- ধন্যবাদ Gc Ray (আলাপ) ১১:০০, ১৪ মার্চ ২০২৪ (ইউটিসি)
- @Gc Ray করেছি। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৮:০৯, ১৪ মার্চ ২০২৪ (ইউটিসি)
দেবতা নিবন্ধের সূচনা অনুচ্ছেদে এক-ঈশ্বরবাদী ধর্ম সম্পর্কে একটা লাইন রয়েছে "এক-ঈশ্বরবাদী ধর্মে একজনকে প্রধান দেবতা হিসেবে গ্রহণ করা হয় এবং অন্যান্য দেবতাদের অস্বীকার না করে তাদেরও সমান মর্যাদা দেওয়া হয়
।" একজন এই লাইনটা অপসারণ করে এক-ঈশ্বরবাদী ধর্মের অন্য ব্যাখ্যা দিতে চেয়েছিলেন। এই দেখুন। তার লেখার ধরন অগঠনমূলক, অবোধগম্য হওয়ায় আমি সম্পাদনাটি বাতিল করেছি। আপনি নিবন্ধটি পড়ে কোনো ভুল থাকলে সংশোধন করে দিন। Ahmed Reza Khan (আলাপ) ০৫:৩৭, ২০ মে ২০২৪ (ইউটিসি)
- আপনি সঠিক। আমি আরও কিছুটা পরিবর্তন করে আরও যুক্তিযুক্ত করার চেষ্টা করেছি। ধন্যবাদ। Gc Ray (আলাপ) ০৬:১৮, ২০ মে ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে
প্রিয় সুধী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।
নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,
- উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
- উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।
বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV
বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
প্রিয় সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে
প্রিয় সবাই,
আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)